The Boss Part: 1

0
7460

The Boss
Part: 1

Aarizona Ella

প্রায় ১ঘন্টা যাবৎ এয়ারপোর্টের বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছে রফিক।।

এয়ারপোর্ট এর বাহিরে কাউকে দেখে চমকে ওদিকটায় দৌড় দিল সে।।

গুড ইভনিং স্যার☺?মাথা নিচু করে বললো রহিম।

কেমন আছো রাহিম?(,,,,,,,,,,)

জ্বী স্যার ভালো।।।আপনি? চাপা হেসে বললো রহিম।

আছি ভালো।। আর আমি ভালো খারাপ এর খবরা-খবরি খুব কম দিই তুমি জানো না?(,,,,,,,,,)

জ্বী স্যার?(রহিম)

চলো।।বলেই লোক টি গাড়ি তে উঠে বসলো আর তার পিছু পিছু রহিমও গাড়ির ড্রাইভারের পাশের সীটে গিয়ে বসলো।।।।

এতক্ষন যার কথা বলা হচ্ছিলো তিনি হলেন ইলমাজ রেহমান।। দ্যা গ্রুপ অফ রেহমান কম্পানির মালিক এর একমাত্র বড় ছেলে।।সব কিছুতে পারফেকশন চান আর নিজেও ভুল খুব কম করেন বিশেষ করে যখন ব্যাপার তার কোম্পানির আর কাজের হয়।। আর খুবি কড়া,সৎ আর গম্ভীর চরিত্রের একজন লোক তাই সবাই তাকে পারফেকশনিস্ট নামে অখ্যায়িত করেছে।?

উফফফফফফ,,,,এই চুলা জ্বলছে না কেন??নাকি চুলারও আমার মতো এক্সপায়ার ডেট চলে গেছে।চুলা না জ্বললে আমি চা খাবো কি করে আর চা না খেলে আমি শাহাদাত বরন করবো �?নিজেই নিজেকে বলছে আর কান্না করছে মায়া।।বয়স মাত্র ২১ অনার্স ৩য় বর্ষে পড়ছে সে।।বড় ভাই আর মায়ের সাথে ঢাকায় বনানী তে ছোট একটি বাসা ভাড়ায় থাকে তারা।।আর বাবা গ্রামে থাকে।

ইলমাজ বাড়িতে পৌছানোর সাথেই যেনো বাড়িতে আলো আবার ফিরে এসেছে।।ফ্যামিলির সবাই সোফায় বসে চা খাচ্ছিলো।।

হেই সুইটহার্ট,,,মুচকি হেসে পিছন থেকে কাউকে জড়িয়ে ধরেছে ইলমাজ।।

,,,,,,,,,,,,,,পিছনে ফিরেই খুশিতে আত্মহারা হয়ে উঠে জড়িয়ে ধরলো ইলমাজ কে।।।

মাই বেবি,, তুই এসে আমাকে কত্তবড় সারপ্রাইজ দিয়েছিস,,সেটা তোকে বলে বুঝাতে পারবো না?(মহিলা)

তুমি আমার একটা মাত্র সুইটহার্ট তোমার বার্থডে তে কিভাবে না আসি বলো আম্মু।।(ইলমাজ)

ইলমাজের মা মিসেস এনা রেহমান।।খুশিতে ছেলেকে জড়িয়ে রেখেছে।।

আরেহ আরেহ আমরা কি চোখে পড়ি না তোমার ??(,,,,,,,,,,,,)

এখনো পিচ্চি রয়ে গেছিস,,তাই চোখে পড়িস নি?(ইলমাজ)

ভায়ায়ায়ায়াইইইইইইই??আর তিনি হচ্ছেন ইলমাজ এর ছোট বোন নেনা রেহমান।।

আয়,,,,বোনের দিকে এগিয়ে গিয়ে মুচকি হেসে জড়িয়ে ধরলো ইলমাজ।।

আমার মিসেস কোথায়? (ইলমাজ)

আর কোথায় রুমে??(নেনা)

আমি এসেছি কি জানে??(ইলমাজ)

না,,সারাদিন তো তোমার চিন্তায় মগ্ন থাকে ম্যাডাম।?(নেনা)

আচ্ছা গিয়ে মগ্নতা কাটিয়ে দিয়ে আসি আগে?(ইলমাজ)

যাও?(নেনা)

উপরে গিয়ে তার মিসেস এর রুমের সামনে দাঁড়ালো ইলমাজ।আলতো আলতো পায়ে রুমে ঢুকেই পিছন থেকে জড়িয়ে কোলে তুলে নিলো তার মিসেস কে।।।

আহহহহহহহহহহহহহহ,,,,,,(,,,,,,,,,,,,)

আরেহ জান এভাবে চিৎকার করলে তো লোকে কল্লা কাটুনি ভেবে আমাকে গনধোলায় দিবে??(ইলমাজ)

কার আবার এমন সাহস যে ইলমাজ রেহমান এর গায়ে হাত তুলবে।আগে নামাও ???(,,,,,,,,,,,)

ওকে নামালাম?(ইলমাজ)

,,,,,,,,,,,,,,,,,,,,,

জানু তুমি আমার চিন্তায় চিন্তায় কতটা শুকিয়ে গেছো।।(ইলমাজ)

আচ্ছা,,কখন এসেছিস?ইলমাজ কে জড়িয়ে ধরলো মহিলা।।।

এইতো মাত্র আসলাম আর আসতেই তোমার কাছে হাজির?(ইলমাজ)

তোকে অনেক মিস করেছি বাবু।।(,,,,,,,,)

আরেহ আরেহ মিসেস মতিয়া রেহমান কান্না করার কি আছে?আমি তো এসেছি শুধু তোমারি জন্যে।। (ইলমাজ)

কি ভাবছেন মতিয়া রেহমান আসলে ইলমাজের মিসেস??তিনি হচ্ছেন তার দাদি।।

আচ্ছা আচ্ছা আর ফ্লার্ট করতে হবে না।। ২ মাসের জন্য ইংল্যান্ডে গিয়ে সেই তাদের অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছিস?(দাদি)

আরেহ জানু,তুমি তো জানোই আমি শুধু তোমার সাথেই ফ্লার্ট করি??(ইলমাজ)

গ্রেজুয়েশন কমপ্লিট করার পর থেকে ব্যাবসার,কোম্পানির সমস্ত কিছু সামলাচ্ছে ইলমাজ।।তার উপর অনেক ভরসা বাবা আনাস রেহমান এর।।আর এই ভরসা কখনোই ভাংতে দেই নি ইলমাজ।।সে ফ্যামিলির জন্য যতই ফ্রেন্ডলি আর ফ্র্যাংক হোক না কেন তার অফিস,অফিসের লোক,আর মিডিয়ার জন্য অনেক স্ট্রেইট ফরওয়ার্ড আর গম্ভীর চরিত্রের একজন বিখ্যাত বিজনেসম্যান ।

হলে বসে কফি খাচ্ছে আর পেপার পড়ছে ইলমাজ।।।

হেই ভাই,কখন এসেছেন?।।(,,,,,,,,)

হেই দিহান(ইলমাজের মামতো ভাই),,,কি অবস্থা কোথায় ছিলে?(ইলমাজ)

আরেহ ভাই আর বলিয়েন না,কি যে ভেজাল?।।।ইলমাজকে জড়িয়ে ধরতে ধরতে বললো দিহান।

আবার কি করেছো??(দিহান)

ডেইলি রুটিন??(দিহান)

তুমি কখনোই শোধ্রাবার নয়?(ইলমাজ)

ভাই আপনার সাথে আজ ৬মাস কথাও যাওয়া হয় নি,বের হয় চলুন ক্লাবে যায়??(দিহান)

উমমমম,,ওকে?।(ইলমাজ)

কাল সকাল যদি চাকরি না হয় তাহলে বাবা আমাকে ধরে বিয়ে দিয়ে দিবে,,তখন আমার ক্যারিয়ার শুরু হওয়ার আগেই বাংলা সিনেমার মতো স্যাড ইন্ডিং হয়ে যাবে।।।আহহহহহহহহ,,আমি চাই না এমন কিছু হোক ??(মায়া)।

চাকরি না পেলে তোর বিয়ে তো এবার নির্ঘাত।।(মায়ার মা)

ভাই কখন আসবে?(মায়া)

কি জানি।(মায়ার মা)

আচ্ছা তোমার মেডিসিন নিয়ে আসি নাহলে আবার রাতে ঘুমুতে দিবে না।(মায়া)

এতো রাতে বের হবি?(মা)

হুম,না জানি ভাই কখন আসে,তাই আমিই যাচ্ছি।।(মায়া)

ঔষধ নিয়ে বাড়ি ফিরছে মায়া।।রাস্তায় হাটছে আর এদিক ওদিক তাকাচ্ছে।।

বাসার পাশের দোকান বন্ধ বলে এতদূর এসেছি পা ব্যাথা করছে আমার??(মায়া)

ক্লাবে দিহান আর ইলমাজ হাল্কা ড্রিংক করছে।হঠাৎ কল আসাতে ক্লাবের বাইরে বেরিয়ে এসেছে ইলমাজ।।

কথা বলতে বলতে রাস্তায় কারও সাথে হঠাৎ ধাক্কা খাওয়াতে চমকে উঠলো ইলমাজ।

আমার ঔষধ?সব ভেংগে গেছে?এখন আমি কি করবো ?।(মায়া)

i am so sorry,actually আমি খেয়াল করি নি।?(ইলমাজ)

ওই মিয়া,,, সরি বললে কি আমার ঔষধ গুলো আবার ফিরে আসবে???এখন আমি কোথায় পাবো??(মায়া)

এই নিন টাকাগুলো ঔষধ কিনে নিয়েন।।টাকা এগিয়ে দিয়ে বললো ইলমাজ।

???আমাকে কি ফকির লাগে দেখতে?(মায়া)

না,ঔষধ গুলো আমার কারনেই পড়েছে তাই আমিই শোধ করছি।(ইলমাজ)

নিজেকে কি বিল গেটস্ এর ভাতিজা মনে করেন??(মায়া)

না,আমি তো সারফারাজ রেহমানের ভাতিজা?(ইলমাজ)

আপনি হনুমান!অনেক দূর হেটে ঔষধ গুলো এনেছিলাম।আপনার কারনে পা আর মেহন্নত দুটোই গেছে কাঁদায়।?(মায়া)

আরেহ! আপনি কি পাগল? কি বলছেন এসব?অনেক্ষন যাবৎ আপনার এই বকবক গুলো শুনছি।আপনি জানেন আমি কে??(ইলমাজ)

হ্যাঁ জানি,লেজ ছাড়া হনুমান।।যে আমার ঔষধ এর বোতল ভেংগেছে।অনেক দূরে থেকে এনেছি, আমার পা ব্যথা করছে??(মায়া)

রিল্যাক্স ইলমাজ?মনেমনে বলছে ইলমাজ।।
শুনুন ঠিক আছে আপনি দাড়ান আমি এক্ষুনি আসছি।।(ইলমাজ)
মায়া অবাকতর হয়ে তাকিয়ে আছে।।

কিছুক্ষনের মধ্যেই ইলমাজ কার এনে মায়ার সামনে দাঁড় করালো।

আসুন আপনার ঔষধ নিয়ে আপনাকে বাসায় পৌছে দিয়ে আসি।(ইলমাজ)

বের হোন এখন গাড়ি থেকে।?আপনার কি মনে হয় আমি আপনার সাথে এতো রাতে একা গাড়িতে বসে যাবো? আমাকে কি দেখতে খারাপ মেয়ের মতো লাগছে??।(মায়া)

আপনি খুব বেশি কথা বলেন।আমি কেন আপনাকে খারাপ মনে করবো? আজিব।আপনার পা ব্যাথা করছে বলছিলেন তাই আপনার হেল্প করতে চাইছি আর কিছুই না।(ইলমাজ)

বেশি গাড়িওয়ালা দেখাচ্ছেন?দাঁড়ান।??(মায়া)

রাস্তার পাশের খাদ থেকে কাঁদা নিয়ে ইলমাজ এর গাড়ির গ্লাসে ছুড়ে মারলো মায়া।।

???(ইলমাজ)

এ আপনি কি করলেন?গাড়ি থেকে বের হতে হতে বললো ইলমাজ।।

আপনার গাড়ির হাল্কা দর্শন করলাম।।?(মায়া)

আপনি মেয়ে বলেই কিছু করছিনা আমি??(ইলমাজ)

কি করবেন নাহলে?হ্যাঁ???আপনার মতো হনুমানকে আমি ভয় পায় না।??বুঝেছেন?আপনার মতো হনুমানের গাড়ি করে যাওয়ার চাইতে আমি আরো একমাইল পায়ে হাটতে রাজি আছি।?রাগে হন হন করতে করতে সেখান থেকে কেটে পড়লো মায়া।।

আশ্চর্য রকমের ঝগড়াটে মেয়ে তো?বাবা রে বাবা।।।(ইলমাজ)
ইলমাজ চোখ উল্টে তাকিয়ে আছে।।

চলবে।

ক্রিমিনালের অন্তিম পর্ব কাল দিয়ে দিবো ইনশাল্লাহ।।আর যাদের ভাল্লাগবে না তারা ইগ্নোর করুন।।দয়া করে চুল্কাইতে আসবেন না।ধন্যবাদ। ???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here