villain Teacher,পর্ব_1,2
Writer_Orthi_islam_israt
পর্ব_1
নবাব জাদী আজ তোর খবর আছে,,সাড়ারাত টিভি দেখে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে,,,
অর্থি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আম্মু- ফাজি কথাকার,,ভালো থাকতে উঠ বলছি,,,৯ টা বাজে তোর কলেজে কে যাবে তোর বাপ,,,
আমি- আম্মু ঘুমাতে দাও না বাপ যতখন যাবে আমি যা না,,
আম্মু- ওলে বাবা লে সোনা তুমি আরো ঘুমাবে,,,
আমি- হা আম্মু,,,
আম্মু- উঠ বলছি উঠ,,,
আমি- আহা আম্মু লাগছে,,,
আম্মু- উঠ বলছি,,,
অামি- জল্লাদ মা মারবে না কিন্তু,
আম্মু – কি,,তবে রে,,
আমাকে আর পাই কে হাহাহাহ,,
ও আমার পরিচয় দেওয়া হয়নি,,আমি হলাম অর্থি ইসলাম ইসরাত inter 2nd year পড়ি,,আর ওনি হলেন আমার মা মিসেস ইতি চৌধুরি,,,আর আমার আব্বু ইমরেত চৌধুরি,,,বাবা মার একমাত মেয়ে আমি,,ছোট ভাই আছে দুয়টা একটার নাম ইমতি 8 পড়ে, আরেক টা ইয়াত 5 পড়ে,, আম্মু খুব বকে তবে কারণ ও আছে,,তাই তাকে জল্লাদ বলি,,আব্বুর আমি princes,,,
আব্বু-princes কই তুই,,,
অর্থি- এই তো আব্বু,,
আব্বু- princes তাড়াতাড়ি আই তোর মুখ না দেখলে আমার কোনো কিছু ভালো যায়না,,
অর্থি- ও হো আব্বু তোমার এই নিয়ম টা কবে পাল্টাবে,,
আব্বু- কখনো না,,কােন তুই আমার জীবনে খুব লাখি princes আজ তোর জন্য আমার এতো কিছু।
ইমতি- আপু আব্বু ঠিক বলেছে,,তুই আমাদের জীবনে খুব লাখি,,,
ইয়াত- তোর মুখ না দেখলে আমার পরীক্ষা ভালো ভালো হয়না আপু,,,
আম্মু- বকবক বাদ দিয়ে খেয়ে সবাই আমাকে উধার করো,,
আর্থি- আম্মু কোথা থেকে করব উধার,,
আম্মু- কি বললি তুই,,
ইয়াত- আম্মু আম্মু কোথা থেকে করব উধার,,
আব্বু- হাহাহা,,
আম্মু- তুমি চুপ থাকো, তোমার জন্য আজ সব এমন,,
অর্থি- কেমন আম্মু,,
ইমতি- তেজপাতা,,
আম্মু- তোরা চুপ করবি,,,
তারপর সবাই চুপ,,আম্মু কে আমরা সবাই একটু বেশি ভয় পায়,,আমার আম্মু সবার থেকে best,, ওনি আমাদের খুব ভালোবাসে,,,
ইমতি- আপু আব্বু কয় রে,,
অর্থি- কোথাই আবার আম্মুর সাথে রোমান্স করে,,
ইয়াত- সেটা কি রে আপু,,
অর্থি- বড় হলে বুঝবি,,
ইমতি- এখন বোঝা না,,
অর্থি- চুপ,,ঐ তো আব্ববু চলে এসেছে,,
আব্বু -চল তোরা,,
আম্মু – ভালো করে যাস,,আর একমদ শয়তানি করবি না স্কুলে গিয়ে দুই বাদর,,আর তুই ও করেজ গিয়ে সাবধানে থাবকি,,
সবাই এক সাথে আচ্ছা,,
তারপর আমরা গাড়ি করে যে যার যার কাজে চরে আসলাম,,আব্বু সবাই কে নামিয়ে দিয়ে চলে যায়,,,
কলেজে%
প্রিয়া- অর্থি আজ চলনা কোথাও ঘুড়ে আসি,,
অর্থি- যেতে পাড়ি তবে আজ তুই খাওয়াবি,,
রনি- কিহহহহহহহ,, ও খাওয়াবে, তাহলে তো হলো,
জেনি- ঠিক বলেছিস,,
পিয়াস- অর্থি তুই ওর আশা বাদ দে,,
প্রিয়া- যা আমি খাওয়াব,,
অর্থি- সত্যি,,
রনি- না না না, ওর খাওয়ানো মানে এটা চকলেট,,থাক ভাই,,
জেনি- হা সেটায়,,,
অর্থি- যা আজ আমি খাওয়াব,,
সবাই সত্যি রে,,
পিয়াস- তুই খাওয়াব তাহলে চিন্তা নাই,,,
রনি- হা রে,
জেনি- চল চল,,
প্রিয়া- আসছে পেটুক একটা,,
জেনি- কি বললি,,
প্রিয়া- কিছু না,,,
তারপর সবাই একসাথে ঘুড়তে যাওয়ার জন্য যেতে লাগল,,
অর্থি সবার সাথে কথা কথা বলতে বলতে যাচাছিলো,,হঠাৎ করো সাথে ধাক্কা লাগে,,
অর্থি- ও মা গো কমর টা গেছে আমার,,, ঐ কে রে তুই,,
ছেলেটি- ঐ দেকে চলতে পারো না,,
অর্থি- মানে কি হা,,নিজে ধাক্কা দিয়ে আবার রাগ দেখান,,
ছেলেটি- ঐ তুমি দেখতে পারলে না,,,
অর্থি- আরে রাখ তোর রাগ দেখানো,,
ছেলেটি- কি তুমি আমাই তুই বলছো,,
অর্থি- তো তেকে পূজা করব,,এনা কন্ডা,,
ছেলেটি- কিহহ,, তুমি আরিয়ান মির্জা কে তুই তোকারি করছ,,
অর্থি- করেছি তো,,,তুই তো একটা লাল বাদর,,জিরাফ,, এনাকন্ডা,,,শয়তান,,তোকে কিমা বানিয়ে কুকুর কে খাওয়াব,,
আরিয়ান- কিহহহহহহ,তোমার এতো বড় শাহস,,,,,,
অর্থি- চুপ একদম,,
আরিয়ান- চুপ,,
সবাই এক সাথে কেপে উঠলো,,,
আরিয়ান- তুমি কাকে কি বলেছ জানো,,(রেগে লাল হয়ে গেছে আরিয়ার).
অর্থি- না মানে,,
আরিয়ান- ভয় কেনো পাচ্ছো বলো,,
অর্থি- ভয় কেনো পাব হা,,( কেমন করে তাকিয়ে আছে খেয়ে ফেলবে নাকি)…
আরিয়ান-আমাকে কি কি জেনো বলছিলে,,,
অর্থি- না কিছু না,, বলে দৌড়,,,
অর্থি আর পায় কে এক দৌড়ে কলেজ পাড়।।
অর্থি- ওরে বাবা কি ভংয়কর লোক,,
প্রিয়া- হাহাহাহা
জেনি- রনি এটা কে আমাদের অর্থি তো,,
পিয়াস- হাহাহাহ,,
অর্থি- তোরা হাসিছ কেনো,,,
রনি- যে অর্থি কে সবাই ভয় পায় সে,,,ঐ লোকটা কে দেখে দৌড়,,,
জেনি-সত্যি কথা,,,
অর্থি- চুপ তোরা,,ওকে তো আমি কি করি দেখ,,
অর্থি তাহলে আগের রুপে ফিরে আসছে সবাই এক সাথে,,,
তরপর সবাই এক সাথে ঘুরে বাড়ি চলে যায়,,,
চলবে
#villain_Teacher
#Writer_Orthi_islam_israt
#পর্ব_2
পরের দিন
আম্মু- ভালো করে যাবে সবাই,,আর অর্থি তোকে বলছি আজ যাতে কলেজের ফাইটে তোকে মারা মারি করতে না শুনি আমি,
অর্থি- ও হো আম্মু তুমি শুধু ভয় পাও,কিছু হবে না,,
আব্বু- princes তোর মা কিন্তু ঠিক বলছে,,
ইমতি- আপু আমাদের কিন্তু সব ভিডিও চাই মারামারির,,,
অর্থি- ওকে আমার ভাইরা,,,আর আব্বু তুমি চিন্তা করো না,,
কলেজে///
রনি- আজ কি হবে বুঝতে পারছি না,,,
জেনি- পিয়াস তুই পারবি তো ওদের সাথে,,
প্রিয়া- তোকে কতবার বললাম অর্থি পারবে ওদের শায়েস্তা করতে ,,
রনি- ঠিক বলেছিস,,
পিয়াস- ইয়ার তোরাও না,,আমি না পারলে অর্থি তো আছেই,,
অর্থি- হেই কি খবর তোদের সব ঠিকঠাক তো,,
রনি- আর ঠিকঠাক,,ওদের দেখ,,আর আমাদের দেখ,,
অর্থি- no tension ইয়ার,,
অর্থি সব কিছু পারে,,
ও হা আজ কলেজে ফাইট হবে সিনিয়ার VS জুনিয়ার,,,আর আমাদের বিচারক হলেন আরিয়ান চৌধুরি,,,আপনাদের বলায় হয়নি,,,Mr. Ariyan Chowdhuri এই কলেজের টিচার মেথের,, আর Principal স্যারের একমাত ছেলে,,,
শুরু হলো ফাইট,,,
প্রথমে রনি পরে পিয়াস,,রবিন,রকি,,একে সবাই গেলো,,কিন্তু সবার যায় যায় অবস্তা,,,
সিনিয়ার বড় ভাই- কি রে আর কে কে আছে ডাক সেদিন তো বড় বড় কথা বলছিলি,,তো তোদের অর্থি কই পালিয়েছে নাকি,,,
হঠাৎ বাঘিনীর আগমন,,হাহাহা
অর্থি- হেই উই বড় ভাই,,অর্থি ভয় পাওয়ার লোক না,,
আরিয়ান বেচেরা হা করে তাকিয়ে আছে যেনো আকাশ থেকে পড়লো,,,,সে কেনো কলেজের সবাই,, কারণ অর্থি কে আজ এতো সুন্দর লাগছে,,কালো সার্ট,,কালো জিন্চ,,চুল হুলো জুটি করা,,,
আরিয়ান- ঐ মেয়ে দেখছি বদের শদ্দার,,ঝগড়ার সাথে সাথে মারামারিও জানে,,
অর্থি- শুরু করা যাক,,,
সাবই ওকে,,,
শুরু হলো ফাইট অর্থি একাই সব গুলো কে মারছে,,হঠাৎ পেছন থেকে কেউ অর্থির ঘাড় ধরে,,অর্থি তার হাত ধরে পা দিয়ে একটা কিক মারে,,
আরিয়ান তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে এটা কে,,যে মেয়ে তাকে দেখে কাল দৌড়ে পালালো,,সে আজ এই রুপ দেখবে ভাবতেই পাড়েনি,,,
অবশেষে অর্থিরা জিতলো,
%পরের দিন কলেজে,,,
অর্থি- আজ class. করবি সবাই
জেনি- হা রে সামনে exam. করতেই হবে,,
পিয়াস- হা রে চল,,,
তারপর সবাই class যায়,,,,
প্রথম class আরিয়ানের
অর্থি- শুনলাম নতুন স্যার এসেছে,,
প্রিয়া- principal স্যারের ছেলে,,,
রনি- হা রে ইয়ার,,,
জেনি-ঐ ঐ স্যার আসছে,,,
দরজার দিকে তাকিয়ে তো অর্থি হা করে আছে,,এটা কাকে দেখছে,,ঐ ছেলেটা,,,
সবাই আরিয়ানকে সালাম দিলো,,,
আরিয়ান- তো তোমরা সবাই কেমন আছো,,,
সবাই একসাথে জি ভালো আপনি,,,
আরিয়ান- ভালো,,,তো পড়ায় আসা যাক,,কালকের পড়া গুলো সবাই করে এসেছে তো,,আমি তোমাদের এখন ধরব পড়া,,,
অর্থি- জেনি রে আমি বাইরে যাব,,
জেনি- কেনো,,,
অর্থি- এই রাক্ষোশেরর class করব না আমি,,
প্রিয়া- কেনো ভয় পাশ নাকি।।।
অর্থি- জানি না কিন্তু আমার খুব ভয় লাগে,,,
আরিয়ান- তোমরা তিনজন দাড়াও,,,
অর্থি- জি আমরা,,,।
আরিয়ান- হ্যাঁ তোমরা,,
প্রিয়া- জি জি স্যার
আরিয়ান- তো কথা হচ্ছে তোমাদের মধ্যে,,,
অর্থি- না মানে স্যার,,
আরিয়ান- না মানে কি,,
অর্থি- আসলে,,,
আরিয়ান- just set up,,,,
পুরো class এর ছেলেমেয়ে ভয়ে শেষ,,,,
আরিয়ান- Get lost,,
অর্থি-sorry sir
আরিয়ান- i say get lost,,
তারপর তারা তিনজন বেরিয়ে যায়,,,
অর্থী- লাল বাদর তুই বউ পাবি না বলে দিচ্ছি,,দেখতে একদম লাল বাদরের মতো,,রাগলে লাগে গরুর মতে,,নিজেকে মনে করে হিরো,,সালা তুই একটা জিরো,,,কি রাগ তোকে কে ভয় পায় কে হ্যাঁ,,
জেনি- তুই চুপ থাক তো,,
প্রিয়া- তোর জন্য স্যার আমাদের বের করে দিলো,,,
অর্থী – ঐ কালি তুই চুপ থাক,,, তোকে মেরে পুটে দেবো একদম,,,
জেনি- ও তো ঠিকি বলেছে,,,
প্রিয়া- তা তুই এতো স্যার কে কেনো ভয় পাস বলতো,,,
অর্থি- তুই চুই থাক শাকচুন্নী,,
প্রিয়া- কাল আবার কি হবে কে জানে,,,
অর্থি- কাল পার্টি হবে,,
জেনি- কিসের,,
অর্থি- কাল তোদের কেক বানিয়ে খাওয়াব,,,
দুজোন এক সাথে সত্যি,,,
অর্থি- হ্যাঁ,,চল বাসাই যায়,,,
পরের দিন কলেজে%%
জেনি- এই অর্থি টা কথাই বল তো,,
প্রিয়া- আজ ভলে কেক খাওয়াবে,,
জেনি- ঐ তো আসছে,,,
অর্থি- ঐ চলে এসেছি আমি,,,চল যায়,,,
তারপর তারা সিড়ি দিয়ে নিচে নামছিলো,, হঠাৎ অর্থীর পায়ে লেগে,, কেক টা হাত থেকে পরে যায়,
অর্থি- ও মা গো পাটা শেষ আমার,,,
প্রিয়া-অর্থি সামনে তাকা,,,
অর্থি-কেনো রে,,
জেনি- আগে তাকা অর্থি,,,
অর্থি সামনে তাকিয়ে তো ভয়ে শেষ,, ভয়তে কলজির পানি শুকিয়ে গেছে,,
কারণ কেকটা আরিয়ানের মুখে গিয়ে পরেছে,,,অর্থির হাত যখন কেক টা পরে গিয়েছিলো,, তখন আরিয়ান উপরে আসছিলো,,আর সব গিয়ে পরে আরিয়ানের মুখে,,,
অর্থি- sorry স্যার,,আসলে বুঝতে পারিনি,,
আরিয়ান-….( নিশ্চুপ)…….
অর্থি- আসলে স্যার,,
হঠাৎ আরিয়ান অর্থির হাত ধরে টেনে নিয়ে গেলো উপরে,,,
অর্থি- স্যার কোথায় নিয়ে যাচ্ছেন,,আমি ইচ্ছা করে করিনি,,
আরিয়ান অর্থি কে নিয়ে আরিয়ানের কেবিনে যায়,,,এসে দরজা বন্ধ করে দেয়,,,
আরিয়ান- কি বলছিলে হা,,,
অর্থি- আসলে স্যার
হঠাৎ আরিয়ান অর্থি কে দেওয়ালের সাথে ঠেসে ধরে,,অর্থি তো ভয়তে শেষ,,,
অর্থী – স্যার কি করছেন,,,
আরিয়ার- পরিস্কার করো সব আগে,,
অর্থি- আমি,,,
আরিয়ান- হ্যাঁ তুমি করো পরিস্কার।
অর্থি- জি স্যার
তারপর অর্থী সব পরিস্কার করে দেয়,,তারপর অর্থি যেতে গেলে,,,
আরিয়ান_ আমি তোমায় যেতে বলেছি,,
চলবে