Deewana (A crazy lover)Part:25

0
5260

Deewana (A crazy lover)Part:25

Writer: urme prema (sajiana monir)

হঠাৎ সায়রার ঘাড়ে চুমু দিতে লাগে একের পর এক সায়রা আগের মত চোখ বন্ধ করে বড় বড় নিশ্বাস নিচ্ছে সায়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে নেশা ভরা কন্ঠে বলতে লাগে

আরসাল:জান গেট রেডি ফর লাভ টর্চার ।আমাকে এত দিন নিজের থেকে দূরে রাখার জন্য তোমাকে শাস্তি দেবো আর তা হবে ভালোবাসার অত্যাচার প্রত্যেকটার হিসাব মত সুদআসলে উসুল করবো

হঠাৎ সায়রা আরসালকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় ।আরসাল অভাক চোখে তাকিয়ে থাকে ।সায়রা আরসালের কাছে যেয়ে তার কলার চেপে ধরে কাছে টেনে চিৎকার করে বলতে লাগে

সায়রা:সব কিছু আপনার ইচ্ছা মত হবে ?আমার ইচ্ছার কি কোন মূল্য নেই?আপনি যখন চান কাছে টানেন আবার যখন চান দূরে সরিয়ে দেন ।আমি আপনার খেলার পুতুল?কেন এমন করেন কেন? আমাকে এইভাবে কেন কষ্ট দেন ?আমি..

সায়রা আরো কিছু বলতে নেয় কিন্তু হঠাৎ আরসালের গলায় দিকে চোখ যায় আরসালের গলায় ।সায়রার সেই Engagement রিং যা সায়রাকে আরসাল ছয় বছর আগে পরিয়ে দিয়েছিল আরসালের গলায় তা চেইনের মধ্যে রয়েছে যা আরসালের বুকের বাঁ পাশে লেগে আছে সায়রা আস্তে আস্তে নিজের হাত আরসালের বুকের বাঁ পাশে লেগে থাকা রিং এ রাখে আরসাল মুচকি হেসে সায়রার দিকে একমনে তাকিয়ে থাকে সায়রা আরসালের বুকে রিং এ হাত রেখে হাত বুলাতে লাগে হঠাৎ সায়রা হুস ফিরে সে কি করছে রেগে আরসালকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কান্না করতে করতে ব্যাগ নিয়ে দৌড় দিয়ে চলে যায়।

আরসাল সায়রার দিকে তাকিয়ে বাকাঁ হেসে বলতে লাগে

আরসাল:ভালো তো অনেক বাসো যার কোন সিমানা নেই।ভালোবাসা গুলো শুধু অভিমানের আরালে চাপা পরে গেছে আই প্রমিজ আমি তোমার মনের সকল অভিমান দূর করে আমার জন্য সেই আগের মত ভালোবাসা জাগিয়ে তুলবো ।

বাহিরে আসতেই মুন মাওয়া দিয়া সানজিদা দাড়িয়ে আছে সায়রার চোখে পানি দেখে মাওয়া জিগাসা করতে লাগে

মাওয়া:কি হয়েছে?

সায়রা:(চোখের জল মুছে)কিছু না

মুন:সায়রা স্পষ্ট দেখতে পারছি কান্না করছিস কি হয়েছে বল?

সায়রা:(রেগে)বলামতো কিছুনা ভালো লাগছে না বাসায় যাবো

মুন:ওকে চল ।

সায়রা গাড়িতে উঠে পরে সাথে দিয়া মুন ও সামজিদা মাওয়াকে বিদায় দিয়ে তারা বাড়িতে চলে ।

বাড়িতে….

সায়রা বাড়িতে এসে নিজের রুমে চলে যায় নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় ।ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে হাটুঁ ভাঁজ করে বসে কান্না করতে লাগে চিৎকার করে কান্না করতে লাগে

সায়রা:এতো যেহেতু ভালোবাসাতেন তাহলে কেন এসব করলেন ?আমি তো আপনাকে ভালোবাসতাম তাই তো আপনার রাগটাকেও আপন করে নিয়েছিলাম কিন্তু আপনি আমাকে সামান্য বিশ্বাসটা ও করতে পারলেন না ?আমার চরিত্রের উপর আঙ্গুল তুলেছেন ।এখন না পারছি আপনাকে আপন করতে না পারছি আপনার কাছ থেকে দূরে যেতে ।এই অসয্য যন্ত্রনা নিয়ে থাকতে পারছিনা। কেন সব এমন হল সবকিছু কেন অগোছালো হয়ে গেল?না পারছি আপনার কাছে যেতে না পারছি আপনার থেকে দূরে যেতে ।

২ ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়ে বেডে চোখ বন্ধ করে শুয়ে আরসালের সাথে কাটানো প্রত্যেকটা স্মৃতি চিন্তা করছে এসব চিন্তা করতে করতে হঠাৎ সায়রার চোখ লেগে যায় সায়রা ঘুমিয়ে যায়।

বিকেলে….

হঠাৎ সায়রার দরজা নকের শব্দে ঘুম ভেঙ্গে যায়।হেলতে দুলতে দরজা খুলে ।দরজা খুলে দেখে সায়রার মা খাবার প্লেট নিয়ে দাড়িয়ে আছে সায়রার মা খাবার প্লেট নিয়ে ঘরে ডুকে পরে সায়রা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে মায়ের সামনে বসে ।সায়রার মা রেগে বলতে লাগে

মা:তুমি ক্লাস থেকে এসে দুপুরে না খেয়ে কেন ঘুমিয়ে ছিলে?

সায়রা:মা ভালো লাগছিল না খুব টায়ার্ড ছিলাম তাই ঘুমিয়ে ছিলাম

মা:কেন শরির খারাপ লাগছে?মাথা ব্যাথা করছে?

সায়রা:না মা এসব কিছু না এমনি জাষ্ট একটু টায়ার্ড ছিলাম আর কিছুনা

মা:তুমি কেন ঠিক মত খাওয়া দাওয়া কর না মেডিসিন নেও নেও শরির আবার অসুস্থ হয়ে পরবে ।

সায়রা:মা আমি খাওয়া দাওয়া করি তো (বাচ্চাদের মত ফেস করে)

মা:হুম তা তো আমি দেখছিই ।আমি তো আর অন্য কোথাও থাকিনা এ বাড়িতেই থাকি তাই না?

সায়রা:মা হয়েছে তো আর কত রাগ করবে ।আর করবো না তো সরি (ঠোঁট উলটিয়ে)

মা:হুম তাই যেন হয়

সায়রার মা সায়রাকে নিজ খায়িয়ে দিতে লাগলো হঠা সায়রার মা বলতে লাগে

মা:সায়রা আমি কিছু কথা বলতে চাই

সায়রা:(খেতে খেতে)হুম বল মা

মা:সায়রা আমি চাই তুমি সব ভুলে সামনে আগাও move on কর কতদিন এসব নিয়ে পড়ে থাকবে ।

সায়রা:মা আমি সামনে মুভ অন করেছি (মায়ের হাতে হাত রেখে)

মা:আমি চাই তুমি পুরোনো সব কিছু ভুলে নতুন সম্পর্কে আবদ্ধ হও ।তোমার দাদাজী তোমাকে নিয়ে টেনশনে আছে সে এই সব নিয়ে উনি খুব গ্রিল্টি ফিল করছে এমনি উনার হার্টের সমস্যা আমি চাইনা এসব নিয়ে চিন্তা করে তার কোন ক্ষতি হোক।আসে পাশে মানুষ নানান কথা বলে ।তা‌ই আমি চাই তোমার জন্য যে বিয়ের প্রপোজাল আসছে আমি চাই তুমি রাজি হও

সায়রা:মা আমি এসবের জন্য এখন মটেও রেডি না ।আমি কোন সম্পর্কে জড়াতে চাই না ।প্লিজ মা আমাকে এখন কোন কিছুর জন্য ফোর্স কর না

মা:ওকে তোমার যত সময় নেওয়ার তুমি নেও এখন তোমাকে ফোর্স করবো না ।কিন্তু আমার কথা গুলো একটু ভেবে দেখ ।

সায়রা আর কোন কথা বললো না চুপ করে থাকে সায়রার মা সায়রাকে মেডিসিন খাওয়িয়ে চলে যায় সায়রা মা যাওয়ার পর সায়রা বেশ কিছুক্ষন মায়ের কথা চিন্তা করতে লাগে ।

সন্ধায়…….

সায়রা সন্ধ্যায় নাস্তা করে নিজের রুমে বসে হঠাৎ এফ বি তে লগইন করে ‌অনেক দিন ধরে এফ বি তে ডুকা হয় না ‌অনেক নটিফিকেশন জমে আছে মেসেন্জারে অনেক মেসেজে ভরে গেছে ।এফ বিতে ডুকেই হঠাৎ রিদ্ধির বিয়ের ছবি গুলো সামনে পড়ে রিদ্ধি পোস্ট করেছে সায়রাকে ট্যাগ করে ।সকল ফাংশনের ছবি আছে সায়রা সেখানে এক এক করে ছবি দেখতে লাগে সব ছবির মধ্যে সায়রা আর আরসালের ও কাপোল ছবি আছে সায়রা ছবিগুলো দেখতে লাগলো আর বিয়ের স্মৃতি গুলো মনে করতে লাগে এসব ভাবতে ভাবতে আনমনেই সায়রার চেহারায় হাসি ফুটে উঠে ।হঠাৎ বিয়ের ছবি দেখে বিয়ের দিনের রাতের কথা মনে পরে যায় সায়রা এফ বি থেকে বের হয়ে মেজেন্জারে ডুকে মেসেন্জারে সায়রাদের ডিপার্টমেন্টের সবার একটি গ্রুপ আছে সায়রা ও সেখানে এড আছে গ্রুপে একের পর এক মেসেজ আসছে ।সায়রা গ্রুপে ডুকে দেখে

-ওয়াও স্যারটা কত হেনসাম ?

-আমি তো ফিদা হয়ে গেছি ?

-আমার ক্রাশ?

-কেউ কি আরসাল স্যারের নাম্বার বা ফেসবুক আইডি জানো ??

-আমি জানি বলবো না ?

সায়রার এসব মেসেজ দেখে মাথা রেগে ফেটে যাচ্ছে সায়রা রেগে গ্রুপে মেসেজ করে

-এটা স্টাডি গ্রুপ স্যারদের উপর ক্রাশ খাওয়ার জন্য এই গ্রুপ খোলা হয়নি ??

সায়রা রেগে মেসেন্জার থেকে বের হয়ে যায়।রেগে ফোন সাইডে রেখে নিজে নিজেই একা একা বলতে লাগে

সায়রা:উনাকে কে বলেছে university তে হিরো সেজে আসতে ?এতো স্টাইল এটিটিউড নিয়ে তাকে কে ক্লাসে আসতে বলেছে ?অসয্যকর

হঠাৎ সাইডের থেকে ফোন বেজে উঠে সায়রা ফোনের দিকে তাকিয়ে দেখে আননোন নাম্বার থেকে ফোন এসেছে সায়রা ফেন রিসিভ করে সালাম দিয়ে বলতে লাগে

সায়রা:হ্যালো

অন্যপাশে:হ্যালো জান

সায়রা:(রেগে)আপনি?আপনি কেন ফোন দিয়েছেন?

আরসাল:কেন আবার নিজের বউয়ের সাথে কথা বলতে

সায়রা:কে আপনার বউ ?

আরসাল:কে আবার তুমি

সায়রা:আমি আপনার বউ না ওকে (রেগে)

আরসাল:তুমি আমার বউ ছিলে ,আমার বউ আছো ,আমার বউ হয়েই থাকবে

সায়রা:আপনার এসব কথা আমার কোন কিছু আসে যায় না।আপনি বললেই তো আর হবে না যা সত্যি তা মেনে নেন আপনার জন্য ভালো হবে।

আরসাল:তুমি আমার ছিলে ,আছো আর সব সময়েই আমারই থাকবে ।হয়তো এখন অভিমান করে এসব কথা বলছো কিন্তু ঠি ক একদিন তুমি নিজের থেকে আমার বলা কথা গুলো বলবে আমি সেদিনের অপেক্ষা করবো ।

সায়রা চুপ করে থাকে আরসাল আবার বলতে লাগে

আরসাল:বারান্ধায় আসো তো বউ তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে

সায়রা:কি? কখনো না

আরসাল:জান সুন্দর করে বারান্ধায় আসো

সায়রা:আপনি ভাবলেন কি করে আমি আপনার কথায় আসবো

আরসাল:তোমাকে তো আসতে হবেই

সায়রা:আসবো না আপনি কি করবেন হুম

আরসাল:বেশি কিছুনা তোমাদের বাড়িতে এসে সরাসরি তোমার রুমে চলে আসবো জানি তোমার দাদাজি বাধাঁ দিবে কিন্তু সমস্যা নেই আমি তা ও আসবো ।আমি আসছি(টেডি হাসি দিয়ে)

সায়রা:দাদাজি ‌অসুস্থ আপনাকে দেখলে আরো রেগে যাবে প্রবলেম হবে প্লিজ আসবেন না (আতংকিত হয়ে)

আরসাল:তাহলে তুমি বারান্ধায় আসো

সায়রা:কখনো না

আরসাল:তাহলে আমি আসছি জান ওয়েট ফর মি

সায়রা:এই না না আমি আসছি

আরসাল:গুড গার্ল

সায়রা বারান্ধায় গিয়ে দেখে আরসাল গাড়িতে হেলান দিয়ে কানে ফোন নিয়ে সায়রার বারান্ধার দিকে তাকিয়ে আছে তার পরনে সকালের সেই ড্রেস সায়রাকে আবছা আলোয় দেখে হাত উচুঁ করে হায় দেখালো সায়রা রেগে দাতেঁ দাতঁ চেপে ফোনে বলতে লাগে

সায়রা:হয়েছে দেখা ?আমি এখন যাই ?

আরসাল:না হয়নি তো সারাজিবন দেখলে ও তো কম হয়ে যাবে মন ভরবে না তো জান (একমনে তাকিয়ে থেকে)

সায়রা চুপ করে আছে

আরসাল:বায় দ্যা ওয়ে তোমাকে টপসে আর থ্রি কটারে বেশ মানিয়েছে (দুষ্টু হেসে)

সায়রা এতসময় নিজের দিকে খেয়াল করে দেখে তার পরনে চপস আর থ্রি কটার পরা চুল গুলো সামনে একসাইডে আনা সায়রা ভিতরে দিকে যেতে পা বাড়ায়

আরসাল:ডোন্ট মুভ জান ভিতরে গেলে আমি উপরে চলে আসবো তা অবশ্যই ভালো হবে না তাই না?

সায়রা রেগে ফুসতে ফুসতে সেভাবে সেখানেই দাড়িয়ে থাকে ।আরসাল সায়রার রাগি ফেস দেখে মুচকি হাসতে লাগে ।সায়রা রেগে বলতে লাগে

সায়রা:আপনার কি বাড়ি নেই ?সারাদিন এখানে পড়ে থাকেন

আরসাল:উহু যেই পর্যন্ত তোমাকে নিজের করে পার্মানেন্টলি নিয়ে যাচ্ছি সে পর্যন্ত এটাই আমার থাকার স্থান

সায়রা:স্বপ্ন দেখেন তা কখনো বাস্তবে হবে না ।আমি আপনার লাইফে কখনোই ব্যাক করবো না বুজেছেন

আরসাল:তা সময় হলে দেখা যাবে সময় সব বলে দিবে জান

সায়রা:হুম দেখা যাবে (মুখ ভেংচি দিয়ে)

আরসাল মুচকি হেসে বলতে লাগে

আরসাল:জান ডিনার করেছো?

সায়রা:না

আরসাল:তাহলে যাও ডিনার করে নেও ।ডিনার করে অবশ্যই মেডিসিন নিবে ।ফাকিবাজি করবে না

সায়রা:আপনাকে বলতে হবেনা

আরসাল:ওকে আমার সাথে পরে ঝগড়া কর এখন ডিনার কর অনেক রাত হয়েছে।আই লাভ ইউ ।বায়

সায়রা ফোন কেটে হন হন করে ভিতরে চলে যায়।আরসাল মুচকি হেসে বলতে লাগে

আরসাল:জান জানি এখন তোমার রাগটা একটু বেশি আমার উপর ।আমিও কম না তোমাকে তো ঠি কই নিজের করে ছাড়বো তোমাকে তো আমার আগের সায়রা হতেই হবে ।আমার যে তোমাকে খুব প্রয়োজন ।তোমার নেশাটা যে আমাকে টানছে খুব তারাতারি তোমাকে পার্মানেন্টলি নিজের করবো ।কাল থেকে তোমাকে লাভ টর্চার করা শুরু হবে । লাভ ইউ জান

চলবে…….
❤️❤️❤️❤️

Plz সবাই সবার মতামত জানাবেন???

Thanks for supporting me ❤️❤️❤️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here