Deewana (A crazy lover)Part:44

0
4396

Deewana (A crazy lover)Part:44

Writer: urme prema (sajiana monir)

সামনে তাকিয়ে দেখি আরসাল তাদের ফার্ম হাউজের সামনে থামিয়েছে ।চারদিকে শান্ত পরিবেশ অন্যরকম শান্তি বিরাজ করছে আরসাল জানালার কাচ গুলো খুলে দেয় জানালা দিয়ে মৃদ্যু বাতাস আসছে আমি উনার দিকে ফিরে তাকালাম উনি আমার দিকে ভ্রু কুচঁকিয়ে তাকিয়ে নিজের সুক্ষ দৃষ্টিতে দেখছে ।আমি তাকে জিগাসা করলাম

আমি:কি হয়েছে ?এভাবে তাকিয়ে আছেন কেন ?

আরসাল:দেখছি তোমাকে (রেগে)

আমি:আমাকে দেখার কি হলো?

আরসাল:তুমি তো ভালোই একটিং করতে পারো ,মিথ্যা বলতে পারো ,নতুন টেলেন্ড যোগ হয়েছে তোমার মাঝে তাইনা (রেগে ধমক দিয়ে)

আমি কিছুটা ভয়ে কেপেঁ উঠি আমতা আমতা করে বলতে লাগি

আমি:আা…আমি আবার কি করলাম

আরসাল:ও রিয়েলি কিছু কর নি??আমার কাছ থেকে কেন কথা লুকাচ্ছো??

আমি:কি কথা লুকালাম ??

আরসাল আমার দু বাহুর হাতে কিছুটা চাপ দিয়ে ধরে রেগে বলতে লাগে

আরসাল:তুমি বুঝছো না ?? তোমার বাসার সবাই তোমার ফেমিলি যে তোমার সাথে এমন বিহেব করে তা তুমি আমাকে কাল কেন বল নি?আমি তোমাকে কাল রাতেই বাসায় নিয়ে যেতাম এখানে তাদের মাঝে রাখতাম না ।তুমি এখানে আছো তুমি কষ্ট পাচ্ছ ,প্রত্যেকটা মূহুর্ত তোমাকে কষ্ট দিচ্ছে যা আমার সয্য হচ্ছেনা ।আমি কাল রাতেই কিছু আনতাজ করতে পেরেছি কিন্তু তুমি আমার কাছে স্বিকার করছিলেনা তাই ভেবেছি হয়তো সব ঠি ক আছে ।

উনার কথায় আর নিজেকে ধরে রাখতে পারলামনা ।তাকে শক্ত করে জরিয়ে ধরে ফুফিয়ে কান্না করতে লাগলাম ।উনিও আমাকে তার বুকের সাথে শক্ত করে জরিয়ে ধরে ।আমি নিজেকে আর সামলাতে পারছিনা এই মূহুর্তে যদি আমি তার সাথে সব শেয়ার না করি তাহলে হয়তো দম বদ্ধ হয়ে যাবে ।আমি কান্না করতে করতে বলতে লাগলাম

আমি:তা..তারা সবাই কেন এমন করছে?আমার খুব কষ্ট লাগছে আমি তো কোন অন্যায় করিনি তাহলে আমার সাথে কেন এমন করছে ?আমি তো নিজের ভালোবাসাটাকে বেছে নিয়েছি ।

আরসাল:তোমাকে সেখানে যেতে হবে না ।আমি তোমাকে নিজের সাথে বাড়িতে নিয়ে যাবো ।জান কান্না করো না প্লিজ তোমার কান্না আমার সয্য হয়না জান

উনি আমাকে তার বুকের মাঝের থেকে তুলে আমার দু গালে নিজের হাত রেখে নিজের আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দেয় ।তার পর আমার কপালে চুমু দিয়ে নিজের বুকের সাথে আবার জরিয়ে ধরে ।আমি তার বুকে মাথা দিয়ে রেখেছি বেশ কিছুসময় পর নিজে একটু স্বাভাবিক হলাম ।উনি আমার চুলে নিজের হাত বুলাতে বুলাতে বলতে লাগলেন

আরসাল:জান তুমি এখন আমার সাথে বাড়ি যাবে

আমি:না তা হয় না ।বাড়িতে সব গেস্ট চলে এসেছে আমাকে বাড়িতে না দেখলে বা যদি জানতে পারে আমি আপনাদের বাসায় আছি তাহলে তা সমস্যা হবে এগুলো নিয়ে সমালোচনা হবে ।যা আমি চাইনা ।

আরসাল:তাই বলে তুমি সেখানে যাবে ?তাদের কাছে থাকবে ?আর কষ্ট পাবে ?

আমি:আরসাল উনারা আমার পরিবার হয়তো রেগে আছে দেখবেন একদিন সব ঠি ক হয়ে যাবে তারা নিজেদের ভুল বুজতে পারবে ।রিসার সত্যিটা ও সামনে আসবে

আরসাল:(মুখ শক্ত করে)হুম জান খুব তারাতারি সব ঠিক হয়ে যাবে যে যা প্রাপ্য তা সে ঠিক পাবে

আমি উনার বুকে মাথা রেখে আছি শান্তি লাগছে ।এই একটা জায়গা যেখানে থাকলে দুনিয়া কোন খোজঁ থাকে না ।শান্তির মাঝে ডুবে যাই।বেশ কিছুক্ষন তার সাথে এভাবে তার বুকে মাথা রেখে চোখ বুজে থাকি ।তার কিছুক্ষন পর মাথা তুলে তার দিকে তাকাই দেখি উনি এখনো চোখ বন্ধ করে আছে আমি তার কাছে যেয়ে তার কপালে একের পর এক নিজের ঠোঁটের স্পর্শ গুলো দিতে লাগলাম ।আজ উনি শুধু তা চোখ বন্ধ করে উপভোগ করে প্রতিটা স্পর্শকে সে গভীর ভাবে অনুভব করছে ।কিছুসময় পর উনি কিছুটা আমার দিকে ঝুকেঁ আমার কপালে ,গালে ,ঠোঁটে গভির ভাবে চুমু দিতে লাগলো বেশ কিছুক্ষন পর আমার ডান গালে নিজের একহাত রেখে বলতে লাগে

আরসাল:আমাদের বিয়ের আগেই সব ঠিক হয়ে যাবে জান তুমি মন খারাপ করনা সবাই খুব তারাতারি আমাদের সম্পর্ক মন থেকে মেনে নিবে

আমি:হুম তাই যেন হয় ।

বেশ কিছুসময় পর আরসাল গাড়ি start দিলো তার পর বাসার সামনে গাড়ি থামালো ।গাড়ি থেকে নামার জন্য পা বাড়ানোর আগে উনি আমার হাত টেনে ধরে আমার কপালে চুমু দিয়ে গালে হাত রেখে বলতে লাগে

আরসাল:নিজের খেয়াল রাখবে আর কোন কিছু আমার থেকে লুকাবে না ।

আমি মলিন হাসি দিয়ে

আমি:আচ্ছা ঠিক আছে

বাসায় চলে আসলাম এভাবে দুদিন চলে গেল।বাড়িতে সব আত্নিয়রা এসেছে পুরো বাড়ি উৎসবমুখর পরিবেশ আজ মেহেদীর অনুষ্টান সবাই বেশ বেস্ত ।আমি রুমে বসে আছি সামনে সবুজ শাড়ি ফুলের গহনা কিছুসময় পর মেক আপ আর্টিস্ট আসবে ।হঠাৎ আরসাল ফোন দিয়েছে উনার ফোন দেখে মুখে হাসির রেখা ফুটে উঠে রিসিভ করে কিছুসময় চুপ করে থাকি উনি বলতে লাগে

আরসাল:জাননননননন চুপ করে আছো কেন

আমি:হুম ।কেমন আছেন?

আরসাল:ভালো ।তুমি কেমন আছো ?

আমি:ভালো

আরসাল:সত্যি ?

আমি:(মুচকি হেসে)হুম সত্যি

আরসাল:কি করছো জান

আমি :এই তো বসে আছি মেকআপ আর্টিস্ট আসছে ।

আরসাল:তাই ?আমার বউয়ের কোন মেকআপের প্রয়োজন নেই আমার বউ নেচারাস বিউটি

আমি:ও আচ্ছা তাই নাকি ?কই জানতাম না তো (মজা করে)

আরসাল:তোমার জানা লাগবে না তো জান আমার বউ শুধু আমি জানলেই হবে

আমি:ওকে ঠিক আছে জানলাম না ।আচ্ছা রাখি মেকআপ আটিস্ট এসেছে।বায়

আরসাল:জান ফোন কাটবে না ।

আমি:তো

আরসাল:যার জন্য ফোন করেছি তা তো বলাই হয়নি

আমি:কি বলতে ফোন করেছেন?

আরসাল:মেসেন্জারে একটা ছবি সেন্ড করেছি সে ভাবেই হাতে মেহিদী দিতে বলবে তোমার হাতে

আমি :ওকে (মুচকি হেসে )

আরসাল:ওকে জান এখন একটু রেস্ট নেও কিছুক্ষন পর ফাংশন শুরু হবে ।

আমি:ওকে বায়

আরসাল:লাভ ইউ জান

আমি ফোন কেটে দেই ।উনি সত্যি পাগল !উনার এই পাগলমী গুলো সত্যি আমাকে অবাক করে ।উনি এমন পাগল কেন আর উনার পাগলামী গুলো এমন কেন ?সত্যি মন ছুয়ে দেবার মত ।এই উনার পাগলামো গুলোয় আমি পাগল হয়ে যাবো ।ভালোবাসি তাকে নিজের চেয়ে ও বেশি ।

সন্ধ্যায় মেহেদীর অনুষ্টানে তার পাঠানো ছবি অনুযায়ী মেহেদী দিয়েছি মেহেদীর ডিজাইনটা সত্যি অসাধারন ।হাতে মেহেদীর দিকে তাকিয়ে আছি মেহেদীতে হাতের মাঝে তার নামের প্রথম ‌অক্ষর লিখা A লিখা ।মেহেদীর অনুষ্টান শেষ হয়ে গেছে আমি নিজের রুমে চলে এসেছি খুব টায়ার্ড হয়ে গেছি বারান্ধায় মাটির বড় পাত্রে গোলাপের পানিতে প্রদীপ জ্বালানো ।সেই আলোতে ঘর আলোকীত হয়ে আছে ।আমি মথার ঘুমটা ফেলে আয়নার সামনে দাড়াই হঠাৎ পিছন থেকে আরসাল আমাকে জরিয়ে ধরে উনাকে এই সময়ে এখানে দেখে ভুত দেখার মত ভয় পেয়ে যাই ।উনার দিকে ঘুরে দেখি উনার চেহারায় দুষ্ট হাসি ঠোঁট কামড় দিয়ে আছে ।আমি অবাক হয়ে উনার দিকে তাকিয়ে বলতে লাগলাম

আমি:আপনি এই সময়ে এখানে? কি করে আসলেন?আপনি কি পাগল ?

উনি আমার কমোড়ে নিজের দুহাতে জরিয়ে ধরে আমি আমার হাত দুটো হালকা উচু করে রাখি যাতে হাতের মেগেদী নষ্ট না হয় ।উনি আরো কাছে এসে বলতে

আরসাল:হুম আমি তো তোমার জন্য পাগল জান ।আর আমি আমার বউয়ের হাতের মেহেদী দেখতে এসেছি

আমি:এই দেখেছেন?(হাত উচুঁ করে)আরসাল প্লিজ আপনি এখান থেকে চলে যান কেউ দেখলে বড় কান্ড হয়ে যাবে

আরসাল:তো হোক আমি তো আমার বিয়ে করা বউয়ের কাছে এসেছি কার কি

আমি:কেউ দেখলে অনেক সমস্যা হবে

আরসাল:হলে হবে আমি যাবো না ।(জরিয়ে ধরে)

আমি:(ছাড়াতে ছাড়াতে )মাথা কি পুরো খারাপ হয়ে গেছে ?

আরসাল:(আবার জরিয়ে ধরে)হ্যা হয়েছে তো তোমার জন্যই তো এমন হয়েছে ।তোমাকে এই ভাবে দেখলে কি করে মাথা ঠি ক থাকে জান বলো (ঘাড়ে মুখ ডুবাতে ডুবাতে)

হঠাৎ দরজা নকের শব্দে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম

আমি:কেউ এসে গেছে প্লিজ আপনি চলে যান (ভয়ে ভয়ে)

আরসাল:হুম যাবো না আজ এখানেই থাকবো (বেডে শুয়ে পরে )

আমি:(তার কাছে যেয়ে)না প্লিজ চলে যান প্লিজজজজজজ

উনি টান দিয়ে আমাকে তার বুকের উপর ফেলে লো ভয়েসে বলতে লাগে

আরসাল:তাহলে কিস কর

আমি অবাক হয়ে তাকে বলতে লাগি

আমি :লাইক সিরিয়াসলি ?আপনার এমন সময়ে রোমেন্সের কথা মনে হচ্ছে ?আমি ভয়ে আছি আর উনি রোমেন্স নিয়ে আছে ।আমি কিস করবো না

আরসাল:তাহলে আমিও এথানেই থাকবো জান ।আমিও যাচ্ছিনা ।

আমি:প্লিজ চলে যান (অসহায় ভাবে)

আরসাল:তাহলে কিস কর

আমি আলতো করে তার গালে ঠোঁট ছুয়িয়ে চলে আসলাম আরসাল বলতে লাগে

আরসাল:এটা চিটিং !তুমি অলওয়েজ চিটিং কর ।না না হবে না কিস কর আবার

আমি:না হয়েছে আর না এখন যান

আমি উনার হাত ধরে টেনে তুলে উনাকে দাড় করাই ।উনি বারান্ধার দিকে পা বাড়ায় তার কিছু দূর যেয়ে আবার পিছনে ফিরে এসে কপালে গভীর ভাবে চুমু দেয় ।তার পর বারান্ধায় সিড়ি দিয়ে নামে আমি নিচে তাকিয়ে দেখি নিচে সিফাত ভাইয়া আর সায়ন ভাইয়া সিড়ি ধরে আছে আমাকে দেখে দাতঁ বের করে হাসি দেয় ।আমি তাদের এমন পাগলামি দেখে অবাকের উপর অবাক হচ্ছি ।সেখানে দাড়িয়ে আছি উনি যাওয়ার সময় আমার দিকে ফ্লাইং কিস দিয়ে চলে যায় ।উনি চলে গেলে আমি রুমে এসে চেন্জ করে ফ্রেশ হয়ে তার পাগলামী গুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই।

সকালে……

ঘুম থেকে উঠে নিচে যেয়ে জানতে পারি আরসালের রিং এর মাপ লাগবে তাই দিয়া আরসালের অফিসে যাচ্ছে তা আনতে আমিও কৌশল করে দিয়ার সাথে তার ‌অফিসে চলে যাই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ।তার কেবিনের ভিতরে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমার দুনিয়াটা যেন ঘুরছে উনার প্রত্যেকটা কথা আমার কানে বাজছে……

চলবে….

❤️❤️❤️❤️

Plz সবাই সবার মতামত জানাবেন???

কিছু দিন ধরে বেশ ঝামেলায় আছি সারাদিনে ফোন হাতে থাকলেও লিখার টাইম পাচ্ছিনা ।তার উপর আবার ক্লাস শুরু হয়ে গেছে ।সরি লেট করে দেওয়ার জন্য আমার ও খুব খারাপ লাগে আপনাদের অপেক্ষা করাতে ????

Thanks for supporting me ❤️❤️❤️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here