the unlimited love❤️,part_14,15 last part

0
3773

the unlimited love❤️,part_14,15 last part
writer:nusrat
part_14

“এখানে শুধু সোহানির দোষ নেই, আমারও দোষ আছে৷ কেনো আমি ভালো করে যাচাই না করে আরুহিকে বাড়ি থেকে বেড় করে দিলাম৷ওর কথাও একবার শুনা উচিৎ ছিলো৷ঠিকই সবসময় রাগকে প্রাধান্য দিতে নেই৷”

আদিলের ভাবনার মধ্যেই আহিল দৌড়ে আসলো৷

“ভাইয়া সোহানি এক্সিডেন্ট করেছে!!!

“কীহ!!!!এক্সিডেন্ট কীভাবে করলো???

“কারের নিচে নাকি চাপা পরে গেছে অবস্থা খুব ক্রিটিকাল”৷

“ওহ”

সোহানির কথা শোনে আদিলের মধ্যে কোনো ভাবান্তর দেখা যায়নি৷

“আমরা মানুষের ক্ষতি করতে গিয়ে কীভাবে নিজেদের ক্ষতিই করে ফেলি বুুঝতেই পারিনা৷ সোহানি তো ওর কর্মের শাস্তি পেয়েছে৷ আমিও আমার কর্মের শাস্তি পাচ্ছি আরুহিকে হারিয়ে৷ ওকে যে আমি কতোটা মিস করি এটা কী ও বুঝেনা৷ ওর নাক ফুলিয়ে ঝগড়া করাটাও খুব খুব মিস করছি৷ আচ্ছা ও কী আমায় মিস করেনা৷ না মিস করবে কেনো আমি ওর সাথে রুড বিহেভ করেছি তারপরও আমাকে মিস করার কোনো প্রশ্নই উঠে না৷?ওর সাথে কাঠানো সেই দিনগুলি যে খুব মিষ্টি ছিলো৷ আমি আবারো সেই দিনগুলি ফিরে পেতে চাই৷ কিন্তু কে ফিরিয়ে দিবে আমায়৷ আদৌ কী তোমায় খুঁজে পাবো আরুহি ৷ তোমার মা বাবাকে তো কথা দিয়েছি তোমাকে ফিরিয়ে আনবো৷ আমি আদৌ পারবো তো তোমায় ফিরিয়ে আনতে৷”

♣️♣️♣️♣️♣️

ডিনারে বসেছি৷ হঠাৎই রিংকির আব্বু বলে উঠলেন,,

“আরুহি মা তুমি নাকি চাকরী করতে চাইছো???

“হ্যা আংকেল আমি চাকরী করতে চাই৷ নিজের পায়ে দাড়াঁতে চাই৷”

” সেটাতো বেশ ভালো৷ আমি কাল রিংকির কাছ থেকে শোনার পর আমারই এক বন্ধুর কাছে ফোন দিয়েছিলাম৷ সে বিরাট বড় বিজনেসম্যান৷কাল নাকি পিএ এর ইন্টারভিউ নেওয়া হবে৷ তুমি যেন সময় মতো চলে যাও৷”

“আচ্ছা আংকেল আমি ঠিক সময় চলে যাবো৷”

?️?️?️?️?️

সকালে ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পরলাম ইন্টারভিউয়ের উদ্দেশ্য৷ আংকেলের কথা অনুযায়ী অফিসে চলে এলাম৷ পুরো অফিস মানুষে গিজগিজ করছে৷ শুধু মাত্র ইন্টারভিউয়ের জন্যে৷ আমিও একটা ফাকা চেয়ারে বসে পরলাম৷ অনেক্ষন পর আমার নাম ডাকা হলো৷ আমার বুক ধুকপুক ধুকপুক করছে৷ পারবো তো আমি সব সঠিক উত্তর দিতে৷ ভয়ে ভয়েই চলে গেলাম ইন্টারভিউ দেওয়ার জন্যে৷ হে আল্লাহ তুমি আমায় রক্ষা করো৷

আমাকে যে সব প্রশ্ন ডাকা হয়েছে আমি সব প্রশ্নেরই ঠিক ঠিক উত্তর দিয়েছি৷ তবুও ভয় করছে৷

এখনো মানুষের ইন্টারভিউ নেওয়া হচ্ছে৷ প্রায় ২ঘন্টা পর ম্যানেজার এলেন হাতে কিছু পেপার নিয়ে৷ ম্যানেজার নাম ডাকার জন্য পেপার হাতে নিতেই আমার ভয় আরো বেশি বেড়ে গেলো,চোখ বন্ধ করে ফেললাম আমি৷যেনো এই মুহুর্তেই সেন্সল্যাস হয়ে যাবো৷

আরুহি রহমান নাম শুনে চমকে চোখ খুলে তাকালাম আমি৷ তারাতাড়ি নিজেকে ঠিক করে হাত তুলে দাঁড়ালাম৷

“কংগ্রাচুলেশন আপনাকে পিএ পোস্টের জন্য সিলেক্ট করা হয়েছে৷”

“আমি বিশ্বাসই করতে পারছিনা প্রথম বার ইন্টারভিউয়ে এসেই সিলেক্ট হয়ে যাবো৷ আল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ৷ ”

২ বছর পর,,,,,,,,,,,,,, ?️?️?️?️?️

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করেনা৷ দেখতে দেখতে আমার জীবন থেকে ২টা বছর কীভাবে চলে গেল টেরই পায়নি৷ পিএ পোস্টেই চাকরী করছি আমি৷ যখন যা বলা হয় করার জন্য সব ঠিকঠাক ভাবেই করে ফেলি৷ অফিসের সবাই আমাকে খুব পছন্দ করে,ভালবাসে৷ সুখিই আছি আমি৷

♣️♣️♣️♣️

প্রতিদিনকার মতো আজও আদিল আরুহিকে খুঁজতে বেড়িয়েছে৷ এই দুইটা বছর আদিল সব জায়গায় খুঁজেছে তাকে৷ ফ্রেন্ড থেকে ধরে সব আত্নীয় স্বজনের বাড়ি খুঁজে দেখেছে৷ রিংকি ছোট বেলার বান্ধবী হওয়াতে ওকে তেমন কেউ চিনেনা৷ আদিল বাড়িতে ঢুকতেই ওর বাবা ওকে থামিয়ে দিলেন৷

“দাড়াঁও”

“কী হয়েছে বাবা??

“তোমাকে বিজনেসের ডিল করার জন্য চট্টগ্রাম যেতে হবে৷ তুমি চাইলে সেখানের এমডি ও হতে পারো৷”

“আমি পারবোনা বাবা৷ আহিলকে পাঠাও৷ ”

“আহিল এখান থেকে দেখাশুনা করবে৷ আমাকে এখন এসব থেকে মুক্তি দাও তোমরা৷ এই বিজনেস দেখতে দেখতে জীবনটাই গেলো৷আর তুমি আজই যাচ্ছো চট্টগ্রামে৷”

“আজই যাবো মানে??বাবা আমি চলে গেলে আরুহিকে কে খুঁজবে?ট্রাই টু আন্ডারস্ট্যান্ড “(ছলছল চোখে)

“কে খুঁজবে মানে৷ যখন ঘাড় ধাক্কা দিয়ে বেড় করে দিয়েছিলে তখন মনে ছিলোনা৷ এই দু’বছর খুঁজে চলেছো ওকে, পেয়েছো কোথাও পাওনিতো৷আর বোধহয় পাবেও না৷ আজ তুমি যাচ্ছো৷ আমি আর কোনো কথা শুনতে চাইনা৷”

♣️♣️♣️♣️
কিছু ভালো লাগছেনা আমার রিংকির সাথে ছাদে বসে অনেক্ষণ আড্ডা দিলাম৷ আড্ডা দিতে দিতে কখন যে বিকেল হয়ে গেলো বুঝতেই পারিনি৷ তারপর নামাজ পরে আন্টিকে গিয়ে রান্নায় হেল্প করলাম৷ডিনার শেষ করে অফিসের কাজ করতে লাগলাম৷ কাজ করতে করতে রাত ২টা হয়ে গেছে তাই আর লেইট না করে শুয়ে পরলাম৷

সকালে ঘুম থেকে উঠতেও লেইট হয়ে গেছে আমার৷ ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ১০ঃ৩০ বাজে৷ কোনোরকমে ফ্রেশ হয়ে নাস্তা করে দৌড়ে রিক্সায় উঠে অফিসে চলে গেলাম৷

অফিসের সবাই আমার দিকে কীভাবে যেনো তাকাচ্ছে৷ বেশ ভালই বুঝতে পারছি এরকম তাকানোর মানে৷আমি কোনোদিনই লেইট করে আসিনি৷ হঠাৎ লেইট করে আসাতে সবাই আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে৷ আজতো নতুন এমডি আসার কথা হয়তো এসেও গেছেন৷

ফাইল নিয়ে স্যারের কেবিনের সামনে দাঁড়িয়ে নক করলাম৷ ভিতর থেকে উত্তর আসলো,

“কাম”

আমি স্যারের দিকে এখনো তাকাইনি৷ফাইলটা দেখিয়ে বললাম,,

“স্যার আমাকে এই কাজগুলো করার জন্য দেওয়া হয়েছিলো৷ আমি সব কাজ কমপ্লিট করে ফেলেছি৷ আমি কথা বলে যাচ্ছি বাট কোনো রেসপন্স পাচ্ছিনা মুখ তুলে যাকে দেখলাম তাকে দেখে আমার হাত থেকে ফাইল মাটিতে পড়ে গেছে ৷ আমার সামনে স্বয়ং আদিল বসে আছে৷ উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন৷ আমি দৌড়ে উনার কেবিন থেকে চলে এলাম৷ পথেই আরেকজন স্টাফ রিমির সাথে দেখা৷ রিমি আমায় দেখে বললো,,

“কী হয়েছে ম্যাম৷ আপনাকে নার্ভাস দেখাচ্ছে যে৷”

“ও কিচ্ছু না৷ বাট ওই যে পাশের কেবিনে একটা লোক উনি কে”??

“ম্যাম উনিতো আমাদের নতুন এমডি৷ আজই জয়েন করেছেন৷ আর এখন থেকে আপনাকে উনার সাথেই থাকতে হবে, কাজ করতে হবে”৷ কথাটা বলে রিমি চলে গেলো৷

“আমি এই লোকটার থেকে দুরে থাকার জন্য পালিয়ে চট্টগ্রাম এসেছি আর এখন উনার সাথেই কাজ করতে হবে নেভার৷ আমি চাকরী ছেড়ে দিবো তবুও উনার সাথে কাজ করবোনা কক্ষনো না৷”

এদিকে,,,,,,

“এ আমি কাকে দেখলাম এটা সত্যিই বাস্তব ছিলো নাকি স্বপ্ন৷ আরুহি আমার সামমে ছিলো,ওহ্ মাই গড৷ এই দুই বছর ধরে আরুহিকে খুঁজে চলেছি আমি৷ এখন আর পেয়েও হারাতে চাইনা৷” আদিল একজন স্টাফকে ডেকে পাঠালো৷

“স্যার আমায় ডাকছিলেন৷ ”

“হ্যা৷ আচ্ছা তোমাদের পিএ কে??

“আরে স্যার যে এখন আপনার কেবিন থেকে বেড়িয়ে গেছে সে ওই পিএ৷”

আদিল আরেকটু শিওর হওয়ার জন্য বললো,,

“তা নাম কী তার???

“আরুহি রহমান৷”

“আচ্ছা তুমি যাও৷”

ছেলেটা চলে গেলো৷

“আরুহি তুমি নিজেই আমায় ধরা দিয়েছো৷ এই দু’বছর ধরে তোমায় খুঁজে যাচ্ছি৷ এমন কোনোদিন বাদ যায়নি আমি তুমায় খুঁজিনি৷ এখন যখন ধরা দিয়েই দিছো তাই আর ছারছিনা তোমায়৷ আমি জানি তুমি আমায় এখানে দেখে চলে যাওয়ার চেষ্টা করবে৷বড্ড অভিমান যে তোমার আমার উপর৷ ”

♣️

এক ঘন্টা ধরে কেঁদেই যাচ্ছি আমি৷ মনে হচ্ছে যেন আজ সব চোখের পানি একসাথেই শেষ হয়ে যাবে৷ ভালবাসার মানুষটিকে এতো কাছে পেয়েও ভালো করে দেখতে পারিনি৷ আমি তো ভালোই ছিলাম৷ সব অতীত ভুলে গিয়ে৷ তাহলে কেনো আবার উনি আমার সামনে এসে সব অতীত আবার জাগিয়ে দিলেন, কেনো?অতীতের ক্ষতটাও যে শুকিয়ে গিয়েছিল সেটাও আবার তাজা হয়ে গেছে৷

“ম্যাম স্যার আপনাকে ডাকছে”

স্টাফের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম আমি৷ তারাতাড়ি চোখ মুখ মুছলাম৷

“আশ্চর্য উনি আমায় কেনো ডাকছেন?? নাহ এই অফিস আমায় ছাড়তেই হবে৷ আপাতত উনি কেনো ডাকছেন সেটা শুনতে হবে৷ নাহলে অফিসের সবাই কী না কী ভাববে৷”

চলবে,,,,,,,,,

the unlimited love❤️
15 last part
writer:nusrat

“মে আই কাম ইন স্যার৷”

“ইয়েস কাম৷ ”

আদিলের সামনে মাথা নিচু করে দাড়িঁয়ে আছি আমি৷ মুখ তুলে এখনো উনার দিকে তাকাইনি৷ বেশ ভালো বুঝতে পারছি উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন৷ আমি ইতস্তত করে বললাম,,

“স্যার আপনি আমায় ডাকছিলেন??

“হুম৷ কেমন আছো তুমি আরুহি৷???

“ভালো”

“তুমি আমায় জিজ্ঞেস করবেনা আমি কেমন আছি?

আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম,,,

“আপনি তো আমার চেয়ে আরও বেশি ভালো আছেন নিজের স্ত্রী আর সংসার নিয়ে৷”

“আমি সোহানিকে বিয়ে করিনি৷”

“দেখুন স্যার এটা অফিস তাই পারসোনাল বিষয় এখানে এক্সপ্লেইন করতে চাইছিনা৷ আর যদি কোনো কাজ থাকে তাহলে আমায় বলুন আমি করে দিবো৷ আমি তো আপনার দাসি মাত্র৷ ”

“প্লিজ আরুহি এভাবে বলো না৷ আমি জানি আমি তোমার সাথে যা করেছি তা ক্ষমার অযোগ্য৷ তাই আমি তোমার কাছে ক্ষমা চাইবো না৷ তোমার যদি মনে হয় আমাকে ক্ষমা করে দেওয়া উচিৎ তাহলে ক্ষমা কইরো৷ কিন্তু আমি যে ভুল করেছি সেটার জন্যে ও তুমি আমায় যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিবো৷ ”

“আপনি কী চান???

“আমি চাই তুমি আবার আমার সাথে ফিরে চলো৷ আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছিনা আরুহি৷ধুকে ধুকে মরে যাচ্ছি৷ এই দুইবছর আমি কীভাবে কাটিয়েছি সেটা আমিই জানি৷ ঢাকা শহরে রাত দিন হন্য হন্য খুঁজে চলেছি বাট কোথাও পাইনি৷ আর চট্টগ্রামে এসে তোমাকে এভাবে পেয়ে যাবো কখনও ভাবিনি৷ তাই আমি আর তোমাকে হারাতে চাইনা আরুহি৷ তুমি আমার সাথে ফিরে চলো আমরা আবার সব নতুন করে শুরু করবো৷ ”

“বাহ্ মিস্টার আদিল৷ এসব কথা বার্তা আপনার কাছ থেকেই আশা করা যায়৷ প্রথমে আমার কথা বিশ্বাস না করে ধাক্কা দিয়ে বেড় করে দিয়েছিলেন৷ আর এখন আবার ফিরিয়ে নিতে আসছেন৷ তা সোহনিকে কী বিয়ে করে আমার মতোই ধাক্কা দিয়ে বেড় করে দিয়েছেন৷”

উনি চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বললেন,,,

“নাহ্ সোহানিকে আমি বিয়ে করিনি৷ সোহানি এখন কোমায় আছে৷ তুমি চলে আসার কিছুদিন পরই সোহানি কারের নিচে চাপা পরে যায়৷ তাতে আমি একটুও কষ্ট পাইনি৷ কারণ এই শাস্তিটা ওর পাওনা ছিলো তোমাকে আর আমাকে আলাদা করে দেওয়ার জন্য৷ ”

“শুধুই কী ও অন্যায় করেছে আপনি করেননি???

“হ্যা আমিও অন্যায় করেছি৷ আর এর জন্য এতদিন ধরে শাস্তিও ভোগ করে যাচ্ছি৷তোমাকে হারানোর যন্ত্রনাটা যে কতটা ভয়ানক সেটা যদি তোমাকে না হারাতাম তাহলে বুঝতেই পারতাম না৷ প্লিজ আরুহি এবারের মতো আমায় মাফ করে দাও৷ আমি সব জেনে গিয়েছি৷ তোমার কোনো দোষ ছিলোনা সেদিন৷ তুমি তো ফুলের মতো নিষ্পাপ৷ আমাকে ক্ষমা করে দাও নাহলে যে আমি মরেও শান্তি পাবোনা৷ ”

“আমাকে কেনো ফিরিয়ে নিতে চান আপনি???

উনি এগিয়ে এসে আমার দুই কাধে হাত রেখে বললেন,,,,

” কারণ আমি তোমাকে ভালোবাসি৷ হ্যা ভালোবাসি দেড়িতে হলেও আমি বুঝতে পেরেছি যে আমি সোহানির প্রতি নই তোমার প্রতি দূর্বল৷ আমার তোমাকে যেভাবেই হোক চাই৷ তুমি চলে আাসাতে আমার যতটা কষ্ট হয়েছে সোহানির কোমায় চলে গেছে কথাটা শুনেও তেমন কষ্ট হয়নি,একদমই কষ্ট হয়নি৷তুমি স্বপ্ন দেখতেনা রাজকুমারের সাথে তোমার বিয়ে হবে তারপর তার কাছ থেকে ভালোবাসা আদর পাবে৷ এই রাজকুমার এখন তোমাকে সব ভালোবাসা,আদর দিতে প্রস্তুত”

আমি উনার কথা শুনে উনার হাত আমার কাধ থেকে চট করে সরিয়ে ফেললাম,,,,,,

“কী মনে করেছেন আপনি যখন ইচ্ছে হবে কাছে টেনে নিবেন আবার যখন ইচ্ছে হবে তখন দুরে ঠেলে দিবেন৷ এই ভুল আমি আর করছিনা৷ বেশ ভালোইতো ছিলাম এই দুইবছর৷ তাহলে কেনো আবার আমার জীবনে অশান্তি নিয়ে এসেছেন৷ আপনি কী আমায় ভালো থাকতে দিবেননা৷””কথাটা বলে বেরিয়ে আসলাম উনার কেবিন থেকে৷ কান্না আটকিয়ে রাখা সম্ভব হচ্ছেনা আমার পক্ষে কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলাম আমি৷ তারপর ফ্রেশ না হয়েই শুয়ে পরলাম৷

“কিচ্ছুক্ষন পর রিংকি এসে আমায় টেনে তুললো৷”

“কী হয়েছে তোর এভাবে টানছিস কেনো???

“আগে আমার সাথে চল৷”

রিংকি আমাকে টেনে সোফার রুমে নিয়ে গেলো৷ সেখানে৷ গিয়ে আমার চক্ষু চরক গাছ৷ আদিল সোফায় আসে আছেন আর আমার দিকে অপরাধী ভংগীতে তাকিয়ে আছেন৷ বেশ ভালো বুঝতে পারছি উনার অনেক অনুশোচনা হচ্ছে কিন্তু আমি এতো সহজে গলবোনা৷ উনার কারনেই এই দুইবছর আমি আমার সংসার থেকে দুরে থেকেছি আমার মা বাবার থেকে দুরে থেকেছি৷

“রিংকি উনি এখানে কী করছেন৷”

“আসলে জীজু তোকে ফিরিয়ে নিতে এসেছেন”৷

“উনি ভাবলেন কী করে যে আমি উনার সাথে যাবো৷ আমি উনার সাথে কক্ষনো যাবোনা৷”””” আমার কথা শুনে আদিল আমার দিকে এগিয়ে এলেন তারপর আমার পায়ের কাছে বসে হাত জোর করে ছলছল চোখে তাকিয়ে আছেন৷ আমি উনার এরকম অবস্থা মেনে নিতে পারছিনা৷ তাই চোখ সরিয়ে নিলাম৷

আংকেল আমার দিকে এগিয়ে এসে বললেন,,,

“দেখো মা সংসারে এমন অশান্তি প্রায়ই হয়৷ আর তোমরা তো একে ওপরের থেকে দুইবছর দুরে থেকেছো৷ তোমরা কেউ ওই নতুন করে সংসার শুরু করুনি৷ তাই এখন তোমরা তোমরাই আবার নতুন করে সংসার শুরু করো৷ কেউ যদি ক্ষমা চায় তাহলে তাকে একবার ক্ষমা করে একটা সুযোগ দেওয়া উচিত৷ গুরুজন হিসেবে এটুকুই বলতে পারি৷ এখন যদি তোমার মনে হয় আমার কথা মানা উচিত তাহলে মানো আর না হলে নেই৷ ”

রিংকির আম্মু এসেও আমায় অনেক বুঝালেন৷ উনাদের কথা ফেলতে পারিনি তাই আদিলের সাথে আবার ঢাকায় রওনা দিলাম৷

???

গাড়িতে বসে আছি আমি আর আদিল৷ উনি বারবার আমার দিকে আঁড়চোখে তাকাচ্ছেন৷ আমি মুখ ফিরিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রাইলাম৷

দুইবছর পর ঢাকায় এলাম অনেকটা পাল্টে গেছে৷ বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই মা এসে দরজা খুলে দিলেন৷ আমাকে দেখে উনি তারাতাড়ি এসে জরিয়ে ধরে চুমুতে বড়িয়ে দিচ্ছেন৷

“কোথায় হারিয়ে গিয়েছিলি রে মা তুই৷ এতদিন পর আমাদের কথা স্মরন হলো তোর৷ আমার ছেলেটা যে তোকে খুজতে খুজতে পাগল হয়ে গিয়েছিলো৷ খাওয়া দাওয়া বাদ দিয়ে রাত দিন তোকে খুজা খুজি করতো৷ দেখ এবার চট্টগ্রাম গিয়ে তোকে খুঁজেও পেলো আর নিয়েও আসলো৷ আজ আমার ঘর আবার আলোকিত হয়েছে তুই আসাতে৷ আমার সংসার এবার পুর্নতা পাবে৷

“মা আহিল আর রুবা কোথায়???

“ওরা রুমে আছে জানেনা বোধহয় তুই এসেছিস৷ নাহলে সারা বাড়ি উরিয়ে ফেলতো৷ তুই যাওয়ার পর থেকে তোর বাবা আর আহিল আদিলের সাথে তেমন কথা বলতো না৷ কিন্তু এবার তুই এসেগেছিস তাই সব ঠিক হয়ে যাবে৷ ”

রাতে,,,,,,,,?????

ব্যালকনিতে শাড়ি পরে দাঁড়িয়ে আছি আমি৷ আজ আম্মু আব্বুও এসেছিলেন৷ তারাও আমায় অনেক বুঝিয়েছেন৷ তাই সব গুরুজনদের কথা একবার শুনে উনাকে ক্ষমা করে দিয়েছি৷ হঠাৎ পেটে ঠান্ডা হাতের স্পর্শ পাওয়াতে শিউরে উঠলাম আমি৷ আমি আমার পেট থেকে উনার হাত সরানোর চেষ্টা করছি বাট উনি ছাড়ছেননা আরও শক্ত করে ধরে রেখেছেন৷ উনি আমার ঘাড়ে মুখ গুজে বললেন,,,

“অনেক দুরে রেখেছি তোমায় আর না৷ ”

আমি উনার দিকে ঘুরে বললাম,,,,

“আপনিতো বলেছিলেন যা শাস্তি দিবো মাথা পেতে নিবেন৷ তা শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত আছেন তো৷ ”

উনি একটা মুচকি হাসি দিয়ে বললেন,,,

“হুম আমি প্রস্তুত আছি৷ কী শাস্তি দিবে দাও৷”

আমিও একটা মুচকি হাসি দিয়ে বললাম,,৷

“বেশি কিছুনা জাস্ট আমাকে ভালোবেসে আগলে রাখতে হবে আর বিশ্বাস করতে হবে৷”

উনি আমাকে জড়িয়ে ধরে বললেন,,,

“এমন শাস্তি আমি হাজারো বার পেতে রাজী৷ আর কখনো তোমায় কষ্ট দিবোনা কখনো না৷ আমি তোমাকে ভালোবাসি আরুহি খুব খুব ভালোবাসি৷ আর এখন থেকে দেখবে আদিলের #the_unlimited_love. আর কখনো আমায় ছেড়ে চলে যেওনা তাহলে যে আমি মরে যাবো৷ তোমাকে হারানোর ব্যথা বার বার পেতে চাইনা৷

“আমিও আপনাকে খুব ভালোবাসি আদিল৷ আই প্রমিসড্ আমি আর কক্ষনো আপনাকে ছেড়ে যাবোনা৷”

উনি আমায় ছেড়ে দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে বললেন,,,,”আজ আমি আমার অধিকার পেতে চাই৷ যে অধিকার থেকে দুইবছর বঞ্চিত ছিলাম৷ তুমি কী আমাকে আমার অধিকার দিবে৷ ছোট্ট আরেকটা আরুহি গিফ্ট করবে৷ আমি কিছু না বলে উনার বুকে মুখ লুকালাম৷ আমিও চাইনা উনি উনার অধিকার থেকে বঞ্চিত থাকুক৷ উনি আমায় সোজা করে কোলে তুলে নিলেন তারপর আস্তে আস্তে খাটের দিকে এগিয়ে যেতে লাগলেন৷ আজ দুইবছর পর আমরা একে অপরের মাঝে হারিয়ে যেতে চলেছি৷ হয়তো আমাদের নতুন জীবনের সাথে শুরু হবে এক নতুন অধ্যায়৷

————————সমাপ্ত ———————–

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here