The_unlimited_love? Season_2 Part_8

0
2819

The_unlimited_love?
Season_2 Part_8

#Writer_Nusrat

আমার সামনে স্বয়ং রকি দাঁড়িয়ে আছে,পকেটে দুই হাত গুজে৷

একি আমি এখানে কেন৷ আর আপনি,আপনিই বা এখানে কেনো৷

তুমি এখনো বুঝতে পারছোনা তুমি এখানে কেনো আর আমিই এখানে কেনো৷ তবে শুনো তুমিতো আমার কথা শুনোনি তাই আমি তোমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছি৷

কী এতো দরকার আপনার আমার সাথে যে আপনাকে আমায় কিডন্যাপ করে নিয়ে আসতে হলো৷ আমার তো আপনার সাথে তেমন দরকার নেই৷ আর আমাকে এখান থেকে যেতে দিন৷ তা না হলে,,

তা না হলে কী?কী করবে কী তুমি?আমি কী তোমাকে ছেড়ে দেওয়ার জন্য কিডন্যাপ করেছি নাকি(বাঁকা হেসে)

মানে? তাহলে কিসের জন্যে?

আমি জানি আদনান দেশে ফিরছে তাই যত তারাতাড়ি সম্ভব তোমাকে বিয়ে করে আমার করে নিতে হবে৷( মনে মনে)

আমি তোমাকে আজ বিয়ে করবো৷ আর যদি তুমি আমায় বিয়ে না করো তাহলে তোমায় নিয়ে অনেক দূরে চলে যাবো আমি অনেক দূরে৷ এখন তুমি তারাতাড়ি রাজী হয়ে যাওতো৷

জীবনেও না৷ আমি আপনাকে জীবনেও বিয়ে করবো না৷ আর আপনিই বা কেনো আমায় বিয়ে করতে চাইছেন৷

কেনো তুমিইতো আমায় বিয়ে করতে চাইতে৷তাছাড়াও আমি তোমাকে খুব ভালোবাসি সামান্তা খুব ভালোবাসি৷ কী করিনি তোমার জন্য৷সব করেছি সব৷

হ্যাঁ আমি বলেছিলাম আপনাকে বিয়ে করবো বাট এটা আমি সিরিয়াসলি বলিনি আদনান ভাইয়াকে রাগানোর জন্য বলেছিলাম৷ আর কী করেছেন আপনি আমার জন্য?আমার জানামতে আপনি আমার জন্য কিছুই করেননি৷আর আপনি আমাকে ভালোবাসেন এটাই বা কী করে বিশ্বাস করবো আমি৷

তোমাকে আর আদনানকে আলাদা করে দিয়েছি সেটা কী কিছুই না৷ ভালোবাসি বলেই আমি আদনানকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছি৷ কারণ ওকে তোমার সাথে দেখলে সহ্য হয়না আমার৷ (রেগে)

ম,,মানে আপনি আমাকে আর আদনান ভাইয়াকে,,

হ্যাঁ আমিই তোমাদের দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করিয়েছি৷ আর ওকে দূরে পাঠিয়ে দিয়েছি৷

কীভাবে করলেন আপনি এসব??আপনি বললেন আর ভাইয়াও মেনে নিলো

রকি আমার সামনে রাখা একটা চেয়ারে বসে বললো,
শুনো তবে
তোমার ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করেছি৷ সেই ভিডিওতে তুমি কাপড় চেঞ্জ করছিলে আর তোমার শরীরের অনেক অংশই দেখা যাচ্ছিলো৷ প্রথমে আমি আদনানকে খুব ভালো ভাবে বুঝাতে চাইছিলাম বাট সে আমার কথা কানেই নেয়নি৷ আমিও তোমার রুমে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম৷ আর একদিন বসে বসে তোমার ভিডিও দেখছিলাম হঠাৎ চোখ পরতেই দেখলাম তোমার রুমের বাম পাশে আরেকটা কী জেনো দেখা যাচ্ছে৷ ভালো করে যোম করে দেখলাম এটা একটা ক্যামেরা৷ ব্যস পেয়ে গেলাম ভুল বুঝানোর আরেকটা উপায়৷ আদনান নাকি কিছুতেই তোমায় ছাড়বেনা৷ তারপর আমি ওকে বাধ্য হয়ে তোমার চেঞ্জ করার ভিডিও দেখিয়েছিলাম৷ আর বলেছিলাম এটা ভাইরাল করে দিবো৷
তারপর রকি কী কী প্ল্যান করেছিলো সব খুলে বললো৷ আমার হাত পা এখনো বাঁধা তা না হলে এতক্ষণে চড় বসিয়ে দিতাম ব্যাটার গালে৷

শুধু এই ভিডিও না আরো অনেক ভিডিও৷ এখন তুমি যদি রাজি না হও তো আমি ভিডিও সত্যি সত্যি ভাইরাল করে দিবো৷

তুই কী ভেবেছিস আমি তোকে বিয়ে করবো৷ আরে তোর মতো জানোয়ারের দিকে তাকালেও পাপ৷ তোর জন্য আমি আদনান ভাইয়াকে ভুল বুঝেছি৷ ভাইয়া আমাকে বারবার বলার চেষ্টা করেছে৷ ভাইয়া আমার সম্মান বাঁচানোর জন্য তোর কথা শুনেছে৷ কিন্তু আমি কিছুতেই তোর কথা শুনবো না৷ নিজের সম্মানের কথা ভেবেও না৷

তোর বাপ মাও আমার কাছে তোকে বিয়ে দিবেনা কারণ তুই রাজী না তাই৷ আমি জানি তুইও বিয়ে করবি না৷ তাই তোকে সোজা তুলে নিয়ে এসেছি৷ (রেগে)

এতই যখন ভালবাসিস তাহলে আমার হাত পায়ের বাঁধন খুলে দিচ্ছিস না কেনো? তুই কী বুঝতে পারছিসনা আমার যে কষ্ট হচ্ছে৷ ও তুই বুঝবিই কী করে তুই কী আমায় সত্যিকারের ভালোবাসিস নাকি৷

আমার কথা শুনে রকি এগিয়ে এসে আমার হাত পায়ের বাঁধন খুলে দিলো৷বাধঁন খোলার সাথে সাথেই আমি ওকে কষিয়ে চড় বসিয়ে দিলাম৷
তোর মতো ছেলেকে কিছুতেই বিয়ে করবো না আমি৷ কী মনে করেছিস এসব করলেই আমি তোকে মেনে নিবো৷ কক্ষণো না৷ আমার মনে শুধু আদনান ভাইয়াই আছে আর থাকবেও৷ তোর মতো নিকৃষ্ট মানুষ আমি দুটো দেখিনি৷ আমাকে এখান থেকে যেতে দে বলছি৷

রকি রেগে তেড়ে এসে আমার চুলের মুঠি ধরলো৷
তোকেতো বিয়ে করতেই হবে৷ আর আজই৷ তারপর আমার চুলের মুঠি ছেড়ে দিয়ে একটা বক্স এনে আমার হাতে দিয়ে বললো,,এখানে শাড়ি আর অর্নামেন্টস আছে এগুলো পরে নিবি৷ আমি বাজারে যাচ্ছি এসে যাতে দেখি তুই রেডি হয়ে গেছিস৷

রকি বেড়িয়ে গেলো৷ দরজাটাও তালা মেরে গেছে৷ খিদেয় মরে যাচ্ছি আমি৷ ফোনটাও আমার হাতে নেই৷ ওই রকির কাছে আছে বোধহয়৷ আমি এই রকিকে কিছুতেই বিয়ে করবোনা৷ আদনান ভাইয়া ঠিকই বলতো এই রকি মোটেও ভালো না৷ কেনো যে তখন ভাইয়ার কথা শুনলাম না৷ যদি শুনতাম তাহলে হয়তো আজ এই দিনটি দেখতে হতোনা৷

♣️♣️♣️

কালো হুডি পরে কানে ব্লুটুথ লাগিয়ে হাতে ব্রিফকেস নিয়ে এগিয়ে আসছে আদনান৷ আজই সে বাংলাদেশে পা রেখেছে৷

হ্যালো জিসান সামান্তার কী খবর??

ভাই সামান্তা আপুকে কাল থেকে পাওয়া যাচ্ছেনা৷ ভার্সিটি থেকে ফিরছিলেন তারপর আর বাড়িতে যাননি৷

কিহহহ!!!আচ্ছা আমি আসছি তুই তারাতাড়ি আমার বাংলোতে চলে আয়৷ রকিই সামান্তার কিছু করেছে৷ আর তোকে যে বলেছিলাম ল্যাপটপ নষ্ট করতে সেটা করেছিস??

হ্যাঁ ভাই কাল আমি রকির বাড়িতে গিয়েছিলাম৷ তারপর ওর মাকে বললাম রকি আমায় পাঠিয়েছে ল্যাপটপ ঠিক করার জন্য৷ তবে আমি নষ্ট করিনি৷

তাহলে কী করেছিস??

ল্যাপটপ নিয়ে এসেছি৷আমার মনে হয় রকি এতো কাঁচা খেলোয়ার নয় ওর ফোনেও বোধহয় অনেক সিক্রেট আছে৷

হুম জানি আমি৷ আচ্ছা রাখছি৷ তারাতাড়ি চলে আসিস৷

চলবে,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here