The unlimited love?Season_2,Part_6,7

0
1529

The unlimited love?Season_2,Part_6,7
Writer:Nusrat
Part_6

আদনান ভাইয়াকে কষ্ট দিয়ে আমার নিজেরও ভালো লাগছেনা৷ আচ্ছা আমি কি কোনো ভুল করলাম ভাইয়ার কথা না শুনে৷ ভাইয়ার কথাটা শুনা উচিত ছিলো৷ কিন্তু আমিই বা কী করবো?ভাইয়া আমার সাথে সেদিন যা করেছিলো সেটাই বা কী করে ভুলে যাই আমি৷আমি কি একবার ভাইয়ার সাথে কথা বলবো৷ হুম বলবো কথা আমি””পাশে তাকাতেই দেখলাম আয়েশা বসে বসে পরছে৷

“কী রে আয়শু এখুনি পড়তে বসেছিস যে৷??

“রাত হয়ে গেছে তাই পড়তে বসেছি৷ ভাইয়া বলেছে ভালো করে পড়তে৷

“আচ্ছা আয়শু আদনান ভাইয়াকে দেখেছিস??

“হ্যা ভাইয়া তো একটু আগেই চলে গেছে৷

“কিহ ভাইয়া চলে গেছে৷ কোন সময়??

“তুমি যখন ঘুমিয়ে ছিলে তখন চলে গেছে ভাইয়া৷আচ্ছা সামু আপু তুমি কি ভাইয়াকে বকেছো??

“কেন আমি কেন বকতে যাবো আজব৷

“আসলে ভাইয়াকে তোমার সাথে কথা বলে ছাঁদ থেকে চলে আসার পর খুব কাঁদতে দেখেছি৷ জানো আপু ভাইয়া মাকে ধরে খুব কেঁদেছে৷

আয়েশার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেলো৷ আসলেই ভাইয়ার কথাটা একটু শুনা উচিত ছিলো৷

ফ্রেশ হয়ে নিচে গেলাম আমি৷ সবার মুখই যেমন গম্বীর হয়ে আছে৷ মামনী তো কেঁদে কেটে চোখই ফুলিয়ে ফেলছে৷

দু’দিন পর,,,,,,,,

ল্যাপটপ সামনে নিয়ে বসে আছে আদনান৷ আর সামান্তা কী করে সেটা দেখছে৷ কাছ থেকে দেখতে না পারুক দূর থেকেতো দেখতে পারবে৷ (আদনান রকির আগেই সারা বাড়িতে ক্যামেরা ফিট করেছিলো৷ সামান্তার রুমেও)

সামান্তা ভার্সিটিতে যাবে৷ যেমনি আদনান দেখলো সামান্তা দরজা বন্ধ করছে ওমনি আদনানও ল্যাপটপ বন্ধ করে দিলো৷ সে এখন জানে সামান্তা ড্রেস চেঞ্জ করবে৷

আদনান ল্যাপটপ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়লো৷

“সামু আমি তোকে ভালোবাসি৷ তবুও আমি কোনোদিন তোর দিকে বাজে দৃষ্টিতে তাকাইনি৷ আর না তাকাবো৷ কিন্তু রকি তো তোকে প্রতিনিয়ত শকুনের দৃষ্টিতে দেখে যাচ্ছে৷তবুও সে তোর কাছে ভালো হয়ে গেলো আর আমি খারাপ৷ আসলেই দুনিয়াতে কারও ভালো চাইতে নেই৷

♣️♣️♣️♣️

ছাঁদে দাড়িঁয়ে আছি৷ আদনান ভাইয়াকে ছাড়া কিছুই ভালো লাগছেনা আমার৷ কেমন যেন শুন্য শুন্য অনুভব হচ্ছে৷ বাড়িতেও যেনো কারও মুখে হাসি নেই৷ খুব মিস করছি ভাইয়াকে৷ বাতাসে বার বার আমার ছেড়ে দেওয়া চুলগুলো উড়ছে৷ আমি বাঁধার চেষ্টা করছি তবুও খোলে যাচ্ছে৷ শেষে আমি না পেরে চুলগুলো ছেড়েই দিলাম৷ হঠাৎ মনে পরলো সেদিনের কথা৷

,,,,,,,,,,,,,

আমি ছাঁদে চুলগুলো ছেড়ে দিয়ে দাড়িঁয়ে ছিলাম৷ ভাইয়া একটা গাছ থেকে কাঠগোলাপ এনে আমার পাশে দাড়িঁয়ে আমার চুলে গেতে তারপর চুলগুলো কানের পিটে গুজতে গুজতে বলছিলেন,,,

“জানিস সামু তোকে ছেড়ে দেওয়া চুলে কতটা মোহনীয় লাগে৷ আই উইশ তোর এমন কাছ থেকে চুল দেখা যেনো আমার ভাগ্যেই থেকে থাকে৷ ”

আমি সেদিন কিছু বলিনি শুধু হাসছিলাম৷

ভাইয়া আমার হাসি দেখে বলেছিলেন,,এই একদম হাসবিনা৷ তোর হাসি আমায় পাগল করে দেয়৷

চোখ থেকে এক ফোটা জল গরিয়ে পরলো আমার৷ ভাগ্যের কী নির্মম পরিহাস৷ আজ আমি কোথায় আর ভাইয়া কোথায় দু’জন দুই প্রান্তে দাঁড়িয়ে আছি৷ আচ্ছা ভাইয়া এখন কী করছে? ভালো আছেতো?আরে আমি কেনো এসব ভাবছি৷ আমিতো নিজেই চাইছিলাম ভাইয়া যাতে আমার থেকে দূরে থাকে৷

মুঠো ফোনের আওয়াজে ভাবনা কাটলো আমার৷ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম আননোন নাম্বার থেকে কল৷ আশ্চর্য কে এটা?নাম্বার দেখেতো বাংলাদেশের মনে হচ্ছেনা৷ কোন দেশের সেটা ওতো জানিনা৷ ফোনটা রিসিভ করলাম আমি৷

“হ্যালো কে বলছেন??

কেউ রেসপন্স করছেনা৷ শুধু তার শ্বাস-প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে৷ হ্যালো কথা বলছেননা কেনো কে আপনি??নো রেসপন্স৷ কেরে ভাই আপনি কল দিছেন অথচ কথা বলছেননা৷ ধ্যাত বকাটে ছেলে কোথাকার৷ খট করে কলটা কেটে দিলাম আমি৷

কী বেজাল রে বাবা কল দেয় কিন্তু কথা বলেনা৷ এসব ভাবনার মাঝে আবার ফোন বেজে উঠলো৷ আমি না দেখেই কলটা রিসিভ করলাম৷ আচ্চা কেলানি দিবো বেটাকে৷

“এই কে আপনি৷ ফোন দিয়ে ইরিট্যাট করছেন কেনো৷ আর ফোন দিবেননা৷ আমায়৷

“আরে আরে এতো হাইপার হচ্ছো কেনো৷ আমি রকি বলছি৷

“কীহ আপনি রকি?? কিন্তু আমার নাম্বার কোথ থেকে পেলেন৷

“তোমার নাম্বার কালেক্ট করা আমার জন্য কোনো ব্যাপারই না বুঝলে জানেমন৷

উনার মুখ থেকে জানেমন ডাকটা শুনে কেমন ঘিনঘিনে ফিল হচ্ছে আমার৷

“তা কেমন আছো৷

“জ,,,,জী ভালো আছি৷ আর কেনো ফোন করেছেন৷

“আমাকে জিজ্ঞেস করবেনা আমি কেমন আছি?সেটা জিজ্ঞেস না করে বলছো কেনো ফোন করেছি৷ ইট্স নট ফেয়ার বেবি৷

“দেখুন আমি জানি আপনি ভালো আছেন৷ আর ভলো আছেন বলেইতো ফোন করেছেন৷

“আরেহ্ বাহ এতো ভাবো তুমি আমায় নিয়ে৷ আমি ভালো আছি কী না মন্দ আছি সেটাও জানো দেখছি গুড৷

“মোটেও আমি আপনাকে নিয়ে ভাবিনা৷ আর কেনোই বা ভাববো বলুনতো৷

“হুম তা কাকে নিয়ে ভাবো যে তোমায় ঠকিয়েছি তাকে নিয়ে৷ আমি বলেছিলাম না আদনান তোমাদের সবাইকে ছেড়ে চলে যাবে৷ মিলে গেলো তো আমার কথা৷”

“হইসে রাখছি আমি৷ ”

আচ্ছা রকি এতো শিওর হয়ে কী করে বলেছিলো সেদিন যে ভাইয়া আমাদের ছেড়ে চলে যাবে৷ ও বলার দুদিন পরেইতো ভাইয়া চলে গেলো৷রকি বলছে ভাইয়া ভালো না আর ভাইয়া বলছে রকি ভালো না৷ কী হচ্ছে কিছুই বুঝতে পারছিনা৷ কাকে বিশ্বাস করবো আর কাকেই বা অবিশ্বাস করবো৷ তবে আমার মন বলছে আদনান ভাইয়াকে বিশ্বাস করা উচিত৷ আদনান তো আমার ভাই+ভালোবাসা৷ আর রকি তো আমার কেউ নয়৷ আবারো ফোনটা বেজে উঠলো৷ নিলয় ফোন করেছে৷ উফফ আজকে আমায় কেউ শান্তি দিবেনা৷

“হ্যা নিলয় বল৷”

“সামু তুই আমায় যে ছেলের সম্পর্কে জানতে বলেছিলি সেই ছেলে একদম ভালো নয় ইয়ার৷ কয়েকদিন পর পর মেয়ে পাল্টায় আর এটাই নাকি তার প্রধান কাজ৷ তারমধ্যে ডেট তো আছেই৷

চলবে,,,,,,

The unlimited love?
Season_2
Part_7
Writer:Nusrat

“আর আরেকটা কথা তোর ভাই নাকি সাইকো ও৷ তোদের সামনে ও যতটা নরমাল দেখায় ও কিন্তু ততটা নরমাল নয়৷

কিহ!!!! আচ্ছা তোকে এসব কে বললো??

বলেছে একজন বাট তোকে বলতে পারবো না৷সে না করে দিয়েছে কাউকে জেনো না বলি৷ আর আমিও কথা দিয়ে ফেলেছি যে আমি কাউকে বলবে না৷ এখন রাখছি আমি বায়৷ সি ইউ সোন৷

আমি ফোনটা রেলিঙের উপরে রেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম৷ আদনান ভাইয়া এতোটা খারাপ ছিঃ৷ উনাকে নিজের ভাই বলতেও লজ্জা করছে আমার৷ এই লোকটাকে ভালোবেসেছিলাম আমি৷ ভেবেছিলাম আদনান ভাইয়ার সম্বন্ধে একটু খোজ খবর নিবো৷ তাই নিলয় কে বলেছিলাম বাট নিলয় আমায় এসব বলবে কোনোদিনও ভাবিনি৷ আর শুধু নিলয় কে ওতো বিশ্বাস করা যায়না৷ কে বলেছে ওকে এসব৷ আর নাম বলতেই বা বারণ করলো কেনো৷ আমার মনে হচ্ছে আমায় নিয়ে অনেক বড় কোনো খেলা হচ্ছে বাট আমি বুঝতে পারছিনা৷ কী করবো আমি৷ মন এক কথা বলছে মস্তিষ্ক আরেক কথা বলছে৷ তারপরও প্রমাণহীন কথা বার্তায় আমি একদমই বিশ্বাসী নই৷ যদি আদনান ভাইয়া এমন করেই থাকতেন তাহলে কোন না কোন ক্লু বা প্রমান তো নিশ্চয় থাকতো৷ আমার ভাবনার ছেদ ঘটিয়ে আবার ফোনটা বেজে উঠলো৷

হ্যালো কে বলছেন??
.
একি তুমি এখনো নাম্বার দেখনি৷ আমি রকি বলছি৷
.
আপনি কেনো আমায় ফোন দিয়েছেন৷
.
তোমাকে একটা কথা জানানোর জন্য৷
.
কী কথা
.
আদনান কতটা নিকৃষ্ট তুমি জানো৷ ও কতটা নিচ৷
.
এসব কে বললো আপনাকে৷ আর প্রামাণ ছাড়া কথা আমি একদমি বিশ্বাস করিনা৷
.
ওকে ফাইন৷ তোমার বেডরুমে যে সিসি ক্যামেরা লাগানো আছে সেটা কী তুমি জানো৷
.
কীহহহ!!!!! আমার বেডরুমে সিডি ক্যামেরা৷ কে লাগিয়েছে??
.
কে আর আদনান৷ এখন ভেবে দেখো সামান্তা তোমার সব ভিডিও কিন্তু ও দেখে৷ কাপড় চেঞ্জ করা থেকে শুরু করে সব৷ আর আমার কথা বিশ্বাস না করলে তোমার রুমের বাম পাশের কোনাটা চেক করো৷ রাখছি আমি৷
.
হ্যালো হ্যালো,,ধূর রেখে দিলো৷ বাট ও কী করে জানলো আমার রুমে সিসি ক্যামেরা৷ সব কেমন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে৷ আমি রুমে চলে এলাম রকির কথা যাচাই করার জন্য৷ রুম তন্য তন্য করে খুঁজছি বাট ক্যামেরার কোনো চিহ্নই পাচ্ছিনা৷ রকির কথা অনুযায়ী বাম পাশে তাকিয়ে দেখলাম ছোট্ট একটা কালচে কী দেখা যাচ্ছে৷ আমি টেবিলের উপর উঠে দেখলাম সত্যি সত্যি একটা ক্যামেরা৷ তার মানে রকির কথাই সত্যি৷ আদনান ভাইয়া আমার রুমে সিসি ক্যামেরা লাগিয়েছে তাও বেডরুমে৷ ছিঃ ছিঃ৷ আদনান ভাইয়া এটা কীভাবে করলো৷ এই ফুটেজে তো সব উঠেছে৷ ভাইয়া কী তাহলে?? আর রকিই বা কী করে জানলো আমার রুমে ক্যামেরা লাগানো আছে৷

♣️♣️♣️♣️♣️

আদনান কিছু জামা কাপড় কেনার জন্য শপিংমলে গেছে৷ শপিং মলে ঢুকতেই,,,

হেই আদনান কেমন আছো তুমি৷
.
হঠাৎ মেয়েলি কন্ঠ শুনে চকিতে তাকালো আদনান৷

আরে জুই যে কেমন আছো??
.
এই তো বেশ ভালোই আছি৷ আদনান তুমি তো আগের চাইতে আরও সুন্দর আর হ্যান্ডসাম হয়ে গেছো??আমি তো আবার ক্রাশ খেলাম৷
.
তাই নাকি তুমিও কিন্তু আগের চাইতে আরও সুন্দর আর স্মার্ট হয়ে গেছো৷ তা এখানে কেনো তুমি৷
.
আসলে মা বাবাকে নিয়ে আজ একটু শপিং করতে বেড়িয়েছি৷ তুমি এখানে কী করছো তোমার তো বিডিতে থাকার কথা৷
.
একচুয়েলি একটা কাজে এসেছিলাম এখানে৷ আচ্ছা আজ যাই অন্যদিন দেখা কথা হবে৷

আদনান শপিং করে ল্যাপটপ নিয়ে বসেছে সামান্তা কী করছে দেখার জন্য৷ বাট কোনো ভিডিও আসছেনা সব কালো হয়ে আছে৷ তারমানে কী সামাম্তা ক্যামেরাটা দেখে খোলে ফেলেছে৷ ও যদি ক্যামেরা দেখে তাহলে তো আমায় অবিশ্বাস করবে৷ এমনিতেই ঘৃণা করে আরও ঘৃণা করবে ভুল বুঝবে৷ কী করবো এখন আমি৷ আদনান কিছু বুঝে উঠতে না পেরে এবার সামান্তাকে ফোন করলো৷ রিং হওয়ার কিছুক্ষণ পর সে কল রিসিভ করলো৷

হ্যালো কে বলছেন??
.
সামান্তা আমি আদনান বলছি৷
.
আপনি কেনো আমায় ফোন দিয়েছেন৷ কোন অধিকারেই বা দিয়েছেন৷ কী হন আপনি আমার৷ আপনি যদি আমার সত্যি কেউ হয়ে থাকতেন তাহলে জীবনেও এমন নিকৃষ্ট কাজ করতেননা৷
.
দেখ সামু তুই আবারো আমায় ভুল বুঝছিস৷ একটাবার শুধু মাত্র একটাবার আমার কথাটা অন্তত শুন৷আমার সাথে এরকম বিহেভ করতে পারিসনা৷
.
নাহ আমি আপনার কোন কথা শুনতে চাইনা ভাবলেন কী করে আপনি এতো কিছু করবেন তারপরও আমি আপনার কথা শুনবো৷ দেখুন আমি আগের বিহেভিয়ার জন্য সত্যিই খুব দুঃখিত ছিলাম বাট এইবার আমি আপনার সাথে যে বিহেভ করছি একদম ঠিক করছি৷ একটা মেয়ের বেডরুমে ক্যামেরা কীভাবে লাগালেন আপনি বলুন৷ আমারতো মনে হচ্ছে আপনার চরিত্রের ঠিক নেই৷ বিডিতে আব্বু আর বড় আব্বুর জন্য কিছু করতে পারবেননা বলে আমেরিকায় চলে গিয়েছেন৷ তাই না? তাহলে আমার পিছনে কেনো পরে আছেন ঘৃণা করি আপনাকে আমি৷ বুঝেছেন ঘৃণা করি৷ আর একদম আমাকে ফোন করার চেষ্টা করবেননা৷ বলে দিলাম৷
.
ব্যস অনেক হয়েছে সামু অনেক৷ কথাটা বলে আদনান খট করে ফোনটা কেটে দিয়ে সামান্তার নাম্বার ব্লক করে দিলো৷

হ্যালো জিসান ওই দিকের কী খবর??
.
ভাই রকি সব সময় সামান্তা আপুর উপর নজর রাখছে৷
.
শুন আমি খুব শীঘ্রই বাংলাদেশে আসছি৷ তুই সব রেডি করে রাখিস৷ রাখছি,,,
♣️♣️♣️♣️

সকাল ৯ঃ২০ বাজে ভার্সিটিতে যেতে একটুও মন মানছেনা৷ ধাক্কার পর ধাক্কা খেতে হচ্ছে আমায়৷ তবুও যেতে হবে আব্বুর আদেশ এটা৷ আমি কোন রকমে রেডি হয়ে ভার্সিটিতে চলে এলাম৷ ক্লাসে বসে ফোন সাইলেন্ট করতে যাবো ঠিক তখুনি রকি আবারো কল দিলো৷ আমি বিরক্ত হয়ে একটু দূরে গিয়ে কল রিসিভ করলাম৷

আচ্ছা আপনি কি আমায় কোন ভাবেই শান্তি দিবেননা৷ ক্লাসে আছি আমি এখন? কী এমন দরকার যে আমায় ফোন করেছেন৷?
.
তুমি আমার সাথে একটু দেখা করতে পারবে ইট্স আর্জেন্ট৷
.
দেখুন আমি আপনার সাথে কোন ভাবেই দেখা করতে পারবোনা৷ এই পৃথিবীতে এখন আমি কোন ছেলেদেরই বিশ্বাস করিনা৷ আপনাকেও না৷
.
দেখো সামান্তা তুমি যদি না আসো তাহলে কিন্তু অনেক বড় কিছু হয় যাবে আমি গাড়িয়ে পাঠিয়ে দিচ্ছি তুমি চলে আসো কেমন??
.
শুনেন আমি একদম আপনার কথা শুনবো না৷ আপনি গাড়ি পাঠালেও আমি যাবো না শুনেছেন আপনি৷
.
ঠিকাছে৷

ক্লাসে একদমি মন দিতে পারছিনা আমি৷ একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে৷ টিফিন পিরিয়ডেই ছুটি নিয়ে নিয়েছি৷ এখন কথা হলো একা যাবো কী করে৷ তবুও যেতে তো হবেই৷ একা একাই হাটঁছি আমি৷দুপুর বেলা হওয়াতে তেমন মানুষও নেই৷ খুব খিদেও পেয়েছে৷ কেনো যে না খেয়ে আসলাম৷ হঠাৎই আমার পাশে একটা কালো কার এসে থামলো৷ আমি কিছু বুঝে ওঠার আগেই কেউ আমার মুখে রুমাল চেপে ধরলো৷

♣️
পিটপিট করে চোখ খোললাম আমি৷একি রুমটা এতো অন্ধকার কেনো আর হাত পা ই বা বাধা কেনো৷
কেউ কী আছো??কে এনেছে এখানে আমায়৷?? কার এতো বড় সাহস৷ আমার সামনে এসো৷ রুমের লাইট জ্বালাতেই অবাক হয়ে গেলাম আমি৷

চলবে,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here