Teenage_love,পার্টঃ ৩

0
1590

Teenage_love,পার্টঃ ৩
লেখকঃ Partho

সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি একটু দেরি হলো পার্টটা লিখতে।

এর পর একদিন আমার কিছু বন্ধুরা আসলো আমরা সাথে দেখা করতে। ওদের সাথে কথা বলছিলাম এর মধ্যে আমার একটা বন্ধু হঠাৎ করে বলে উঠলো বন্ধু একটা কথা আছে তোর সাথে? কথাটা বলার সাথে সাথে বাকি বন্ধু গুলো ওর মুখ চেপে ধরে বলে উঠলো কিছু না কিছু না ওকে সাথে সাথে বাইরে নিয়ে গেলো আমি ওদের জিজ্ঞেস করলাম কিরে তোর আমার থেকে কি লুকাচ্ছোচ।
ওরা সবাই একসাথে বলে উঠল কিছু না তো ও সবসময় আজেবাজে কথা বলে তাই ওকে কিছু বলতে মানা করছি। আমার সন্দেহ আরো বেরে গেল কিছু তো একটা লুকাচ্ছে। এরপর আমি ওদের ইমোশনাল ব্ল্যাকমেইল করে বললাম যে এতদিন এখানে ছিলাম না দেখে তোরা আমাকে ইগনোর করছিস আর আমাকে দেখতে আসাটাও তোদের লোক দেখানো।
হঠাৎ রাব্বি বলে তুই সব সমায় বেশি বোঝোচ তোর মার জন্যই তো বলতে মানা করেছে ওরা।
আমি কি হইছে বলবি তোরা।
রাব্বি আসলে বন্ধু তোকে একটা খুব জরুলী কথা বলার জন্যই আমরা এখানে এসেছিলাম। কিন্তু তোর মার সাথে যখন দেখা হয় তখন তিনি আমাদের বলেছে তোর গার্লফ্রেন্ড এর ব্যাপারে যাতে আমরা তোকে কিছু না বলি তাই।
এতে নাকি তোরই জন্য অনেক ভাল। তাই আমরা এটাকে এড়িয়ে যেতে চেয়েছিলাম। আর তোদের পরিবার এর উপর থেকে যে ঝড় বয়ে গেছে তা সবই আন্টি আমাদের বলেছে। তাই কথাটা এরিয়ে যেতে চাচ্ছিলাম। আমি সাথে সাথে বললাম তোদের মা হয়তো একটা কথা বলতে ভুলে গেছে সেটা হচ্ছে ডাক্তার বলেছে আমি যখন সুস্থ হয়ে উঠব তখন আর কোন পিছটান থাকবে না। এটার মানে হচ্ছে আমি আর পিছনের কিছু নিয়ে দূর্বল থাকবো না সো তুই বলতে পারচ।
এগুলো বাদ দে তোরা যেটা বলতে এসেছিল সেটা বল ভয় নেই আমি মাকে কিছু বলব না প্লিজ বল না।
রাব্বি আসলে তোর সাথে ঐদিন যে অবন্তীর ব্রেকআপ হয়েছিল সেটার হওয়ার কারণটা ছিল আসলে ভুল ওর পরিবার কিছুই জানেনি। ওর তোর সাথে রিলেশনের আগে থেকেই একটা বয়ফ্রেন্ড ছিল সেটার সাথে ব্রেকআপ হয়েছিল।

এখানে একটা সিনেমার মতো টার্নওভার আছে আসলে তুমি ওকে পছন্দ করিস নি ওই তোকে আগে থেকে পছন্দ করেছে। সেটা কিভাবে জানোছ
আমি আসলে তোর মাথা ঠিক নাই কি যা তা বলছি এগুলো আমিইতো ওকে প্রথমে পছন্দ করছিলাম। আরে গাধা তুই ওকে না ও তোকে ইস্কুলে প্রথম দেখেছে আর সেই থেকেই তোকে ফলো করছে। ও আগে বাসায় পড়তো প্রাইভেট কিন্তু যখন জানতে পারে তুই ওর চাচার কাছে প্রাইভেট পরিস তখনই ওর বাবা কে বলে কোচিংয়ে আসা শুরু করেছে আর তোকে ইমপ্রেস করার জন্য ওইদিন তোর টাইমে হঠাৎ করেই এসেছে আর ও এটাও জানতো যে সিম্পল থাকা মেয়েদের পছন্দ করিস তাই ওইদিন ওইভাবে সিম্পল সেজেগুজে এসেছিল। যাতে তোর ওকে পছন্দ হয় । আর তারপর যখন জানতে পারল তুই ওকে পছন্দ করে ফেলেছিস তখন শুরু করলো আরেক নতুন নাটক। সেটা হলো তোকে ওর ভালো লাগছে না এমন ঢং এরপর আর কি ও এক এক টা প্লান করেছে আর তুই ওর ঠিক সেই সেই প্ল্যান মতই ওর ফাঁদে পড়ে গেছিস। এরকম তোর সাথে কিছুদিন টাইম পাস করেছে। ও যানতো যে ওর বয়ফ্রেন্ডের সাথে ওরা আবার পেচ্ছাপ হয়ে যাবে। আর আমি এগুলো জেনেছি ওর একটা বান্ধবী আছে তনু ওর থেকে। ও এখন আমার গার্লফ্রেন্ড।
তোদের পুরো কাহিনী ও যানে আর এটা নিয়ে ওদের মধ্যেও একটা সমায় ঝামেলা হয় আর এখন ওদের বন্ধুত্বও নাই। আর হ্যা এগুলো প্রতিটা কথাই সত্যি আমারা সবাই খোজ খবর নিয়েছি। ওই ছেলেটির নাম ইমন ওর সাথে এখনো ওদের রিলেশন আছে ওর।
আমি ওদের সব কথা শুনে কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেলাম তারপর ওদের সাথে কথা বর্তা শেষ করে ওদের বিদায় দিয়ে মাকে ঘরে ডেকে এনে সব কিছু খুলে বললাম তখন আমার মায়ের মাথায় রক্ত উঠে গেল আর বলল আমি এখন ওই মেয়ের বাসায় যাব আর গিয়ে ওর মা/বাবা আর ওকে শিক্ষা দিয়ে আসব। আমি মাকে বুঝিয়ে বললাম এটা এখন করোনা। কারণ তখন আমাদের বয়সটাই ওরকম ছিলো এটা বলে ওরা সম্পূর্ণ দোষ্টা বয়সের দোষ বলে এরিয়ে যাবে ।
তখন মা বলল তো কি করবি এখন আমি মাকে একটা প্লান বললাম। প্ল্যান টা শুনে মা ও অনেক খুশি হলেন।
মা আমাদের এখান থেকে খুব শীঘ্রই চলে যেতে হবে ইউএসএ। আর হ্যাঁ তুমি খালা আর বাবা কেও এগুলো খুলে বল যাতে পরে সমস্যা হলে তারা কিছু না মনে করেন।

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here