Villain_Teacher,পর্ব_3,4
Writer_Orthi_islam_israt
পর্ব_3
অর্থি- না মানে স্যার, আমার কাজ তো শেষ তাহলে কি করব,,
আরিয়ান- কে বলল তোমার কাজ শেষ,,।
অর্থি- আর কি কাজ আছে,,আমি যা অন্যায় করেছি তা তো করেই দিলাম।
আরিয়ান- তুমি এটা করেছো শুধু কে বললো,,
অর্থি-স্যার আমি আবার কি করলাম
আরিয়ান- অনেক কিছু।
অর্থি- কিহহহ,( এই নীল হনুমানটা কে আবার আমি কি করলাম,,তুই সব সময় কেনো আমির পিছনে লেগে থাকিস,, কেনো রে তোকে আমি কি করেছি মনে মনে অর্থি বললো,)…
আরিয়ান- তুমি এখন যাও।
অর্থি- কিহহ,কিন্তু স্যার আপনি যে বললেন আমি আরো অনেক কিছু করেছি।
আরিয়ান- সেটা পরে টের পাবে এখন যাও।
অর্থি- মানে কি স্যার,, বলুন না,,
আরিয়ান- তোমায় যেতে বলেছি আমি,,
অর্থি-কিন্তু স্যার,,,,
আরিয়ান- তোমায় যেতে বলেছি আমি,,যাও( ধমক দিয়ে)..
অর্থি- জি স্যার,,,
বাইরে এসে অর্থি,,,,
অর্থি-প্রিয়া তুই বল ঐ লাল বাদরের কোন জন্মের শত্রু
আমি সব সময় এমন করে,,মনটা বলে ওকে কাচা চিবিয়ে খায় লবন দিয়ে।
প্রিয়া- কি করেছে স্যার,,
অর্থি- কি করেনি বল হ্যাঁ সবসময় বকে কি পেয়েছি কি হ্যাঁ,,সেদিন class এতো বড় অপমান করল দেখে নেব আমি,,
হঠাৎ
কেউ একজন- কি দেখে নেবে শুনি।
অর্থি- ঐ শয়তান মেথের স্যার কে,,,আসছে মেথের স্যার,,,উনি তো থেরো পাগল।।
কেউ একজন- আচ্ছা তাই,,তা থেরো পাগল কী।।
অর্থি- আপনায় কেনো বলব,,পিছন গুড়ে বললো অর্থি,,,
অর্থি বেচারি তো শেষ,,, কারণ পিছনে আরিয়ান সয়ং দাড়িয়ে
অর্থি- আব তেরা কিয়া হোগা অর্থি,,তু তো গেয়া কামছে।(মনে মনে বললো অর্থি)।।
আরিয়ান- তা কি কি জেনো বলছিলে তুমি,,,
অর্থি- কয় স্যার কিছু না তো।।।
আরিয়ান- না আমি শুনলাম,,আমি শয়তান,,থেরো,, তার পর আর কি কি জেনো,( দাতে দাত চেপে বললো আরিয়ান)।
অর্থি-এই কথা বললো আপনাই,,কোন পেত্নী বলেছে বলুন,,আপনি কতো ভালো মানুষ,,
আরিয়ান- তাই নাকি,,না আমি তো শয়তান,,,
অর্থি- (কাঁদো কাঁদো ভাবে) স্যার আর কখনো এমন বলব না সরি,,বলে অর্থি দৌড় ওকে আর কে পাই,,
আরিয়ান- অর্থি শোন,,,অর্থি,,যা চলে গেলো,,,
আরিয়ান- পাগলী একটা,,মুচকি হেসে বললো আরিয়ান।
জেনি- স্যার আপনি হাসছেন কেনো,।
আরিয়ান- পাগলী টার জন্য,,( আনমনে বললো আরিয়ান)।।
প্রিয়া- মানে,,
আরিয়ান- কিছু না,,তোমরা এখানে কি করছ class যাও,,,ধমক দিয়ে
জেনি-জি জি,,স্যার,,
সবাই class. করে বাড়িকে যায়,,,
অর্থি- আম্মু খেতে দাও,,,আর এক গিলাস পানি দাও।।।
হঠাৎ কেউ পানি দিলো,,,পানি মুখে দিয়ে সব ফেলে দেয়,,,
অর্থি- এটা কি,, মাথা না তুলেই বললো অর্থি, ভয়ে, কারণ অর্থি জানে এটা কার কাজ,,,
অচেনা- কেনো রে অথি এটা ভালো না।
অর্থি- না মানে।।।
অচেনা- না মানে কি,,
অর্থি- আসলে বলেই দৌড়,,,,,,
অচেনা- অথি দাড়া বলছি,,তোর খবর আছে।।
অর্থি- ওনু সরি রে,,,
ওনু- কোনো সরি না,, তোর খবর আছে,,
অর্থি- মাফ করে দে মাএ দুইদিন ফোন দেয়নি,,সরি
ওনু- তোর কাছে মাএ,,,
অর্থি- আচ্ছা বাবা কান ধরলাম।
ওনু- কথা নাই তোর সাথে,,
অর্থি- সরি সোনা,,
ওনু- আচ্ছা যা মাফ করলাম।
ওনু হলো অর্থির best friend ওনুর আব্বু আর অর্থির আব্বু বন্ধু,,আর তাই অর্থি আর ওনুও বন্ধু,
অর্থি- সবাই কেমন আছে,্র।
ওনু- ভালো,,
অর্থি- আর তুই।
ওনু- ভালো না, তোকে খুব মিস করি,বাবাকে বললাম ওখানে পড়বনা তাও দিলো,,
অর্থি- তাই,, আচ্ছা বাদ দে,,কিছু দিন আমার সাথে থাকবি তো।।
ওনু- তাই তো তোকে নিতে আসলাম।।
অর্থি- মানে,,।
ওনু- আরিফ ভাইয়ের বিয়ে।
অর্থি- ও মা তাই।
ওনু- হ্যাঁ,,সব গুছিয়ে নিয়েছি আমি তুই আসার আগে,আন্টি আংকেল ও বলা শেষ,,খেয়ে চোট পট রেডি হয়ে নে,
অর্থি- আচ্ছা,জান
তারপর অর্থি সবাইকে বেমলে ওনুর সাথে চলে আসে
অর্থি- আর্টি কই তুমি,,,
ওনুর মা- ওরে বাবা রে আমার মাটা চলে এসেছি দেখছি।
অর্থি- জান তুমি কেমন আছো।।
ওনুর মা- ভালো,,তুই
অর্থি- ভালো,,জান 2কোথায়।
অর্থি- আ,,আ,আন্টি লাগছে কানে,,
আরিফের মা- বদের হাড্ডি,, তুই আর ঠিক হলিনা।
অর্থি- ও হো,,জান তুমি তো আমার সব।
ওনুর মা- আর আমি,,
অর্থি- তুমিও।।
ওনু- আর আমি।
অর্থি- তুই কে হ্যাঁ। কোন ফকির।
ওনু- তবে রে।।।
আরিফের মা- ওকে রুমে নিয়ে যা।।আর ফ্রেশ হতে দে।
তারপর অনেক দুষ্টুমি করে অর্থি ফ্রেশ হতে যায়।।
ওনু- আমার রুমের ঝড়না টা একটু problem চল ভাইয়ার,
অর্থি- আচ্ছা।
তারপর অর্থি ওনুর ভাইয়ের ফ্রেশ হতে যায়।।
কাপড় চেন্জ করার। সময় হঠাৎ কে যেনো বাথরুমে চলে আসে,,
অর্থি তো পিছনে ঘুড়ে সকড।।।
অর্থি- আপনি,,,,,,,,,,
চলবে
#villain_Teacher
#writer_Orthi_islam_israt
#পর্ব_4
অর্থি- আপনি এখানে স্যার,,,,,,,,
আরিয়ান- তুমি এখানে কি করছ,,,,,,
অর্থি- দেখতেই তো পারছেন কি করছ,,,
আরিয়ান- তা এই তো দেখছি,,
অর্থি-তো কি হয়েছে,,,
হঠাৎ অর্থি,,
অর্থি- আআআআআ
আরিয়ার- আআআআআআ,,
অর্থি-আআআআ
আরিয়ান- চুপ চুপ( মুখ চেপে ধরে)..
অর্থি- হুহুহু,,
আরিয়ান- কি হয়েছে,,অর্থির দিকে তাকিয়ে,,নিজের চোখ ধরো ফেললো,,,
অর্থি- বের হন,,,
আরিয়ার- হা,,
অর্থি- বের হন,,
আরিয়ার বের হয়ে যায়,,,
আসলে অর্থি আর আরিয়ান চেচিয়েছে কারণ অর্থি আর আরিয়ান যখন ঝগড়া করছিলো,,তখন অর্থির টাওল পরে যায়,,হাহাহাহা।।
আরিয়ার রুমে এসে চুপচাপ হা করে বসে আছে,,,
ওনু- ভাইয়া বড় আম্মু ডাকে,,
আরিয়ান-,,,,,,নিশ্চুপ,,,,,,,
ওনু- এই ভাইয়া কি হয়েছে,,
আরিয়ান-ছিচিং ফাক,,
ওনু- মানে
আরিয়ার- বোন আজ চাঁদ দেখেছি,,
ওনু- মানে,
হঠাৎ অর্থি আসে,,
অর্থি- আপনি নক না করে বাথরুমে কেনো গেছেন,,
আরিয়ান- তুমি কেনো ভালো করে লক করলে না দরজা,,
অর্থি- আপনি হুট করে কেনো ডুকলেন,,,
আরিয়ান- তুমি কেনো লক করোনি,,আর তুমি এই রুমে, এই বাথরুমে কি করছ।
অর্থি- সেটা আপনাকে কেনো বলব। আপনি কি করছেন এখানে।
আরিয়ান- আমার রুমে, আমার বাথরুমে,, আর তুমি আমাকে বলছো।
অর্থি- মানে( অবাক হয়ে).
আরিয়ান- জি হ্যাঁ মেডাম
ওনু- আমি তো কিছু বুঝছি না,,
আরিয়ান- ওনু তুই বল ও যদি,, দরজা লক না করে,, তাহলে আমার দোষ।
অর্থি- আপনারি তো দোষ।।
ওনু- এই বার বুঝলাম এ কেমন ছিচিং ফাক আর চাঁদ দেখা
অর্থি- কিহহহহহহহ।
আরিয়ান- মানে,,,,
ওনু- কিছু না,,যাই হোক,,অর্থি ও বড় আম্মুর ছেলে মানে আরিফ ভাইয়ার ভাই,,,এই বাড়ির ছোট ছেলে,, বিদেশ থেকে পড়ে দেশে এসেছে আর ভাইয়া ও অর্থি আমার best friend।
অর্থি- কিহহ,এই হনুমানটা তোর ভাই।
আরিয়ান- কিহহ,,( রেগে)।
অর্থি- না মানে স্যার,,
ওনু- স্যার?
অর্থি- আমাদের কলেজের স্যার,
ওনু- বুঝেছি,চল খাবি,,আর ভাইয়া তোকে ফ্রেশ হয়ে বড় আম্মু যেতে বলেছে,,
আরিয়ান- আচ্ছা, তুই যা আমি আসছি।
ওনু- অর্থি চল।
অর্থি- তুই যা আমি জামা কাপড় নিয়ে আসি।
ওনু- আচ্ছা।।
অর্থি যাওয়ার সময়,,
আরিয়ান- এখন থেকে দরজা লক করবে ভালো করে,,আর টাওল টাও ঠিক করে রেখো,,নিজেই তো একটা পিচ্চি আবার কথা বলে,,
অর্থি- কিহ বললেন আপনি।।
আরিয়ান- কিছু না,,যাও তো তুমি,,
অর্থি- যাচ্ছি,,মুখ ভেংচি কেটে চলে যায় অর্থি,,,
আর এই দিকে আরিয়ান মুচকি মুচকি হাসছে।।
রাতে ডিনার করে যে যার মতো ঘুমিয়ে পরে,,
হঠাৎ মাঝ রাতে।।
কেউ একজন অর্থির খুব কাছে আছে,,তার নিশ্বাস গুলো শুনতে পারছে,,,,যতটা কাছে থাকলে কেউ তার প্রতি মাতাল হয়ে যায়,,কারো নেশায় আসক্ত হওয়া যায়, ততটা কাছে আছে,, যে নিশ্চাশ টা শুনে মনে তুফান বয়ে যায় ততটা কাছে,অর্থির কপালে একটা চুমো দিয়ে মানুষটা চলে যায়,
হঠাৎ অর্থির ঘুম ভেঙ্গে যায়,
অর্থি- কে ওখানে কে,,
অর্থি দেখলো কেও নে,,তবে মিষ্টি একটা গন্ধ আসছে,,যেটা সে আগেও পেয়েছে,,
অর্থি- এখানে তো কেউ নেই,,তবে আমার মনে হলো কেউ আছে,,হয়তো আমার মনের ভুল,,বলে আবার ঘুমিয়ে পরলো অর্থি,,,
কিন্তু সে জানেনা তাকে বাইরে থেকে কেউ দেখছে,,আর হাসছে,,,
সকালে%
ওনু- অর্থি ওঠ।।
অর্থি- আরেকটু ঘুমাবো, সর তো,,
ওনু- ওঠ বলছি,,
অর্থি-আচ্ছা উঠলাম।।।
অর্থি ফ্রেশ হয়ে নিচে আসছিলো,,হঠাৎ কি ভাবে আরিয়ানের রুমে উকি মারে,,
উকি মেরে তো অর্থির হা করে আছে চোখ বড় বড় করে,,
চলবে