The_unlimited_love?
Season_2 Part_4
#Writer_Nusrat
“একি রকি আপনি আমার দিকে এভাবে এগুচ্ছেন কেনো??
“তুমি সত্যিই বুঝতে পারছোনা আমি কেন এগুচ্ছি, নাকি বুঝিয়ে দিবো?(বাকা হেঁসে)
“দে,,,দেখুন একদম এগুবেন না বলে দিলাম৷ নাহলে খারাপ হয়ে যাবে কিন্তু৷”
রকি একটু পেছন সরে দাড়িঁয়ে বললো,,,
“তাই নাকি?? তা তোমার আদনান ভাইয়া বুঝি এখানে হিরোর মতো চলে এসে আমাকে মেরে তোমাকে নিয়ে চলে যাবে৷ তুমি যদি এমন ভেবে থাকো তো আমি বলবো তুমি ভুল ভাবছো৷ তোমার আদনান ভাইয়া আর তোমাকে বাঁচাতে আসবেনা৷ এখন তার তোমার উপর থেকে ইন্টারেস্ট উঠে গেছে৷ সে তো এখন অন্য মেয়েকে নিয়ে ব্যস্ত৷ দেখবে ক’দিন পর তোমাদের সবাইকে ছেড়ে চলে যাবে৷ এতোদিন শুধু তোমার মোহে পরেছিলো নাহলে তুমিই বলো তোমাকে এতো বাজে অফার কেনো দিবে আর বিয়েই বা কেনো ভাঙবে৷ আমি তো কতদিন ধরে তোমাকে ভালোবাসি আমি কি কখনো তোমার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়েছি??
“কী মিথ্যাবাদী এখনো কু দৃষ্টিতে তাকিয়ে বলছে সে নাকি বাজে দৃষ্টিতে তাকায় না৷”
“সি তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম কথাটা হলো তোমাকে আজ খুব খুব সুন্দর লাগছে৷”
কথাটা বলে রকি চলে গেলো৷ আমিও শাড়ি ঠিক করে বেরিয়ে গেলাম৷
♣️♣️♣️
অনুষ্ঠান শেষ হতে হতে অনেক বেলা হয়ে গেছে৷ আমি আর দেড়ি না করে রিমাকে সাথে নিয়ে বেরিয়ে পরলাম৷
লিভিং রুমে বসে আছি সবাই৷ কিছুক্ষণ পর আদনান ভাইয়া বলে উঠলেন,,,,,
“আব্বু, চাচ্চু আমি তোমাদের কিছু বলতে চাই৷ ”
“হ্যা বলো কী বলবে??(আহিল)
“আসলে আমি ইউএসএ চলে যাচ্ছি আর সেখানে গিয়েই সেটেল হয়ে যাবো”
“আর ইউ মেড আদনান৷ তুমি এসব কী বলছো?? তুমি তো তোমার নানু বাড়িতে গিয়েও আমাদের ছেড়ে থাকতে পারোনা আর সেই তুমি কী না ইউএসএ চলে যাচ্ছো৷ ভেবে বলছো তো৷ (আদিল)
“আদনান এসব তুমি কী বলছো আমি তোমাকে ছেড়ে কী করে থাকবো৷” (আরুহি)
“কেনো মা আয়েশা আছে সামান্তা আছে ওদের নিয়ে থাকবে৷ আমি না থাকলে কিছু হবে না”৷
“আদনান আমার সোনা এমন বলে না সামান্তা আর আয়েশা আছে সাথে তুমিও থাকবে৷ আমি তোমার মা তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারোনা৷আর হঠাৎ তুমি চলে যেতেই বা কেনো চাচ্ছো৷??
‘আমার আর বাংলাদেশে ভালো লাগেনা তাই সেখানে চলে যাচ্ছি৷ একেবারে বউ বাচ্চা সাথে করে নিয়েই আসবো৷ ”
আমি আর সহ্য করতে পারলাম না তাই আমিও বললাম,,,
“আমারও তোমাদেরকে কিছু বলার আছে৷ আমিও বিয়ে করতে চলেছি৷”
‘মানে তুমি বিয়ে করবে কিন্তু কাকে??(আহিল)
“রকিকে বিয়ে করবো আমি৷ ছেলেটা খুব ভালো খুব ভালোবাসে আমায় এটলিস্ট কারোর মতো ঠকবাজ নয় ও৷(আদনান ভাইয়ার দিকে তাকিয়ে)
আদনান ভাইয়া আমার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলেন৷
“বাহ্ বেশ ভালো তো৷ আমি রেহানের সাথে এই নিয়ে আলোচনা করবো কেমন?? (আহিল)
আদনান দৌড়েঁ ওর রুমে চলে গেলো৷ দরজা বন্ধ করে কাদঁতে থাকলো৷
“সামু তোর জন্যই আমি এমন করছি৷ আর তুই কি না এখন এসব বলছিস৷ তুই জানিস ওই রকি তোর কত বড় ক্ষতি করতে পারে৷ তুই সমাজে মুখ দেখাতে পারবিনা৷আমি তোকে ভালোবাসি তোর এত বড় ক্ষতি আমি কিছুতেই হতে দিবোনা৷ তাই আমি ওর কথা মতো চলছি৷ তোদের ছেড়ে চলে যাচ্ছি৷ তাতে যদি তোকে হাারাতেও হয় তো আমি হারাবো তারপরও আমি তোর সম্মান কিছুতেই নষ্ট হতে দিবোনা৷৷
আদনান চোখ মুছে কাকে যেনো ফোন করলো,,,
“হ্যালো জিসান,, শুন আমি ইউএসএ কিছুদিন পরে চলে যাচ্ছি৷ তোকে আমার একটা হেল্প করতে হবে৷”
“হ্যা বলো ভাই কি করতে হবে৷”
“রকি চৌধুরী কোথায় যায় না যায় সেই সব কিছু তোকে ফলো করতে হবে আর আমাকে জানাতে হবে”৷
“সে না হয় করবো কিন্তু ভাই তুমি সামান্তা আপুকে ছেড়ে চলে যাচ্ছো কেনো??
“ওই যে বললাম রকি চোধুরী ওর জন্য৷ ও অনেক বড় সর্বনাশ করতে চলেছে আমার সামুর আর ওকে যেভাবেই হেক আমায় প্রটেক্ট করতে হবে৷কিন্তু ওতো আমায় ভুল বুঝছে৷ ”
“ভাই তুমি এগুলো বলছো না কেনো সামান্তা আপুকে”
“কী করবো ওই রকি এই সুযোগটাও দেয়নি৷ সিসি ক্যামেরা ফিট করা সামুর রুমে৷ সেদিন ম্যাকানিকের রুপ ধরে এসেছিলো৷ আমি টের পাইনি৷তারপর সে ওই আমায় বললো যে সামুর রুমে ক্যামেরা আমি এটা খুলতেও চেয়েছিলাম বাট ও আমায় থ্রেট দিয়েছে৷ শুধু ওর রুমেই নয় সব জায়গায় ক্যামেরা বসানো৷ আর তুই তো জানিসই এই রকির কত ক্ষমতা সব করতে পারেও৷ আমি ইচ্ছে করলেই ওকে সরিয়ে দিতে পারি বাট সামুর ইজ্জত ওর কাছে৷ আর তোকে একটা কাজ করতে হবে,, আমি চলে যাওয়ার পর তোকেও ওর বাড়িতে ম্যাকানিক সেজে যেতে হবে তারপর ওর ল্যাপটপ নষ্ট করে দিতে হবে৷ আমি ইউএসএ নাও যেতে পারতাম কিন্তু আমাকে তো যেতেই হবে বাট আই সোয়ার খুব শিগগিরই ফিরে আসবো আমি৷ রকিকে ওর কর্মের শাস্তি পেতেই হবে৷”” কথাটা একনাগাড়ে বলে খট করে ফোনটা কেটে দিলো আদনান৷
চলবে,,,,,,,,,,,
[আজকের পার্ট অনেকের কাছেই অগোছালো লাগতে পারে৷ আমার মাথা ব্যাথা এখনো কমেনি৷ফোনের দিকে তাকিয়ে থাকলে আরও বেশি মাথা ব্যাথা করে৷ আজকে গল্পটা দিতে চাইছিলাম না কিন্তু আপনাদের প্রমিস দিয়ে ছিলাম গল্পটা দিবো তাই বাধ্য হয়ে দিলাম৷ ভুলত্রুটি মাফ করবেন৷ আমিই সত্যিই খুব দুঃখিত৷ ]