The_Boss Part :23

0
2888

The_Boss

Part :23

Afreen Ella

মায়া ইলমাজের বাড়ির বাহিরে এসে দাঁড়ালো,হাঁপিয়ে উঠেছে সে।।হাঁপাতে হাঁপাতে হাতে থাকা বাক্সটির দিকে চোখ গেলো মায়ার।।এর ভিতরে কি হতে পারে ভাবছে সে।।কারো গলা ঝাড়ার শব্দ পেয়ে ভাবনার জগৎ থেকে বেরিয়ে তাকালো।।

কি ভাবছো মিস মায়া?ভেবেছি চলে গেছো!নাকি এখান থেকে যাওয়ার ইচ্ছা টা ও চলে গেছে?(ইলমাজ)

আম,,না মানে বক্সে কি এটা ভাবার চেষ্টা করছিলাম।।(মায়া)

এটা বাসায় গিয়ে খুলো।।চলো বাড়ি পৌছে দিয়ে আসি(ইলামাজ)

হুম,মাথা ঝাকালো মায়া।।

ইলমাজ গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে শুরু করলো।।

মায়া বাহিরের স্তব্দ পরিবেশ টি কে উপভোগ করছে আর বার বার মুখ থেকে চুল সরাচ্ছে।।।
ইলমাজ মায়ার মোহনজালে ডুব দিচ্ছে।।মায়ার দিকে কিছুক্ষন তাকিয়ে থাকার পর গাড়ির স্পিকারে গান প্লে করলো।। গান বাজছে আর গানের সাথে সাথে ইলমাজ ও মায়ার চেহারার মায়া অনুভব করছে।।

দেখা হাজারো দাফা আপকো!!
ফির বেকারারি কেসী হে,,
সামহালে সামহালতা নেহি য়েহ দিল,,
কুছ আপ মে বাত এসি হে,

ইলমাজ গানের তালের সাথে সাথে গুন গুন করছে আর মায়ার দিকে তাকিয়ে মুচকি হাসছে।।
মায়া প্রকৃতির রূপে মগ্ন হয়ে বাতাসে চুল বিলিয়ে দিচ্ছে আর ইলমাজ যেন তার ই মাঝে হারিয়ে যাচ্ছে।।

মায়ার বাড়ির সামনে গাড়ি থামালো ইলমাজ, নিজেকে সামলিয়ে গাড়ি থেকে নেমে ঘরের দিকে হাটা ধরলো মায়া।।
ইলমাজ অবাক চোখে মায়ার যাওয়ার দিকে তাকিয়ে আছে,অবাক হচ্ছে এজন্যই কারন এভাবে না বিদায় না কিছু বলে চলে যাওয়া টা অদ্ভুত লেগেছে ইলমাজের।।
আর অন্য দিকে মায়ার বুক ধুকধুক করছে যার কারনে সে ইলমাজের সাথে কথা বলার সাহস জোগাড় করতে পারে নি।।।মায়ার ঘরের ভিতরে প্রবেশ করার পর ইলমাজ ও গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেলো।। গাড়ির আওয়াজ শুনে মায়া আবারও থতমতিয়ে ঘরের বাহিরে এসে ঠিক রাস্তার ধারে এসে এপার ওপার উকি দিতে শুরু করলো।।

মায়ার বাড়ির রাস্তা থেকে সামান্য দূরে একটি মোড়ে ইলমাজের গাড়ি দাঁড় করানো, এই মোড়ের একপাশে দূর থেকে আড়ালে দাঁড়িয়ে এতক্ষন ইলমাজ মায়াকে দেখছিলো।।
মায়া মন খারাপ করে আবারো ঘরের ভিতরে চলে গেলো।। মায়া যাওয়ার পর ইলমাজ মুচকি হেসে গাড়িতে বসে মনের সুখে গাড়ি ড্রাইভিং এর পাশাপাশি আবারও গান প্লে করে গুন গুন করতে লাগলো।।

য়েহ দিল তুম বিন কাহি লাগতা নেহি!!
হাম কিয়া কারে,,,,
তাসাভার মে কই বাস্তা নেহি,,,
হাম কিয়া কারে???
তুমহি কেহদো আব এ জানে বাফা,
হাম কিয়া কারে???

কিসি কি দিল মে বাস কে
দিল কো তারপানা নেহি আচ্ছা!!!
নিগাহোকো ঝালাক দে কে
ইউ ছুপ যানা নেহি আচ্ছা।।।
উম্মিদো কে খিলে গুলশান কো
ঝুলসানা নেহি আচ্ছা,

হামে তুম বিন কই জাচ তা নেহি
হাম কিয়া কারে!!!!!!

বেশ মনের সুখে গুন গুন করতে করতে নিজের বাড়ি পৌছলো ইলমাজ।।

চেঞ্জ করে বক্সটা হাতে নিয়ে একটা গভীর নিঃশ্বাস ছাড়লো মায়া।।

বক্স খুলতেই চোখ দুটো ছানাবড়া করে অবাক হলো।।

একটা ক্রিস্টাল পাথরের শো-পিসের গায়ে ছোট ছোট কুন্দন দিয়ে ইংরেজিতে লিখা,,

Seni seviyorum Maya..

শো পিস টি বেশ দামী মনে হচ্ছে মায়ার আর পাথর গুলো ও বেশ আকর্ষনীয় বেশ অদ্ভুত রকমের সুন্দর।।

ওয়াও!!!!এটাতো সাংঘাতিক সুন্দর?এই লোক কি পাগল নাকি?আর এর গায়ে এটা কি লিখা???এর মানে কি???উফফফফ এই লোক পুরাই হাদারাম!!!!লিখেছে তাও না জানি কোন গ্রহের ভাষা?বাংলায় লিখতে না পারলে ইংরেজিতে লিখতো অন্তত!!! এখন এটার মানে আমি কিভাবে বুঝবো??যায় হোক কাল ওই হনুমান থেকেই জিজ্ঞাস করবো সে দিয়েছে তো সেই জানবে,কিন্তু জিনিস টা মারাত্মক।।?এতক্ষন নিজে নিজেই বক বক করছিলো মায়া।।

সকালে অফিস পৌছে এনির ক্যাবিনে ইলমাজের অপেক্ষা করতে শুরু করলো মায়া।।প্রায় এক ঘন্টা পর তার অপেক্ষার আবাসন ঘটলো।।
ইলামাজ বড়ই ভাবের সাথে তার ক্যাবিনের দিকে এগুচ্ছে।।।
মায়া দৌড়ে তার পিছু পিছু ইলমাজের রুমে প্রবেশ করলো।।

মায়াকে ওভাবে ভিতরে ঢুকতে দেখে হাল্কা চমকে দাঁড়ালো ইলমাজ।।

what’s up Miss Maya Azhaari??এভাবে দৌড়াচ্ছিলে কেনো?(ইলমাজ)

মায়া হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো।,

স,,স্যার কাল বাক্সে ওটা কি ছিলো? (মায়া)

কেন কি ছিলো তা কি এখনো দেখো নি?ভ্রু একটা উপরে তুলে জিজ্ঞেস করলো ইলমাজ।।

ন,না মানে দেখেছি কিন্তু ওই লিখা টার মানে কি ছিলো?(মায়া)

কোন লিখা টা?(ইলমাজ)

ওই যে ক্রিস্টাল স্টোন টার উপর যা ছিলো ওই লিখাটার অর্থ কি সেটা জানতে চাচ্ছি?(মায়া)

কি লিখা ছিলো ওখানে? অধীর আগ্রহে তাকিয়ে জিজ্ঞেস করলো ইলমাজ।।

ইলমাজের চাহনি দেখে হাল্কা গলা ঝেড়ে সোজা হয়ে দাঁড়ালো মায়া।।তারপর হাতের তালু তে দেখে ইলমাজ কে বললো,,,

Seni Seviyorum এটার অর্থ কি?আর এটা কোন গ্রহের ভাষা??(মায়া)

আবার বলো শব্দ টা?নেশাভরা চোখে ইলমাজ মায়ার দিকে তাকাচ্ছে।।

S,,s,,Seni Seviyorum ঢোক গিলে আমতা আমতা করে বললো মায়া।।

মায়ার জবাবে ইলমাজ মায়ার দিকে একনাগাড় পলকহীন তাকিয়ে এক পা এক পা এগিয়ে যাচ্ছে আর মায়াও ঢোক গিলতে গিলতে এক পা এক পা পিছুচ্ছে।।

মায়া দরজার সাথে লেগে দাঁড়ালো আর ইলমাজ মায়ার সাথে প্রায় ঘেঁষে দাঁড়িয়েছে।।মায়ার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো,,

পাঁচ দিন সময় দিয়েছি এর মাঝে এই কথার অর্থ খুজে বের করবে,যেদিন বের করতে পারবে সেদিন বিস্তারিত জানতে পারবে।।আর যদি আমার দেয়া সময়ের মাঝে এর অর্থ খুজে বের করতে না পারো তবে এই বিষয় টা কে ওতটুকুতেই ড্রপ করবে।।।

মায়া হতড়ম্ব হয়ে তাকিয়ে আছে ইলমাজের দিকে কি বলবে কিছুই বুঝতে পারছে না।।।?

চলবে।।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here