Devil_love part_4
#writer_কাব্য_মাহমুদ
বি.দ্রঃ সবাই কমেন্টে বলছে নীলাকে কাব্যর বোন এর মতো লাগছে তাই নামটি চেঞ্জ করে তানিশা দিলাম
তানিশাঃ হা হা হা(শাকচুন্নি হাসি দিয়ে
) বকের দোয়াই বিল শোকাই না(মুখ ভেংচি দিয়ে রুম এ চলে আসলাম)রুম এ এসে দরজা বন্ধ করে দিয়ে সুমির চকলেট গুলো বের করে খেতে লাগলাম,আসলে আমার চকলেট খুব প্রিয় ,,(এইযে আমার দুই গুনবতি মেয়ে নিচে এসো খাওয়া দাওয়া করে যাও) মা খাওয়ার জন্য ডাকছে তারপর নিচে যেয়ে lunch করতে গেলাম।,,নিচে এসে,,,
।
সুমিঃ এত পেটুক কেন আপু এতগুলো চকলেট খেয়ে আবার খাবারও খেতে এসেছস।
।
তানিশাঃ কি বললি আমি পেটুক তুই পেটুক তোর চৌদ্দ গুষ্ঠি পেটুক।
।
সুমিঃ কী বল্লা আমি পেটুক, আমি তোমার মতো এতো খাই না,,,,আমার এত কষ্টের টাকা দিয়ে চকলেট গুলো কিনেছিলাম,আর কোথাই থেকে একটা শাকচুন্নি এসে সব নিয়ে গেল।(ন্যাকাকান্না করে)
।
তানিশাঃ কী বললি (রেগে গিয়ে)তুই শাকচুন্নি,নেংটি ইদুর, বাদর, খরগোশ,তেলাপোকা,টিকটিকি, পচা পটল,নাইজেরিয়ান এনাকন্ডা, আফ্রিকান গন্ডার, লাল বাদর, মুখ পুড়া হনুমান, কালো কুমির(একদম এ বলে দিল )
।
সুমিঃ আপু তুমি কি গালি দেওয়ার বই মুখস্থ কর (অবাক হয়ে)
।
তানিশাঃ তোর কী তাতে?
।
সুমিঃ (কোন কথা না বলে খেতে লাগল, কারণ সে বুঝতে পারছে আর পেরে উঠবে না
)
।
রান্নার রুম থেকে তাদের মা এসে,
।
মাঃ এতক্ষণ এত কী প্যাচাল পারছিলি তোরা??
।
তানিশাঃ কিছু না মা, আজ রাজার রাজ্য জয় হলো
।
মাঃ মানে?
।
তানিশাঃ মানে বুঝলা না, রাজার রাজ্যে তার শত্রু আক্রমণ করেছিল কিন্ত আজ রাজা পেরে উঠল(বিজয়ের হাসি দিয়ে)
।
মাঃ মানে কে রাজা আর কে শত্রু???
।
তানিশাঃ আমি রাজা আর তোমার ছোট মেয়ে শত্রু [থেডিবাই স্মাইল দিয়ে)
।
সুমিঃ মাাাা (চেচিয়ে) তোমার মেয়ে কিন্ত দিন দিন খুব বজ্জাত হয়ে যাচ্ছে ও স্যরি বজ্জাত তো ছেলেরা হয় মেয়েরা বজ্জাতি হয় (রেগে গিয়ে)
ফেসবুক পেজ: নিঃস্বার্থ ভালোবাসা
।
তানিশাঃ ওই কি বললি মুখ পুড়ি আমি বজ্জাতি,দেখ এর ফল কিন্ত ভালো হবে না
।
সুমিঃ কী খারাপ করবি তুই?
।
তানিশাঃ তোর যে মেকাপ বক্স এর ভিতরে চকলেট আছে ওই গুলো নিয়ে নেব।
।
সুমিঃ ক্কীী(তুতলিয়ে) তুই কি করে জানলি ওখানে আমার চকলেট আছে??
।
তানিশাঃ ওইযে বললাম না আমার ভেতর একটা গুন আছে কোথাই কি আছে সব আমি জানি,তাই গুনটি ধরে রাখার চেষ্টা করছি ।
।
সুমিঃ প্লিজ বোন আমার ওইটাই আমার শেষ সম্বল ওইটার কিছু করিস না
।
তানিশাঃ আচ্ছা যা কিছু করব না,(বলেই খাবার নিয়ে খেতে খেতে)
আচ্ছা মা বাবা কই)
।
মাঃ(তানিশার ও সুমির মা এতক্ষন তাদের কমেডি দেখছিল,আর কিছু বল্ল না কারণ এটা এদের প্রতিদিন এর রুটিন তানিশার এই কথাই সে বাস্তবে আসে, এতক্ষণ ঘোর এর ভিতর ছিল)তোর বাবা অফিস এ থাকে এখন জানিস না?
।
তানিশাঃ ওহ,(কিছু না বলেই খাওয়া দাওয়া করে রুম এ এসে একটু ঘুম দিলাম,প্রতিদিন এর অভ্যাস)
,,,, ,,,,
,,, ,,,
আচ্ছা আবির এটা দেখ কেমন
আবির: তোর পছন্দ কী খারাপ হতে পারে?
।
কাব্যঃ তুই তাও দেখ সব দিক থেকে perfect আছে কিনা?
।
আবিরঃ হ্যা এটা সব দিক থেকে ভালো, আর এর details গুলোও সুন্দর।
।
কাব্যঃ আচ্ছা তাহলে এটা নিই
।
আবিরঃ ওকে
(কাব্য ও আবির দুজনে ফ্রেন্ড, তারা তাদের বন্ধুর বিয়ের পার্টিতে যাবে তাই মার্কেট এ এসেছে ক্যামেরা কিনতে,তাদের ছবি তোলার জন্য তারা নিজেই দায়িত্ব নিয়েছে।)
তারপর তারা সেখান থেকে ক্যামেরা কিনে বাসাই ফিরে।
কাব্যঃ মা নীলা কোথাই?
ফেসবুক পেজ: নিঃস্বার্থ ভালোবাসা
মাঃ দেখ রুপ এ আছে
।
কাব্যঃ আচ্ছা(নীলার রুম এ যেয়ে) এই নিলা এদিকে আই তো
।
নীলাঃ কেন কী হয়েছে ভাইয়া
।
কাব্যঃ দেখত এই ক্যামেরাটা কেমন হয়েছে?
।
নীলাঃ wow ভাইয়া কী দারুন দেখতে,,,আর এটা তো market e নিউ এসেছে
।
কাব্যঃ তুই কি করে জানলি
।
নীলাঃ আসলে আমার কলেজ এ এক বান্ধবী বলেছিল যে এরকম একটি ক্যামেরা কিনবে
।
কাব্যঃ ও কিন্ত কেন,আর ওর নাম কি?
।
নীলাঃ ওর ছবি তোলা খুব পছন্দ আর ওর নাম তো তানিশা
।
কাব্যঃ ও খুব সুন্দর নাম তো
।
নীলাঃ হ্যা যেমন সুন্দর তেমন বান্দর, একদম বদের হাড্ডি।
।
কাব্যঃ(মুচকি হেসে) তাই,,,,আচ্ছা এদিকে আই তো তোকে দিয়েই ছবি তোলা শুরু করি
।
নীলাঃ আচ্ছা(বলেই বিভিন্ন স্টাইল এ ছবি তোলা হলো)
।
কাব্যঃ আচ্ছা তুই কি এর আগে কোন ক্যামেরায় ছবি তুলেছিস???
।
নীলাঃ না,কিন্ত কেন??
।
কাব্যঃ না মানে যদি প্রথম ছবি তুলে থাকিস তাহলে তো আর এত স্টাইল নিতে পারতিস না,
।
নীলাঃ ভাইয়া তুই মনে হয় জানিস না যে মেয়েরা এসব দিক থেকে perfect. .
।
কাব্যঃ ও তাইতো
(আসলে আমি কাব্যর পরিচয় অন্যরকম দিতে চেয়েছিলাম কিন্ত নায়িকার নাম তানিশা দেওয়ার পর ভাবলাম তানিশার গল্পের মতো করেই কাব্যর পরিচয় দিই,তাই নীলা হলো কাব্যর বোন,, তার মা housewife আর বাবা একজন বিজনেসম্যান সাথে কাব্যও তার বাবার সাথে সাহায্য করে,আর আবির কাব্যর পি,এ)
(ভালো না লাগলে এড়িয়ে যাবেন। আর আমার এতো রোমান্টিক এর ব্যাপারে জানা নেই,তাই এসব বিষয় আমি আপনাদের ব্যাপারে তুলে ধরতে পারব না,তবে চেষ্টা করব)
.
.
#________________চলবে________________
।
।
#আপনাদের উৎসাহ পেলে পরবর্তী পার্ট দিবো। আসা করি সবাই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন।