Mr_Arrogant_2 ? #The_Gangstar_Lover,02,03

0
1927

#Mr_Arrogant_2 ?
#The_Gangstar_Lover,02,03
#Writer_Sanjana_Shabnam_Fahmida
#Part_2
.
.
.
.
In Rayzada Industrie?

সুবহা রায়জাদা ইন্টারনেশনাল ফ্যাশন হাউজে জব করে। তিন মাস হয়েছে সুবহার এখানে জব হওয়ার। জবের পাশাপাশি সুবহা একটা NGO চালায়। আকস্মিক কথা হচ্ছে সুবহা আদৌ এই অফিসের মেইন বসকে দেখেনি। এই কোম্পানির দুইজন পার্টনার প্রথমত আভি রায়জাদা দ্বিতীয় কে সেটা কেউ জানে না।

আভি অফিসে বেশি আসে না ওর অনুপস্থিতিতে সব দায়িত্ব সুবহার উপর।

নিজের কেবিনে বসে কাজ করছে সুবহা এমন সময় কেউ কেবিনে প্রবেশ করলো। সুবহা সামনে তাকাতেই দেখলো আভি।

আভিঃ গুড মর্নিং সুবহা কেমন আছো?

সুবহাঃ গুড মর্নিং স্যার। আপনি আসবেন আগে বলে দিলে আমি আপনার কেবিন গুছিয়ে রাখতে বলতাম। ( দাঁড়িয়ে)

আভিঃ আমি আজকে অফিসের কাজে আসি নি সুবহা কিছু পার্সোনাল কারনে এসেছি। আই নীড ইউর হেল্প।

সুবহাঃ হেল্প?

আভিঃ আই থিংক আমাদের খোলা জায়গায় গিয়ে কথা বলা উচিত।

আভি সুবহাকে নিয়ে একটা ক্যাফেতে আসে। পুরো ক্যাফে হাউজ খালি‌। সুবহার কাছে বিষয়টা অদ্ভুত লাগছে। আভি সুবহার বরাবর চেয়ারে বসে আছে।

আভিঃ তোমার NGO আছে তাই না সুবহা?

সুবহাঃ জি চাইল্ড কেয়ার হোম।

আভিঃ দেখো সুবহা আমি তোমাকে তিন মাস ধরে চিনি আর এটা মানিও যে তুমি যথেষ্ট বিশ্বস্ত। দেশের প্রতি তোমার গভীর ভালোবাসা আছে। দেশের অনাথ শিশুদের প্রতিও তোমার গভীর ভালোবাসা দেখেছি আমি। তাই ভাবলাম তুমি হয়তো এই কাজটার জন্য পার্ফেক্ট।

সুবহাঃ কাজ কি কাজ? আপনি কি বলতে চাচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না আভি স্যার।

আভি উঠে দাঁড়িয়ে বলতে শুরু করল।

আভিঃ তুমি তো জানোই আমি একজন সিবিআই অফিসার। আমাদের একটা নতুন প্রজেক্ট দেওয়া হয়েছে যেটা চাইল্ড স্মাগলিং নিয়ে।

সুবহা বিস্ময় নিয়ে শুনছে আভির কথা।

আভিঃ আমাদের দেশে চাইল্ড স্মাগলিং এর অপরাধ দিন দিন বেড়েই চলেছে। কয়েকজন কে তো আমরা আটক করছি কিন্তু এদের হেড কে হাতের নাগালে পাচ্ছি না। ও আমাদের সাথে নরমাল মানুষের মতো উঠা বসা করে কেউ বলতে পারবে না ও এতো বড় মাফিয়া লিডার। আজ অবদি কোন প্রুফ পাইনি তার বিরুদ্ধে আমরা যার যোগসূত্রে আমরা তাকে গ্ৰেফতার করবো।

সুবহাঃ কে সে?

আভি সুবহার দিকে ঝুঁকে টেবিলে দু হাত রেখে বলল,,,

আভিঃ ডার্ক গ্ৰুপ মাফিয়া লিডার রওশন!

সুবহাঃ রওশন ?( বিস্ময় নিয়ে) কে উনি?

আভিঃ ডার্ক গ্ৰুপ মাফিয়া লিডার দা গ্যাংস্টার রওশন।

সুবহাঃ কিন্তু আপনি এসব আমায় কেন বলছেন?

আভিঃ আমি চাই তুমি রওশনের লাইফে এট্রি নাও। ওকে নিজের ভালোবাসার মোহে ফাঁসিয়ে ওর থেকে সব ইনফরমেশন আর ওর বিরুদ্ধে প্রুফ এনে আমাদের দাও,,,

সুবহাঃ আ আমিইইই?(‌নিজের দিকে আঙ্গুল তুলে)

আভিঃ হ্যাঁ সুবহা তুমি। তোমাকে ছাড়া আমি আর কারো উপর বিশ্বাস করতে পারছি না। নিজের দেশের জন্য ওই মাসুম বাচ্চাদের জন্য এতো টুকু তো করতেই পারো তুমি!( ইনোসেন্ট ফেস করে )

সুবহাঃ আপনি পাগল হয়ে গিয়েছেন? আমি ওই ডেঞ্জারাস মাফিয়ার গুহায় ঢুকে ওর বিরুদ্ধে কাজ করবো।ওই মাফিয়া জানতে পারলে আমাকে ওখানেই শেষ করে দিবে।

আভিঃ কিছু হবে না সুবহা আমি তোমাকে আস্বস্ত করছি। আমি তোমার লাইফের সিকিউরিটির পুরো গ্যারান্টি দিচ্ছি। কিছু হতে দিব না তোমাকে।

সুবহাঃ আই’ম স্যরি স্যার কিন্তু আমার দ্বারা হবে না। আমি মাফিয়া টাফিয়া লোকদের এমনিতেই অনেক ভয় পাই। কখন কার উপর গুলি চালিয়ে দেয় একবার ভাবেও না কি সাঙ্ঘাতিক।

আভিঃ তুমি নিজের কথা ভাবছো সুবহা একবার নিজের দেশের কথা ভাবো ওই বাচ্চাদের কথা ভাবো। আমি তোমাকে সময় দিচ্ছি ভেবে আমাকে জানিও।

আভি কথা গুলো বলেই চলে গেল। সুবহা গালে হাত দিয়ে বসে বসে ভাবছে আভি কি বললো ওকে।

ক্যাফে থেকে বেড়িয়ে মাথা নাড়িয়ে চুল গুলো হাত দিয়ে নেড়ে দিল আভি।

আভিঃ উফফ এতো ড্রামা করতে করতে এখন নিজেকে পুলিশ না অ্যাক্টর মনে হয়। কবে যে এই ড্রামা শেষ হবে আল্লাহ জানে?

বাই দ্যা ওয়ে তোর জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে বিগ ব্রো। ( বাঁকা হেসে)

পরক্ষনেই আভির ফেস রিয়েকশন বদলে যায়। আমতা আমতা করে বলতে শুরু করে ও।

আভিঃ সারপ্রাইজ পাওয়ার পর আমার কি অবস্থা হবে সেটাতো ভাবিই নি। ( অসহায় ভাবে) আল্লাহ প্লিজ সেভ মি। ( করুন চোখে আকাশের দিকে তাকিয়ে)। ধুর যা হবে দেখা যাবে এখন ক্লাবে যাই আমার ১২৪ নাম্বার গার্লফ্রেন্ড ওয়েট করছে।

আভি নিজের জিপে উঠে চলে গেল।

???

সুবহা ক্যাফে থেকে সোজা ওর NGO তে চলে এসেছে। NGO তে এসেই দেখে বাচ্চা গুলো হাতে অনেক গুলো প্যাকেট নিয়ে দৌড়াদৌড়ি করছে। সবার মুখে হাসি মনে হচ্ছে অনেক স্পেশাল কিছু পেয়েছে।

মাদারঃ সুবহা আজকে এই সময় আসলে NGO তে?

সুবহাঃ হ্যাঁ মাদার কাজ ছিল না তাই ভাবলাম বাচ্চাদের সাথে সময় কাটাই কিন্তু এরা এতো খুশি কেন?

মাদারঃ ওদের জন্য রায়জাদা ইন্ডাস্ট্রিজ থেকে আবার ডোনেশন পাঠানো হয়েছে আর সাথে প্রচুর খেলনা আর জামা কাপড় ও। সেগুলো নিয়েই বাচ্চারা হৈচৈ করছে‌।

সুবহাঃ সব বুঝলাম কিন্তু এই রায়জাদা ইন্ডাস্ট্রিজ এর ওউনার টা কে সেটাই বুঝলাম না। লোকটা আসলেই অদ্ভুত আড়াল থেকে সবাইকে এতো খুশি দিচ্ছে কিন্তু নিজের পরিচয় দিচ্ছে না।

মাদারঃ এমন মানুষ খুব কমই আছে সুবহা। আজকাল সবাই নিজেদের সম্পদের পাবলিসিটি করার জন্য ডোনেশন করে। যত ডোনেশন করে তার থেকে বেশি বড়াই করে। কিন্তু এই লোকটি আড়াল‌ থেকে বিনা স্বার্থে সবার সাহায্য করছে। May God bless him,,,

মাদার চলে গেল। সুবহা বাচ্চাগুলোর দিকে তাকিয়ে ভাবতে শুরু করে আভির কথা গুলো।

সুবহাঃ সবাই যদি নিজের স্বার্থ সিদ্ধির চিন্তা করে তাহলে এদের চিন্তা করবে কে? কাউকে তো এদের জন্য ভাবতে হব। এদের মতো হাজারো বাচ্চার লাইফ নষ্ট হচ্ছে। কি করা উচিত আমার?( মনে মনে)

রাতে,,,

সুবহা বেডে বসে‌ আছে ওর কোলে টাইসেল। আনমনে টাইসেলের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর আভির বলা কথা গুলো ভাবছে সুবহা।

সুবহাঃ আই থিংক আভি স্যারের কথাটা মানা উচিত আমার। কি বলিস টাইসু?

টাইসেল সুবহার কোল থেকে নেমে বাইরে দৌড় দেয়।

সুবহাঃ আরেহ কোথায় যাচ্ছিস?

সুবহা টাইসেলের পেছনে যায়।‌ টাইসেল দরজার সামনে লাফালাফি করছে মনে হচ্ছে বাইরে বের হতে চাচ্ছে।

সুবহাঃ এতো রাতে বাইরে গিয়ে কি করবি?

টাইসেল নিজের মতো লাফাচ্ছে বের হওয়ার জন্য।

সুবহাঃ আচ্ছা চল‌‌ তোকে বাইরের হাওয়া খাইয়ে আনি। সারাদিন ঘরে বন্দি থেকে মাথা নষ্ট হয়ে গেছে তোর।

সুবহা টাইসেলকে কোলে নিয়ে বেড়িয়ে আসে বাইরে। অন্ধকার রাস্তায় ঠান্ডা বাতাস বইছে। মাঝে মধ্যে দুই একটা গাড়ি আসছে যাচ্ছে। টাইসেলকে নামিয়ে দিয়ে ওর গলার চেইন ধরে ওর পিছু পিছু হাঁটছে সুবহা।

হঠাৎ কিছু একটা দেখে টাইসেল দৌড় দেয়। হাত থেকে চেইনটা ছুটে যায় সুবহার।

সুবহাঃ টাইসেল দাঁড়া ওখানে যাস না,,,( ওর পিছু দৌড় দিয়ে )

টাইসেল দৌড়ে কোথাও গায়েব হয়ে গেল। সুবহা কেঁদে দিবে এমন অবস্থা ওর।

সুবহাঃ টাইসুউউউ বেবি প্লিজ কাম ব্যাক,,,( কান্না করে দিয়ে)

সাদা গাড়ির সামনে একটা লোক দাঁড়ানো। টাইসেল আওয়াজ করতে করতে লোকটির কাছে যায়। লোকটি হাঁটু ভাঁজ করে বসে টাইসেলকে কোলে নেয়।

অজানাঃ কেমন আছে আমার বেবিটা?( টাইসেলকে চুমু দিয়ে)

টাইসেল শুধু আওয়াজ করছে হয়তো ওকে কিছু বলতে চাচ্ছে।

অজানাঃ সুবহার নামে বিচার দিচ্ছিস? ও তোকে আর আমাকে নোংরা বলেছে তাই রেগে আছিস তাইনা?( হেসে)

তোর জন্য আমার নাম নষ্ট হলো এগুলো শিখিয়েছিলাম আমি তোকে হু? আমার মান সম্মান সব ডুবালি।

অজানা লোকটি টাইসেলের সাথে কথা বলছে আর ওকে আদর করছে।

এখানে সুবহা কান্না করতে করতে পুরো রাস্তা জুড়ে খুঁজছে টাইসেলকে।

সুবহাঃ ওকে কি তাহলে সে আবার নিয়ে চলে গিয়েছে?( কান্না করতে করতে)। আবারও এমন হলো। আমি যাকে ভালোবাসি সে আমাকে ছেড়ে চলে যায় আজ টাইসেল ও চলে গেল। এতো বছর একা ছিলাম এক টাইসেলই ছিল যাকে আমি আমার মনের কথা শেয়ার করতাম আদর করতাম। ওকেও ফেরত নিয়ে গেল সে,,, নিতেই যখন হবে তাহলে দিল কেন আমায়? আবার একা হয়ে গেলাম আমি। ( সুবহা কান্না করতে করতে বসে পরল)

হঠাৎ কানে টাইসেলের কন্ঠ শুনে চমকে তাকালো সুবহা। টাইসেল দৌড়ে ওর কাছেই আসছে। ঠোঁটে হাসি ফুটে উঠল ওর। টাইসেল সুবহার কোলে আসতেই সুবহা ওকে জড়িয়ে ধরে ওর গায়ে চুমু দিতে শুরু করে।

টাইসেলঃ আমি ভাবলাম তুইও আমাকে ছেড়ে চলে গিয়েছিস,,, থ্যাংক ইউ ওকে আবার আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য।( আশেপাশে তাকিয়ে)

আড়াল থেকে কেউ সুবহাকে দেখছে তার চোখেও পানি। হয়তো সুবহার কষ্ট সে সহ্য করতে পারছে না।

হটাৎ সুবহার ফোনে ম্যাসেজ টোন বেজে ওঠে। সুবহা এক হাত দিয়ে টাইসেলকে ধরে অন্য হাত দিয়ে ফোন চেক করলো।

“‘নিয়ে গেলে শুধু ওকে না তোমাকেও সাথে নিয়ে আসবো মাই লাভ। নাও চোখ মুছে গুড গার্ল এর মতো স্মাইল করো। ইউ নো আই হেইট টিয়ার্স ’’’

ম্যাসেজ টা পড়ে হেসে দিল সুবহা। টাইসেলকে নিয়ে বাসায় চলে আসে ও।

টাইসেলকে জড়িয়ে শুয়ে আছে সুবহা। অজানা লোকটাকে অসংখ্য ধন্যবাদ দিতে ইচ্ছে করছে ওর। সব কিছু খারাপ করলেও একটা জিনিস ভালো করেছে সে; টাইসেলকে দিয়ে।

টাইসেলের শরীর থেকে একটা অন্যরকম ঘ্রান পাচ্ছে সুবহা। নেশাক্ত পারফিউম এর ঘ্রান সুবহা বুঝতে পারছে হয়তো এটা সেই লোকের পারফিউম এর ঘ্রান হবে। যখন টাইসেলকে কোলে নিয়েছে ওর শরীরেও লেগে গেছে। আনমনেই হাসছে সুবহা সেই অজানার কথা ভেবে।

বেডের এক পাশে শুয়ে অপর পাশে ল্যাপটপ অন করে সুবহাকে দেখছে সে। সুবহাকে দেখতে দেখতে ঘুমানো অভ্যাসে পরিণত হয়েছে তার। এ অভ্যাস হয়তো মৃত্যুর আগে বদলাতে পারবে না সে।

To be continued……

#Mr_Arrogant_2 ?
#The_Gangstar_Lover
#Writer_Sanjana_Shabnam_Fahmida
#Part_3
.
.
.
.
?City Club Blue Bar?

আভিঃ স্যরি বেবি তুমি তো জানো আমার কাজ কেমন। একটা আর্জেন্ট মিটিং এ যেতে হয়েছিল রাগ করো না প্লিজজ,,

ইরিনঃ তুমি সব সময় আমাকে অপেক্ষা করাও আভি এটা মোটেও ঠিক না। সব বয়ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ড দের জন্য অপেক্ষা করে কিন্তু তোমার বেলাতে এটা সম্পূর্ণ বিপরীত। তোমার জন্য প্রতিদিন আমাকে ওয়েট করতে হয়।( রেগে )

আভিঃ আচ্ছা এই লাস্ট বার ক্ষমা করে দাও বেবিটা,,,( ইনোসেন্ট ফেস করে)

ইরিনঃ সত্যিই কিন্তু লাস্ট বার ক্ষমা করছি।( মুখ ফুলিয়ে) আবার এমন হলে ডাইরেক্ট ব্রেকআপ।

ব্রেকআপের কথা শুনে আভির যেন মিনি স্ট্রোক হলো। এবার ব্রেকআপ হলে মোট ১২৫ ওভারে যাবে।

আভিঃ আরেহ ব্রেকআপ ব্রেকআপ করো কেন বেবি আমি বলছি তো এটাই লাস্ট চান্স। ( ঢোক গিলে)

ইরিনঃ আচ্ছা ঠিক আছে যাও ক্ষমা করলাম। আই লাভ ইউ আভি। ( আভিকে জড়িয়ে ধরে)

আভিঃ আই লাভ ইউ টু জেরিন বেবি।

আভির মুখে জেরিন নাম শুনে ইরিন আভিকে এক ঝটকায় সরিয়ে দিলো।

ইরিনঃ এই জেরিন কে? আমার নাম তো ইরিন।

আভি কি বলবে ভেবে পাচ্ছেনা। বেচারা অনেক খারাপ ভাবে ফেঁসে গিয়েছে।

ইরিনঃ কি হলো চুপ করে আছো কেন? এখন আমি বুঝতে পেরেছি তুমি কেন সবসময় লেট করে আসো।‌ অন্য মেয়েদের সাথে রিলেশন আছে তাই না তোমার?ইউ চিটটটট,,,( রেগে)

আভিঃ আরেহ বেবি কুল কুল‌। আমিতো জানি তোমার নাম ইরিন কিন্তু ভালোবেসে আমি তোমাকে জেরিন বললাম। আর তুমি আমাকে ভুল বুঝলে।(ইমোশনাল হয়ে)

ইরিনঃ সত্যিই তো?

আভিঃ হুম বেবি তোমার কসম। ( ইরিনের মাথায় হাত রেখে)

ইরিন এক ঝটকায় আভির হাত নিজের মাথা থেকে সরিয়ে বলল,,,

ইরিনঃ একদম আমার কসম কাটবে না আমি এতো তাড়াতাড়ি মরতে চাই না।

আভিঃ ওকে ওকে আমার কসম। ( কি করছিস আভি মিথ্যা বলা পাপ,,,মনে মনে )

ইরিনঃ আই লাভ ইউ বেবি,,,

আভিঃ আই লাভ…….…

আভিইইইইই,,,,( পেছন থেকে)

আভি কন্ঠটা শুনে চমকে পেছনে ফিরল। পেছনের মেয়েটাকে দেখে ঢোক গিলল ও।

আভিঃ জ জেরিন,,,,

ইরিন একবার আভির দিকে আবার জেরিনের দিকে তাকাচ্ছে। জেরিন রাগি ভাবে তাকিয়ে আছে আভির দিকে।

জেরিনঃ বাহ্ এটা তোমার আসল রুপ,,, কালকে আমার সাথে ব্রেকআপ হলো আর আজকে অন্য মেয়েকে আই লাভ ইউ বলছো ইউউ চিটট,,,( আভির দিকে তেড়ে এসে)

ইরিনঃ তাহলে এটা জেরিন?( অবাক হয়ে)

আভিঃ আল্লাহ তোমার নিষ্পাপ বান্দাকে রক্ষা করো।( মনে মনে)

জেরিনঃ এই মেয়ে তুমি কে?

ইরিনঃ আমি ইরিন আভির গার্লফ্রেন্ড আর তুমি?

জেরিনঃ আমি জেরিন আভির এক্স গার্লফ্রেন্ড।

ইরিন আর জেরিন দুজনেই অগ্নি মুর্তি হয়ে তাকায় আভির দিকে। আভি জোর পূর্বক হাসার চেষ্টা করে বলে,,,

আভিঃ এভাবে আমার মতো নিরিহ অবলা বয়ফ্রেন্ডের দিকে তাকিয়ে আছো কেন বেবিসস,,,(দাঁত বের করে)

ইরিন আর জেরিন রেগে আভিকে উল্টা পাল্টা কথা শুনাচ্ছে আর ঝাড়ছে। আভি চেয়ারে বসে গালে হাত দিয়ে অবলার মতো ওদের ঝাড়ি শুনছে।

প্রায় এক ঘন্টা আভিকে ঝাড়ার পর জেরিন চলে গেল আর ইরিনও আভির সাথে ব্রেকআপ করে চলে গেল।

আভি চুপচাপ গালে হাত রেখে বসে আছে। ১২৪ নম্বর গার্লফ্রেন্ড টাকেও টিকাতে পারল না বেচারা।

হঠাৎ কেউ আভির মুখের সামনে একটা ক্যান ধরে। আভি পাশে না তাকিয়েই ক্যানটা নিয়ে ওটা খুলে এক ঢোক খেয়ে বলে,,

আভিঃ থ্যাংকস,,,

পাশের মেয়েঃ ম্যানশন নট বেবি বাই দ্যা ওয়ে এটা ১২৪ নম্বর ছিল নোট করে রেখো ডায়রিতে।

মেয়েটির কথা শুনে আভির মুখ থেকে ফিস করে জুস বেরিয়ে আসলো। পাশে তাকাতেই দেখলো ওহি ওর দিকে তাকিয়ে হাসছে। আভি এক লাফে দাড়িয়ে বলতে শুরু করল।

আভিঃ তুমিইইইই

ওহিঃ অবভিয়াসলি আমি,,, অন্য কাউকে এক্সপেক্ট করা বেকার বেবি।

আভিঃ এর মানে জেরিনকে তুমি এখানে আনিয়েছো? এসব কিছু তোমার প্লান!

ওহিঃ ১২৪ নম্বর প্লান ও সাক্সেসফুল। বলেছিলাম না আমি তোমার লাইফে অন্য কোন মেয়েকে আসতে দিব না। তুমি আমার না হলে কারও হতে পারবে না বেইবিইইই।( চোখ মেরে)

আভিঃ কতবার বলবো তোমাকে ভালোবাসি না আমি কেন বুঝো না? তোমার এই পাগলামো জাস্ট অসহ্য লাগে আমার কাছে। লাইফটাকে আমার হেলল বানিয়ে দিয়েছো। ( বিরক্ত হয়ে)

ওহিঃ তোমার ভুল আভি তুমি আমার সামনে কেন আসলে তাও হিরো সেজে। না তুমি আমার লাইফে এন্ট্রি নিতে, না আমি তোমার প্রেমে পরতাম, না তোমাকে প্রপোজ করতাম, না তুমি আমাকে রিজেক্ট করতে, আর না আমি তোমাকে নিজের জেদ বানাতাম। সো সম্পূর্ণ ভুল তোমার।

ওহির কথা গুলো মাথার উপর দিয়ে গেল আভির।

আভিঃ ইউউউ,,, যদি তুমি মেয়ে না হতে তাহলে বুঝাতাম তোমাকে আভির সাথে পাঙ্গা নেওয়ার ফল কি।

ওহি আভির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বললো,,,

ওহিঃ আভি আর ইউ গে?? না মানে ছেলে হলে কি করতে বুঝতে পারলাম না আরকি তাই।( দাঁত বের করে হেসে)

ওহির কথায় আভির ফেস রিয়েকশন বদলে যায় ও রাগি ফেস করে ওহির দিকে তাকায়।

আভিঃ ইউ আর জাস্ট টু মাচ,,,

আভি রেগে হনহন করে ক্লাব থেকে বেরিয়ে গেল আর ওহি ঠোঁটে বাঁকা হাসি নিয়ে আভির যাওয়ার দিকে তাকিয়ে আছে।

?In Morning?

সুবহা আর আভি ক্যাফেতে বসে আছে। সুবহা আভি কে কল করে ডাকিয়েছে বলতে যে ও রাজি।

সুবহা নিজের স্কার্ফ পেছাচ্ছে আঙ্গুলে কিছু বলছে না। অনেক নার্ভাস ফিল করছে ও। ওকে চুপ থাকতে দেখে আভি বলল,,

আভিঃ বলো সুবহা তুমি কি রাজি নাকি?

সুবহাঃ আভি স্যার আমি রাজি কিন্তু আমার ভয় করছে যদি কিছু উল্টাপাল্টা হয়ে যায়।

আভিঃ ডোন্ট ওয়ারি সুবহা আমি বলছি তো কিছু হবে না।‌ ওখানে আমার বিশ্বস্ত লোক আছে তারা তোমাকে প্রটেক্ট করবে ডোন্ট ওয়ারি।

আমি তোমাকে পুরো প্লান বুঝিয়ে বলছি ওকে?

সুবহা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল।

আভি সুবহাকে কিভাবে কি করতে হবে সব বুঝিয়ে বলছে।‌

?In Rayzada Mansion?

ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে রওশন। হঠাৎ ফোনের রিং টোন বেজে ওঠে।

রওশনঃ হু
.
.
রওশনঃ ওকে আই’ল বি দেয়ার ইন আ আওয়ার।( ফোন রেখে দিল)

টেবিলের উপর থেকে গানটা তুলে বুলেট চেক করে শার্টের পেছনে গুজে নিল রওশন। তারপর বেরিয়ে গেল নিজের গন্তব্যের উদ্দেশ্যে।

আজকে একাই যাচ্ছে রওশন সাথে কোন গার্ড বা ড্রাইভার নেয় নি। নিজেই ড্রাইভ করছে ও।

রওশন ড্রাইভ করছে আর শীষ বাজাচ্ছে। [ জাভ কোয়ি বাত বিগার জায়ে সং ]

হঠাৎ কে যেন রওশনের গাড়ির সামনে চলে আসলো।

রওশনঃ ও শীটটট ( রওশন গাড়ি ব্রেক করে নেয় কিন্তু তাও সামনের মানুষটি গাড়ির সাথে লেগে পরে যায়।)

রওশনঃ ওহ নো,,,

রওশন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সামনে যায়। একটা মেয়ে রাস্তায় পরে আছে। চুল দিয়ে মুখ ঢেকে আছে তাই বুঝতে পারছে না কে।

রওশন দ্রুত মেয়েটাকে তুলে নিজের দিকে ফেরায় মেয়েটির মুখ থেকে চুল সরাতেই ওর চোখ কপালে।

রওশন অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। ওর হার্ট যেন বেরিয়ে যাবে। মেয়েটির মাথার এক কোনে হালকা ব্লিডিং হচ্ছে। মেয়েটি মিট মিট করে চোখ খুলে রওশনের দিকে তাকালো। ওর চেহারা ঝাঁপসা দেখা যাচ্ছে। হঠাৎ চোখ বন্ধ করে ফেলল মেয়েটি ওর সম্পুর্ন ভার রওশনের উপর ছেড়ে দিল। রওশন দেরি না করে দ্রুত ওকে গাড়িতে তুলে বাড়িতে ব্যাক করে।

রওশন চলে যেতেই আভি গাছের আড়াল থেকে বেরিয়ে আসে।

আভিঃ ওহ নো আমিতো সুবহাকে এক্টিং করতে বলেছিলাম ও তো সত্যিই নিজের এক্সিডেন্ট করে নিল। ( মাথায় হাত দিয়ে)

সুবহার কিছু হবে না তো? আমার এমন করাটা ঠিক হয় নি। ( চিন্তিত হয়ে)

? After Some Time?

সুবহা নিজের চোখ খুলছে আলতো করে। আবঝা আবঝা কাউকে নিজের সামনে দেখতে পারছে ও কিন্তু সব ঘোলাটে দেখাচ্ছে বুঝা যাচ্ছে না কে। কিন্তু সুবহা অনুভব করছে কেউ খুব শক্ত করে ওর হাত ধরে আছে। সুবহা চেয়েও চোখ খুলতে পারছে না। এমন লাগছে ঘুমের ঔষধ খেয়েছে যারে জন্য চোখ লেগে যাচ্ছে বারবার। লোকটি সুবহার দিকে ঝুঁকে ওর কপালে ঠোঁট ছুঁইয়ে দিল। সুবহা অনুভব করছে স্পর্শ টা। সামনের মানুষটি সুবহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর অপলক ওর দিকে তাকিয়ে আছে। আবারো চোখ বন্ধ হয়ে গেল সুবহার। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল ওর চোখ।

To be continued……..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here