Deewana (A crazy lover)Part:24

0
5149

Deewana (A crazy lover)Part:24

Writer: urme prema (sajiana monir)

অন্যদিকে…

আরসাল আয়নার সামনে দাড়িয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে মুচকি হেসে বলতে লাগে

আরসাল:জান তুমি চাইলেই আমার কাছ থেকে দূরে যেতে পারবে না কারন আমি তোমাকে কখনো দূরে যেতেই দেবনা ।তোমার মনে আমার জন্য আগের মত ভালোবাসা জাগাতে আসছি ।নতুন করে আমাদের লাভ স্টোরির শুরু করতে আসছি ।এবার তোমার অভিমান ভাঙ্গানো মুসকিল কিন্তু আমি আমার ভালোবাসা দিয়ে তোমার মনের অভিমানের বরফ ঠি কই গলাবো ।

আরসালের রুমের দেয়ালে টানানো সায়রার ছবিতে চুমু দিয়ে বলতে লাগে

আরসাল:আই লাভ ইউ জান ।আসছি তোমার কাছে।

সায়রা নিচে গিয়ে দেখে সবাই একত্রে বসে ব্রেকফাস্ট করছে সায়রা নিচে দিয়ে চেয়ারে বসতে বসতে বলতে লাগে

সায়রা:(মুচকি হেসে)গুডমর্নিং এভরিওয়ান

সায়রা দিকে তাকিয়ে সবাই হা করে তাকিয়ে আছে ।সায়রার মা সায়রার দিকে তাকিয়ে অবাক হয়ে প্রশ্ন করে

মা:কোথায় যাচ্ছো তুমি ?

সায়রা:মা কোথায় আবার অবশ্যই university তে ।অনেক দিন হয়েছে যাই না অনেকগুলো ক্লাস মিস হয়েছে অসুস্থতার কারনে আর মিস করতে চাই না নেক্সট মান্থ এক্সাম ।

মা:কিন্তু(চিন্তিত হয়ে)

সায়রা:ওহো মা তুমি চিন্তা কর না আমি পুরোপুরি সুস্থ আছি আর কেন ভয় পাও লোকের কথার ভয়ে কি বাড়িতে লুকিয়ে থাকবো?

মা:আচ্ছা ঠিক আছে যাও কিন্তু নিজের খেয়াল রাখবে ।

সায়রা:ওকে মা

সায়রা বাড়ি থেকে দিয়া মুনের সাথে বের হল university র উদ্দেশ্যে।

আরসাল রেডি হয়ে নিচে নামতেই মুমতাহা খাঁন আরসালকে কড়া গলায় জিগাসা করে

মুমতাহা খাঁন :কোথায় যাচ্ছো

আরসাল:university তে

মুমতাহা খাঁন :তাহলে তুমি ঠি ক করেই নিয়েছো যে তুমি প্রফেসর হয়ে জয়েন করবে ।

আরসাল:হুম মা যা আমার জন্য হয়েছে আমার জন্য শেষ হয়েছে তা আমি ঠি ক করবোই আমি পারবো না ওকে ছাড়া বাচঁতে।

মুমতাহা খাঁন :তোমাকে অাগেই বলেছিলাম নিজের রাগকে কন্ট্রোল কর নাহলে তোমার রাগের কারনে তুমি সায়রাকে হারাবে কিন্তু তুমি আমার কথা শুনোনি কোন গুরুত্ব দেওনি ।আমি এই দিনটার জন্য ভয়ে এই কথা গুলো বলেছিম ।

আরসাল:(অসহায় ভাবে )মা আমার ভুল হয়ে গেছে আমি নিজের রাগকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করেছি কিন্তু পরিস্থীতি এমন ছিল যে সব কিছু এলোমেলো করে দিয়েছে ।মা আমি জানি আমি ভুল করেছি প্লিজ মা আমাকে ক্ষমা করে দেও

মুমতাহা খাঁন :ক্ষমা সেদিন করবো যেদিন সায়রা এই বাড়ির বউ হয়ে আসবে যেদিন সায়রা তোমাকে ক্ষমা করবে ।

আরসাল:তাই তো তাকে নতুন করে পেতে তার কাছে যাচ্ছি নতুন রুপে নিজের করে ছাড়বো ওকে আবার তার মনে আমার জন্য ভালোবাসা জাগাবো আগের মত ।আমার আগের সায়রা বানাবো ।

আরসাল ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বের হয়ে যায় university র উদ্দেশ্য ।

University…..

আরসাল গাড়ি থেকে নামতেই আসে পাশে সব মেয়ে হা করে তাকিয়ে থাকে ।আরসাল পুরো ফরমাল লুকে ।আরসাল কিলার স্মাইল দিয়ে বলতে লাগে

আরসাল:এসে গেছি জান তোমার কাছে তুমি নিজেকে আমার থেকে আরাল যতই করে রাখো না কেন আমি কখনোই তোমাকে আরাল হতে দেব না ।তোমার পাবার জন্য কত কিছুই না করতে হচ্ছে এবার তোমার দিওয়ানা তোমার প্রফেসর হয়ে এসেছে গেট রেডি ফর লাভ টর্চার ।

‌অন্যদিকে….

সায়রা university তে এসে কেনটিনে চলে গেল ।কেনটিনে যেয়ে দেখে মাওয়া আর সানজিদা বসে আছে সায়রা মুন দিয়া তাদের পাশে বসে পরে ।সায়রাকে দেখে মাওয়া খুশি হয়ে বলতে লাগে

মাওয়া:কেমন আছিস

সায়রা:ভালো ।তোর কি খবর

মাওয়া:ভালো

সানজিদা:তোকে কত দিন পর দেখলাম ইয়ার।তোকে খুব মিস করছিলাম ।

সায়রা :আমি ও তোদের খুব মিস করছিলাম

মাওয়া:এখন university তে আসতে গেলি কেন?

সায়রা:বাসায় বসে বোর হয়ে গেছি ইয়ার ।তাছাড়া আমি এখন পুরোপুরি সুস্থ আর সামনে এক্সাম আমি ক্লাস মিস করতে চাই না ।এমনেই একাউন্টিং এ পিপারেশন ভালো না।(মন খারাপ করে)

সানজিদা:আরে তুই ঠি ক মেনেজ করে নিতে পারবি চিল ইয়ার

সায়রা :আই হোপ সো

মাওয়া সায়রা সানজিদা মুন দিয়া গল্প করছিল হঠাৎ পাশের টেবিল থেকে দুটো মেয়ের কথা শুনতে পেলো ।

১ম মেয়ে:আরে জানিস আজ নতুন accounting এর নতুন প্রফেসর জয়েন করেছে।যা হেন্ডসাম

২য় মেয়ে:কি বলছিস (অভাক হয়ে)নাম কি তার?

১ম মেয়ে:জানি না ।তাকে দেখে হা করে তাকিয়ে ছিলাম ।যা স্টাইল যা কিলার লুক কিলার হাসি আমি তো পুরোই ফিদা তার উপর

২য় মেয়ে:কি বলছিস তাহলে তো তাকে দেখতে হয়

১ম মেয়ে :হুম চল চল

এতসময় সায়রা রা মেয়েদের কথা শুছিল মেয়েরা চলে যেতেই সায়রা বলতে লাগে

সায়রা:এই মেয়েরা কি বলছিল ?প্রফেসার অনিল কোথায় উনি কি চলে গেছে?

সানজিদা :আরে না প্রফেসার অনিল আছে কিন্তু আমাদের ক্লাস এখন থেকে নতুন প্রফেসার নিবে শুনেছি তিনি নাকি লন্ডন থেকে এসেছে।

সায়রা:ও আচ্ছা ।নাম কি তার

সানজিদা :তা তো জানি না

সায়রা:ওকে চল ক্লাসের টাইম হচ্ছে ।

মাওয়া:হুম চল

ক্লাসে….

সায়রারা ক্লাসে চলে গেল ২ টা ক্লাস যেতেই প্রিন্সিপাল স্যার ক্লাসে আসে এসে বলতে লাগে

স্যার:হ্যালো স্টুডেন্ট তোমরা জানো যে তোমাদের accounting ক্লাসের জন্য নতুন টি চার জয়েন করেছে ।এখন থেকে তোমাদের ক্লাস উনিই নিবে ।উনি খাঁন গ্রুপ অব ইন্ড্রাসটির মালিক উনি শুধু কিছু দিনের জন্য জয়েন করেছে actually উনি তোমাদের মধ্যে থেকে কিছু স্টুডেন্ড তার কম্পানিতে নিবে তোমাদের মধ্যে ভালো স্টুডেন্টদের তার কম্পানিতে জব দিবে।আর তোমাদের বিজনেসের বাস্তব ধারনা ও দিবে ।(দরজার দিকে তাকিয়ে)ওয়েলকাম মিস্টার আফরাজ খাঁন আরসাল

সায়রা এত সময় শান্ত ভাবে সব শুনছিল স্যারের দিকে তাকিয়ে শেষে নামটি শুনে শক খেলো ।দরজার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে সায়রা আরসালকে দেখে তার চোখ করালে উঠে যায় ।সায়রার সাথে সাথে মুন ,মাওয়া ,দিয়া সানজিদা অবাক হয়ে তাকিয়ে থাকে ।তারা একে অপরের দিকে তাকাচ্ছে সায়রা আগের মত করেই তাকিয়ে আছে।আরসাল সায়েরার দিকে তাকিয়ে মুচকি হেসে চোখ মারে সায়রা নিজের হা করা মুখ বন্ধ করে ।আরসাল সায়রার দিক থেকে চোখ সরিয়ে সবার দিকে তাকায়।আরসাল প্রিন্সিপালের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লাগে

আরসাল:স্যার বাকিটা আমি পরিচয় হই।

প্রিন্সিপাল:ওকে স্যার ।বেস্ট অফ লাক এভরিওয়ান ।বায়

প্রিন্সিপাল যেতেই আরসাল মুচকি হেসে সবার দিকে তাকিয়ে বলতে লাগে

আরসাল:হায় এভরিওয়ান ।আমি তোমাদের নিউ accounting teacher ।আমার নাম আফরাজ খাঁন আরসাল।actuallyআমি কিছুদিনের জন্য জয়েন করেছি (সায়রার দিকে তাকিয়ে )কোন বিশেষ উদ্দেশ্য ।আমি তো আপনাদের আমার পরিচয় দিয়ে দিলাম এখন আপনাদের পরিচয় দিন ।

এক এক করে সবাই সবার পরিচয় দিচ্ছে এবার সায়রার পালা আরসাল সায়রা কাছে এসে মুচকি হেসে বলতে লাগে

আরসাল:আপনি ??

সায়রা :(রাগে দাতেঁ দাতঁ চেপে )উর্মি আহমেদ সায়রা

আরসাল:(বাকাঁ হেসে আস্তে করে)সা…য়…রা

সায়রার আরসালের মুখে নিজের নামটা এভাবে শুনে তার দিকে তাকালো

আরসাল:নাইস নেম

সায়রা রেগে বসে পরে ।আরসাল ক্লাস নিতে শুরু করে সায়রার পিছনের বেন্চে মেয়ে গুলো বলতে লাগে

-ইয়ার কি handsome

-হাসিটা ?

-বডিটা দেখ

-পুরোই হিরো

সায়রার এসব কথা শুনে গাঁয়ে যেন আগুন জ্বলছে মাথা রাগে টকবক করছে যেই কোন সময় যেন বোম ব্লাস্ট হবে ।সায়রা আরসালের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে ।যেন যে কোন সময়ে সে আরসালের উপর হামলা করবে ।আরসাল সায়রার দিকে তাকিয়ে মুচকি হাসছে ।আরসাল ক্লাস শেষ করে চলে যায়।সায়রা ক্লাস শেষ হতেই আরসালের কেবিনে চলে যায়।

কেবিনে…..

সায়রা আরসালের কেবিনে ডুকতেই দেখে আরসাল কফির মগ হাতে নিয়ে লেপটপে কি জানো কাজ করছে ।সায়রা আরসালের সামনে দাড়াতেই আরসাল লেপটপ অফ করে সায়রার দিকে তাকিয়ে দেখে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে ।আরসাল বাঁকা হেসে বলতে লাগে

আরসাল:কিছু বলবেন?

সায়রা আরসালের দিকে ঝুঁকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রেগে বলতে লাগে

সায়রা :এগুলো কি ?

আরসাল না জানার মত ভাব করে

আরসাল:কোন গুলো ??

সায়রা:এই যে নতুন নাটক আপনি শুরু করেছেন

আরসাল :কোন নাটক ?

সায়রার রাগ এবার সপ্তম আকাশে উঠে যায় সায়রা চিৎকার করে কান্না করতে করতে বলতে লাগে

সায়রা:আপনি এখানে চিচার হয়ে কেন এসেছেন হুম ?নতুন করে কষ্ট দিতে নাকি পুরোনো কষ্ট গুলোকে মনে করিয়ে কাটা গায়েঁ লবনের ছিটে দিতে ।কেন আমাকে একা থাকতে দিচ্ছেন আমাকে আমার মত থাকতে দিচ্ছেন না ।কত বার বলেছি আমার থেকে দূরে চলে যান আপনাকে দেখলে সে দিনের কষ্টের কথা মনে পড়ে যায় আপনার দেওয়া আঘাত অপবাদের কথা মনে পরে যায়….

আরসাল চেয়ার থেকে উঠে এসে সায়রাকে চেয়ারে বসিয়ে সায়রার পাশের চেয়ারে বসে দু গালে হাত রেখে সায়রার মুখ কাছে এনে সায়রার চেখের পানি গুলো নিজের ঠোঁট দ্বারা শুষে নেয়।তার পর সায়রার গালে হাত রেখে নরম গলায় বলতে লাগে

আরসাল :হুসসসসস প্লিজ জান এভাবে কান্না কর না এতে তোমার আরো খারাপ লাগবে মাথায় চাপ পড়বে অসুস্থ হয়ে পড়বে ।

আরসাল সায়রা কপালের সাথে নিজের কপাল সায়রার নাকের সাথে নিজের নাক ঠেকিয়ে চোখ বন্ধ করে সায়রা ও চোখ বন্ধ করে আছে আরসাল সায়রার নাকে নাক ঘষতে ঘষতে লো ভয়েসে বলতে লাগে

আরসাল:না তোমাকে নতুন করে কষ্ট দিতে এসেছি না তোমার আঘাতে লবনের ছিটে দিতে এসেছি আমি তোমাকে নতুন করে নিজের করতে এসেছি ।তোমাকে আমার আগের সায়রা বানাতে এসেছি তোমার মাঝে আমার জন্য আগের ভালোবাসা জন্মাতে এসেছি ।জানি ‌অনেক বড় ভুল করেছি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইবো না শাস্তি দিতে বলবো ।নিজেকে দূরে সরিয়ে রেখো না জান বাচবোঁ না তোমাকে ছাড়া বাচঁতে পারছি না তো তোমাকে ছাড়া তিলে তিলে প্রত্যেক মুহূর্তে শেষ হচ্ছি ।পারছি না তো তোমাকে ছাড়া থাকতে ।তুমি কেন বুঝোনা জান তোমাকে ছাড়া আমি প্রানহীন দেহ ।তুমি আমার অস্তিত্বের সাথে মিশে গেছো আমার নেশা তুমি কি করে তোমার থেকে দূরে থাকবো বলে ।তোমার কাছে থাকার জন্য এখানে এসেছি টি চার হয়ে তোমাকে নিজের চোখের সামনে রাখার জন্য এসব করছি ।তুমি কেন এমন দূরে সরে যাও আমাকে এই শাস্তি দিও না আমি মরেই যাবো তোমাকে ছাড়া।আমি যে আমার এই নেশায় খুব বেশি আসক্ত ,আমার সায়রার নেশায় আমি আসক্ত এই নেশা যে আমার সারাজিবনের জন্য চাই ।তাইতো তোমার দিওয়ানা তোমাকে পাবার জন্য এখানে প্রফেসার হয়ে এসেছে।

হঠাৎ সায়রার ঘাড়ে চুমু দিতে লাগে একের পর এক সায়রা আগের মত চোখ বন্ধ করে বড় বড় নিশ্বাস নিচ্ছে সায়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে নেশা ভরা কন্ঠে বলতে লাগে

আরসাল:জান গেট রেডি ফর লাভ টর্চার ।আমাকে এত দিন নিজের থেকে দূরে রাখার জন্য তোমাকে শাস্তি দেবো আর তা হবে ভালোবাসার অত্যাচার প্রত্যেকটার হিসাব মত সুদআসলে উসুল করবো…..

চলবে…..
❤️❤️❤️❤️

Plz সবাই সবার মতামত জানাবেন???

Thanks for supporting me ❤️❤️❤️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here