Deewana (A crazy lover)Part:40

0
4773

Deewana (A crazy lover)Part:40

Writer: urme prema (sajiana monir)

আমি:আরসাল আপনি আমার সাথে এমন কি করে করতে পারেন??

আরসাল:ক…কি করেছি?

আমি:(রেগে)কেন আপনি জানেন না ?

উনার চেহারায় স্পষ্ট ভয় দেখা যাছে আমি তার কাছে এসে বলতে লাগি

আমি:কেন এমন করলেন?

আরসাল:ক…কেন কি করেছি?

আমি:আপনি আমার আইডি তে লগইন করে আমার নিক নেম সেট করেছেন মিসেস খাঁন মেরিড স্টেটাস দিয়েছেন + আমার স্কুল কলেজের সব ছেলে ফ্রেন্ডকে আনফ্রেন্ড করেছেন ।কেন এমন করেছেন ?

উনি আমার কথা শুনে বেশ সস্থির নিশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বলতে লাগে

আরসাল:তুমি এটার কথা বলছিলে ?

আমি:হুম কেন আপনি কি মনে করেছেন ?

আরসাল:ন..না কিছুনা

আমি:আপনি কি আমার থেকে অন্য কিছু লুকাচ্ছেন?

আরসাল:ক..কই ন..না তো

আমি:সত্যি

আরসাল:হুম সত্যি

আমি :আমি যে আপনার সেই ট্যাগ কি লাগানো খুব দরকার ছিলো?কেন সবাইকে আনফ্রেন্ড করেছেন ?আমার খুব রাগ হচ্ছে আপনার উপর (মুখ ফুলিয়ে মন খারাপ করে )

উনি মুচকি হেসে আমার কাছে এসা আমাকে বেডে বসায় তারপর তিনি আমার সামনে ফ্লোরে হাটুঁ গেড়ে বসে আমার গালে নিজের এক হাত রেখে বলতে লাগে

আরসাল:হুম খুব জরুরি ছিল তা করা জান কারন আমি চাইনা তোমাকে কেউ কিছু বলুক কেউ তোমাকে ডিস্টার্ভ করুক তোমার সাথে কোন ছেলে কথা বললে আমি তা সয্য করতে পারিনা আমার খুব কষ্ট হয় জান নিজের মধ্যে থাকিনা তোমাকে কষ্ট দিয়ে ফেলি আর আমি এইসব ঘটনার পূর্নাবিতী করতে চাইনি তাই তোমার আইডিতে ছেলে ফ্রেন্ডদের আনফ্রেন্ড করেছি তাদের মধ্যে যাদের আমার মনে হয়েছে তাদের কোন কুমতলব আছে তাদের সরাসরি ব্লক করে দিয়েছি ।শুধু মাত্র তোমার ফেমেলি মেমবারদের আর মেয়ে ফ্রেন্ডদের রেখেছি।

আমি:আপনি কি পাগল???(অবাক হয়ে)

আরসাল আমার হাত তার হাতের মধ্যে নিয়ে শব্দ করে চুমু দিয়ে আবার বলতে লাগে

আরসাল:হুম পাগল তো শুধু তোমার জন্য ।তুমি জানো না তুমি আমার কাছে কি আমি কোন ভাবেই তোমাকে হারাতে চাই না ।তোমার মূল্য আমার কাছে অনেক ।আমি তোমাকে বিশ্বাস করি ‌অন্য মানুষকে না কখন কে তোমার সরলতার সুযোগ নিয়ে তোমার ক্ষতি করে বসবে যা আমি চাইনা তাই তোমাকে সব কিছুর থেকে সকল কুনজর থেকে দূরে রাখতে চাই ।তুমি আমার বউ তোমাকে protect করা আমার দায়িত্ব আমি চাইনা কেউ তোমার কোন ভাবে ক্ষতি করুক আর তোমার সাথে আমি অন্য কাউকে সয্যকরতে পারিনা তো আমার সয্য হয়না কেউ তোমার দিকে কুমতলবে তাকালে তাই আমি তোমাকে সব কিছুর থেকে প্রটেক্ট করতে চাই ।আর তুমি আমার অমূল্য সম্পদ তো তোমার নামের পিছনে আমার নামের ট্যাগ তো লাগাবো‌ই যাতে আমার সম্পদে কেউ নজর না দেয়।

আমি তার দিকে অবাক চোখে তাকিয়ে আছি কেউ কিভাবে এমন পাগল হয় নিজের ভালেবাসার জন্য ।আচ্ছা আমিতো বিশেষ কিছুনা না আহামরী সুন্দর কোন গুন ও তেমন নেই তাহলে কেন আমাকে এত ভালেবাসে ?তিনি তো আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করে যিনি higher educated হবে ,তিনি যেমন সুদর্শন তেমনি কোন সুন্দরী কাউকে ডিজার্ভ করে কিন্তু তিনি কেন আমাকেই পছন্দ করলো ?আমার মধ্যে তো তেমন বিশেষ কিছু নেই ।তাকে কত কষ্ট দিয়েছি ,কত আঘাত করেছি তাহলে কেন সে এত সব কিছুর পর ও আমাকে এতটা ভালোবাসে ?নিজের বউ কে কিভাবে ভালোবাসতে কিভাবে সম্মান করতে হয় কারো তার থেকে শেখা উচিত ।সে কি ভাবে এত সুন্দর করে ভালোবাসতে পারে ?তার ভালোবাসায় সত্যি মুগ্ধ প্রত্যেক বারই আমাকে তার ভালোবাসায় মুগ্ধ করে দেয় ।হঠাৎ তার দিকে ঝুকেঁ তার কপালে আলতো করে নিজের ঠোটঁ দুটো ছুয়িয়ে দিলাম ছুয়িঁয়ে তাকে বলতে লাগলাম

আমি :ঠিক আছে আপনি যেভাবে চাবেন ঠিক সেভাবেই চলবো ওকে

উনি কিছুটা উচুঁ হয়ে আমার কপালে চুমু দিয়ে মুচকি হাসি দিয়ে বলতে লাগে

আরসাল:হুম জান ঠিক আছে

আমি বেড থেকে উঠতে উঠতে তাকে বলতে লাগলাম

আমি:ওকে বায় গুডনাইট আমি নিজের রুমে যাচ্ছি আপনি ও ঘুমিয়ে যান

হঠাৎ উনি পিছন থাকে আমার হাত ধরে আটকিয়ে বলতে লাগলেন

আরসাল:উহু এখন ঘুমাতে হবে না

আমি :তো কি করবো ?

আরসাল:আমরা এখন বাহিরে যাবো

আমি:এখন ?এসময় ?(‌অবাক হয়ে)

আরসাল:হুম (মুচকি হেসে)

আমি :এখন রাতের ১০:৩০ বাজে

আরসাল:তো ??আমি যেহেতু বলেছি আমরা এখন বাহিরে যাবো তো যাবো সো কোন কথা শুনতে চাইনা

আমি:কিন্তু

আরসাল:কোন কিন্তুনা জান চল

আমি আর কোন কথা বলাম না কারন আমি জানি আমি কিছু বললে উনি শুনবেনা তাই আর কথা বাড়ানাম ।উনি আমার হাত ধরে আমাকে বাহিরে নিয়ে আসে আমিও তাকে কোন বাধাঁ দিলাম না তিনি আমার হাত ধরে আমাকে গাড়িতে বসিয়ে আমার পাশে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ড দেয় ।হালকা শীত পরছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ জানালার কাচ খোলা গাড়ি spreed এ চলছে আমার অবাদ্ধ চুলগুলো বাতাসে উড়ছে উনার দিকে তাকিয়ে দেখি উনার ঠোটেঁ মিষ্টি হাসি রাতে এমন long drive বেশ ভালো লাগছে ।গাড়ি সাভার স্টান্ড ছেড়ে শিমুলতলার দিকে যাচ্ছে হঠাৎ গাড়ি থামলো এম কে টাওয়ারের সামনে থামে ।উনি আমার দিকে তাকিয়ে আমাকে দাড়ি থেকে নামতে বলে আমি ও তার কথা মত গাড়ি থেকে নেমে যাই উনি আমার হাত ধরে আইসক্রিম পার্লারের ভিতরে নিয়ে যায় আমি উনার এসময়ে আইসক্রিম পার্লারে আসার দেখে অবাক হয়ে তার দিকে তাকালাম উনি মিট মিট করে হাসছে আমি তাকে জিগাসা করতে লাগলাম

আমি:এত রাতে এখানে আসার জন্য আপনি বাড়ি থেকে এসেছেন ?

আরসাল:হুম ।আমি জানি তোমার আইসক্রিম favorite আর রাতের সময় long drive ও বেশ পছন্দ করো তাই ভাবলাম তোমার সাথে রাতে long drive এ আসি আর সাথে তোমার favorite আইসক্রিম ও খাবো ।শুনেছি এখানকার আইসক্রিম বেস্ট তাই ভাবলাম তোমার সাথে বের হই তোমার মাইন্ড ও কিছুটা ফ্রেশ হয়ে যাবে

আমি:ও আচ্ছা তাই।থেংক ইউ সো……. মাচ আমার খুব ইচ্ছে ছিল এমন রাতে লং ড্রাইভে যাবার আর আইসক্রিম খাবার । (খুশি হয়ে)

আরসাল:(আমার দিকে তাকিয়ে)জানি তো জাননন

আমি:কি করে জানলেন ???(‌অবাক হয়ে)

আরসাল:ঐটা secret (চোখ টি প দিয়ে)

আমি:ও আচ্ছা ?

আরসাল:হুম

উনি আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল ভিতরে গিয়ে চকলেট আইসক্রিম ‌অর্ডার করলো আমি তার দিকে অবাক চোখে তাকিয়ে আছি কারন উনি কি করে জানে যে আমার চকলেট আইসক্রিম পছন্দ ?

আমি:আপনি কি করে জানেন যে আমি চকলেট আইসক্রিম পছন্দ পছন্দ করি?

আরসাল:তোমার সব কিছু আমার জানা আছে জান ।আর এটা তো শুধু তোমার পছন্দই !(মুচকি হেসে)

আমি:ও আচ্ছা তাই?

আরসাল:হুম

আইসক্রিমটা নিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম আইসক্রিমটা অসাধারন উপরে চকলেট সস আর চকলেট বার উপরে কাজু বাদাম জাস্ট ওয়াও ।আমি আইসক্রিম খেতে লাগলাম উনি আমার দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে আছে কিন্তু আমি তার এই ভাবে তাকিয়ে থাকার কারন খুজঁতে লাগলাম ।হঠাৎ উনি আমাকে তার কাছে টান দিয়ে বলতে লাগে

আরসাল:আমি আইসক্রিম খাবো

আমি তার হাতের আইসক্রিম দেখিয়ে বলতে লাগলাম

আমি:তো খান

আরসাল :এটা না

আমি:তো?? এটা খাবেন (আমার হাতের আইসক্রিম তার দিকে এগিয়ে দিয়ে

আরসাল:না

আমি:তাহলে ??

উনি আমার মুখে লেগে থাকা আইসক্রিম দেখিয়ে বলতে লাগে

আরসাল:ঐ যে ওটা খাবো

আমি তার কথা শুনে শক হয়ে যাই উনি আমার আরো কাছে আসলেন আমি তার থেকে কিছুটা দূরে সরে যেতে নেই উনি আমাকে তার দুহাতে মধ্যে আবদ্ধ করে রাখে তার পর আমার কাছে এসে আমার ঠোটেরঁ কোন থেকে আইসক্রিম চেটে খায় ।আমি চোখ বন্ধ করে আছি আমার এই সময়ে মোটেও তার দিকে তাকানোর সাহস নেই হাত পা কাপছেঁ তার পর উনি আমার কপালে গভীর ভাবে চুমু দিয়ে আবার নিজের সিটে যেয়ে বসে আমি বড় বড় শ্বাস নিচ্ছি আস্তে আস্তে চোখ খুলে তাকালে দেখি উনি আমার খাওয়া আইসক্রিমটা খাচ্ছে আমার খাওয়া চামচ দিয়ে ।মনের মধ্যে তার জন্য এক অজানা ভালো লাগা কাজ করছে আমিও তার খাওয়া আইসক্রিম খেতে লাগলাম সেই চামচ দিয়েই তিনি আমার দিকে কিছু মূহুর্ত অবাক চোখে তাকিয়ে থেকে বলতে লাগে

আরসাল:যাক তাহলে আমার ভালোবাসার রঙে রঙগিয়ে গেছো তুমি জান ।তোমাকে অবশেষে আমার পাগলামো ভালোবাসা তোমাকে ও ঘিরে ধরেছে।

আমি তার দিকে মুচকি হেসে বলতে লাগলাম

আমি:হুম আপনার ভালোবাসাটা পাগলামোটা এতো প্রখর যে আমাকে বাদ্ধ করেছে ।আর সারাজিবন এমন ভালোবাসার রঙের মাঝেই থাকতে চাই ।

আরসাল আমার কপালে ঠোঁট ছুয়িয়ে বলতে লাগে

আরসাল:হুম জান সারাজিবন আমাদের ভালোবাসা এমনই থাকবে কোন পরিবর্তন হবে না ।সারাজিবন এই ভাবেই ভালেবাসবো ।

আমি তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলাম তার এই ভালোবাসাটা আমাকে তার প্রতি দূর্বল করে দেয় ।আমি তার দিকে তাকিয়ে আছি সে গাড়ি ড্রাইভ করছে ।কখন যে ঘুমিয়ে গেছি নিজের ও জানা নেই ।

গাড়ি বাড়ির সামনে থামিয়ে আরসাল সবসময়ের সায়রাকে কোলে করে নিয়ে যায় রুমে ।রুমে বেডে শুয়িয়ে দিয়ে আরসাল সায়রার হাত ধরে বলতে লাগে

আরসাল:জান আমি জানি তুমি সারাদিন আমার এই পরিবর্তন নিয়ে চিন্তায় ছিলে আমি যা করছি তা হয়তো তুমি জানতে পারলে কষ্ট পাবে কিন্তু প্রমিজ জান আমি সব ঠি ক করে দেবো তোমার ভালোর জন্যই সব করবো ।আর ঐ রিসা তার কর্মের ফল ঠি ক পাবে ওর শাস্তি তো খুব ভয়ংকর হবে মৃত্যুর চেয়েও বেশি ভয়ংকর হবে ।

চলবে…
❤️❤️❤️❤️

Plz সবাই সবার মতামত জানাবেন???

আমি কিছুদিন ধরে লেট করে গল্প দিচ্ছি + টাইম মত কমেন্টের রিপ্লাই দিতে পারছিনা সরি ???খুব ব্যস্থ ক্লাস শুরু হয়ে গেছে সব কিছু মিলিয়ে একটু চাপে আছি ।সরি এগেইন ???

Thanks for supporting me ❤️❤️❤️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here