Deewana (A crazy lover)Part:49
Writer: urme prema (sajiana monir)
দরজার দিকে চোখ যেতেই দেখি উনি দাড়িয়ে আছে হাতে প্লেট আমি তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকলাম তার পর চোখ ফিরিয়ে আবার মাথায় ঘাড়ে নিজের হাত বুলাতে লাগলাম অসয্য ব্যথা করছে শীত করছে ।উনি আমার পাশে এসে বসে আমি উনার উপস্তিতী টের পেয়ে চোখ খুলে উনার দিকে তাকাই ।আমি তাকাতেই উনি প্লেটটা আমার দিকে এগিয়ে দেয় আমি অবাক হয়ে প্রশ্ন করলাম
আমি:কি হয়েছে ?আমি কি করবো ?
উনি গম্ভির কন্ঠে বলে
আরসাল:এগুলো সব শেষ কর
আমি বড় বড় চোখ করে তাকিয়ে একবার উনাকে দেখছি আর একবার প্লেটে তাকাচ্ছি ।তার মুখ ছিটকে বললাম
আমি:মাত্রই তো ব্রেকফাস্ট করেছি এখন এতগুলো মিষ্টি আর ডিম কি করে খাবো ?আর তাছাড়া আমার মিষ্টি পছন্দ না ভালো লাগে না ।
আরসাল:(রেগে)এগুলো খেতে হবে লো পেসার + সুগার ফলের কারনে মাথা ঘাড় ব্যথা করছে
আমি:(অবাক হয়ে )আপনি কি করে জানলেন যে আমার মাথা ব্যথা করছে ঘাড় ব্যথা করছে ?
আরসাল:হুম বার বার মাথায় আর ঘাড়ে হাত দিচ্ছ রুমে এসে চাদর গায়েঁ দিয়ে শুয়ে আছো এমনি বোঝা যাচ্ছে ।এখন সব শেষ কর
আমি:(কাদোঁ কাদোঁ ফেস করে)প্লিজ আমি এগুলো খাব না ভালো লাগছেনা এগুলো এখন খেলে বমি করে দিবো
উনি কিছুক্ষন আমার দিকে সুক্ষ নজরে তাকিয়ে বেড থেকে উঠে পড়ে ।বেড বক্সের নিচের ডয়ারটা খুলে সেখান থেকে বড় বড় দুইটা dairy milk silk দিলো ।দিয়ে বললো- এখন পুরোটা শেষ কর ।চকলেট কে আবার আমি কখনো না করি না কি?আমি তার হাত থেকে নিয়ে খেতে শুরু করলাম হঠাৎ উনার দিকে চোখ যেতেই দেখলাম উনি আমার দিকে তাকিয়ে আছে একমনে ঘোর লাগা চোখে ।তার পর আস্তে আস্তে আমার কাছে এসে আমার ঠোটেঁ আর থুতনিতে লাগা চকলেটের দিকে নিজের ঠোটঁ আগাতে লাগলো আমি উনার এত কাছে আসা দেখে চোখ বন্ধ করে ফেলি বেশ কিছুসময় কোন প্রতিক্রিয়া না পেয়ে চোখ খুলি ।চোখ খুলে দেখি তিনি সেই আগের মত করেই তাকিয়ে আছে ।হঠাৎ তিনি আমার ঠোটেঁর আর থুতনির কাছের চকলেট নিজের হাত দিয়ে মুছে দিয়ে উঠে চলে যায় ।আমি অবাক চোখে উনার যাওয়ার দিকে তাকিয়ে থাকি ।উনি যাবার পর আমি আবার বেডে শুয়ে পরি ।চোখ গুলো ঘুমে টলটল করছে ।তাই ২ ঘন্টা পরেরসএলার্ম সেট করে ঘুম দেই।ঘুমের মাঝে মাথায় কারো স্পর্শ পেলাম কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ঘুমের মধ্যে চিনতে কষ্ট হলো না যে সে কে !তার গায়েঁর মিষ্টি সুবাস আমাকে ঠি কই জানিয়ে দিচ্ছে তার উপস্থিতীর কথা সে যে আরসাল তা বুঝতে আমার সময় লাগলো না ।
২ ঘন্টা পর…..
এলার্মের শব্দে ঘুম ভেঙ্গে গেল ঘুম থেকে উঠে বেডে বসি দেখি পুরো রুম খালি কিছুসময় বেডে ধুম ধরে বসে রইলাম ঘুম ছাড়ানোর চেষ্টা করলাম ।বেশ কিছুসময় পর রিদ্ধিদি আসে রিদ্ধি কে দেখে চোখ ঢোলতে ঢোলতে বলতে লাগলাম
আমি:দি তুমি একা সায়ন ভাই কোথায়
রিদ্ধি :আরসালের সাথে আছে নিচে ।ঐসব বাদ দে তুই এখনো পরে পরে ঘুমাচ্ছিস ? আরে আমার ঘুমের রানি উঠো আজ তোমার reception আর তুমি পরে পরে ঘুমাচ্ছো ।
আমি:দি শরীর খুব খারাপ ছিল মে বি পেশার লো হয়ে গিয়েছিলো তাই
রিদ্ধি:(চিন্তিত হয়ে কাছে এসে)তাই বুঝি খুব খারাপ লাগছে ?
আমি:না দি এখন ঠিক আছে ।ঘুমিয়েছি তো এখন ঠি ক হয়ে গেছে ।
রিদ্ধি:তাহলে এখন ফ্রেশ হয়ে নে আন্টি বলেছে নিচে মেকআপ আর্টিষ্টরা এসেছে ।
আমি:ওকে দি তুমি বসো আমি ফ্রেশ হয়ে আসছি ।
রিদ্ধি :ওকে
ফ্রেশ হয়ে রিদ্ধিদির সাথে গল্প করতে লাগলাম কিছুসময় পর মেকআপ আটিষ্টরা আসে রেডি হতে লাগলাম গোল্ডেন স্টোনের ভারি কাজের লাসা পড়লাম ভারি মেকওভার চুল গুলো কার্লি করে একসাইডে এনে তাতে আর্টিফিসিয়াল ফাওয়ার দেওয়া গোল্ড জুয়েলারি সব কিছু মিলিয়ে অসাধারন লাগছে ।মেকআপ আর্টিস্টরা চলে যাওয়ার পর আমি রিদ্ধিদির সাথে সেন্টারে পৌছালাম সবাই আগেই পৌছিয়ে গেছে আমি রিদ্ধিদির সাথে গেলাম ।গাড়ি সেন্টারের সামনে থামলো আমি গাড়ি থেকে নামার জন্য পা বাড়ালাম সামনেই দেখি উনি আমার দিকে হাত বাড়িয়ে দাড়িয়েছে আছে আমার দিকে তাকিয়ে আনমনেই বলে – ওয়াও ,আমি উনার দিকে হা হয়ে তাকিয়ে আছি ডার্ক ব্লু স্যুট পড়েছে চুলগুলো পিছনের দিকে ব্রাশ করা হাতে ব্রেন্ডেড ঘড়ি সব মিলিয়ে আমি উনার উপর আরেক দফা ক্রাশ খেয়ে ফেলেছি ।উনার দিকে হাত বাড়িয়ে দিলাম আস্তে আস্তে উনার সাথে ভিতরের দিকে আগালাম photographer রা ছবি তুলছে ।আমি আড়চোখে উনার দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকে তাকিয়ে আছে ।ভিতরে গিয়ে দেখি আব্বু আম্মু দাদাজী দাদীমা পাখি পিয়াস বাড়ির সবাই এসেছে আমি ভিতরে গিয়ে বাবাকে জরিয়ে ধরি চোখ দিয়ে অজান্তেই পানি এসে পরে মনে হচ্ছে কত দিন পর সবাইকে দেখছি আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে – কান্না করতে হবে না মা এইতো আমরা ।হঠাৎ দিয়া মজা করে বলতে লাগে
দিয়া:এমন ভাবে কাদঁছিস যে অনেক কষ্টে আছিস ।কান্না করিসনা মেকআপ নষ্ট হয়ে যাবে পরে ভূতের মত দেখা যাবে ।
আমি রেগে দিয়াকে মারতে গেলাম ও আরসালের পিছনে লুকিয়েছে ।আমি ধরতে গেলাম হঠাৎ কাপড়ের সাথে হোচট খেয়ে পড়ে যেতে নিলাম আরসাল আমার কমোড় জরিয়ে ধরে ।আরসালের চোখের দিকে বেশ কিছুসময় তাকিয়ে থাকলাম তার চোখে মাঝে হাজারো ভালোবাসা দেখছি ।হঠাৎ রিদ্ধিদি গলা ঝেরে বলতে লাগে
রিদ্ধি:আরে ভাই রাতের জন্য কিছু বাকি রাখ !
আমি লজ্জা পেয়ে আস্তে আস্তে দাড়াতে লাগলাম উনিও আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাড়ালো আমাকে স্টেজে বসানো হল উনি ও পাশে বসলো সবাই ছবি তুলছে সব রিলেটিবরা এসেছে তাদের সাথে কথা বলতে লাগলাম ।হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই অবাক হয়ে তাকালাম উনাকে এই সময়ে এখানে মোটেও আশা করি নি ।উনি এখানে আসবে কল্পনার বাহিরে ছিলো ।দরজার কাছে রিসাদ দাড়িয়ে আছে আস্তে আস্তে ভিতরে আসছে আমি উনাকে দেখে স্টেজ থেকে নেমে উনার দিকে আগালাম আরসাল উনার বন্ধুদের সাথে কথা বলছে আমাকে স্টেজ থেকে নামতে দেখে উনি আমার দিকে তাকালো রিসাদ আমার কাছে এসে বলতে লাগলো
রিসাদ:কেমন আছো ?
আমি:(মুচকি হাসি দিয়ে )ভালো ।আপনি কেমন আছেন?
রিসাদ:(মাথা নত করে হাত জোর করে)ভালো ।সরি রিসা তোমার সাথে এত কিছু করেছে আমি রিসার ব্যবহারের জন্য খুবই লজ্জিত আমাদের ক্ষমা করে দিও ।
আমি:(আমি উনার হাত নামিয়ে বলতে লাগলাম )না না আপনি কেন ক্ষমা চাচ্ছেন যা করেছে রিসা করেছে আপনাদের কোন দোষ নেই ।রিসা যা করেছে তার ফল ও পাচ্ছে আপনার গিল্টি ফিল করতে হবে না ।
রিসাদ:তুমি মন থেকে অনেক বড় বোঝা হালকা করলে ।থেংইউ
আমি মুচকি হাসি দিলাম রিসাদের সাথে কথা বলতে লাগলাম হঠাৎ আরসালের দিকে চোখ গেল আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে মনে হচ্ছে আমাকে চিবিয়ে খাবে কাচাঁ ।আমার তার চাহনি দেখেই ভয় লাগছে ।রিসাদ চলে গেল উনি আমার হাত ধরে সেন্টারের পাশে রুমে নিয়ে গেল আমি ভয়ে বড় ঢোক গিললাম উনি আমার কাছে এসে রাগে ফুসতে ফুসতে বলতে লাগে
আরসাল:রিসাদের সাথে তোমার এতো কিসের কথা হুম
হঠাৎ মুখ থেকে বের হয়ে যায়
আমি:আমি কারো হলে ,তোমার এত জ্বলে কেন !তোমার এত জ্বলে !
কথাটা বলেই সাথে সাথে মুখে হাত দিয়ে ফেললাম উনাকে কি বললাম উনার দিকে ভয়ে ভয়ে তাকালাম উনি আমার দিকে রেগে তেড়ে আসছে আমি উনার রাগ সপ্তম আকাশে উঠিয়ে দিয়েছি ।আমি বির বির করে কাদোঁ কাদোঁ ফেস নিয়ে বলতে লাগলাম
আমি:আব তেরা কা হোগা সায়রু…..
চলবে…..
❤️❤️❤️❤️
Plz সবাই সবার মতামত জানাবেন ???
সরি সময়ের জন্য কারো কমেন্টের রিপ্লে দিতে পারিনি কাল ???
Thanks for supporting me ❤️❤️❤️