The_villain?
In_disguise_psycho?Last_Part
#Lamiya_Rahaman_Meghla
২ দিন পর,
আজ ওদের গায়ে হলুদ।
দুই বোন কাঁচা হলুদ রঙের ফোলা লেহেঙ্গা পরেছে
সাথে ফুলের গয়না অপরুপ সুন্দর দেখাচ্ছে তাদের দুজনকে।
আমান আর অভিকও কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি পরেছে।
২ জুটিকে মানিয়েছে ভালো।
অনুষ্ঠান টা ওদের গার্ড রাই পুরোন করে৷ পরিবার বলতে ওরা তো সবি হারিয়েছে। পরের দিন বিয়ে টাও খুব ভালো ভাবে মিটে গেল।
গোলাপ সজ্জিত বিছানায় বসে আছে নুর।
পরনে লাল বেনারসি
বেশ সুন্দর দেখাচ্ছে তাকে।
বিছানার মাঝে জড়োসড়ো হয়ে বসে আছে নুর৷
অভিক মাত্র দরজা খুলে ভেতরে প্রবেশ করলো
নুরকে দেখে অভিকের হার্ট বিট থেমে যাচ্ছে।
–কে হে তুমি অপোরুপা পথ ভুলে এলে কি আমার ঘরে।
অভিকের এমন কথায় নুর লজ্জা পেয়ে গেল।
–উফ এই লজ্জা আমি তো মরেই যাবো।
–মারবো কিন্তু।
–ও মা বাসর ঘরে বৌ বলে বরকে মারবে৷
এবার নুর ঘোমটা তুলে বললো,
–আপনি কি আমার বর?
–এই ঘোমটা আমি তুলবো তুমি তুল্লে কেন।
বলেই নুরের ঘোমটা টা আবার টেনে দেয়।
এখন দেখো আমি তুলছি।
অভিক আলতো করে ঘোমটা টা তুলে দেয়,
নুরের কানের কাছে মুখ নিয়ে বলে,
–এবার আমি যা করবো তা শুধু দেখবা। আর ফিল করবা৷
–?
।
।
–মেঘ।
–হুম।
–তুমি আমার ভালোবাসা।
— আর তুমি আমার ভিলেন বর।
–হা হা ভিলেন নাম টা গেল না।
–যাবেও না।
–এদিকে এসো,
আমান মেঘকে কোলে তুলে নিয়ে বেলকনিতে গেল।
–দেখো চাঁদ টা সুন্দর না৷
–হুম
–হুম কিন্তু আমার চাঁদ থেকে না৷
–আচ্ছা তাই নাকি৷
–হুম।
ভালোবাসার অতল গভীরে তলিয়ে গেল চারটি প্রান৷
ওদের ভালোবাসা দেখে আজ চাঁদ ও লজ্জা পাবে।
।
।
আজিজ রায়হান কে সমস্ত খুনের মামলায় মৃত্যু দন্ড দেওয়া হলো।
।
।
২ বছর পর,
আজ মেঘ তার ২ টা জমজ সন্তানের মা হলো৷
অদ্ভুত হলেও সত্যি এটা নুরের ও দুইটা জমজ ছেলে হলো৷
নুরের বয়সটা বেশি ছিলো না কিন্তু অসাবধানতার কারনে আল্লাহ তাদের যা দিছে তাতেই খুশি নুর পড়াশোনা করছে সাথে সংসার।
।
আজ খান বাড়ি পরিপূর্ণ চার জমজ সন্তানের সমাহার
সত্যি এর থেকে বেশি খুশির কিছু হতে পারে না৷।
কিছু দিন পর পা পা করে চারজন জখন হাঁটবে এই বাড়ি জুড়ে তখন পরিবারের কমতি টা একটু হলেও কমবে।
।
১ মাস পর,
–মেঘ নুর তোমাদের হলো। (আমান)
–হুম হলো৷ (মেঘ)
–জলদি বের হও।
নুর মেঘ বাবু দের নিয়ে বের হয়৷
আমান অভিক দুই জনকে নেয়।
নুর মেঘ দুইজনকে।
–আচ্ছা সুন্দর করে দাঁড়ান আপনারা। (ফটোগ্রাফার)
–হুম।
সবাই সুন্দর করে দাঁড়ায়।
একটা ফটো ক্লিক।
হ্যাপি ফ্যামেলি ?
____________❤️সমাপ্ত❤️____________
(গল্পটা কেমন ছিলো আজ নেক্সট নাইস কেমন্ট না করে দয়া করে গঠন মূলক মন্তব্য করবেন৷
ধন্যবাদ)
Ami soob kota part dekhechi golpota kintu osadharon kono tulona hoye naa erakom kichu golpo ro porte chai
Mashalla khub shondor hoyese golpo ta ??? thanks apu ato cute akta golpo dear Jonno???????
Osadharon Mon chuagalo khub sundor hoacha all parts porachi tnx ATO valo golpo ta amadar gift korar Jonno ?????
Ashole apu…apnara onk kosto kore golpo gulu likhen..tar jonne ami appreciate kori…khob valo hoyeche golpo ta….but i think..ata aro interesting hoty parto….jai hok..apu next golper opekkhay thakbo…asha kori…khob valo kichu gift korben amdr pathok pathika der❤️❤️