villain_Teacher,পর্ব_5,6
Writer_Orthi_islam_israt
পর্ব_5
সকালে অর্থি নিচে যাওয়ার সময়,, কি মনে করে যেনো আরিয়ানের রুমে উকি মারে,,,উকি মেরে তো অবাক এটা কাকে দেখছে,,,
অর্থি- আল্লাহ এটা কাকে দেখছি,,,wow স্যারের কি বডি,, পুড়া সালমান খান,,,
হঠাৎ,,
আরিয়ান- কারো রুমে উকি মারা ভালো না,,এটা জানো না তুমি,,,
অর্থি আরিয়ানের কথা শুনে লুকিয়ে যায়,,,,
আরিয়ান- মিস অর্থি আমি আপনায় দেখেছি,,,লুকিয়ে লাভ নেই,,
অর্থি-,,, নিশ্চুপ,,,,,
আরিয়ান- মিস অর্থি বের হন,,,,
অর্থি- তাও নিশ্চুপ,,,,,
হঠাৎ আরিয়ান অর্থির হাত ধরে রুমে নিয়ে আসে,,আর দরজা বন্ধ করে দেয়,,,,
অর্থি- এটা কি হলো স্যার,,
আরিয়ান- আমার রুমে উকি কেনো মারছিলে,,
অর্থি- মানে কি ( না জানার ভান করে)…।
আরিয়ান- মানে বোঝনা( ভ্রু উচু করে)।।
অর্থি- না তো,,,
অারিয়ান- তুমি আমার রুমে উকি কেনো মারছিলে,
অর্থি- কথাই আমি তো নিচে যাচ্ছিলাম।
আরিয়ান- তাই নাকি।।
অর্থি-জি,,,
আরিয়ান- নিচে যাচ্ছো যাও, তবে 10 মিনিট পরে তোমার বাড়ি থেকে ড্রাইভার আসবে।
অর্থি- কেনো আসবে।
আরিয়ান- তোমার বই দিতে আসবে,,
অর্থি- মানে এখানে বই,,( অনেক অবাক হয়ে)।
আরিয়ান- হ্যাঁ। আজ থেকে তুমি আমার কাছে পড়বে,,,তোমার আব্বু নিজে বলেছে,,,তোমার পরীক্ষার আগ পর্যন্ত আমি পড়াবো,,,এটা তোমার আব্বুর পারমিশন।
অর্থি- আমি পড়বনা আপনার কাছে।
আরিয়ান- কিহহহ, বললে তুমি,( ধমক দিয়ে).
অর্থি- পড়বনা আপনার কাছে।।
আরিয়ান- আবার বলো,,( অর্থির দিকে আগাতে আগাতে)।
অর্থি- না না পড়বো তো, এটা বলছিলাম
আরিয়ান- ঠিক তো।।
অর্থি- জি স্যার।
আরিয়ান- good girl.. এই বার নিচে যাও।।আর খেয়ে নাও।
অর্থি- জি।।(লাল হনুমান,লম্বা জিরাফ,কালো কুমির, সবুজ পচা ঘাস,,তোকে আমি দেখে নিবো) বকতে বকতে চলে যায়।
এই শুরু হবে #villain_Teacher এর villain কাজ, আগে আগে দেখো হতা হে কিয়া,,হাহাহা
খাবার টেবিল বসে
আরিয়ান- তোমাদের সবাই কে কিছু বলার আছে,,
আরিয়ানের আম্মু- কি কথা।।
আরিয়ান- আংকেল মানে অর্থির আব্বু আমায় বলেছে পরীক্ষার আগ পর্যন্ত ওকে পড়াতে,,আর আমি ও হ্যাঁ বলেছি,, বিয়ের আগ পর্যন্ত এখানে পড়াবে,,তারপর বাড়ি গিয়ে পড়িয়ে দিয়ে আসব।
আরিয়ানের আম্মু- আচ্ছা ঠিক আছে।।
ওনু- বাবা ভালোই তো।।( অর্থি তুই তো এবার গেছিস অর্থির কানে কানে কথা বলে সব গুলো দাত বের করে হাসলো ওনু)।।
আর অর্থির তো গা জলে যাচ্ছে,,মনে মনে আরিয়ানের গুষ্টি উধার করছে।।
আরিয়ান- অর্থি- 10 মিনিট পর আমি তোমার রুমে আসছি বই নিয়ে বসবে
অর্থি- জি।
তারপর খেয়ে যে যার মতো চলে যায়।
পড়ার টেবিলে বসে।।
অর্থি- আরিয়ানের বাচ্চা তুই নিজে কে কি মনে করিস হ্যাঁ সালমান খান,,আরে তুই তো একটা পাতলা খান,,তোকে তো এই অর্থি কুচিকুচি করে কেটে লবণ দিয়ে খাবে,,না না সাথে ঝাল ও দেবো,,।।
হঠাৎ
আরিয়ান- তারপর কি কি করবে।
অর্থি- কুপিয়ে শেষ করব।
অর্থি- তারপর
অর্থি- আছার মেরে শেষ করে দেবো।।
আরিয়ান- তারপর,
অর্থি- তারপর তোর মাথা এই কে রে তুই,
পিছনে ঘুরে অর্থি বেচারি তো শেষ।
অর্থি- স্যার আপনি কখন আসলেন।
আরিয়ান- যখন আমাকে খাবার কথা ভাবছিলেন( খুব রেগে বললো আরিয়ান)।
অর্থি- না মানে স্যার।
আরিয়ান- set up, ফাজিল কথাকার,,যাও বই নিয়ে আসো,
অর্থি- জি স্যার
তারপর অর্থি বই নিয়ে আসে।অর্থি তো পড়া দেখে শেষ কারণ সে কখনো বই খুলে ভালো করে দেখেনি।আরিয়ানের কোনো কথার উওর দিতে পাড়ছে না,
আরিয়ান- তুমি কিছু পরোনি।
অর্থি- জিজিজি না স্যার।
আরিয়ান- তাহলে কি করছো তুমি এতো দিন,,কি টারো তুমি।শুধু পাড়ো মারামারি করতে।।আজ এই তিন অধ্যায় পড়া শেষ করবে।
অর্থি- এতো( অবাক হয়ে)..
আরিয়ান- হ্যাঁ এতো,আর অবাক হওয়ার কিছু নেই ওকে।।
অর্থি- কিন্তু স্যার।
আরিয়ান- কোনো কিন্তু না।
অর্থি- জি স্যার।(তুই জীবনে পড়েছিস এতো পড়া সালা খাচ্চোর,তোকে যে কোন টাকলা স্যার করেছে তাকে ধরে পানি তে চুবাইতাম আমি,,সালা লাল বাদর কথাকার)।।
আরিয়ান- বকা শেষ হলে পড়াটা করো
অর্থি- জি হ্যাঁ না মানে( মনের কথা বুঝলো কি করে)।
আরিয়ান- সব বুঝি আমি।পড়ো
তারপর অর্থি পড়তে থাকে।
হঠাৎ।
অর্থি- স্যার একটা কবিতা বলি
আরিয়ান- কিহহহহ
অর্থি- রাগ করেন না স্যার,, একবার প্লিজ স্যার( অসহায় চোখে)।
আরিয়ান- আচ্ছা বলো।
অর্থি-
নিজেকে ভাবিস সালমান খান
তুই হলি পাতলা খান,
তোকে দেখতে জিরাফের মতো
কিন্তু তুই তো এটা হরিণের মতো,
তোকে মনে করেছিলাম শান্ত ছেলে
কিন্তু তুই একটা অশান্তোর কাংগাল
তোর জন্য জীবনটা আমার পুড়া নাজেহাল
চলবে
#villain_Teacher
#writer_Orthi_islam_israt
#পর্ব_6
অর্থির কবিতা শুনে বেচারা আরিয়ান হা করো ওর দিকে তাকিয়ে আছে।
অর্থি- স্যার কবিতা টা কেমন হয়েছে।
আরিয়ান- এটা কবিতা,,(চোখ লাল করে দাঁতে দাঁত চেপে বললো আরিয়ান)।
অর্থি- জি স্যার, কেনো ভালো হয়নি।
আরিয়ান- তুমি কবিতা টা আমাকে উদ্দেশ্য করে বলেছে কেনো।
অর্থি- ও মা স্যার আপনাই কে বললো আমি আপনাকে বলেছে।
আরিয়ান- তা ছাড়া কি হ্যাঁ,,আমি জিরাফ,অশান্ত,পাতলা খান।
অর্থি- কিহহ,আপনি এতো কিছু,হাহাহাহ।
আরিয়ান- set up, you noti girl,,,আজ তুমি সাড়া দিন আর রাত ১২ টা পর্যন্ত পড়বে।
অর্থি- কিহহহহ,এতো পড়া।
আরিয়ান- হ্যাাঁ, যা বলেছি করো,,fast..
অর্থি- কিন্তু স্যার এতো পড়া কি করে পরব।
আরিয়ান- সে সময় বলে দেবে।।
অর্থি- কিন্তু স্যার
আরিয়ান- কোনো কিন্তৃ না,,না হলে সারা রাত দেবো পড়তো।
অর্থি – না না স্যার।
তারপর অর্থি পড়তে থাকে আর মনে মনে আরিয়ান কে বকতে থাকে,,আর এই দিকে আরিয়ান মুচকি মুচকি হাসছে
বেশ কিছুসময় পর।
অর্থি- স্যার এটা বুঝিয়ে,,,,,কথাটা আর বলেনি কারণ আরিয়ারের দিকে তাকিয়ে দেখে আরিয়ান ঘুমিয়ে গেছে।
অর্থি- সালা ক্ষচ্চর আমাকে এতো পড়তে দিয়ে তুই ঘুমাচ্ছিস দ্বারা তেকে কি করি দেখ।
তারপর অর্থি কালি দিয়ে আরিয়ানের মুখে অনেক কিছু আঁকে।
অর্থি- হাহাহা,,দেখতে একদম শয়তানের রাজা মনে হচ্ছে।
অর্থি যেই শরতে যাবে তখনি আরিয়ানের ঘুম ভেঙ্গে যায়।আর আরিয়ান নরে উঠলে অর্থি আরিয়ানের গায়ে গিয়ে পরে যায়।আর আরিয়ান অর্থি কোমর একহাত দিয়ে আরেক হাত দিয়ে অর্থিকে ধরতে গেলে। আরিয়ানের হাত অর্থির বুকের নিচে পড়ে,অর্থি একবার আরিয়ান আর আরিয়ানের হাতের দিকে তাকিয়ে,চেচিয়ে ওঠে,,,
অর্থি- আআআআআআআআআআআআ,,,,,
আরিয়ার- আআআআআআআআআ,,
তারপর অর্থি তারাতারি উঠে পরে।।
আরিয়ান- sorry sorry sorry,আমি বুঝতে পারেনি।
অর্থি- জি জি ঠিক আছে, নিচের দিকে তাকিয়ে বললো।
আরিয়ান- আচ্ছা আচ্ছা আমি ওয়াশরুম থেকে আসছি,,,
এই কথা বলে তারাতারি করে চলে গেলো আরিয়ান।
অর্থি- একটু আগে কি হলো,ছি ছি ছি
হঠাৎ
আরিয়ান- অর্থি,,,,,,,,,,,,,,,,,,,,
অর্থি- ভাগ অর্থি ভাগ,,,না হলে villain টা তোকে আজ খুন করবে,বলে অর্থি দৌড়,ওকে আর কে পায়।
আরিয়ান বের হয়ে এসে
আরিয়ান-অর্থি এর জন্য তুমি শাস্তি পাবে,,,
এই কথা বলে আরিয়ান চলে যায় তার রুমে।
দুপুরে খাবার টেবিলে,
আরিয়ানের আব্বু- আরিয়ান তুই একটু কাল অফিসে যাবি তো,একটা ডিল এসেছে,,তোর চাচু একা একা কাজটা পারবে না,আমার কলেজে অনেক কাজ,আর তুই এখন বাড়িতেই আছিস।
আরিয়ান- আচ্ছা আব্বু।
অর্থি তো মনে খুব খুশি।
অর্থি-ইসস কাল শয়তানটা বাড়ি থাকবে না।
হঠাৎ আরিয়ান বললো।
আরিয়ান- কেউ যদি মনে করে,আমি কাল বাড়ি থাকব না বলে সে অনেক খুশি হবে তাহলে ভুল ধারনা
এই কথা শুনে সবাই মুখ চিপে হাসছে।।আর অর্থি মুখটা কালো করে ফেলে আর আরিয়ানকে বকতে থাকে।।
অর্থি- আফ্রিকার জিরাফ,মিসরের পিরামিট,,সালো ফেরাউন,,তুই সবসময় আমার পিছনে লাগিছ,, তোকে তো আমি মজা শিখাব।।।
হঠাৎ অর্থির আব্বু, আম্মু, ভাই সবাই আসে,,,
অর্থির আব্বু- princes,,,,,
অর্থি- আব্বু আব্বু তুমি,,দৌড়িয়ে এসে অর্থি অর্থির আব্বু জরিয়ে ধরে।
অর্থিরআব্বু- কেমন আছিস princes
অর্থি- ভালো না গো তোমাকে miss করেছি খুব,,
অর্থিরর আব্বু- মাএ একদিনে,,আর যখন বিয়ে হবে তখন।
অর্থি- ও হো তুমি চুপ করো তো।
তারপর অর্থি সবার সাথে কথা বলে।
অর্থি- আব্বু হঠাৎ এখানে।।
আরিয়ানের আব্বু- আমি আসতে বলেছি।।
অর্থির আব্বু- হা রে মা।।
আরিয়ানের আব্বু- তোমাদের সবাইকে কিছু বলার আছে আমি ইমরেত অনেক আগে থেকে ঠিক করেছি, যে অর্থি আর আরিয়ানের বিয়ে দেবো।
অর্থি তো মনে হয় আকাশ থেকে পরলো
আর আরিয়ান মুচকি মুচকি আসছে।
চলবে