The_boss
Part: 2
Aarizona Ella
সকাল সকাল মেজাজ খারাপ হয়ে আছে।। কি করবো এই চুলা নিয়ে?(মায়া)
কোন ভাবে চুলা জ্বালিয়ে চায়ের পানি বসালো মায়া।।
চা তো বেশ করে খেতে হবে না খেলে দিন আমার ফুরাবে না।।?এক মগ চা নিয়ে টেবিলে বসলো মায়া।।আর বাকি অর্ধেক মিনি হট ফ্লাস্কে ঢেলে নিলো সে।।
এতো চা খেলে তো তুই কালো হয়ে যাবি।।ডেইলি ১০ কাপের উপর চা খাস তুই।।এতো চা কিভাবে খেতে পারিস?মায়ার ভাই টেবিলে বসতে বসতে বললো।।
তুমি খাবে?দিবো???(মায়া)
হ্যাঁ আমার জন্য এক কাপ ই যথেষ্ট ?(মায়ার ভাই)
খেয়ে নিও ভাই,,আমি রেডি হয়ে কিছুক্ষনের মধ্যে বের হয়ে যাবো।। (মায়া)
কই যাবি? ?(মায়ার ভাই)
আর কোথায়? ব্লাডি ইন্টারভিউ দিতে ?�(মায়া)
ফিরবি কখন?(মায়ার ভাই)
এতো ইনভেস্টিগেশন করার মানে কি হ্যাঁ??(মায়া)
আমার ছোট বোন তুই,খবর রাখা দায়িত্ব আমার।(মায়ার ভাই)
তাহলে চাকরি টাকরি করে আমাদের পেটের দায়িত্ব টা নিলেও পারিস?শুকনো আদর দেখাতে আসিস কা?(মায়া)
এতো ঝগড়া কিভাবে করতে পারিস তুই?আল্লাহর দুনিয়ায় এক পিস ?(মায়ার ভাই)
মুখ ভেংচি দিয়ে সেখান থেকে চলে আসলো মায়া।রেডি হয়ে চায়ের ফ্লাস্ক টা ও ব্যাগে ঢুকিয়ে নিলো সে।।সব মিস গেলেও চা খাওয়া তার মিস যায় না।।।
বাইরে হাল্কা বৃষ্টিও হচ্ছে মেইন রোডে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে মায়া।।
একটা কার দ্রুত গতিতে চালানোর কারনে রাস্তায় জমে থাকা এক গা দা ময়লা পানির ছিটা মায়ার শরীরে এসে পড়লো।।
????আল্লাহহহহহহহহহহহ।।।।।।এটা কি হলো।। এই গাড়ি ওয়ালা চোখ কি বাসায় রেখে গাড়ি চালাস নাকি??পাশ থেকে একটা পাথর কুড়িয়ে নিয়ে সোজা ছুড়ে মারলো গাড়িটির পেছনের গ্লাসে।।।।
খানিকটা সামনে গিয়ে গাড়িটি কে থামতে দেখে মায়া ওইদিকেটা ই দৌড় দিলো।।
ওহ জনাব গাড়ি ওয়ালা বের হোন।? গাড়ির জানালার গ্লাসে বারি দিয়ে বললো মায়া।
গাড়ির মালিক সোজা বের হতেই দুজন এর চোখ কপালে????
আপনি?????(মায়া)
আপনি?????(ইলমাজ)
মায়ার মুখ,জামা,সব খানে কাঁদা দেখে হাল্কা হেসে উঠলো ইলমাজ।।
আমার অবস্থা দেখেছেন??? যখন থেকে আমার সামনে এসেছেন তখন থেকে আমার মুহুর্ত গুলো কে জাহান্নাম বামিয়ে রেখেছেন।।?এখন বাসায় যেতে আর আসতে লাগবে ২ঘন্টা তার মানে আমার চাকরি শুরু হওয়ার আগেই শেষ। ??
আপনি আমার গাড়ির গ্লাস ভেংগেছেন তার কি হবে??(ইলমাজ)
গ্লাস ভেংগেছি বেশ করেছি?পুরো গাড়ি টাই ভেংগে দেয়া উচিত ছিলো ?।।আমার পুরো জামা নষ্ট করে দিয়েছেন।।আপনি আমার লাইফকে কাল রাত থেকে হেল বানিয়ে রেখেছেন??
আমারও অনেক বড় লস করেছেন আপনি,,আমার মালিকের গাড়ি এটা গ্লাস ভেংগে গেছে এখন আমি কি করবো? আমি গরীব লোক গাড়ির গ্লাস ভাংগা দেখলে বস আমাকে চাকরি থেকে বের করে দিবে।।?(ইলমাজ)
আচ্ছা,?,মায়া ইলমাজ এর উপর থেকে নিচে একবার ভালো ভাবে দেখে নিলো।।
ড্রেসাপ তো ভালো দেখছি।।বেতন মোটা অংকের পান মনে হয়!?(মায়া)
হুম,?এখন আমার গাড়ির গ্লাসের কি হবে?ঠিক করার টাকা ও নেই আমার কাছে?(ইলমাজ)
তাই!!আচ্ছা কতো টাকা লাগবে ঠিক করতে??(মায়া)
এইতো মাত্র ১০ হাজার?(ইলমাজ)
এত টাকা??(মায়া)
হুম?(ইলমাজ)
মন খারাপ কইরেন না।।আমি আজকে একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি যদি চাকরি হয়ে যায় তবে আপনার গাড়ির গ্লাস ঠিক করার জন্য টাকা দিয়ে দিবো।?(মায়া)
আচ্ছা ঠিক আছে।।(ইলমাজ)
আরেহ ভাই আপনি এখানে কি করছেন?অফিস যাচ্ছেন না?অনেক লেট হয়ে গেছে।।ক্লাইন্ট রা এসে বসে আছে আপনার অপেক্ষায়।।দিহান মাঝরাস্তায় তার গাড়ি থামিয়ে ইলমাজ কে বললো।।।
মায়া ভ্রু কুচকে তাকিয়ে আছে ইলমাজ এর দিকে।।
আরেহ দিহান বস এসেছে??(ইলমাজ)
আপনিই তো বস আবার কোন বসের কথা বলছেন??(দিহান)
বস?????(মায়া)
পড়েছি ধরা,আল্লাহ জানে আবার কোন যুদ্ধ শুরু করে এই মেয়ে?মনে মনে বললো ইলমাজ।
হাল্কা গলা ঝেড়ে চাপা হাসি দিয়ে গাড়ির ভিতর প্রবেশ করার সময় মায়া তাকে পিছন থেকে ডাক দিতেই চমকে উঠলো ইলমাজ।।
শুনুন??(মায়া)
জ্বী বলুন???(ইলমাজ)
ব্যাগ থেকে চায়ের ফ্লাস্ক বের করে তার ঢাকনা খুলে সোজা ইলমাজের হোয়াইট স্যুটের উপর চা সব ছিটকে মারলো।।
???ইন্না-লিল্লাহ।।। আপনি এটা কি করেলেন???(ইলমাজ)
মিথ্যা কথা বলার শাস্তি।।মিথ্যুক কোথাকার।। এবার বুঝেন কাপড় নষ্ট হওয়ার কষ্ট কতো তীব্র।।?(ইলমাজ)
ইউ স্টুপিড!!u r such a stupid lady i have ever seen in my life..i’ll deal with you later?(ইলমাজ)
have a good day..?(মায়া)
রাগে হন হন করতে করতে গাড়িতে উঠে চলে গেলো ইলমাজ।।
টিস্যু দিয়ে মুখ হাত মুছে রিকশায় অফিসের উদ্দেশ্য রওয়ানা হলো মায়া।।।
চলবে।