The_team_of_Rainbow’s_lovestory Part:07,08

0
1809

The_team_of_Rainbow’s_lovestory
Part:07,08
Writer: Sabrin Jahan
Part:07

আরিয়ান: রোদ্দুর ফোন দিছে,,আমি গেলাম,,রাতে দেখা হচ্ছে আর ভার্সিটিতে তো হচ্ছেই,,

রোদেলা:রাতে কেনো?

আরিয়ান:আরে রোদ্দুর ঐশীর birthday উপলক্ষ্যে কালকে ক্লাব যেত কিন্তু তুমি ওই ঘটনায় ভয় পেয়ে ছিলে তাই ক্যান্সেল করে দিয়েছে,,

রোদেলা:বুঝলাম ,,কিন্তু উনি কেন ক্লাব এ নিয়ে যাবেন

আরিয়ান:ভুলে যেও We are the members of Rainbow team

প্রিয়া:wow so cute

রোদেলা:আজকে থেকেই কাজ শুরু তোমাদের

আরিয়ান অ্যান্ড নওশীন:ওকে!!

In the versity

রোদেলা রা গেট দিয়ে ঢুকতে না ঢুকতেই ডাক পড়লো রোদ্দুর এর

রোদেলা:কি হইছে?

রোদ্দুর:ভার্সিটি শেষে ফার্ম হাউস এ চলে এসো

রোদেলা: কেনো?

রোদ্দুর:?

রোদেলা: আচ্ছা আসবো,,

আরমান:এই আরিয়ান কই,

রোদেলা: নওশীনের সাথে

ইমু আর আরমান ঝাটকা খেলো(জোর কা ঝাটকা হায় জড়ো ছে লাগা?)

প্রিয়া :ঐতো ওরা আসছে

সবাই গেটের দিকে তাকিয়ে দেখলো নওশীন আর আরিয়ান কি নিয়ে হাসতেছে,,নওশীন একটু বেশি এক্সসাইটেড,,

কথা বলতে বলতে ওরা ওদের কাছে এলো
আরমান ব্রু কুচকে তাকিয়ে আছে

নওশীন: Hi!

রোদেলা:এত সময় কি করলি?

নওশীন এমন ভাব করলো যেন ও লজ্জা পাচ্ছে

নওশীন:আব ওই আরিয়ান ভা..(রোদেলা চোখ গরম করে তাকাতেই) মানে আরিয়ানের সাথে কথা বলে আসতে আসতে দেরি হয়ে গেল

আরমান এর এবার রাগ উঠছে,,কিন্তু কিছু বলছে না

আরিয়ান:by the way , কি নিয়ে কথা হচ্ছে ..

প্রিয়া:দুপুরে ফার্ম হাউস এ আসতে হবে

ঈশান: তারাতারি এসো,,তুমি তো late লতিফ

প্রিয়া:আপনি late লতিফ, আপনার বউ late লতিফ

ঈশান: হু আমার বউ ই late লতিফ,(প্রিয়ার দিকে তাকিয়ে)

প্রিয়া এবার দমে গেলো,,নিজের কথায় নিজেই ফেঁসে গেছে

ঐশী:এদের আবার কি চলে!

সবাইকে ব্রু কুচকে তাকাতে দেখে ঈশান ই বলা শুরু করলো

ঈশান:হইছে তো বলে ফেলি,,প্রিয়া আর আমার বিয়ে ফ্যামিলি গত ভাবে ঠিক,,আমার বাবা আর ওর বাবা বেস্ট ফ্রেন্ড,,তাই আমাদের জন্য এই সিদ্ধান্ত,প্রিয়া আর আমি কেও এখন বিয়ে টা চাই না,প্রিয়া পড়াশুনা শেষ করতে চায়,এই জন্য এখনও পদক্ষেপ নেয় নি,কিন্তু তোমাদের কোর্স শেষ আর আমাদের তো অনেক আগেই ,তাই আমাদের বিয়ে নিয়ে কথা বলছে

প্রিয়া একবার রোদেলার দিকে তাকিয়ে আবার অন্য দিকে তাকালো,,মাইয়া অদ্ভুত চাহুনি দিছে,,খাইয়া ফেলবে ওরে এখন

(বলে রাখি রোদেলা রা ভার্সিটি ৪র্থ ইয়ার এর last স্টেজ এ,,আর রোদ্দুর রা already passed,, senior থাকাকালীন রোদ্দুর দের দায়িত্বশীলতা দেখে ওদের volunteer বানান,,তাই ওরা ভার্সিটিতে আসে)

জুম: ওয়াহ্ একজন বিএফ বানায়ে বলে নাই,,আরেকজনের বিয়ে ঠিক হয়ে যাইতেছে।

নাফি: বিএফ!

নওশীন: ও মোর কচুটা,,জানো না

নাফি:কি

রোদেলা: কী অ্যাক্টিং আমি শিহরিত,,আপনার আর ঐশীর কথা,

এবার boys গ্রুপ এর দৃষ্টি নাফির দিকে ,,নাফি এবার পড়লো বিপাকে ,, ভাবেও নি এরা জেনে যাবে

রোদ্দুর:তোরা বন্ধু নাকি শত্রু

রোদেলা:নায়ক নায়িকারাও এত অভিনয় করে না…

নওশীন:একদম

রোদেলা:তুমিও ধোয়া তুলসি পাতা নৌ

জুম:huh,, নিজেরও সেটিং করে নিতেছে আবার ঢপ মারে

শ্রেয়া:মাঝখানে আমি আর রোদ অবলা

রোদেলা:আয় কোলাকুলি করি

জুম:আমি কই যামু

শ্রেয়া:তুমিও কয়েকদিন পর যাবা,, মিংগেল হয়ে,,

নওশীন:এত অপমান করলি

আরমান:তোমার কার সাথে চলে

নওশীন আরিয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসলো,,আরিয়ান মাথা চুলকালো, যা সবার চক্ষু গোচর না হলেও ইমু আর আরমানের হয়,,ইমু এখনও স্তব্ধ ,,মনে হয় কে যেনো চুরি দিয়ে আঘাত করছে,, ক্ষত বিক্ষত হচ্ছে,,চোখে জল টলমল করছে,,ইমু বুঝতে পারছে আসক্ত সে আরিয়ানে ,কিন্তু এখন তো শেষ ,সব শেষ
এখন ওর কানে অবনীর বলা কথা বাজছে”দেখিস পরে যেনো হারিয়ে না যায় ,আর আফসোস করতে হয়”

ইমু:আমি না একটু আসছি

ইমু চলে আসলো ,নাহলে চোখের পানি আর ধরে রাখতে পারতো না,,

আরমান ও চলে গেলো,

নাফি:ওই তুই না ইমু কে লাভ করতি

ঈশান:হটাৎ কি চলে

রোদেলা:রোদেলার বাণী

রোদ্দুর:কচুর বাণী

রোদেলা:আপনি চুপ করবেন

রোদ্দুর:আমার মুখ আছে আমি বলবো।

প্রিয়া :আপনাদের ওই ফ্রেন্ড আরমান ভাইয়া তো কখনোই বলবে না যে সে নওশীন কে ভালবাসে ,,তাই এই পদক্ষেপ

রোদেলা:আর ওই ভুত পাগলিও বুঝবে না ও আরিয়ান ভাইয়াকে ভালোবাসে তাই,,

বয়েস গ্রুপ:বুঝলাম

????????

বিছানার চাদর খামচে ধরে চোখের পানি ফেলছে ইমু,,

ইমু:এখন কেনো কাদছিস,,তোর নিজের দোষেই ওকে হারিয়েছিশ,,নওশীন বা আরিয়ানের দোষ তো নেই ,,এখন কেনো কাদছিস কেনো হ্যাঁ ?

ঐদিকে

আরমান:আমি হেরে গেলাম ,, ভালোবাসা প্রকাশ করতেও পারলাম না,,সব দোষ আমার ,,কেনো পারলাম না(বলে দেওয়ালে ঘুষি দিল)

সব ঠিক আছে ,,কিন্তু এরা তো এটা চিন্তাই করলো না যে ওরা তো বলে নি ওরা একে অপরকে ভালবাসে?

In দুপুর

নাফি:huh দেখ

রোদ্দুর:কি

রোদ্দুর দেখলো একটা মেয়ে রেপ হয়েছে আর তার বিচার চাচ্ছে ,,এইরকম পোস্ট

রোদ্দুর:তুই এটা দেখে হাসছিস

নাফি :আরে এগুলো অনেক সময় ফেক হয়,sympathy পাওয়ার জন্য

রোদ্দুর:যদি সত্যি হয়

নাফি :হবে না

রোদেলা এতক্ষণ ওদের কথা শুনছিল

রোদেলা:what you mean by হবে না?

প্রিয়া:রোদেলা হাইপার কেন হচ্ছিস

রোদ্দুর:হবে না কেনো??জানো গত বছর ধর্ষনের তালিকায় বাংলাদেশের স্থান ৪০ তম ছিল

সবাই দমে গেলো

রোদেলা:গত বছর ৫ হাজার ৪০০ নারী এবং ৮১৫টি শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়। ২০১৮ সালে শিশু ধর্ষণের মামলা ছিল ৭২৭টি এবং নারী ধর্ষণের মামলা ছিল ৩ হাজার ৯০০টি। পুলিশের হিসাব বলছে, গত বছর ধর্ষণের কারণে ১২ শিশু এবং ২৬ জন নারী মারা যান। ২০১৮ সালে এ সংখ্যা ছিল ২১ নারী ও ১৪ শিশু।(তথ্য সূত্রে প্রথম আলো)

রোদ্দুর:এরা কেও কেও বিচার পেলেও অনেকে পায় নি,, ইনফ্যাক্ট ধর্ষনের বিরুদ্ধে কেও কিছু বলেও না

শ্রেয়া:তাতে কি আমরা দাড়াব

অরূপ:হুম,,ভুলিস না আমরা rainbow team

রোদেলা:yes ,, সব না পারলেও কিছুটা তো পারবো

রোদ্দুর:hmm ,

নাফি:তোদের চিন্তাধারা একদম এক

রোদেলা আর রোদ্দুর একে ওপরের দিকে তাকালো কিন্তু কিছু বললো না,,

ঐদিকে নওশীন আর আরিয়ান ফুসুর ফুসুর করে বলছে ওদের বলছে প্ল্যান কি সাক্সেস হবে
কিন্তু ইমু আরমান ভাবছে কত ভালো আছে দুজনে

ফার্ম হাউস এর পিছনে বসে ইরার কথা ভাবছে অরূপ ,,নিজের ভালবাসার প্রকাশ করার সুযোগটাও পেলো না,,, রোদ্দুরের বাসায় যেদিন প্রথম ইরাকে দেখছিল সেদিন ই ভালোবেসে ফেলেছিল,,তারপর ইরার সাথে বন্ধুত্ব,, ও চেয়েছিল ইরা ইন্টার শেষ করুক তারপর ওর ভালোবাসার কথা বলবে কিন্তু বেচারি ইন্টার কি এসএসসি পাশ ও করতে পারলো না ,,চলে গেলো সবাইকে ছেড়ে

কে জানি পিছনে হাত রাখলো অরূপ জলদি চোখ মুছে তাকিয়ে দেখে রোদ্দুর

রোদ্দুর:কি করিস

অরূপ:কিছু না

রোদ্দুর সামনের দিকে তাকিয়ে বললো ইরাকে খুব ভালোবাসতি তাই না

অরূপ অবাক চোখে তাকালো , ও কিভাবে জানে

রোদ্দুর :তোর চোখে ইরার জন্য ভালোবাসা দেখেছি,,আর ইরার ডাইরিতে সকল লেখায় ও তুই

অরূপ এবার আরো অবাক হলো ইরাও ওকে ভালোবাসতো

রোদ্দুর:ইরার ডায়েরিতে তোর প্রতি ওর ফিলিংস দেখে ভেবেছিলাম ওকে বারণ করবো ,,কিন্তু তোর চোখেও same feelings দেখে আর কিছু বলি নাই,,আমার বোন টা বেস্ট লাইফ partner পাবে তাতেই খুশি ,,কিন্তু …..

থেমে গেলো
রোদ্দুর:ছাড়বো না ওদের,,just একবার পাই

অরূপ সামনে তাকালো
অরূপ:I love you ইরা

In night club
Boy’s group দেখে ক্লাবের সব ফিদা,,black jeans ,black sunglasses,black watch and red t-shirts with black jacket,, আর প্রত্যেকের চুল স্পাইক করা,, সাথে ব্ল্যাক বুটস,,, জাস্ট ক্রাশ

বেশিরভাগ মেয়ে রোদ্দুর আর অরূপের পিছনেই কারণ এরা দুইজনকে black এ বেশি মানায়,

রোদ্দুর:ওরা কই

আরমান:ঐতো

রোদ্দুর তাকাতেই just ফিদা রোদেলার উপর,,রোদেলা ব্ল্যাক লং জ্যাকেট থ্রি কোয়ার্টার হাতা,রেড টি- শার্ট,ব্ল্যাক জিন্স,ব্ল্যাক watch অ্যান্ড চুল গুলো ছাড়া ,,ওর চুল অনেকটা ওয়েভি,,বাকি মেয়েদের ড্রেস ও same কিন্তু রোদ্দুরের চোখ রোদেলা তেই আটকানো,,

রোদেলা ও ক্রাশ খেয়েছে,,কিন্তু ভাব এমন কিছু যায় আসে না,,বাকি সবাইও একই অবস্থা

রোদ্দুর:music…

Sabhi Bhakt Jano Ka Swagat Hai! Tokers House Mei(শ্রেয়া)
Ok! Accha Sab Aaye Hain Kya! Baja(রাজ)

Public Soreli, Apan Jagela Hai
Khane Ko Kuch Nai, Haath Mei Kela Hai
Tu To Thakela Hai, Par Mai Adela
Meri Mehnat Ka Kaccha Window Pe Sukhela Hai…(রোদ্দুর)

Han Din Bhar Dhoop Mei Mehnat Krega
To Kaccha Geela Hi Hoga Na… To Sunn(ঈশান)

Shuru Se Hi Jeet Ka Jazba Leke Chale The.
Chaon Na Thi Sar Pe Kadi Dhoop Me Hum Jale The.
Koi Na Tha Sath Kudh Hi Khada Kia Empire.
Kaamyabi Ne Lagadi Haters Ke Dilon Me Fire.
Roka Kaiyon Ruke Ni Jhukaya Kaiyon Ne Jhuke Ni.
Nishana Laga Sidha Manzil Pe Jake Mehnat Ki Beta Koi Tukke Ni.
Sath Sath Koi Taya Na Mama Na Chacha.
Lagg Gya Batten Krne Walon Ko Tamacha.
Aide Chale Karne Walon Ki Shamat Ab Aayi Hai.
Calls Pe Calls Hamara Rate Ab High Hai.
Kaise Karoge Beta Humse Muqabla.
Roti Kamm Our Zyada Thokar Hamne Khai Hai(অরূপ)

Jis Don Ke Ghar Hum Rehte Hain
Use Tokers House Sab Kehte Hain..(আরিয়ান)

Jis Don Ke Ghar Hum Rehte Hain
Use Tokers House Sab Kehte Hain..(আরমান)

Jis Don Ke Ghar Hum Rehte Hain
Use Tokers House Sab Kehte Hain..(নাফি)

Ab Bollywood Me Charche Hain.
Kall Khali Thi Jeb Aaj Kharche Hain.
Tarse Hain Milne Ko Log Humse
Sucsess Ki Rain Barse Hain…

Ab Bollywood Me Charche Hain.
Kall Khali Thi Jeb Aaj Kharche Hain.
Tarse Hain Milne Ko Log Humse
Sucsess Ki Rain Barse Hain…(girls group)

Udaan Aisi Marenge Ke Girenge Na Hum.
Ladenge Hum Tab Takk Jab Takk Hai Dum.
Panga Na Lena Koi Jad See Ukhad Denge.
Insaan Ke Bhess Mei Hum Neuclear Bum.
Shuruwaat Hai Abhi Our Jalwa Dikhana Hai.
Koso Meel Yahan Se Our Aage Jana Hai.
Hamare Baad Bhi Hame Yaad Rakhe Duniya.
Mite Na Jo Kabhi Aisa Naam Banana Hai. Naam Banana Hai…(boys group)

রাত ১২ টা

শ্রেয়া :বাড়ি যেতে হবে অনেক রাত হয়েছে কালকে তো আবার অনুষ্ঠান,,

প্রিয়া:হুমম চল

ঈশান :চলো তোমাকে পৌঁছে দেই

প্রিয়া:হুমম

আরমান কিছু বলবে তার আগেই আরিয়ান বললো

আরিয়ান:নওশীন চলো,,আর আরমান তুই ইমুকে দিয়ে আয়

ইমুর চোখ ছল ছল করে উঠলো,,সেদিন ও ওর সাথে যেতে মানা করেছিল,, আজ চেয়েছিল যেনো দিয়ে আসে কিন্তু ও তো বল্লোই না

আরমান ও কষ্ট পেলো

রোদেলা আর শ্রেয়া অরূপ এর সাথে গেলো ,, শ্রেয়া কে নামিয়ে ওরা বাসায় যাবে,,

রোদ্দুর ও গেলো ,,ঐশী নাফির সাথে গেলো
বাকি রইলো জুম আর রাজ

রাজ:চলো,,

জুম:হুমম

রাস্তার পাশে হাঁটছে জুম আর রাজ

রাজ:বিচার তো আর করলে না

জুম:করাটা কী দরকার?

রাজ:হতেও পারতো

জুম:আপনার হাব ভাব ভালো টিকছে না

রাজ: তাই নাকি

জুম:হুমম,,ঐশী আর নাফি,নওশীন আর আরমান,আরিয়ান আর ইমু, আর ঈশান আর প্রিয়া, কয়েকদিন পর বাকি গুলারিও রিলেশন হয়ে যাবে ,,, আহ কত গুলো দুলাভাই যে পামু

রাজ:চাইলে আমরাও হতে পারি ,,জুটি

জুম অবাক চোখে তাকালো,, হ্যাঁ ও রাজকে ভালোবাসে আর রাজ ও যে ভালোবাসে সেটা জানে ,, ও চাইতো রাজ ওকে প্রপোজ করুক ,,কিন্তু এত জলদি আশা করে নি

জুম:মজা করছেন

রাজ:I am serious

জুম কিছু না বলে এগোতে থাকলো ,বাসার কাছে এসে পড়েছে,,তখনই রাজ হাত ধরে আটকালো

রাজ:উত্তর না দিয়ে যাও কই,

জুম মুচকি হাসলো

রাজ: এটা কিন্তু সম্মতির লক্ষণ,

জুম: তাহলে সেটাই ধরে নিন,,(এই বলে হাত ছাড়িয়ে এক ছুট)

রাজ:রাতে কল দিবো(চিল্লিয়ে)

জুম মুচকি হাসলো ,,আর রাজ মাথা চুলকিয়ে চলে গেলো

চলবে..

#The_team_of_Rainbow’s_lovestory

Writer: Sabrin Jahan

Part:08

ঐশী আর নাফি বাসার উদ্দেশ্যে রওনা হল ,,,রাস্তায় পিন পিন নিরবতা কোনো মানুষ নেই

ঐশী :এখানে কেও মেরে গুম করে দিলেও টের পাবে না

নাফি:কেন ভয় পাচ্ছো জনেমান(বাহু জড়িয়ে)

ঐশী: আমি কেনো ভয় পাবো(আমতা আমতা করে,,কিন্তু বাহু ছাড়ানোর চেষ্টা করছে না কারণ আসলেই ও ভয় পাচ্ছে)

নাফি: তুমি যে ভয় পাচ্ছো তার প্রমাণ ও আছে

ঐশী: মানে?

নাফি: যেই মেয়ে সামান্য হাত ধরলে ছাড়া পাওয়ার জন্য ছটপট করে সেই মেয়েকে জড়িয়ে ধরে হাঁটছি বিষয়টা অবাক না

ঐশী এবার হাত ছাড়িয়ে রাগী রাগী হয়ে বললো

ঐশী: হ্যাঁ হ্যাঁ সামান্য রোমান্টিক হতে গেলাম তাতে কত কথা

এবার নাফি ঐশীর কোমর জড়িয়ে ওকে কাছে টেনে নিল,,,

নাফি: রোমান্টিক ,,তাই না চলো রোমান্টিক হয়?(বলে ওর মুখের দিকে এগোচ্ছে)

হুট করে ঐশী বলে উঠলো বাড়ি যাবো

নাফি একটু কষ্ট পেলো,,কারণ এই চার বছর এ ঐশী ওকে হাত টাও ধরতে দে নি ভালো মত ,, তবে কি ওকে বিশ্বাস করতে পারে না

নাফি নিজেকে স্বাভাবিক করে বললো চলো

ঐশীর মনে হলো ওর ঐ চলো কোথায় অনেক অভিমান আছে ,,,, দুইজনই হাঁটা শুরু করলো,,নাফি এমন ভাব যে ওর কিছুই হয় নি,,কিন্তু মনে মনে ভাবছে ঐশী আমায় বিশ্বাস করে তো??
ঐশী কিছু না ভেবে নাফির হাত জড়িয়ে কাধে মাথা রেখে হাঁটা শুরু করলো
নাফি অবাক হলেও পরে মুচকি হাসলো ,,তার উত্তর পেয়ে গেছে,,মেয়েটা শুধু লাজুক আর ভীতু সভাবের,,তাই এমন…..

গাড়িতে আছে অরূপ ,রোদেলা আর শ্রেয়া,,
শ্রেয়া সামনের সিটে ,,রোদেলা পিছনে আর ড্রাইভিং এ অরূপ,,আজকে রোদেলা একটুও ভালো লাগছে না ভাবছে ওর ফ্রেন্ড রা তাদের ভালোবাসা পাবে তো,,হুট করে চোখ যায় শ্রেয়ার দিকে ,,,,শ্রেয়া আর চোখে অরূপ কে দেখছে,,কিন্তু অরূপ ড্রাইভিং এ ব্যাস্ত
রোদেলার সন্দেহ হলো,,কিন্তু কিছু বললো না,,কিছুক্ষণ পর শ্রেয়াকে নামিয়ে ওরা চলে গেলো,,

রাত ১২ টার পর রিকশা বাস কিছু না পেয়ে হাঁটা শুরু করলো আরিয়ান আর নওশীন,,সবার বাসা ক্লাব এর কাছাকাছি হলেও রোদেলার বাসা একটু দূর ,,কারণ ওরা ওদের খালামনির সাথে থাকে,,

নওশীন: আরিয়ান ভাই প্ল্যান সাকসেসফুল হবে তো?

আরিয়ান:ওদের রিয়াকশন তো বোঝাই যায় না

নওশীন:যদি না হয় তাহলে

আরিয়ান:তাহলে আর কি তুমি আর আমি চলে যাবো রিলেশন এ ,, কমছে কম বলতে তো পারবো আমি mingle passenger

নওশীন ফিক করে হেসে দিল ,, টেনশন এর মুহুর্তে হাসানোর অসম্ভব ক্ষমতা আছে তার,, সেই মুহূর্তে রাস্তা দিয়ে ফিরছিল আরমান,,নওশীন আর আরিয়ান কে একসাথে দেখে বুকের বা পাশে ব্যাথা অনুভব হলো,, ও ওদেরকে নিজের অস্তিত্বও না জানান দিয়ে চলে গেলো,,

রাজ: ফোন ধর নাই কেনো

জুম:কোন সুখে ফোন ধরবো

রাজ:আমার সুখে

জুম:কে হন আপনি আমার

রাজ: মানে কি ??একটু আগেই না সম্মতি দিলে

জুম:আপনি কি আমাকে প্রপোজ করেছেন??

রাজ কিছুক্ষন চুপ থাকলো

রাজ:বুঝলাম,,আচ্ছা কালকে করবো

জুম:তাহলে কালকে কথা হবে টাটা

কেটে দিলো

রাজ: এই মেয়ে হেব্বি জ্বালাবে

জুম ফোন রেখে মুচকি হাসলো

সবার মধ্যে এক অনুভূতি,, কারো সুখের তো কারো হাজার কষ্টের ভিড়ে,,,
ভালোবাসাটা এমনই কাওকে কষ্ট দেয় তো কাওকে হাজারো সুখ
পূর্ণতা কি পাবে সবার ভালোবাসা??নাকি বিলীন হয়ে যাবে

সকলের মিষ্টি আলো চোখে পড়তেই পিট পিট করে তাকালো রোদেলা,,, বালিশের পাশে হাতড়িয়ে ফোন খুঁজে বের করলো,,টাইম দেখে চক্ষু চরগাছ

রোদেলা: আস্তাগফিরুল্লাহ!!! অরুইপা ডাকিস নাই কেন??১০। টা বাজে ,,

অরূপ নিচ থেকে জবাব দিল আমি নিজেই এখন উঠলাম,,

রোদেলা র মা:রাত জেগে আড্ডা দিবি আর সকালে চিল্লাবি,, কাম কাজ তো নাই
রোদেলা অন্যদিন হলো এই বকবক শুনত না কিন্তু আজকে দেরি হয়ে গেছে

মিষ্টি কালার হাঁটু অবধি টপস,ব্ল্যাক কালার হাঁটুর একটু নিচে অবধি jeans আর নিজের মিষ্টি কালার কেডস পরে নিল,,,কোমরের একটু উপরে পড়া চুল গুলো ছেড়ে দিল,,তারপর এক দৌড় ,, নো মেকআপ,,

রোদেলা:অরূপ ভাই চল জলদি

অরূপ:চল

অরূপ এর মা:রোদেলা একটু সাজলেও তো পারিস,,, এমনে থাকলে বিয়ে করবে কে

রোদেলা:ওইসব আটা ময়দা মাখা আমার জন্য সম্ভব না,, টাটা মনি

ওরা চলে গেলো

খালামণি: অরূপ আর রোদেলার বিয়েটা দিলে কেমন হয়রে

রোদেলা র মা:আগে ওদের মত চাই

খালামণি: তাও ঠিক

,,,,,,,,,

ভার্সিটি

দৌড়ে দৌড়ে ঢুকলো অর্ণব আর রোদেলা ,, দুইজনই group এর কাছে দাড়ালো,

নাফি:আসছো কেনো ,,আর কিছুক্ষণ পর আমাদের performance

অরূপ :বলিস। না,,এই চুন্নির জন্য হইছে

রোদেলা:ওই মিথ্যুক আমি কি করছি

রোদ্দুর এতক্ষণ শুধু রোদেলা কেই দেখছিল,,,মেয়েটা এমন যে ওকে মডার্ন , বাঙালি দুই লুক এই ভালোলাগে,, গার্লস group এর সবাইকে এই দুই লুক এ ভালো লাগে,,কিন্তু রোদ্দুর শুধু রোদেলা কেই দেখে ,,,বলে না ভালবাসার মানুষের থেকে সুন্দর আর কাওকে লাগে না
রোদ্দুর: ব্যাস জলদি তৈরি হয়ে নেও,,

কেও কথা না বাড়িয়ে তৈরি হতে গেলো,,girls group এশ কালার ধুতি সেলোয়ার আর কামিজ পড়ছে,,সাথে নিল ধুপত্তা,,সবার চুল গুলো ছাড়া হলেও সামনে দিয়ে বিন্দিয়া দিয়ে স্টাইল করে বাঁধা,,,কানে সিলভার ঝুমকো হাতে নিল চুরি ,,just অপূর্ব লাগছে ওদের,,, কারও মুখেই মেকআপ নেই,,just চোখে কাজল আর ঠোটে হাল্কা গোলাপী লিপস্টিক,, ব্যাস শেষ
Boy’s group girl’s group দেখে ফিদা,,অর্ণব একবার অবনীর দিকে তাকালেও চোখ ফিরিয়ে নেয়,,কেনো জানি না মেয়েটাকে একদম ইরার মত লাগে ওর
ঐদিকে গার্লস গ্রুপ crushed at boys group,,ছেলেরা এশ কালার ধুতি পাঞ্জবি পড়েছে ,,, সবার চুল স্পাইক করা থাকলেও রোদ্দুরের নরমাল,,কপালে ওর ছোট ছোট চুল গুলো পড়ে আছে,,ওরা আসতেই সবাই স্টেজ এর দিকে গেলো,,রোদ্দুর রোদেলার কানে কানে বলল- সেলওয়ার সুট ই তো পড়তে পারো কি jeans tops পরে থাকো,,কত মিষ্টি লাগছে জানো

রোদেলার শরীরে শিহরণ বয়ে গেলো,,কথা গুলো এমন কেনো,, ঝড় উঠিয়ে দেয়
নিজেকে সামলে বললো
ভালো লাগে তাই,,by the ভাঙ্গা গাড়ি, উগান্ডার মহারাজ কেও সুন্দর লাগছে,,এই বলে চলে গেলো

রোদ্দুর মাথা চুলকিয়ে মুচকি হাসলো

Performance শুরু হলো

Mastiyon ka ye samaa hai
Celebration waali baat hai(আরমান নওশীন কে ঘুরিয়ে)
Fiqr kisko hai jahaan ki
Main tere tu mere saath hai(আরমানের থেকে নওশীন কে নিয়ে)

To jhoomein banke befiqar
Zaraa dekh to idhar
Meri aankhon se sab telecast ho gaya(রাজ জুমকে টেনে)

Jo tune aankhon se aakhein ladayi (haaye)
Jo maine kheech teri pakdi kalaai(রোদ্দুর রোদেলার চার পাশে ঘুরে)

To dil mera blast ho gaya
Aankhon se telecast ho gaya
Ki dil mera blast ho gaya
Aankhon se telecast ho gaya(সবাই একসাথে)

Ho tere latko jhatko mein atke hai hum
Tujhse milkar hi bhatke hai hum(শ্রেয়া অরূপকে ধাক্কা দিয়ে)
Jabse ek dusre ke hum close aa gaye
Saari duniya ko khatke hai hum(অরূপ শ্রেয়ার চারপাশে ঘুরে)

Ho tere latko jhatko mein atke hai hum
Tujhse milkar hi bhatke hai hum(রাজ জুমকে ধাক্কা দিয়ে)
Jabse ek dusre ke hum close aa gaye
Saari duniya ko khatke hai hum(আরমান নওশীন আর ইমু আরিয়ানের কাছে গেলো)

Jabse hui mulaqaat
Jaagu saari saari raat
Tu hi pehla mera love hai
Tu hi last ho gaya(রোদ্দুর রোদেলা কে ঘুরিয়ে

Jo tune chamkeeli kurti silayi
Mere mind mein bajj gayi shehnai(নাফি আর ঐশী)

To dil mera… yeh dil mera…
To dil mera blast ho gaya
Aankhon se telecast ho gaya
Ki dil mera blast ho gaya
Aankhon se telecast ho gaya(সবাই একসাথে)

আরমান এর খুব কষ্ট হচ্ছে,,ওর কিছু ভালো লাগছে না,,, হাতে থাকা কোল্ড ড্রিঙ্কস এর বোতল টা এক চেপে ভেঙ্গে ফেললো ,,হাত দিতে রক্ত বের হচ্ছে,, তখনি girls আর boys group দৌড়ে আসলো

নওশীন: ওহ নো,,,প্রিয়া ফার্স্ট এইড আন জলদি(বলে আরমানের হাত দেখতে লাগলো)

আরমান:হাত ছাড়ো,,আমার কিছু লাগবে না

নওশীন:লাগবে না মানে কি কত রক্ত বের হচ্ছে!!

আরমান:বললাম তো লাগবে না ছাড়ো

নওশীনের রাগ উঠছে ,,কিন্তু নিজেকে শান্ত রেখে আবার বললো

নওশীন:আরে হাত টা দেখেছেন একবারও

আরমান:বললাম। না লাগবে না (ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নিল)

রোদেলা:গেছো আজকে তুমি আরমান ভাই

রোদ্দুর: মানে

রোদেলা: দেখ ,,৩……২……১……লে চাটা

ঠাস করে শব্দ হলো

রোদেলা:হয়ে গেলো,,ভাগ্যিস এখানে কেও নেই নাহলে ব্রেকিং নিউজ হতো ,, জুনিয়র এর হাতে senior এর মার

হ্যাঁ নওশীন আরমানকে মেরেছে,,

আরমান:you…

নওশীন : আরেকটা কথা বলবি তোকে নাইজেরিয়ার ভাল্লুকের কাছে পাঠামু,,

আরমান অবাক নওশীন কে দেখে ,,ফর্সা মুখ লাল হয়ে গেছে

নওশীন:চুন্নি তুই দাড়িয়ে আছিস কেন?? যা ফাস্ট এইড আন

প্রিয়া: হা আনছি

আরমান:তুমি আমাকে তুই করে বলছে

নওশীন:ওই হুতুম পেঁচার নানা,,গরিলার দাদা,,নিল তেলাপোকার চাচা,, আরেকটা কথা কবি তো গোবরে চুবামূ
Boys group অবাক,,কারণ চার বছরে এটাই জানছে নওশীন শান্ত শিষ্ট মেয়ে,,কিন্তু এই প্রথম একে রাগতে দেখলো,,, গার্লস গ্রুপ অবাক না,,কারণ ওরা এর সাথে পরিচিত,, নওশীন এমনই প্রিয়জন কষ্টে থাকলে সহ্য করতে পারে না

প্রিয়া:এই নে

আরমান:আমি লাগাবো না

রোদেলা:আবার গেলো,,৩,,,২ (এবার এক বলার আগেই চাটা পড়লো)

নওশীন :বললাম। না কথা বলবি না,,

আরমান হতভম্ভ ,, এই মেয়ে তাকে দুইটা চাটা মারলো

নওশীন খুব যত্নে ওর হাত ব্যান্ডেজ করলো,, চোখে পানি।। যেনো ব্যাথাটা ও পেয়েছে

আরমান:এত দরদ কেনো হটাৎ?

শ্রেয়া: আগুনে ঘি ও ঢেলে দিল

অরূপ: মানে

রোদেলা আর শ্রেয়া:৩,২,১

ঠাস

রোদেলা আর শ্রেয়া :done ?

নওশীন:শালা দেবদাস ,,সব কিছু করবি তাও মুখে বলবি না তুই আমাকে ভালোবাসিস,, তোরে আজকে আমি লবণ মরিচ দিয়া পিচ পিচ কইরা খামু,,, হাত কাটতে পারস তাও মুখে কস না ভালোবাসি
এবার ওর কলার ধরে বললো

নওশীন:I love you কো

আরমান: এ

নওশীন:জলদি নাহলে এনেই মাইরা ফালামু

আরমান ধক গিললো

নওশীন:বলবি

আরমান: I I I

নওশীন:তোকে আই আই কইতে কইছি

আরমান: আই লাভ ইউ

নওশীন: good

রোদেলা: ওয়াহ্ কি দিলি,,

নওশীনের এতক্ষণে খেয়াল হলো ও কি করছিল
রোদেলা:আমি জানি আর মান ভাই অর চাটা গুলো হেব্বি জোরে ছিল,,আমিও খাইছি দুইটা(দুই গালে হাত দিয়ে)

নওশীন মাথা চুলকাল,,আর এদিক ওদিক তাকালো ,, বেচারি লজ্জা পাচ্ছে,,,

তা দেখে সবাই হুহা হেসে দিল

.
.
.
.
.
চলবে

(কেমন লাগলো নওশীনের চাটা)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here