The unlimited love?Season_2,Part_8,9

0
1633

The unlimited love?Season_2,Part_8,9
Writer: Nusrat
Part_8

আমার সামনে স্বয়ং রকি দাঁড়িয়ে আছে,পকেটে দুই হাত গুজে৷

একি আমি এখানে কেন৷ আর আপনি,আপনিই বা এখানে কেনো৷

তুমি এখনো বুঝতে পারছোনা তুমি এখানে কেনো আর আমিই এখানে কেনো৷ তবে শুনো তুমিতো আমার কথা শুনোনি তাই আমি তোমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছি৷

কী এতো দরকার আপনার আমার সাথে যে আপনাকে আমায় কিডন্যাপ করে নিয়ে আসতে হলো৷ আমার তো আপনার সাথে তেমন দরকার নেই৷ আর আমাকে এখান থেকে যেতে দিন৷ তা না হলে,,

তা না হলে কী?কী করবে কী তুমি?আমি কী তোমাকে ছেড়ে দেওয়ার জন্য কিডন্যাপ করেছি নাকি(বাঁকা হেসে)

মানে? তাহলে কিসের জন্যে?

আমি জানি আদনান দেশে ফিরছে তাই যত তারাতাড়ি সম্ভব তোমাকে বিয়ে করে আমার করে নিতে হবে৷( মনে মনে)

আমি তোমাকে আজ বিয়ে করবো৷ আর যদি তুমি আমায় বিয়ে না করো তাহলে তোমায় নিয়ে অনেক দূরে চলে যাবো আমি অনেক দূরে৷ এখন তুমি তারাতাড়ি রাজী হয়ে যাওতো৷

জীবনেও না৷ আমি আপনাকে জীবনেও বিয়ে করবো না৷ আর আপনিই বা কেনো আমায় বিয়ে করতে চাইছেন৷

কেনো তুমিইতো আমায় বিয়ে করতে চাইতে৷তাছাড়াও আমি তোমাকে খুব ভালোবাসি সামান্তা খুব ভালোবাসি৷ কী করিনি তোমার জন্য৷সব করেছি সব৷

হ্যাঁ আমি বলেছিলাম আপনাকে বিয়ে করবো বাট এটা আমি সিরিয়াসলি বলিনি আদনান ভাইয়াকে রাগানোর জন্য বলেছিলাম৷ আর কী করেছেন আপনি আমার জন্য?আমার জানামতে আপনি আমার জন্য কিছুই করেননি৷আর আপনি আমাকে ভালোবাসেন এটাই বা কী করে বিশ্বাস করবো আমি৷

তোমাকে আর আদনানকে আলাদা করে দিয়েছি সেটা কী কিছুই না৷ ভালোবাসি বলেই আমি আদনানকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছি৷ কারণ ওকে তোমার সাথে দেখলে সহ্য হয়না আমার৷ (রেগে)

ম,,মানে আপনি আমাকে আর আদনান ভাইয়াকে,,

হ্যাঁ আমিই তোমাদের দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করিয়েছি৷ আর ওকে দূরে পাঠিয়ে দিয়েছি৷

কীভাবে করলেন আপনি এসব??আপনি বললেন আর ভাইয়াও মেনে নিলো

রকি আমার সামনে রাখা একটা চেয়ারে বসে বললো,
শুনো তবে
তোমার ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করেছি৷ সেই ভিডিওতে তুমি কাপড় চেঞ্জ করছিলে আর তোমার শরীরের অনেক অংশই দেখা যাচ্ছিলো৷ প্রথমে আমি আদনানকে খুব ভালো ভাবে বুঝাতে চাইছিলাম বাট সে আমার কথা কানেই নেয়নি৷ আমিও তোমার রুমে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম৷ আর একদিন বসে বসে তোমার ভিডিও দেখছিলাম হঠাৎ চোখ পরতেই দেখলাম তোমার রুমের বাম পাশে আরেকটা কী জেনো দেখা যাচ্ছে৷ ভালো করে যোম করে দেখলাম এটা একটা ক্যামেরা৷ ব্যস পেয়ে গেলাম ভুল বুঝানোর আরেকটা উপায়৷ আদনান নাকি কিছুতেই তোমায় ছাড়বেনা৷ তারপর আমি ওকে বাধ্য হয়ে তোমার চেঞ্জ করার ভিডিও দেখিয়েছিলাম৷ আর বলেছিলাম এটা ভাইরাল করে দিবো৷
তারপর রকি কী কী প্ল্যান করেছিলো সব খুলে বললো৷ আমার হাত পা এখনো বাঁধা তা না হলে এতক্ষণে চড় বসিয়ে দিতাম ব্যাটার গালে৷

শুধু এই ভিডিও না আরো অনেক ভিডিও৷ এখন তুমি যদি রাজি না হও তো আমি ভিডিও সত্যি সত্যি ভাইরাল করে দিবো৷

তুই কী ভেবেছিস আমি তোকে বিয়ে করবো৷ আরে তোর মতো জানোয়ারের দিকে তাকালেও পাপ৷ তোর জন্য আমি আদনান ভাইয়াকে ভুল বুঝেছি৷ ভাইয়া আমাকে বারবার বলার চেষ্টা করেছে৷ ভাইয়া আমার সম্মান বাঁচানোর জন্য তোর কথা শুনেছে৷ কিন্তু আমি কিছুতেই তোর কথা শুনবো না৷ নিজের সম্মানের কথা ভেবেও না৷

তোর বাপ মাও আমার কাছে তোকে বিয়ে দিবেনা কারণ তুই রাজী না তাই৷ আমি জানি তুইও বিয়ে করবি না৷ তাই তোকে সোজা তুলে নিয়ে এসেছি৷ (রেগে)

এতই যখন ভালবাসিস তাহলে আমার হাত পায়ের বাঁধন খুলে দিচ্ছিস না কেনো? তুই কী বুঝতে পারছিসনা আমার যে কষ্ট হচ্ছে৷ ও তুই বুঝবিই কী করে তুই কী আমায় সত্যিকারের ভালোবাসিস নাকি৷

আমার কথা শুনে রকি এগিয়ে এসে আমার হাত পায়ের বাঁধন খুলে দিলো৷বাধঁন খোলার সাথে সাথেই আমি ওকে কষিয়ে চড় বসিয়ে দিলাম৷
তোর মতো ছেলেকে কিছুতেই বিয়ে করবো না আমি৷ কী মনে করেছিস এসব করলেই আমি তোকে মেনে নিবো৷ কক্ষণো না৷ আমার মনে শুধু আদনান ভাইয়াই আছে আর থাকবেও৷ তোর মতো নিকৃষ্ট মানুষ আমি দুটো দেখিনি৷ আমাকে এখান থেকে যেতে দে বলছি৷

রকি রেগে তেড়ে এসে আমার চুলের মুঠি ধরলো৷
তোকেতো বিয়ে করতেই হবে৷ আর আজই৷ তারপর আমার চুলের মুঠি ছেড়ে দিয়ে একটা বক্স এনে আমার হাতে দিয়ে বললো,,এখানে শাড়ি আর অর্নামেন্টস আছে এগুলো পরে নিবি৷ আমি বাজারে যাচ্ছি এসে যাতে দেখি তুই রেডি হয়ে গেছিস৷

রকি বেড়িয়ে গেলো৷ দরজাটাও তালা মেরে গেছে৷ খিদেয় মরে যাচ্ছি আমি৷ ফোনটাও আমার হাতে নেই৷ ওই রকির কাছে আছে বোধহয়৷ আমি এই রকিকে কিছুতেই বিয়ে করবোনা৷ আদনান ভাইয়া ঠিকই বলতো এই রকি মোটেও ভালো না৷ কেনো যে তখন ভাইয়ার কথা শুনলাম না৷ যদি শুনতাম তাহলে হয়তো আজ এই দিনটি দেখতে হতোনা৷

♣️♣️♣️

কালো হুডি পরে কানে ব্লুটুথ লাগিয়ে হাতে ব্রিফকেস নিয়ে এগিয়ে আসছে আদনান৷ আজই সে বাংলাদেশে পা রেখেছে৷

হ্যালো জিসান সামান্তার কী খবর??

ভাই সামান্তা আপুকে কাল থেকে পাওয়া যাচ্ছেনা৷ ভার্সিটি থেকে ফিরছিলেন তারপর আর বাড়িতে যাননি৷

কিহহহ!!!আচ্ছা আমি আসছি তুই তারাতাড়ি আমার বাংলোতে চলে আয়৷ রকিই সামান্তার কিছু করেছে৷ আর তোকে যে বলেছিলাম ল্যাপটপ নষ্ট করতে সেটা করেছিস??

হ্যাঁ ভাই কাল আমি রকির বাড়িতে গিয়েছিলাম৷ তারপর ওর মাকে বললাম রকি আমায় পাঠিয়েছে ল্যাপটপ ঠিক করার জন্য৷ তবে আমি নষ্ট করিনি৷

তাহলে কী করেছিস??

ল্যাপটপ নিয়ে এসেছি৷আমার মনে হয় রকি এতো কাঁচা খেলোয়ার নয় ওর ফোনেও বোধহয় অনেক সিক্রেট আছে৷

হুম জানি আমি৷ আচ্ছা রাখছি৷ তারাতাড়ি চলে আসিস৷

চলবে,,,,

The unlimited love?
Season_2
Part_9
Writer:Nusrat

রকির কথা অনুযায়ী আমি শাড়ি আর কিছু অর্নামেন্টস পরে নিলাম৷ পরে যদি রেগে আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলে তখন৷ না বাবা রিস্ক নেওয়া যাবেনা৷ আপাতত রকি যা বলছে সেটা শুনাই ব্যাটার৷প্রচুর খিদে পেয়েছে আমার৷ দিন নাকি রাত সেটাও বুঝতে পারছিনা৷ রুম এমনভাবে অন্ধকার হয়ে আছে৷ এতোটা পাষাণ মানুষ কী করে হয় সেটাইতো বুঝতে পারছিনা আমি৷ এতক্ষণ হয়ে গেলো তারপরও একবার এসে জিজ্ঞেস করলো না আমার খিদে পেয়েছে কী না৷ যদি সত্যি রকি আমায় ভালোবাসতো তাহলে আমার অবস্থা বুঝার অন্তত চেষ্টা করতো৷ ও কি সত্যি আমায় ভালোবাসে নাকি কোনো রিভেঞ্জ নিচ্ছে আমার উপর এখান থেকে যে পালাবো সেই সুযোগটাও নেই৷ কোথায় বন্দী করে রেখেছে কে জানে৷ আমি আদৌ ঢাকায় আছি তো৷রকি যদি আমায় বিয়ে করে ফেলে তখন কী করবো আমি৷ এখান থেকেতো পালাতেও পারবোনা দরজা জানালা সব বন্ধ৷ আজ খুব আদনান ভাইয়ার কথা মনে পরছে৷ ভাইয়া কী জানে আমার যে বিয়ে হতে যাচ্ছে৷ ভাইয়া কী আটকাতে আসবেনা৷

♣️
রকি এখনো সামান্তার কাছে যায়নি৷ বাজারে আছে এখনো৷ কী যেনো খোঁজাখুঁজি করছে৷ কী মনে হতেই কাকে যেনো ফোন করলো৷

হ্যালো রিয়াদ ওদিকের কী খবর৷
.
ভাই ওদিকের খবর মানে কোনদিকের খবর??
.
আদনানের কথা বলছি আমি৷ আদনান এখন কী করছে?? কিছু জানো তুমি?
.
আদনান খান তো আমেরিকা থেকে বাংলাদেশে চলে গেছে৷ ৭,৮ঘন্টার মতো হবে৷
.
হোয়াট?? তুমি এখন জানাচ্ছো আমাকে৷ যখন আমেরিকা থেকে রওনা দিয়েছিলো তখন কেনো বলোনি৷ বলো কেন বলোনি?কোথায় ছিলে তুমি ড্যাম ইট৷ তোমাকে আমি আমেরিকায় কী জন্যে পাঠিয়েছিলাম৷ তুমিও চলে এসো৷ তারপর তোমাকে মজা দেখাচ্ছি৷ (রেগে)

♣️
আদনান তার বাংলোতে বসে জিসানের সাথে কথা বলছে৷ তার এই বাংলোর খবর জিসান ছাড়া আর কেও জানেনা৷ ইভেন ওর ফ্যামিলির কেউ ও না৷ লুকিয়ে এখানে কাজ করে তারা৷ যারা অন্যায় করে তাদের ধরে এখানে এনে শাস্তি দেয়৷ তবে মার্ডার করেনা৷ কাউকে মুখও দেখায়না৷

জিসান জানার চেষ্টা করেছিস রকি এখনা কোথায় আছে৷
.
হ্যাঁ রকির নাম্বার খুব কষ্ট করে কালেক্ট করেছিলাম আমি৷এখন ওর নাম্বার ট্রাক করছি দেখি লোকেশন কোথায় দেখায়৷
একি ভাই ওর লোকেশন তো উত্তরার দিকে ইনডিকেট করছে৷ তার মানে ও উত্তরায় আছে৷ ভাই আমাদের এখুনি যেতে হবে৷
.
হুম চল ও কোনো অঘটন ঘটিয়ে ফেলার আগেই আমাদের ঠিক সময়ে পৌঁছাতে হবে৷

♣️
আদনান দেশে চলে এসেছে মানে ও কোনো না কোনো কিছু করবেই৷ হাত পা গুটিয়ে একদম বসে থাকবেনা৷ ও যদি কোনো উল্টা পাল্টা করে তাহলে আমিও সামান্তার ভিডিও ভাইরাল করে দিবো৷ বাট সব ভিডিও তো আমার ল্যাপটপে আছে৷ এখন আবার ল্যাপটপ আনতে হবে৷

রকি ওর বাড়িতে এসে ল্যাপটপ দেখছে,বাট ভিডিওর কোনো চিহ্নই নেই৷ সব ফাইল খালি দেখাচ্ছে৷
আশ্চর্য আমিতো দুদিন আগেও দেখলাম সব ভিডিও ঠিকঠাক ভাবেই আছে তাহলে আজ কীভাবে ভ্যানিশ হয়ে গেলো৷ এটাই যে আমার এক মাত্র হাতিয়ার ছিলো বাসায়তো মা ছাড়া আর কেউ নেই, তাহলে কী মা আমার ল্যাপটপে হাত দিয়েছে৷ না না মা আমার কোনো জিনিসেই হাত দেয়না আর ল্যাপটপে তো না ওই৷ তবুও একবার জিজ্ঞেস করি,

“মা তুমি কি আমার ল্যাপটপে ধরেছিলে৷?
.
না আমি কেনো তোর ল্যাপটপে ধরবো?তুই না একটা ম্যাকানিককে পাঠিয়েছিলিস তোর ল্যাপটপ ঠিক করার জন্য সে ওইতো ধরেছে৷আর কেউ ধরেনি৷
.
রকি নিজের মাথার চুল টেনে বললো,,
মা এটা তুমি কী করলে আমি কোনো ম্যাকানিককে পাঠাইনি৷ তুমি তো আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে আমি কোনো ম্যাকানিককে পাঠিয়েছি কী না৷ কী করলে এটা তুমি মা৷
কথাটা বলে রকি চলে গেলো৷
আদনান সামান্তার কাছে পৌঁছানোর আগেই সামান্তাকে সরিয়ে ফেলতে হবে৷

♣️
রকি সামান্তার রুমে ঢুকে দেখলো ও সেজেগুজে ফ্লোরে লেপ্টে মাথা নিচু করে বসে আছে৷

“সামান্তা উঠো আমাদের চলে যেতে হবে৷
.
রকির কথায় চোখ তুলে তাকালাম আমি৷
আমি কোথায়ও যাবোনা৷ আগে আমায় খাবার দেন তারপর আপনি কি বলছেন সেটা ভেবে দেখবো৷ আপাতত আপনার কথা শুনার আমার কোনো মুড নাই৷ খুব খিদে পেয়েছে আমার৷ আপনি আমায় ইট্টু খাবারও দেন নাই৷ পানি পর্যন্ত দেন নাই (ঠোঁট উল্টে)
.
আমি যা বলেছি সেটাই হবে৷ তুমি যাবে আমার সাথে আর এক্ষুনি৷ তুমি কী মনে করেছো আমি তোমায় আদর করার জন্য বন্দী করেছি৷ মোঠেও না৷
কথাটা বলে রকি আমায় টেনে দাঁড় করালো৷ দরজা দিয়ে বেড় হতেই,,

‘আরেহ্ বাহ, আমাদের ছাড়াই শুভ কাজ সম্পন্ন করবে নাকি মিঃ রকি৷

আদনান ভাইয়ার কন্ঠ শুনে আমি আর রকি দু’জনই চমকে গেলাম৷ ভাইয়া দুই হাত পেকেটে গুজে দাঁড়িয়ে আছে৷ভাইয়াতো ইউএসএ ছিলো তাহলে বিডিতে কখন এলো৷ আমার ভাবনার ছেদ ঘটিয়ে ভাইয়া আবারো বলে উঠলেন,,

“আরে তোমরা দুজন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেনো৷ শুভ কাজে দেরি করতে নেই৷ চলো চলো বিয়ের আয়োজন শুরু করা যাক৷

ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে আছি৷ ভাইয়া এসব কী বলছে৷ ভাইয়া আমায় অন্য কারো সঙ্গে দেখলে এটা মেনে নিতে পারবে?দুই ফোটা চোখের জল ছেড়ে দিলাম আমি৷আমাকে পরপুরুষের সাথে দেখেও কিছু বলছেনা উল্টো আরও বিয়ের আয়োজন শুরুর করার কথা বলছে৷যেনো উনার কিছুই যায় আসেনা৷ ভাইয়া এতোটা চেঞ্জ হয়ে গেলো এই কয়েকদিনে৷ তার মানে কী ভাইয়া সত্যি সত্যিই বিয়ে করে নিয়েছে আর এখন একজন ভাই হয়ে বোনের বিয়ের দায়িত্ব পালন করছে৷ রকির দিকে তাকিয়ে দেখলাম ও ঘামছে৷ স্ট্রেঞ্জ ও ঘামছে কেনো ভাইয়াকে দেখে?ওর না অনেক পাওয়ার এই তার পাওয়ারের নমুনা৷

“দেখো আদনান আমাদের এখান থেকে যেতে দাও৷ আমাদের যাওয়াতে বাধা দিবেনা একদম বলে দিলাম৷
.
আরে রকি এসব কী বলছো তুমি? আমি কী তোমাদের যাওয়া থেকে আটকিয়েছি৷ আর মিস সামান্তা বিয়ে নিয়ে তোমার কী মত?রকি কিন্তু আমার চেয়ে অনেক ভালো৷ ও এট লিস্ট আমার মতো ঠকবাজ নয়৷ খুব ভালো রাখবে সুখে রাখবে আপনাকে৷

আমি বেশ ভালো বুঝতে পারছি সেদিনের আমার বলা কথাগুলোই ভাইয়া আবার আমায় রিপিট করে শুনাচ্ছে৷ কী করবো এখন আমি৷ শরীর বেশ দুর্বল লাগছে আর টিকে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছেনা আমার৷ মাথা ঘুরছে প্রচন্ড ভাবে৷ চোখেও সরিষার ফুল দেখছি৷ চোখ বন্ধ করেই পরে গেলাম আমি৷ কিন্তু অস্পষ্ট ভাবেই দেখতে পেলাম ভাইয়া দৌড়ে আসছে৷

আদনান রকিকে ধাক্কা মেরে সামান্তার পাশে বসে পরলো৷ সামু সামু চোখ খোল আমি তো শুধু তোর সাথে একটু মজা করছিলাম৷ প্লিজ চোখ খোল ইয়ার৷
তারপর রকির দিকে শক্ত চোখে তাকিয়ে বললো,,
আমার সামুর এই অবস্থা কীভাবে হলো৷ যদি তোর কারণে আমার সামুর কিছু হয় আমি কিন্তু তোকে জ্যান্ত পুতে ফেলবো৷ চুপ করে আছিস কেনো বল ওর এই অবস্থা কীভাবে হলো৷

চলবে????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here