The_team_of_Rainbow’s_lovestory
Part:02
Writer: Sabrin Jahan
চোখ মুখ কুচকে দাড়িয়ে আছে নওশীন,,,,সামনে থাকা ব্যাক্তিকে আপাতত তার জম মনে হচ্ছে
,
নওশীন:শালা বাঘের মুখেই পড়তে হলো(মনে মনে)
তখন আরমান ওকে ধরেছিল,,
আরমান:আমাকে গালি দেওয়া শেষ মিস নওশীন রোদশী,,
নওশীন: হমম,,আব মানে না ইয়ে আমি আপনাকে গালি কেন দিবো
আরমান: তাও ঠিক ,,তুমি আবার ভালা মানুষ কিনা,, যাই হোক ,,,ফোন ধরছো না কেনো কয়েকদিন,,
নওশীন: এহ,,,শালা ভালোবাসি কবি না আবার ফোন ধরমু (মনে মনে) আমার ফোন আমার ইচ্ছা আপনার কি
আরমান:তোমার ইচ্ছা বলতে কি বুঝাও তুমি,,,(রেগে) তোমার মনে হয় না তুমি আজকাল তেরা কথা বার্তা বলছো( রাগী ভাবে)
নওশীন থত মত খেলো
নওশীন: হু,,,তাতে আপনার কি
আরমান:এই কি তখন থেকে আপনার কি আপনার কি শুরু করেছ,,,আমার অনেক কিছু,,,
নওশীন :কেনো??
আরমান:কারণ,,,(একটু থেমে) কারণ আমরা ফ্রেন্ড
নওশীন মলিন হাসলো
নওশীন: দেখুন মিস্টার আরমান সাহেল ,,, হ্যাঁ হয়তো আমরা ফ্রেন্ড কিন্তু এর বাইরে না আমি আপনার কেও আর না আপনি আমার কেও ,,তাই আমি কি করবো না করবো,,,ইভেন আমার পার্সোনাল লাইফ এ আপনি ইন্টারফেয়ার না করলে খুব খুশি হব,,
আরমান:আমি তোমার কেও না(অসহায় কণ্ঠে)
নওশীন : প্রশ্নটা নিজেকেই করুন
নওশীন আর কিছু না বলে চলে গেলো,,,,
নওশীন: খচ্চর বেটা,,কেন ..বলতে পারত না যে উনি আমায় ভালবাসে,,না এটা বলতে উনার মুখে বাজে,,,কথা বলবো না(নাক টেনে মনে মনে)
ওদিকে
আরমান:সত্যি কি বুঝ না কত টা ভালোবাসি তোমায়,,,,(মনে মনে)
?????
রোদেলা:কীরে ইমু কোন ভাবনায় আছিস
ঐশী:আরে আরিয়ান এর ভাবনায়
শ্রেয়া:মন আমার থুড়ি ইমুর আরিয়ান আরিয়ান করে রে
জুম:লা লা লা লালা
ইমু:তোরা থামবি,,ওই বজ্জাত কে আমার just সহ্যই হয় না,,,,
রোদেলা:really কোনো feel হয় না,,,
ইমু:না
রোদেলা:একটা কথা বলি,,,
ইমু: কন্টিনিউ
রোদেলা:আরিয়ান রিয়েলি loves you,,,, ইভেন ও তোকে প্রাণের থেকেও বেশি ভালো বাসে ,,
ইমু: দেখ আমার ওর জন্য কোন ফিলিংস নাই
শ্রেয়া:দেখিস পড়ে যেনো হারিয়ে না যায়,,,আর আফসোস করতে হয়
শ্রেয়ার এই কথা ইমুর কেমন যেনো লাগলো,,নিজের অজান্তেই ভাবতে লাগলো,,,যদি আরিয়ান হারিয়ে যায় ও কি থাকতে পারবে,,,
ঐশী:ওকে প্লীজ just leave,, আজকে কাজ আছে ,,সবাই চল,,
প্রিয়া: ইয়াপ
??????
Black t-shirt,black jeans, black hoodie and black watch পরিহিত ১৪ জন যুবক – যুবতী
যুবক-১: guys আজকে রাতে আবার মেয়ে পাচার হবে আমাদের সব রেডী
যুবক-২: হ্যাঁ
যুবতী-১: এই মিস্টার মওদুদীর এর প্রবলেম টা কে ,,তিনবার ধরা পড়ার পর ও আবার একই কাজ করে,,,
যুবক-১:তোমার মত
যুবতী-১:??
যুবক-১: ??
যুবক-২:প্লীজ ঝগড়া করো না তোমরা
যুবতী-১: ওকে let’s go guys,,,
সবাই: yoo
?????
মেয়ে পাচারকৃত গাড়ি নিয়ে চলছে মওদুদীর খানম,,,
খানম: জলদি কর ,,এবার ধরা পড়লে শেষ
হুট করে ড্রাইভার ব্রেক করলো
খানম:what ,,,break কেন করলে
ড্রাইভার:স্যার সামনে
খানম সামনে তাকিয়ে দেখে ,,,১৪ জন দাড়িয়ে আছে ,,, বাইক সাথে আছে,,, প্রত্যেকের হাতে গান,,,
খানম: ওহ নো,,,The Rainbow team ,,,
১৪ জন এর থেকে একজন এগিয়ে এসে ট্রাক এর টায়ারে গুলি করলো
ছেলেটা: খানম তোকে তিনবার ওয়ার্নিং দিয়েছি,,but তুই শুধরাবার নয়
খানম ট্রাক থেকে নেমে দৌড়ে পালাতে গেলে আরেকজন ছেলে ধরে ফেলে,, বাকিরা মেয়েদের উদ্ধার করে পুলিশ স্টেশন এ পাঠিয়ে দিয়েছে,,
মেয়ে:তোকে এতবার warning দিলাম তাও শুনলি না
খানম:প্লীজ এবারের মত মাফ করো,,আর হবে না
ছেলেটা:sorry but you have to leave,,,
এই বলে ছেলেটা শুট করলো খানম কে ,,খানম ওখানেই শেষ
মেয়ে: কাম খতম
প্রিয়া: এখনও বাকি আছে,
(ইয়াপ guys they are rainbows)
রোদেলা:কি কাজ
রোদ্দুর:গাঁধী এর সব কু কর্মের প্রমাণ পুলিশ কে দিতে হবে
রোদেলা: don’t call me গাঁধী
রোদ্দুর: এহহহ ,, don’t call me গাঁধী (ভেঙ্গিয়ে)
রোদেলা:you….
আরমান: don’t fight ,,, আপাতত আমাদের ঝগড়া করার সময় নয় let’s go,,
???????
নওশীন: ইয়ার এত গরম কেন
রোদেলা: আসলে কি বলতো আমি তো কয়েকদিন আগে আকাশ অ্যান্ড তাপমাত্রা বিষয়ক phd করেছি,,তাই না??
নওশীন: মানে
রোদেলা:আমি কি এগুলো নিয়ে phd করেছি যে আমাকে জিজ্ঞাস করিস
নওশীন:শালী তোকে তো গোবরে চুবাবো
রোদেলা: don’t copy my dialogue
নওশীন:তোর বুদ্ধি কবে হবে
রোদেলা:তোর বাচ্চা হওয়ার পর
প্রিয়া:এই wait
রোদেলা:what
প্রিয়া:নওশীন আরমান এর কি খবর
নওশীন:আর খবর ,,বজ্জাত মুখে শিকারই করে না আমাকে ভালবাসে ??
শ্রেয়া: চো চেড,
নওশীন:শ্রেয়া মনি তোমার উগান্ডা যাওয়ার ইচ্ছা আছে
শ্রেয়া:আমার নাই ,,রোদের আছে
রোদেলা: এনে আমি কোন থেকে আসলাম
শ্রেয়া:কেন,, তোমার উগান্ডার মহারাজের থেকে
রোদেলা:জুতা চিনো বন্ধু
জুম:এইতো
ঐশী:কি
জুম:এই same dialogue রোদ্দুর বলে
ঐশী: ওহো,,,খুব চলছে তাই না রে রোদ
রোদেলা:আজকে এক একটারে যদি উগান্ডা থুড়ি নাইজেরিয়ায় না পাঠাইছি দাড়া শালিরা
প্রিয়া:ভাগো
সব কয়টা দৌড়,,তার পিছে পিছে রোদেলা ও,,,,,
রোদেলা: বজ্জাত তোদের কপালে জামাই নাই ,,,বলে রাখলাম
জুম: আয় হায়,,তুই এই অভিশাপ দিস না ,,এমনেই পোলারা পাত্তা দেয় না
রোদেলা:??
নওশীন:শালী বিয়ে পাগলী
শ্রেয়া:আস্ত একটা বলদ
ইমু: ভূতের সাথে বিয়ে দিয়ে দেই ?
রোদেলা: শালী শেওড়া গাছের পেত্নার বউ ,,তুই ভুত ছাড়া চিনিস কি
ইমু:অনেক কিছু,,
প্রিয়া:উফ মাঝে মাঝে ভাবি
ঐশী: কি??
প্রিয়া: তোদের মত মেন্টাল আমার মত সুস্থ রোগীর থুড়ি মানুষের বেস্ট ফ্রেন্ড হইলো কেমনে
রোদেলা:ঐশী তোর জুতা টা দিবি
ঐশী:কোন সুখে
রোদেলা:না তোর হিল জুতোয় মাইর টা জোস লাগবো
জুম: কারে মারবি
রোদেলা: ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়??
প্রিয়া: প্রিয়া মরছে
রোদেলা:শালী নাইজেরিয়ার বজ্জাত এর বউ ,,তোর কোন দিক দিয়া নিজেকে সুস্থ লাগে
জুম:একদম,,,
শ্রেয়া:তুইও কম না
জুম:তোরে তো আমি
নওশীন:হইছে থাম
শ্রেয়া:by the রিকশা,,,আজকে ক্লাস করে কি করবো
জুম: হো ওই টাকলা বেটার লেকচার ভাল্লাগেনা
ঐশী: ভাল্লাগেনা ভাল্লাগেনা
নওশীন:so ,class ফাঁকি দিবো তাইতো
রোদেলা:আবার জিগায়
প্রিয়া : so let’s have some fun yoooo
সবাই:yoooo
রোদেলা:wait a minute,,, কোথা থেকে যেনো টিউন আসছে
ঐশী:একদম
শ্রেয়া: ফলো ইট!!
প্রিয়া:আবার জিগায়
জুম:so ready steady and go
নওশীন:লুক guys
রোদেলা:কি রে
নওশীন :boys rainbow team
রোদেলা: ও এরাও আমাদের মত এনজয় করতে আসছে,,
নওশীন:তাই তো মনে হচ্ছে,,,
ঐদিকে
রাজ গিটার প্লে করছে আর সবাই গান গাচ্ছে
Stoic blisish শালায় আবার জিগায়
দেখ না মিস রা দেখ দিল ঘাব্রায়
এসেছি ফিরে জয় করতে হৃদয়
নিউইয়র্ক টু ঢাকা baby আবার জিগায়
…..
রোদেলা:এদের শান্তি আমার সহ্য হচ্ছে
প্রিয়া: কি করবে রোদ বাবু
রোদেলা:সময় হলেই দেখতে পাবি অ্যান্ড don’t call me বাবু ??
ঐদিকে
রোদ্দুর: ইয়ার ভালো লাগে না
ঈশান:হো ,,ক্লাস বাং মাইরাও ভালো লাগে না
রাজ:চল না গার্লস গ্রুপ রে ডিস্টার্ব করি
নাফি: আইডিয়া টা মন্দ না
আরিয়ান:চল চল
আরমান: আবার ওদের পিছনে লাগতে যাচ্ছিস
রোদ্দুর:এই জ্ঞান দিস না তো
আরমান:??
এই বলে সবাই উঠলো,,,
নিজেদের ক্লাস ভবন পেরিয়ে যেই রোদের ক্লাস ভবনে ঢুকতে যাবে তখনই এক ঘাটটি ময়লা ওদের মাথায় পড়লো,,,আপাতত ওরা বাঁশ থুক্কু ক্রাশ না কমেডিয়ান মনে হচ্ছে,,
রোদ্দুর:what the,,, এসব কি
রাজ: ইয়াক দোস্ত কি গন্ধ
আরিয়ান: ওরে এডির গন্ধে মুই মরে যাইম
ঈশান:শালা এগুলো কোন ভাষায় কথা বলিস
আরমান: ওর বাঙ্গালা ভাষা
নাফি:কিন্তু এগুলো ফেললো কে,,,
ওরা উপরে তাকিয়ে কাওকে দেখতে পেলো না
.
.
.
.
.
চলবে….