The_team_of_Rainbow’s_lovestory Part:03

0
2032

The_team_of_Rainbow’s_lovestory
Part:03
Writer: Sabrin Jahan

ঐদিকে girls group হাসতে হাসতে শেষ,,,তখন ওরা তিন তলায় গিয়ে…

প্রিয়া:ওই বল না কি করবি

শ্রেয়া:উফ প্রিয়া এত কথা কেন বলিস,, ও যা করবে দেখতেই পাবি,,

এরই মধ্যে একটা জুনিয়র মেয়ে আসলো

জাহিন:আপু নেও এগুলো(গ্লাভস দিয়ে)

ঐশী: গ্লাভস কেন??

জাহিন: রোদ আপু চেয়েছিল

জুম:কেনো?

জাহিন: তাতো জানি না

রোদেলা:তুমি যাও

জাহিন : হামম

জাহিন চলে গেলো

নওশীন :এবার বল কি করবি,,

ইমু:শালী মুখ খুল

রোদেলা:পড়ে বলছি,,,প্রিয়া,শ্রেয়া ঐশী,, গ্লাভস পড়

সবাই পড়লো,,
রোদেলা:now dustbin উঠাও

সবাই:whattttttt??????

রোদেলা:আরে চিল্লাস কেন???এগুলো ওদের মাথায় ঢালবো

জুম:তাই বল,,আমি ভাবলাম তুই আবার সমাজ সেবায় নামছিস

রোদেলা:???

প্রিয়া:by the রিকশা ,,ওদের উপর ফেলবো কি করে

রোদেলা:ওই উগান্ডার মহারাজ তো আমার সাথে পাঙ্গা না নিলে থাকতে পারবে না তাই,, ও এখানে আসবেই

শ্রেয়া: বাহ,,,কি টান

রোদেলা: জুতা রেডী আছে??

প্রিয়া:আবার জিগায়

শ্রেয়া:আমি কিছু বলতে পারি নাকি?

তারপর ওরা যখনই ভবনে ঢুকতে গেলো ওরা চারজন চারটা ক্লাস থেকে ডাস্টবিন নিয়ে ওদের উপর ময়লা ফেললো

,,,,
রোদেলা: রোদেলা কে এবার হারে হারে বুঝবে।

শ্রেয়া:চল মজা নিবো না

জুম: ইয়াপ চল

অরূপ:ভাই it’s so awkward

ঈশান:ইয়ার এগুলো কি উড়ে এসে জুড়ে পড়লো

আরিয়ান:জানি না কিন্তু এই মুহূর্তে বাসায় যাওয়া প্রয়োজন

আরমান: হু

রোদ্দুর:উফ disgusting

রাজ: আম্মি

নাফি:চুপ বেটা

পাশ দিয়ে যাচ্ছিল গার্লস গ্রুপ ,,ভাব এমন যে ওরা কিছুই জানে না
ওদের দেখে girls group হেসে দিল

রোদেলা:মিস্টার রোদ্দুর ,,you know আপনাকে এই লুক এ কত হ্যান্ডসাম লাগছে

শ্রেয়া:পুরাই ময়লার সরদার

অরূপ:?

রোদ্দুর: ভাবছিলাম অন্য কেউ maybe কাজ টা করেছে,,কিন্তু আমি পাক্কা sure এখন যে এটা তুমি করছ

রোদেলা:কিভাবে

রোদ্দুর:তোমার চোখ দেখলেই বোঝা যায়

রোদ্দুরের এই কথা টা কেনো জানি রোদেলার হার্ট বিট বাড়িয়ে দিল ,,কেমন যেনো feel হচ্ছে ,,কিন্তু কেনো??

রোদেলা নিজেকে সামলালো

রোদেলা:চোখ বিশেষজ্ঞ নাকি

রোদ্দুর: না,,by the way এটা তোলা রইলো,,,সুদ সমেত ফেরত দিবো

রোদেলা : দেখা যাক,,,,

???????
ডাইনিং এ বসে আছে একজন গম্ভীর মুখ ব্যাক্তি,,,হাত মুষ্টি বদ্ধ টিভি এর নিউজ দেখে

নিউজ: Breaking news ,,,, শহরের সুনামধন্য সমাজ সেবক মিস্টার মওদুদীর খানম এর পর্দা ফাঁস,,, গতকাল মেয়ে পাচার করতে গিয়ে ধরা পড়েন তিনি,,,মেয়েদের উদ্ধার করেন None other than the team of Rainbow,,,, সেই সাথে তার সব কু কর্মের প্রমাণ ও দিয়েছেন The team of Rainbow,, কিন্তু মিস্টার খানম কে এখনও খুঁজে পাওয়া যায় নি ,,,আর না পাওয়া গেছে the team of Rainbow এর রহস্য কে,,, কারা এই Rainbow team,,, তদন্ত এখনও চলছে,,,কিন্তু Rainbow team এর এই কাজকে সরকার স্যালুট করে,,
পরবর্তী খবর পেতে চোখ রাখুন খবর বাংলাদেশে(কিসের সাথে relatable বলোতো- লেখিকা)

হাতের কাছে গ্লাস ছিল,,, ব্যাক্তিটি সেই গ্লাস ছুড়ে ফেলে গর্জিয়ে উঠলো

লোকটা: Rainbow team,,,, কারা এরা,,এর আগেও আমার কাজে এরা বাধা দিয়েছে,,এদের জন্য আমার business শেষ হয়ে যাচ্ছে,,,I will kill them

?????
Rainbow hall room এ একত্রিত সবাই
ঈশান:huh,, আমাদের কাজকে স্যালুট করে ,,,কিন্তু নিজেরা কিছু করে না

প্রিয়া:ওরা এমনই

আরিয়ান: যাক ওই খানম এর কাজ শেষ

জুম:আর এই মেয়ে পাচার হবে

রোদ্দুর: you all are wrong

রোদেলা:yes,,

আরমান:কেনো??

রোদেলা: see,, খানম কে একবার নয় পুরো চারবার warning দিয়েছি,,কিন্তু ও বারবার same কাজ করেছে,,ইভেন মেয়ে পাচার এর জন্য মেয়েও জোগাড় করেছে,,,

রোদ্দুর:অ্যান্ড খোঁজ নিয়ে জানতে পারি এসব কাজ যেই প্রফিট হয়েছে তার 30% ও নিজে রেখে বাকি 70% কাওকে দিয়েছে,,

রোদেলা:আর কেও টা কে তা এখনও জানা যায় নি,, যত দিন এই কেওকে না খুজে পাবো এই মেয়ে পাচার বন্ধ হবে না

শ্রেয়া:right

নাফি:কিন্তু ওদের খুঁজব কি করে

রোদেলা: যাবে একসময়

রোদ্দুর: Rainbow team এর সিক্রেট কেও যেনো না জানে

রোদেলা: হুমম

রোদ্দুর: স্পেশালি তুমি,,তোমার তো বক বক না করলে হয় না(রোদেলাকে উদ্দেশ্য করে)

রোদেলা:আপনার মত গাধা নই

রোদ্দুর:আমার থেকে বেশি গাধা

রোদেলা:তার মানে আপনি শিকার করলেন আপনি গাধা

রোদ্দুর নিজের কথায় নিজেই ফেঁসে গেল
তাও হাল ছাড়লো না,,,শুরু হলো বিশ্বযুদ্ধ

শ্রেয়া:উফ আবার।

সবাই:they are just impossible

এরা ঝগড়া করেই যাচ্ছে,,,
সবাই:chupppppppppppppppp

ব্যাস দুইজন চুপ হয়ে গেলো

অরূপ:এই রাস্তা বাড়ি যাবি তো চল

রোদেলা: অরুইপ্পা তুই আরেকবার আমারে রাস্তা ডাকলে খাইয়া ফালামু

অরূপ:থাক বইন চল

নওশীন:আমরাও যাই

আরমান:চলো ড্রপ করে দেই

নওশীন:no need

নওশীনের এই কথায় আরমান এর খারাপ লাগলো

আরমান:সত্যি কি আমাকে নিয়ে কখনও তোমার ফিলিংস আসে নি(মনে মনে)

নওশীন :এত কিছুর পর ও বলবে না ভালবাসি (মনে মনে)

আরিয়ান:ইমু রাণী চলো

ইমু:কই

আরিয়ান:ড্রপ করে দেই

ইমু:লাগবে না

প্রিয়া:জুম চল আমরা যাই

শ্রেয়া :আমি একা যাবো??

রোদেলা:আয় তোকে যাওয়ার সময় ড্রপ কর দিবো

সবাই যে যার গন্তব্যে
গাড়ি চলছে আর রোদেলা চিন্তায় মগ্ন
শ্রেয়া পিছনে বসে আছে,,আর অরূপ ড্রাইভিং এ মগ্ন

অরূপ:কীরে চুন্নি কি ভাবছিস

রোদেলা এবার কোনো react করলো না

রোদেলা:তোকে একটা কথা বলি (শান্ত গলায়)

শ্রেয়া:কি হইছে রোদ তোর

অরূপ:কি বল

রোদেলা:আচ্ছা Rainbow team এর আগে গ্রুপ ছিল তো boys 7 ,,, তাহলে আমাদের কেনো choose করলো রোদ্দুর,,,আর ওর সাথে তো আমার বনেও না

অরূপ:বলাটা কি জরুরী

রোদেলা:I need to know because now I am also the team member,, আর তোরা এই কাজ আগেও করতি,,আর তুই ওর অনেক close ,, আমি জানি তুই সব জানিস……

বলতে বলতে শ্রেয়ার বাড়ি এসে গেলো

শ্রেয়া:টাটা রোদ

রোদেলা:bye

গাড়ি আবার চলতে শুরু করল,

রোদেলা:বললি না তো

অরূপ:বাড়ি চল,,সব বলবো,,কিন্তু শর্ত আছে

রোদেলা:কি??

অরূপ:এগুলো কাওকে বলবো না,,

রোদেলা:আমার friend দের ও না??

অর্নব:যদি ওরা অন্য কাওকে না বলে তাহলে বলতে পারিস ,,but পড়ে ,,এখন বলিস না

রোদেলা: ওকে…..

বাড়ি পৌঁছানোর পর দুইজন ফ্রেশ হয়ে নিল,,তারপর রোদেলা অরূপ এর রুম এ গেলো,,বলে রাখা ভালো,,রোদেলা আর অর্ণব এর family একসাথেই থাকে

রোদেলা:বল

অরূপ:রোদ্দুর এমন এক ব্যাক্তি যার মুখে always হাসি থাকবে যার কারণে বুঝা যাবে না ওর মন খারাপ কখন হয়,,প্রায় ৫ বছর আগের কথা,,রোদ্দুর তখন ইন্টার 2nd year এ,,ওর একটা বোন ছিল,,নাম ইরা,,,,ভাই বোন একে অপরকে ছাড়া অচল,,ইরা ক্লাস 9 এ পড়ত,,একদিন রোদ্দুর ওকে কোচিং এ নামিয়ে দিতে গেলো,,, ইরা কোচিং এ ঢুকবে এমন সময় একটা গাড়ি এসে ওকে তুলে নিল

রোদেলা:whatt?

অরূপ:হুমম,,,রোদ্দুর ওদের ফলো করে কিন্তু ওরা ওকে distract করে,,সেদিন রোদ্দুর খুব কেঁদে ছিল,,, ও ওর বোনকে পাগলের মত খুঁজেছে পায় নি,,,
প্রায় দুইদিন পর ওর বোনের বিদ্ধস্ত লাশ পাওয়া যায়,,,

রোদেলা:কে বা কারা ছিল জানা যায় নি,,

অরূপ:না,,সেদিন থেকে রোদ্দুর এই club গঠন করে,,কিন্তু মেয়েদের উদ্ধারের ক্ষেত্রে মেয়েদের কিছু প্রবলেম হয় যার জন্য কিছু মেয়েও দরকার ছিল,,,

রোদেলা:আমরা যদি ভালো না হতাম,, মানে অন্য দলের হতাম তখন

অরূপ:first day at ভার্সিটি remember??

রোদেলা:কি?

অরূপ:মনে কর

রোদেলা: উম,,

.
চলবে…..
জুটি গুলো
রোদ্দুর❤️ রোদেলা,
অরূপ❤️শ্রেয়া,
ঈশান❤️প্রিয়া,
আরিয়ান❤️ইমু,
আরমান❤️নওশীন,
রাজ❤️জুম,
নাফি❤️ঐশী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here