The_unlimited_love? Season_2 Part_3

0
4924

The_unlimited_love?
Season_2 Part_3

#Writer_Nusrat

ডাইনিংয়ে বসে সবার জন্য ওয়াইট করছি৷ সবাই এলে তবেই ব্রেকফাস্ট শুরু করবো৷ আদনান ভাইয়ার দিকে চোখ পরতেই অবাক হয়ে গেলাম আমি৷ তার চোখ মুখ অসম্ভব ফুলে আছে সাথে লাল ও হয়ে আছে৷

“আশ্চর্য কী হলো ভাইয়ার আগে তো এমন হতে কোনোদিন দেখিনি৷ ভাইয়াকে কী জিজ্ঞাসা করবো৷ পরক্ষণেই মনে হলো কাল রাতের কথা ভাইয়া আমায় যা নয় তাই বলেছিলো এসব মনে হতেই আমার অভিমান+রাগ দুটোই বেড়ে গেলো৷ আমি ভাইয়ার দিক থেকে চোখ সরিয়ে নিলাম৷ ”

আজ আমাদের ভার্সিটিতে নবীন বরন৷ তাই ব্রেকফাস্ট শেষ করে মামনী আর আম্মুর সাথে বসে আলোচনা করছি কী পরে যাবো৷ মামনী আমায় একটা নীল শাড়ি বের করে দিলেন৷ এই শাড়িতে নাকি আমায় খুব সুন্দর দেখাবে৷ আমিও খুশি মনে শাড়িটা নিয়ে নিজের রুমে গিয়ে পরতে লাগলাম৷ শাড়িটা পরে মেচিং করে চুরি আর অর্নামেন্টস পরে নিলাম৷ চুলটাও ছেড়ে দিয়েছি৷

লিভিং রুমে যেতেই আব্বু এসে আমায় জড়িয়ে ধরলেন৷

“মাশাল্লাহ আমার মেয়েটাকে তো খুব সুন্দর লাগছে৷ look like a Princess ”

“থ্যাংক ইউ আব্বু৷ আচ্ছা আমি বরং যাই”৷ কথাটা বলে আমি ভার্সিটির উদ্দেশ্য চলে গেলাম৷

আদনান ওর রুমের ব্যালকনি থেকে সামান্তার চলে যাওয়া দেখছে৷ সামান্তা চলে যেতেই সে এক ফোটা চোখের জল ছেড়ে দিলো৷

“সামু আজ তুই আমার কল্পনার সাজ সেজেছিস৷ মন চাইছিলো তেকে একটু ছুয়ে দেখি৷ কিন্তু না আমি তোকে ছোতে পারবো না নাহলে তোর অনেক বড় বিপদ হয়ে যাবে৷”

আদনানের এসব ভাবনার মধ্যেই ওর মুঠো ফোন বেজে ওটলো৷ আদনান ফোনের স্ক্রিনে তাকাতেই ওর হাত পা রীতিমতো কাঁপা-কাঁপি শুরু হয়ে গেছে৷ আদনান অনেক ভয়ে ফোনটা রিসিভ করলো৷

“হ..হ্যালো”

“কী মিস্টার আদনান ভয় পেয়ে গেলে নাকি??

“ভ…ভয় কেনো পাবো আজব৷”

“তাহলে তোতলাচ্ছো কেনো৷ যাইহোক যে কথাটা বলার জন্য ফোন করেছি সেটা মনোযোগ সহকারে শুনো৷ সামান্তার থেকে তোমাকে আরও দূরে দূরে থাকতে হবে৷ নাহলে তুমি যে কোন মুহুর্তে আমার সামান্তার উপরে উইক হয়ে পরবে৷ আর আমি চাইনা তুমি এমন কিছু কর যাতে তোমার ফ্যামিলি আবার তোমাদের বিয়ে দিতে বাধ্য হয়৷ আর যদি এমন হয় তাহলে বুঝতেই পারছো কী অনর্থক হবে৷ ”

“না আপনি এসব কিচ্ছু করবেননা৷ আমি সামান্তার থেকে দূরে দূরে থাকবো৷ ওর দিকে তাকাবো পর্যন্ত না৷ তারপরও আপনি এমন কিছুই করবেননা৷ আমি আপনার কাছে হাত জোর করছি৷ ”

“হাহাহা তাহলে আদনান খান আমার কাছে মাথা নত করছে৷ শুনো আমি তোমাকে এখন যাই বলবো তোমাকে ঠিক তাই করতে হবে৷”

“বলুন কী করতে হবে৷”

“তোমাকে বাংলাদেশ ছেড়ে দিতে হবে৷”

“না!!!!!প্লিজ এমন করবেননা আমি আমার মা বাবাকে ছেড়ে থাকতে পারবো না৷ ”

“মা বাবাকে ছেড়ে নাকি সামান্তাকে ছেড়ে থাকতে পারবেনা৷ শুনো এমন কিছু যদি হয় তাহলে বুঝতেই পারছো আমি কি করবো৷ আর বিয়ের অভিনয় কিন্তু তুমি খুব ভালো করেছিলে৷ আর এবার আশা করি এটাও ভালো ভাবে করতে পারবে৷” কথাটা বলে ফোনের ওপারের ব্যাক্তি খট করে ফোনটা কেটে দিলো৷

আদনান ফ্লোরে বসে ফুপিঁয়ে ফুপিঁয়ে কাদঁছে৷

“আমার সামান্তাকে ছেড়ে থাকতে হবে৷ কী করে থাকবো আমি ওকে ছেড়ে৷ ওকে একদিন না দেখলেই আমার ঘুম আসেনা৷ আর এখন নাকি বিদেশে গিয়ে থাকতে হবে৷”

♣️♣️♣️♣️

ভার্সিটি খুব সুন্দর করে সাজানো হচ্ছে আমি আমার বেস্টি রুমিকে নিয়ে চারিপাশে হেঁটে হেঁটে দেখছি৷

অনেক্ষন যাবত খেয়াল করছি কে যেন আমাকে গভীরভাবে ফলো করছে৷ কিন্তু না কেউ তো নেই তাহলে৷ হয়তো আমার মনের ভুল৷

“আমার সব ফ্রেন্ডরা আমার খুব প্রশংসা করছে৷ কোথ থেকে নিলয় দৌড়েঁ এসেই বললো,,,

“হেই ইয়ার তোকে যে কি সুন্দর লাগছে বলে বুঝাতে পারবোনা৷”

“আর আমাকে কি সুন্দর লাগছেনা৷” মুখ ফুলিয়ে কথাটা বললো রুমি৷

“আরে পাগলী তোকে তো সব সময়ই সুন্দর লাগে”৷

আমার শাড়ির কুচি খুলে যাওয়াতে আমি একটা খালি রুমে চলে এলাম৷ ওয়াশ রুমে অনেক মানুষ সেখানে ঠিক করা যাবেনা৷ রুমে ঢুকতেই কে যেনো দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিলো৷ আমি পিছন ফিরতেই যাকে দেখলাম তাকে দেখে আমার আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে৷ ঠিক মতো দাড়াঁতেও পারছিনা৷ এই ছেলেটা এখানে তারমানে কোনো অঘটন ঘটিয়ে তবেই যাবে৷

ছেলেটা আমার দিকে এক পা একা পা করে এগিয়ে আসছে৷ ও যতই আমার দিকে এগিয়ে আসছে ততই আমার ভয় বেড়ে চলছে৷ ও আমার সাথে খারাপ কিচ্ছু করবেনা তো৷

চলবে,,,,,,,,,,

[গাইস আমি আসলেই খুব দুঃখিত কাল গল্প দেইনি তারমধ্যে আবার আজকের পার্টও ছোট হয়ে গেছে৷ কাল থেকেই আমার ভিষণ মাথা ব্যাথা ঔষধ খাচ্ছি তারপরও কমছেনা৷ তবে কাল বড় করে দিবো পাক্কা প্রমিস]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here