Lovable part : 2

0
2230

Lovable part : 2
writer : kabbo mahmud

★★★★
***রাতে***
কাব্য ও আবির রুমে বসে গল্প করছে।
কাব্যঃ তাহিয়ার রাগ কমেছে?
আবিরঃ না এখনো আমি ফোন দিই নি।
কাব্যঃ কেন?
আবিরঃ শুধু কি ও রাগ করে থাকতে পারে?আমি পারিনা??
কাব্যঃ ভালোবাসার মানুষ এর প্রতি ছেলেদের রাগ করতে নেই। কেননা ছেলেদের রাগ কমাতে হয়।
আবিরঃ বাব্বাহ!! তুই কিভাবে জানলি?
কাব্যঃ কেন জানব না!!!
আবিরঃ তুই তো প্রেম/ভালোবাসা করিসনি তাই।
কাব্যঃ করিনি তবে এখন করব। আর হ্যা ভালোবাসার সব কিছু জানতে বা শিখতে হয়না নিজের বিবেক ও মন সব বুঝিয়ে দেই।

ফেসবুক পেজ: নিঃস্বার্থ ভালোবাসা

আবিরঃ আসলেই তুই খুব সুন্দরভাবে কথা বলিস। এই জন্যই যে মেয়ে তোর সাথে কথা বলে সেই ক্রাস খাই?
কাব্যঃ সত্যি?
আবিরঃ সন্দেহ
আবিরঃ তোর কসম।
কাব্যঃ what???
আবিরঃ ওহ খাটি বাংলা তো বুঝিস না।
কাব্যঃ ওসব ছাড় ★ আমার কথা শুনেই যদি কেউ ক্রাস খাই তাহলে wait….
-তানিশার লিখা কাগজটি বের করে এবং সাথে তানিশার নাম্বারটি ডায়াল করে।
আবিরঃ কি করছিস তুই?
কাব্যঃ দেখি মিস তানিশা আমার কথাই ক্রাস খাই কিনা!!
আবিরঃ ওই মেয়ে ক্রাস খাবে? আরে যাকে এভাবে ফোনটি দিলি সে একটা ধন্যবাদ ও দিতে পারত কিন্ত তা না করে ড্যাং ড্যাং করে চলে গেলো।
কাব্যঃ হা হা তুইও না সময় সময় এমন কথা বলিস। আর ভালোবাসার মধ্যে খুনসুটি দুষ্টুমি এসব যদি একটা মেয়ে না পারে তাহলে তো সে ভালোবাসতেই জানেনা তাই ওর এমন দুষ্টুমিই টাই আমার পছন্দ হয়েছিল।
আবিরঃ দুষ্টুমি নাকি ও কে ওইখানে এতো সাধারণভাবে থাকার পরেও অনেক সুন্দর লাগছিলো সেটা দেখে?
কাব্যঃ ছাড় তো।
আবিরঃ আচ্ছা। ***ফোন রিসিভ করছেনা?
কাব্যঃ না কী নাম্বার দিলো কে জানে!!
***
কাব্যঃ এই রিসভ করেছে।
আবিরঃ কথা বল।
তানিশাঃ আসসালামু আলাইকুম *
কাব্যঃ ওয়ালাইকুম আস’সালাম
তানিশাঃ হ্যা কে বলছেন?
কাব্যঃ //////////
তানিশাঃ কী হলো কথা বলছেন না কেন?
কাব্যঃ আমি::আজ যার সাথে ফোন কিনলেন।
তানিশাঃ হ্যা তো কি হয়েছে?
কাব্যঃ না কিছুনা বলছি যে ফোনটি কেমন লাগছে? না মানে ভালোভাবে চলছে তো?
তানিশাঃ কেন চলবে না কেন? আমি কি ভূত যে আমাকে ভয় করে চলবেনা আর???
*এমন কথা শুনে কাব্যর মেজাজ বিগড়ে যাই। ওর সাথে সে ভালো ভাবে কথা বলছে কিন্ত তানিশা কাব্যর প্রতি কৃতজ্ঞবোধ টুকুও দেখাচ্ছেনা।
কাব্যঃ এটা মেয়ে নাকি অন্য কিছু?এভাবে কেউ কারোর সাথে ব্যাবহার করে?(মনে মনে)
বলছিলাম যে মোবাইল কিনলে কিন্ত তোমার সাথে বাবা অথবা বন্ধু কেউ ছিলোনা কেন? তুমি একা চলে এসেছ।
!!
তানিশাঃ ইহহহ এবারই তো সমস্যা হয়ে গেলো::এই বজ্জাত আবার বাবাকে টানছে কেন?তারা তো জানেনা আমি ফোন কিনেছি।
(মনে মনে)
বল….ছি যে একটা কথা বলব??
কাব্যঃ sure..
তানিশাঃ আমি ফোন কিনেছি কিন্ত আমার পরিবার এর কেউ জানেনা কিন্ত বন্ধুরা জানতোনা কিন্ত জেনে যাবে। তাই বলছি এটার বিষয় যেন আমার ফ্যামিলি কোনভাবে না জানে…….
কাব্যঃ হুম ok….$এবার বুঝবে মহারাণী $$ভালো কথা বলেছো আমাই এবার তো তোমাকে প্রতিদিন আমার সাথে এভাবে কথা বলতে হবে।(মনে মনে)
তানিশাঃ আচ্ছা।

ফেসবুক পেজ: নিঃস্বার্থ ভালোবাসা

কাব্যঃ কিসে পড়?
তানিশাঃ ইন্টার ২ ইয়ার
কাব্যঃ ওহ আচ্ছা।
তানিশাঃ একটা কথা বলি?
কাব্যঃ হুম।
তানিশাঃ এতো সুন্দর একটি ফোন ফ্রিতে কে দিতে চাই?আমি এটা ভাবিনি কিন্ত এখন ভাবছি ফোনটার এতো দাম আর এটা company ফ্রীতে দিলো??
কাব্যঃ ফোন দরকার ছিল পেয়েছো?
তানিশাঃ হুম।
কাব্যঃ তাহলে এবার ভুলে যাও এটা কিভাবে আসল।জানবে এটা তোমার আপন কেউ দিয়েছে।
তানিশাঃ হুম(মুখের কোণে এক চিলতে হাসি নিয়ে)
সব বুঝেছি।।
কাব্যঃ কি বুঝেছ?
তানিশাঃ কিছুনা।
কাব্যঃ এই কিছুনা এর পেছনেই অনেক কথা লুকিয়ে থাকে।
তানিশাঃ আচ্ছা আপনি এটা কেন করলেন?
কাব্যঃ কি করলাম?
তানিশাঃ আমি এখন বুঝতে পারছি ফোনটা আপনিই কিনে দিয়েছেন আমাই কিন্ত কেন?
কাব্যঃ বাহ্ বুদ্ধিতো ভালোই(মনে মনে).
তানিশাঃ কি হলো?
কাব্যঃ কিভাবে বুঝলে এটা আমিই দিয়েছি?
তানিশাঃ ওই যে বললেন * আপন কেউ দিয়েছে*
কাব্যঃ ওহ তাহলে তো হয়েই গেলো।
তানিশাঃ একটা কথা বলি?
কাব্যঃ হুম।
তানিশাঃ আপনি কোন সাহসে আমার সাথে এমন করলেন?আমি কি ফকির? আমার কাছে কিছু নেই? যে এমন মায়া দেখিয়ে ফোন কিনে দিলেন? চাই না আপনার এমন সাহায্য আপনি সকালেই আমার কাছে এসে ফোন নিয়ে যাবেন bye(একদমে ঝাড়ি দিয়ে ফোনটি কেটে দিলো)
কাব্যঃ wait wait please…………
-তানিশার এমন কথা শুনে কাব্য আর রাগ কন্ট্রোল করতে পারেনা *রাগের মাথাই ফোনটি খুব জোরে আবার ছুড়ে মারে যেটা দেখি আবির চমকে উঠে *এতোক্ষণ আবির কাব্যর পাশে বসে সব কথা শুনছিলো।
কাব্যঃ ওই মেয়ে কি বল্লো??( )
আবিরঃ কি?
কাব্যঃ আমি তার উপর মায়া দেখাই? আমি তাকে মোবাইলটি ভিক্ষা দিয়েছি?
আবিরঃ ক ক ক..কে বলেছে এমন কথা তুই তো ভালোবেসেই তাকে দিলি।
কাব্যঃ কিন্ত সে কেন বুঝলনা??(ঝাড়ি দিয়ে) আমাকে আপমান করা বুঝাবো মিস তানিশা। খুব ভালোভাবে বুঝবে। just wait and watch to সকালে।
আবিরঃ cool কাব্য *রাগের মাথাই কিছুই হয়না যা করতে হয় ভেবে চিন্তে।
কাব্যঃ চুপ কর তুই। আমি যতই রেগে থাকি ভাবতে আমার সময় লাগেনা এবার ঘুমা যা।
আবিরঃ হুম কিন্ত ফোন তো আবার গেলো।
কাব্যঃ লোকটিকে ফোন করে বলে দে সকালে আরো একটা ফোন নিয়ে বাসাই আসতে।
আবিরঃ আচ্ছা আচ্ছা
**আবির লোকটিকে ফোন দিয়ে সব বলে দেই তারপর কাব্য আর আবির তাদের কিছু কাজ করে নিয়ে ঘুমিয়ে পড়ে।
***
***
***
তানিশাঃ আমার উপরে এতো মোহাব্বত দেখানোর কি আছে? আমি কি? কেন আমার সাথে ওমন করল? ফ্রিতে ফোন দিলো হুহ বড়লোকদের এমনিই হয় কোন কাজ নেই তো তাই।
***
*
আমি আবার কাকে বলছি??আমিই তো বড়লোক কিন্ত আমার বাবা এতো ভালোবাসে এতো ভালোবাসে একটা মোবাইল কিনে দিতে পারেনা হুহ
বলে কিনা আরও বড় হও মামুনি এখন না হুহ আমি যেনো এখনো ফিডার খাই।
*একা একা বিড়বিড় করে তার বাবার চৌদ্দ গুষ্টি উদ্ধার করছে।
তানিশাঃ’ আচ্ছা উনাকে তো বললাম আগামীকাল ফোন দিয়ে দেবো কিন্ত কোথাই যেয়ে দেবো? এতো সুন্দর ফোন দিয়ে দেবো এ্যা তাহলে তো আবার কিনতে হবে। দরদ দেখিয়েছিলো ভালো করেছিলো এভাবে আমার রিয়েক্ট করার প্রয়োজন কি ছিলো?? এর জন্যই সবাই বলে আমি মোহাব্বত এর মানে জানিনা
*
কতো সুন্দর ফোনটুস
-হাতে নিয়ে দেখে
কাল সকালে দিয়ে দিতে হবে
-এভাবে সুয়ে সুয়ে নানা চিন্তা ভাবনা ও কথার মাঝে তানিশা ঘুমিয়ে যাই।
.
#_____________চলবে________________


#আপনাদের উৎসাহ পেলে পরবর্তী পার্ট দিবো। আসা করি সবাই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here