The_unlimited_love? Season_2 Part_7

0
3053

The_unlimited_love?
Season_2 Part_7

#Writer_Nusrat

“আর আরেকটা কথা তোর ভাই নাকি সাইকো ও৷ তোদের সামনে ও যতটা নরমাল দেখায় ও কিন্তু ততটা নরমাল নয়৷

কিহ!!!! আচ্ছা তোকে এসব কে বললো??

বলেছে একজন বাট তোকে বলতে পারবো না৷সে না করে দিয়েছে কাউকে জেনো না বলি৷ আর আমিও কথা দিয়ে ফেলেছি যে আমি কাউকে বলবে না৷ এখন রাখছি আমি বায়৷ সি ইউ সোন৷

আমি ফোনটা রেলিঙের উপরে রেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম৷ আদনান ভাইয়া এতোটা খারাপ ছিঃ৷ উনাকে নিজের ভাই বলতেও লজ্জা করছে আমার৷ এই লোকটাকে ভালোবেসেছিলাম আমি৷ ভেবেছিলাম আদনান ভাইয়ার সম্বন্ধে একটু খোজ খবর নিবো৷ তাই নিলয় কে বলেছিলাম বাট নিলয় আমায় এসব বলবে কোনোদিনও ভাবিনি৷ আর শুধু নিলয় কে ওতো বিশ্বাস করা যায়না৷ কে বলেছে ওকে এসব৷ আর নাম বলতেই বা বারণ করলো কেনো৷ আমার মনে হচ্ছে আমায় নিয়ে অনেক বড় কোনো খেলা হচ্ছে বাট আমি বুঝতে পারছিনা৷ কী করবো আমি৷ মন এক কথা বলছে মস্তিষ্ক আরেক কথা বলছে৷ তারপরও প্রমাণহীন কথা বার্তায় আমি একদমই বিশ্বাসী নই৷ যদি আদনান ভাইয়া এমন করেই থাকতেন তাহলে কোন না কোন ক্লু বা প্রমান তো নিশ্চয় থাকতো৷ আমার ভাবনার ছেদ ঘটিয়ে আবার ফোনটা বেজে উঠলো৷

হ্যালো কে বলছেন??
.
একি তুমি এখনো নাম্বার দেখনি৷ আমি রকি বলছি৷
.
আপনি কেনো আমায় ফোন দিয়েছেন৷
.
তোমাকে একটা কথা জানানোর জন্য৷
.
কী কথা
.
আদনান কতটা নিকৃষ্ট তুমি জানো৷ ও কতটা নিচ৷
.
এসব কে বললো আপনাকে৷ আর প্রামাণ ছাড়া কথা আমি একদমি বিশ্বাস করিনা৷
.
ওকে ফাইন৷ তোমার বেডরুমে যে সিসি ক্যামেরা লাগানো আছে সেটা কী তুমি জানো৷
.
কীহহহ!!!!! আমার বেডরুমে সিডি ক্যামেরা৷ কে লাগিয়েছে??
.
কে আর আদনান৷ এখন ভেবে দেখো সামান্তা তোমার সব ভিডিও কিন্তু ও দেখে৷ কাপড় চেঞ্জ করা থেকে শুরু করে সব৷ আর আমার কথা বিশ্বাস না করলে তোমার রুমের বাম পাশের কোনাটা চেক করো৷ রাখছি আমি৷
.
হ্যালো হ্যালো,,ধূর রেখে দিলো৷ বাট ও কী করে জানলো আমার রুমে সিসি ক্যামেরা৷ সব কেমন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে৷ আমি রুমে চলে এলাম রকির কথা যাচাই করার জন্য৷ রুম তন্য তন্য করে খুঁজছি বাট ক্যামেরার কোনো চিহ্নই পাচ্ছিনা৷ রকির কথা অনুযায়ী বাম পাশে তাকিয়ে দেখলাম ছোট্ট একটা কালচে কী দেখা যাচ্ছে৷ আমি টেবিলের উপর উঠে দেখলাম সত্যি সত্যি একটা ক্যামেরা৷ তার মানে রকির কথাই সত্যি৷ আদনান ভাইয়া আমার রুমে সিসি ক্যামেরা লাগিয়েছে তাও বেডরুমে৷ ছিঃ ছিঃ৷ আদনান ভাইয়া এটা কীভাবে করলো৷ এই ফুটেজে তো সব উঠেছে৷ ভাইয়া কী তাহলে?? আর রকিই বা কী করে জানলো আমার রুমে ক্যামেরা লাগানো আছে৷

♣️♣️♣️♣️♣️

আদনান কিছু জামা কাপড় কেনার জন্য শপিংমলে গেছে৷ শপিং মলে ঢুকতেই,,,

হেই আদনান কেমন আছো তুমি৷
.
হঠাৎ মেয়েলি কন্ঠ শুনে চকিতে তাকালো আদনান৷

আরে জুই যে কেমন আছো??
.
এই তো বেশ ভালোই আছি৷ আদনান তুমি তো আগের চাইতে আরও সুন্দর আর হ্যান্ডসাম হয়ে গেছো??আমি তো আবার ক্রাশ খেলাম৷
.
তাই নাকি তুমিও কিন্তু আগের চাইতে আরও সুন্দর আর স্মার্ট হয়ে গেছো৷ তা এখানে কেনো তুমি৷
.
আসলে মা বাবাকে নিয়ে আজ একটু শপিং করতে বেড়িয়েছি৷ তুমি এখানে কী করছো তোমার তো বিডিতে থাকার কথা৷
.
একচুয়েলি একটা কাজে এসেছিলাম এখানে৷ আচ্ছা আজ যাই অন্যদিন দেখা কথা হবে৷

আদনান শপিং করে ল্যাপটপ নিয়ে বসেছে সামান্তা কী করছে দেখার জন্য৷ বাট কোনো ভিডিও আসছেনা সব কালো হয়ে আছে৷ তারমানে কী সামাম্তা ক্যামেরাটা দেখে খোলে ফেলেছে৷ ও যদি ক্যামেরা দেখে তাহলে তো আমায় অবিশ্বাস করবে৷ এমনিতেই ঘৃণা করে আরও ঘৃণা করবে ভুল বুঝবে৷ কী করবো এখন আমি৷ আদনান কিছু বুঝে উঠতে না পেরে এবার সামান্তাকে ফোন করলো৷ রিং হওয়ার কিছুক্ষণ পর সে কল রিসিভ করলো৷

হ্যালো কে বলছেন??
.
সামান্তা আমি আদনান বলছি৷
.
আপনি কেনো আমায় ফোন দিয়েছেন৷ কোন অধিকারেই বা দিয়েছেন৷ কী হন আপনি আমার৷ আপনি যদি আমার সত্যি কেউ হয়ে থাকতেন তাহলে জীবনেও এমন নিকৃষ্ট কাজ করতেননা৷
.
দেখ সামু তুই আবারো আমায় ভুল বুঝছিস৷ একটাবার শুধু মাত্র একটাবার আমার কথাটা অন্তত শুন৷আমার সাথে এরকম বিহেভ করতে পারিসনা৷
.
নাহ আমি আপনার কোন কথা শুনতে চাইনা ভাবলেন কী করে আপনি এতো কিছু করবেন তারপরও আমি আপনার কথা শুনবো৷ দেখুন আমি আগের বিহেভিয়ার জন্য সত্যিই খুব দুঃখিত ছিলাম বাট এইবার আমি আপনার সাথে যে বিহেভ করছি একদম ঠিক করছি৷ একটা মেয়ের বেডরুমে ক্যামেরা কীভাবে লাগালেন আপনি বলুন৷ আমারতো মনে হচ্ছে আপনার চরিত্রের ঠিক নেই৷ বিডিতে আব্বু আর বড় আব্বুর জন্য কিছু করতে পারবেননা বলে আমেরিকায় চলে গিয়েছেন৷ তাই না? তাহলে আমার পিছনে কেনো পরে আছেন ঘৃণা করি আপনাকে আমি৷ বুঝেছেন ঘৃণা করি৷ আর একদম আমাকে ফোন করার চেষ্টা করবেননা৷ বলে দিলাম৷
.
ব্যস অনেক হয়েছে সামু অনেক৷ কথাটা বলে আদনান খট করে ফোনটা কেটে দিয়ে সামান্তার নাম্বার ব্লক করে দিলো৷

হ্যালো জিসান ওই দিকের কী খবর??
.
ভাই রকি সব সময় সামান্তা আপুর উপর নজর রাখছে৷
.
শুন আমি খুব শীঘ্রই বাংলাদেশে আসছি৷ তুই সব রেডি করে রাখিস৷ রাখছি,,,
♣️♣️♣️♣️

সকাল ৯ঃ২০ বাজে ভার্সিটিতে যেতে একটুও মন মানছেনা৷ ধাক্কার পর ধাক্কা খেতে হচ্ছে আমায়৷ তবুও যেতে হবে আব্বুর আদেশ এটা৷ আমি কোন রকমে রেডি হয়ে ভার্সিটিতে চলে এলাম৷ ক্লাসে বসে ফোন সাইলেন্ট করতে যাবো ঠিক তখুনি রকি আবারো কল দিলো৷ আমি বিরক্ত হয়ে একটু দূরে গিয়ে কল রিসিভ করলাম৷

আচ্ছা আপনি কি আমায় কোন ভাবেই শান্তি দিবেননা৷ ক্লাসে আছি আমি এখন? কী এমন দরকার যে আমায় ফোন করেছেন৷?
.
তুমি আমার সাথে একটু দেখা করতে পারবে ইট্স আর্জেন্ট৷
.
দেখুন আমি আপনার সাথে কোন ভাবেই দেখা করতে পারবোনা৷ এই পৃথিবীতে এখন আমি কোন ছেলেদেরই বিশ্বাস করিনা৷ আপনাকেও না৷
.
দেখো সামান্তা তুমি যদি না আসো তাহলে কিন্তু অনেক বড় কিছু হয় যাবে আমি গাড়িয়ে পাঠিয়ে দিচ্ছি তুমি চলে আসো কেমন??
.
শুনেন আমি একদম আপনার কথা শুনবো না৷ আপনি গাড়ি পাঠালেও আমি যাবো না শুনেছেন আপনি৷
.
ঠিকাছে৷

ক্লাসে একদমি মন দিতে পারছিনা আমি৷ একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে৷ টিফিন পিরিয়ডেই ছুটি নিয়ে নিয়েছি৷ এখন কথা হলো একা যাবো কী করে৷ তবুও যেতে তো হবেই৷ একা একাই হাটঁছি আমি৷দুপুর বেলা হওয়াতে তেমন মানুষও নেই৷ খুব খিদেও পেয়েছে৷ কেনো যে না খেয়ে আসলাম৷ হঠাৎই আমার পাশে একটা কালো কার এসে থামলো৷ আমি কিছু বুঝে ওঠার আগেই কেউ আমার মুখে রুমাল চেপে ধরলো৷

♣️
পিটপিট করে চোখ খোললাম আমি৷একি রুমটা এতো অন্ধকার কেনো আর হাত পা ই বা বাধা কেনো৷
কেউ কী আছো??কে এনেছে এখানে আমায়৷?? কার এতো বড় সাহস৷ আমার সামনে এসো৷ রুমের লাইট জ্বালাতেই অবাক হয়ে গেলাম আমি৷

চলবে,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here