villain_Teacher,পর্ব_7,8

0
2446

villain_Teacher,পর্ব_7,8
Writer_Orthi_islam_israt
পর্ব_7

অর্থি তো এই কথা শুনে শেষ।।

অর্থির আব্বু- princes এই দিকে আই।
অর্থি- জি আব্বু।
অর্থির আব্বু- princes তোর জন্য আমি সবসসয় একটা prince খুজেছি, আর সেটা আরিয়ান।ও তোকে খুব শুখে রাখবে,,ও খুব ভালো ছেলে,,এখন তুই তোর মতামত দে,,,
অর্থি- আব্বু আমি এখন বিয়ে করব না।
অর্থির আব্বু- আরে পাগল মেয়ে বিয়ে তো পরে হবে,আরিফের বিয়ের দিন আকদ হবে,,আর তোর আব্বুর উপর তোর বিশ্বাস নেই।
অর্থি- আচ্ছা তুমি যা ভালো মনে করো।
অর্থির আব্বু- তহলে তো হয়েই গেলো সব,,তাহলে কথা তাই থাকল।
আরিয়ানের আব্বু- ইমরেত তাহলে কথা তাই থাকল।

হঠাৎ

অর্থি- আমার একটা কথা আছে,স্যারের মতামত নিলে না তোমরা।
আরিয়ানের আব্বু- ও তো কবে থেকেই মতামত,,,,,কথা শেষ করতে না করতেই,,,,
আরিয়ান- আমার মতামত নিয়ে তোমায় ভাবতে হবে না,, আমি তা দিয়ে দিয়েছি।
অর্থি- ও আচ্ছা
আরিয়ান- আরেকটা কথা,তুমি ভেবনা যে তুমি তোমার পড়ায় ফাকি দিবে,,তা হচ্ছে না।রাতে সব পড়া চায় আমার,
অর্থি- এ্যাঁ,,,,
আরিয়ান- এ্যাঁ না হ্যাঁ,,
অর্থি- জি স্যার,,( কুত্তা,লাল হনুমান,, জিরাফ তোকে তো আমি দেখে নেবো।

তারপর সবাই সব কথা পাকা করে,,আর অর্থির বাবা মা চলে যায়,কারণ অর্থি এখানে থাকবে তাই,,

রুমে%%%

অর্থি- লালা বাদর,তোর জন্য জীবটা আমার শেষ,,তোকে আমি কাবাব বানিয়ে খাব,তুই এই অর্থিকে চিনিস না,,তোকে যদি আমি শাস্তি না দেয়, তারপর দেখ,,কি মনে করিস তুই নিজেকে

হঠাৎ

আরিয়ান- আমি নিজেকে তোমার স্বামী মনে করি।
অর্থি- কে রে তুই।
আরিয়ান- তোমার বর
অর্থি- কিহহ,পিছনে ঘুরে অর্থি তো শেষ( সব আবার শুনে নিলো না তো মনে মনে)।
আরিয়ান- জি আমি তোমার বর,,এখন যাও এক কাপ কফি করে আনো।
অর্থি- কিহহ,আমি।
আরিয়ান- আমি তো আর কাউকে দেখছি না,।
অর্থি- আমি পারব না।
আরিয়ান- কি বললে তুমি পারবে না( আগাতে আগাতে অর্থির দিকে)।
অর্থি- না না যাচ্ছি।
আরিয়ান- যাও।
অর্থি- জি,,( তোকে আজ জন্মের কফি খাওয়াব,দেখ কি করি আমি)।

তারপর অর্থি কফি করতে যায় আর আরিয়ান হাসতে থাকে।।

আরিয়ান- আরো কি কি করি শুধু দেখে যাও,হাহাহাহা।

রান্না ঘরে%

অর্থি- আজ তোকে কফি খাওয়াব,,জাল কফি,হাহাহা, আব তেরা কিয়া হোগা আরিয়ান,( villain মার্কা হাসি দিয়।

তারপর অর্থি আরিয়ানের জন্য কফি নিয়ে যায় করে।

অর্থি- স্যার আপনার কফি,,
আরিয়ান- দেও,

আরিয়ান যখন কফিটা নেই ঠিক তখন আরিয়ানের মা আসে।

আরিয়ানের আম্ম- আরিয়ান শোন কাল একটু অর্থি কে নিয়ে সপিং এ যাবি।
আরিয়ান- জি মা, কফি মুখে দিয়ে বললো আরিয়ান।

আরিয়ান তো কফি মুখে দিয়ে শেষ। মনে হচ্ছে কেউ মুখে আগুন ধরিয়ে দিয়েছে।কান দিয়ে মনে হয় ধুয়া বের হচ্ছে।কিন্তু আরিয়ানের আম্মু আছে তাই চুপচাপ খেয়ে যাচ্ছে।

আরিয়ানের আম্মু-আর হা ওকে অনেক কিছু কিনে দিবি।
অর্থি- আন্টি আমার তো এমনি তেই অনেক কিছু আছে।
আরিয়ানের আম্মু- তুই চুপ থাক,যা বলেছি তাই হবে।
অর্থি- জি।
আরিয়ানের আম্মু- আমি যায়।

হঠাৎ

অর্থি- আমিও যাব আন্টি তোমার সাথে।
আরিয়ান- তোমাকে আমি যেতে বলিনি।আম্মু তুমি যাও
আরিয়ানের আম্মু- আচ্ছা।

আরিয়ানের আম্মু চলে যায়, আর হঠাৎ আরিয়ান দরজা আটকিয়ে অর্থিকে দেওয়ালের সাথে ঠেসে ধরে।

অর্থি- কি করছের স্যার।
আরিয়ান- তুমি যা করেছে, তার শাস্তি দিচ্ছি,,

এই কথা বলেই অর্থির ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়,অর্থি বেচারি তো চোখ বড় বড় করে ফেলে,অর্থি অনেক চেষ্টা করে ছাড়াতে কিন্তু পারে না, তারপর হার মেনে নেয়,,আর আরিয়ান তো অর্থির ঠোঁটের নেশায় ডুবে গেছে,,

আচ্ছে আচ্ছে একটা হাত অর্থির কোমরে রেখে হাত বুলাতে থাকে,,আর অর্থি তো জমে শেষ,,অর্থির শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে,,

হঠাৎ আরিয়ান অর্থিকে ছেড়ে দিয়ে অর্থির কপালের সাথে কপাল ঠেকিয়ে শ্বাস নিতে থাকে,,অর্থি চোখ বন্ধ করে জোরে জোরো শ্বাস নিচ্ছে।

চলবে

#villain_Teacher
#writer_Orthi_islam_israt
#পর্ব_8

আরিয়ান- তোমাকে একটা কথা বলি অর্থি,আমমি চাই তুসি সবসময় আমার কফি তে ঝাল দেও।কারণ এতে আসি তোমার ঠোঁটের শ্বাদ নিতে পারি,,কি করব বলো,ঝালটা অনেক বেশি ছিলো।তোমাকে কাল কিছু বলার আছে অনেক কথা।আসাকে খারাপ মনে করো না,তোমার মায়াই অনেক আগেই পরেছি আমি। সেটা কাল সব বলব।

হঠাৎ

অর্থি- আমার life প্রথম কিস ছিলো এটা।কিন্তু কোনো ফিলিংছ নেই।( চোখ খুলে বললো অর্থি)।
আরিয়ান- কিহহ( অনেক অবাক হয়ে)।
অর্থি- তা নয়তো কি। কতো আশা ছিলো প্রথম কিস নিয়ে কিছুই হলো না।
আরিয়ান- তাই নাকি( দুষ্টুমি হাসি দিয়ে)।
অর্থি- জি হা,,
আরিয়ান- আশাটা পূরণ করে দেয়,আগাতে আগাতে।
অর্থি- মা,মা,মানে,পিছাতে পিছাতে।।
আরিয়ান- কিস করার আশাটা
অর্থি- মানে,,,,

আরিয়ারন আগাতে আগাতে অর্থিকে দেওয়ালের সাথে লাগিয়ে ছেলে।

অর্থি- কি,কি,কি করছেন স্যার।
আরিয়ান- তোমার আশা পূরণ।
অর্থি- মানে।
আরিয়ান- মানে দেখতেই পারবে।

এই কথা বলে আরিয়ান অর্থির হাত দুটো নিজের হাতের মুটোই নিয়ে আসে,,আর হাতের তালু দিয়ে চেপে ধরে।দুজনের মাঝে কোনো ফাক নেই।আরিয়ানের নিশ্বাস সব অর্থির গলায় পরছে,অর্থি নিজের চোখ বন্ধ করে ফেলে। আরিয়ান অর্থির ঘাড়ে নিজের ঠোঁট দিয়ে ঘসতে থাকে,অর্থির ভিতরে তোলপার চলছে।।অনেক ক্ষন আরিয়ান অর্থির ঘাড়ে গভীর ভাবে চুমু খায়।।

তারপর আস্তে আস্তে অর্থির ঠোঁট নিজের ঠোঁটে আওতায় করে নেয়।দুজনে এক অন্য দুনিয়ায় চলে গেছে,কেউ কারো মাঝে নেই।

আরিয়ানের অর্থির ঠোঁটে চুশে নিতে থাকে,আর কোমরে হাত বুলাতে থাকে।অর্থি তো জমে শেষ।সুখের মাঝে আছে দুজন।।

এই ভাবে অনেকক্ষন থাকার পর।আরিয়ান অর্থির ছেড়ে দেয়। তারপর কপালের সাথে কপাল ঠেকায়।আর বলে

আরিয়ান- তোমার আশাটা পূরণ করে দিলাম।।আজকের দিনটা কখনো ভোলার নয়।আজ থেকে তোমার চাওয়া পাওয়া সব পূরণ করব।

অর্থি-,,, নিশ্চুপ,,জোরে জোরে শ্বাস নিচ্ছে
আরিয়ান- অর্থি। যাও বই নিয়ে আসো।

অর্থি- কিহহ,চোখ বড় বড় তাকিয়ে আছে।
আরিয়ান- কিহহ মানে যাও।তুমি কি মনে করেছ পড়ায় ফকি দিবে যাও।
অর্থি- এ্যাঁ।
আরিয়ান-যাও।নাকি আরো কিছু নিকে চাও।তুমি বললে দিতে পারি।
অর্থি- না না না। থাক

বলেই অর্থি দৌড়, আর আরিয়ান হাসতে হাসতে শেষ।।

অর্থি- একটু আগে কি হলো।ছি ছি ছি।।কি করে হলো। ঐ villain টার সাথে কিস।।কি করে হলো।

হঠাৎ

আরিয়ান- অর্থি,,,,,,,,,,,,,,,,,,,,,,বই নিয়ে তাড়াতাড়ি এসো
অর্থি- জি স্যার,,লাল বাদর, শুধু পড়া পড়া করিস,তুই নিজে কতো পড়েছিস যে আমাই এতো পড়া দিস,জিরাফ কতাকার,সবসময় আমার পিছনে পরে থাকা।তোর বউ বাঁচবে দেখিস, বিধবা হবি তুই,আরে আরে না বিয়ে তো আমার সাথে হচ্ছে,আমি মরতে চাই না।

তারপর অর্থি বই নিয়ে আরিয়ানের কাছে পড়তে যায়।

আরিয়ান- এতোক্ষন লাগে আসতে।
অর্থি- আসলে স্যার।
আরিয়ান- চুপ যাও পড়তে বসো।।
অর্থি- জি স্যার।।

১ ঘন্টা পর,,,,

আরিয়ান- তুমি পড়ো আমি একটু আসছি।
অর্থি- জি।।

তারপর আরিয়ার বাইরে যায়।।

অর্থি- বাচা হেলো।রাক্ষস টা গেছে, সবসময় পড়া পড়া করে,এই ফাকে আমি একটু ঘুমিয়ে নেয়,,,,,

তারপর অর্থি বইয়ের উপর মাথা দিয়ে ঘুমিয়ে যায়,,,,

বেশ কিছুক্ষন পর আরিয়ান আসে।।এসে দেখে অর্থি ঘুমাচ্ছে

আরিয়ান-না পড়ে ঘুমানো ফাঁবি বাজ কোথাকার দাড়াও হচ্ছে তোমার।

এই কথা বলে আরিয়ান পানি এনে অর্থির মুখে মারে।

হঠাৎ

অর্থি- আম্মু হো ছাঁদ ফুটো হয়ে গেছে,পানি পানি,
আরিয়ান- চুপ,,,,অর্থি
অর্থি- আম্মু এই বজ্জাত স্যারটা ঘুমিয়ে শান্তি দেয় না,ঘুমের মাঝেও আসে।

আরিয়ান- অর্থি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,।
অর্থি- জি জি স্যার,তাড়াতাড়ি উঠে।
আরিয়ান- তুমমা না পড়ে ঘুমাচ্ছ।
অর্থি- না মানে স্যার,
আরিয়ান- চুপ ফাকিবাজ।যাও মুখে পানি দিয়ে আসো।
অর্থি- জি।।।

তারপর অর্থি ফ্রেশ হয়ে আসে,আর পড়তে বসে।।বেশ কিছুক্ষন পর।

আরিয়ান- যাও রুমে যাও,গিয়ে রেস্ট নাও।
অর্থি- সত্যি স্যার ( অনেক খুশি হয়ে)।
আরিয়ান- হ্যাঁ,আর এতো খুশি হওয়ার কিছু নেই।আবার রাতে পরবে।
অর্থি- জি,villain কোথাকার।
আরিয়ান- কিছু বললে।
অর্থি- জি না।
আরিয়ান- তাহলে যাও।

তারপর অর্থি ওনুর রুমে চলে যায়

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here