The_Boss
Part:26
Afreen ella
ইলমাজের দেয়া সময়ের আজ শেষ দিন।।মায়া চিন্তিত কিভাবে ইলমাজকে এই ব্যাপারে জানাবে।।জানালার পাশে বসে চিন্তা করছে ইলমাজ ঘারত্যাড়া যদি আবার উল্টো কিছু করে বসে।।।
পরেরদিন অফিস পৌছে ইলমাজকে গুড মর্নিং জানাতে তার ক্যাবিনে গেছে।।ভিতরে প্রবেশ করতে ইলমাজ ধমকের স্বরে বলতে শুরু করলো,,,
সামান্য একটা এম্পলয় হয়ে বসের ক্যাবিনে প্রবেশ করছো তাও নক না করে ওইটুকু ম্যনার টা ও শিখো নি? (ইলমাজ)
মায়া অবাক হয়ে ছল ছল চোখে তাকিয়ে আছে ইলমাজের দিকে।।
এভাবে তাকিয়ে ক দেখছো যাও আবার নক করে প্রবেশ করো।।(ইলমাজ)
ওকে স্যার।।(মায়া)
তাৎক্ষনাক মায়া সেখান থেকে বেরিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে চোখে থাকা টলটল জল মুচে নিজেকে স্বাভাবিক করে দরজায় আবার নক করলো।।
ইলমাজ ভিতর থেকে আসার অনুমতি দিলে ভিতরে প্রবেশ করলো মায়া।।
এবার বলো কি কাজে এসেছিলে?(ইলমাজ)
আসলে স্যার মায়ের শরীর খারাপ তাই তাৎক্ষনাক বাসায় যেতে হবে আপনার অনুমতি নিতে এসেছিলাম।।(ইলমাজ)
যাও।।মায়ার দিকে না তাকিয়েই বললো ইলমাজ।।
মায়া চুপচাপ সেখান থেকে বেরিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলো।।।
অফিস থেকে ফেরার পর মায়া একবারও কান্না করেনি।।শুধু ভাবছে মানুষ কতটা রহস্যময় হতে পারে,তাচ্ছিল্যের হাসি হাসলো মায়া।।
ছাদে বসে সিগারেটের ধোয়া উরাচ্ছে ইলমাজ,,দিহান এসে ইলমাজের পাশস বসলো।।
ভাই??ঠিক আছেন?(দিহান)
ইলমাজ আকাশের দিকে এখনো তাকিয়ে আছে।। তার মাঝে অন্যমনস্কী ভাব প্রকাশ পাচ্ছে তা নিরদ্বিধায় বুঝেছে দিহান।।
দিহান ইলমাজের কাঁধে হাত রাখলো।।আর বলতে লাগলো,,,
ভাই???(দিহান)
হুম,,দিহানের ডাকে ফিরে তাকালো ইলমাজ।।
ভাই আমি জানি আপনি কিছু একটা নিয়ে খুব ডিপ্রেস্ড,আপনাকে আমি আজ পর্যন্ত আপনাকে কখনো এতটা চিন্তিত দেখি নি,,কি হয়েছে?(দিহান)
কিছু হয় নি,,,এম্নিতেই রাতের আকাশে তারা গুনার চেষ্টা করছিলাম ভাল্লাগছিলো না তাই।।(ইলমাজ)
মন খারাপের মাঝেও আপনি ফাইজলামি করা ছাড়বেন না।আপনি যেটা বলতে ইচ্ছুক না তার জন্য আপনাকে কখনো জোর করবো না শুধু এটাই বলবো আল্লাহ আপনার সহায় হোক। ।।।
চাপা হাসলো ইলমাজ।।দিহান চলে যাওয়ার পর দীর্ঘশ্বাস ছাড়লো সে।।
ইলমাজ মায়ার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না আজকে একমাস প্রায় শুধু তাই না মায়ার দিকে একপলক তাকায় না পর্যন্ত,,আর মায়ার অবস্থা তো কুকড়ে যাচ্ছে,ইলমাজের এমন মর্মান্তিক ব্যাবহার মায়াকে খুড়িয়ে মারছে না সহ্য করতে পারছে না কাউকে বলতে পারছে।।এনির ল্যানলাইনে কল এসেছে মায়াকে ইলমাজের ক্যাবিনে পাঠানোর জন্যে।।
স্যার তোমাকে উনার ক্যাবিনে যেতে বলেছে।।(এনি)
তা শুনে মায়ার ঠোঁটের কোনে এক চিলতে হাসি ফুটে ওঠেছে কোন প্রশ্ন না করে মায়া তাৎক্ষনাক ইলমাজের ক্যাবিনের বাহিরে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে ভিতরে প্রবেশ করলো।।
ইলমাজ মায়াকে দেখে হাল্কা গলা ঝেড়ে বললো,,
কিছু প্রয়োজনীয় কথা ছিলো (ইলমাজ)
জ্বী স্যার বলুন।।(মায়া)
এটা চেক করো।।মায়ার দিকে একটা ফাইল ছুড়ে দিলো ইলমাজ।।
মায়া চেক করেই যেন আতংকিত হয়ে গেলো।। জিজ্ঞাসু আর করুন দৃষ্টিতে ইলমাজের দিকে তাকালো মায়া।।।
আপনার রেজিগনেশন লেটার টা এক্সেপ্ট করা হলো নিচে হস্তাক্ষর করুন আর এবার আপনি অফিস ছেড়ে যেতে পারেন।।।
মায়ার চোখ থেকে গড়গড়িয়ে জল পড়তে শুরু করলো আর ইলমাজ মায়ার দিকে না তাকিয়েই এতক্ষন কথা গুলো বলছিলো তাই হয়তো সে মায়া তার অধর নয়নের কান্না আড়াল করলো
চলবে।।
আমি খুব বেশি অসুস্থ ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।।ধন্যবাদ।।