Lovable part : 10
writer : kabbo mahmud
:::::রাতে::::
দুই পরিবার মিলে রাতে ডিনার কমপ্লিট করে সবাই নিজ নিজ রুমে চলে গিয়েছে।
।
তানিশা রুমে বসে বসে মোবাইলে কিছু একটা করছে আর তাহিয়া তার পাশে সুয়ে মোবাইলে ফেসবুক ব্যাবহার করছে।
তাহিয়াঃ আজ কলেজে থেকে আসতে এতো দেরী হলো কেন??
তানিশাঃ বেশী দেরী হয়েছে??
তাহিয়াঃ হুম অনেক বেশী।
তানিশাঃ ওহ্ তাহলে মনে হয় আজ বেশী ঘুরে বেড়ানো হয়ে গেছে।
তাহিয়াঃ হুম যা শুরু করলি তোর প্রেম দেখে আমার হিংসে হয়।
তানিশাঃ (ফোন রেখে দিয়ে) তুই কীভাবে জানলি আমি প্রেম করছিলাম??
তাহিয়াঃ বুঝি সব বুঝেছিস??
**নতুন নতুন রোমান্টিক গল্প পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ: “নিঃস্বার্থ ভালোবাসা”**
যখন কাব্য ভাইয়া তোর কলেজের ছুটি হওয়ার সময় বেরিয়ে গেলো তখনই বুঝেছি ডালে কিছু কালো আছে।
তানিশাঃ হা হা”” বাংলাই কেন বললি??
তাহিয়াঃ এটা আমাই স্টাইল।
তানিশাঃ হুম পেত্নীদের স্টাইল।
তাহিয়াঃ আচ্ছা বাদ দে। এবার বল কীভাবে সব ঠিক হয়ে গেলো??
তানিশাঃ তুই জেনে কী করবি? তোরটা তুই ঠিক কর।(মোবাইল হাতে নিয়ে)
তাহিয়াঃ হুম করছি তো। তা স্যার এর সাথে কথা বলছিস ফোনে??
তানিশাঃ কী তখন থেকে স্যার ভাই বলছিস?? যা বলবি একবার বল হয় স্যার নাহয় ভাই।
তাহিয়া: ok ok.
তানিশাঃ আর হ্যা কথা না এসএমএস করছি এখন বুঝেছিস???
তাহিয়াঃ আরে ব্যাছ!! এসএমএস ও চলছে? কই দেখি দেখি:::::
তানিশাঃ ইহহহ চুন্নিবিল্লি আইছে দেখো
অন্যের প্রেম করা দেখতে লজ্জা করেনা??আমি কী তোরটা দেখতে যাই?
তাহিয়াঃ না মানে বোনটা আমার প্রেম করছে তাই তাদের love story সম্পর্কে কিছু জানতে চাইছিলাম আর কী(মন খারাপ করে)
তানিশাঃ ওলে ওলে এটা বললেই তো হয়। আমাদের love story???? শুনবি??
তাহিয়াঃ হুম।
তানিশাঃ আজ থেকে শুরু হলো আর যেদিন শেষ হবে সেদিন শুনিস ok??
তাহিয়াঃ ok….*আমি ভুলেই যাই মাঝে মাঝে যে এটা আমার বোন তানিশার সাথে কথা বলছি(মনে মনে)
তানিশাঃ আচ্ছা এই গোমড়া মুখোকে আমিই প্রশ্ন করে যাচ্ছি ও কিছু বলছেনা কেন?
তাহিয়াঃ তোদের love story তোরা ঠিক কর আমার কী??
তানিশাঃ ok, যা তোকে কিছু করতে হবে না।শ্যাওড়া গাছের মুখপোড়া পেত্নী কোথাকার
তাহিয়াঃ আর কিছু জানিস না???
তানিশাঃ তোকে বলে মুখ নষ্ট করব কেন?
তাহিয়াঃ জানিনা। আচ্ছা তুই তোর পথ দেখ আমি আমার।
তানিশা: কেন কেন? আমরা কী রাস্তাই হেটে যাচ্ছি যে পথ দেখব??
তাহিয়াঃ উফফফ,তুই তোর মোবাইল দেখ আমি আমার।
**নতুন নতুন রোমান্টিক গল্প পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ: “নিঃস্বার্থ ভালোবাসা”**
তানিশাঃ মোবাইল এর কী দেখবো??
তাহিয়াঃ ওমারে(কপালে হাত দিয়ে) আমার সব কপাল কার সাথে কথা বলছি আমি!!
তানিশাঃ শাঁকচুন্নি কোথাকার হুহ ….(আবার মোবাইল এর দিকে লক্ষ্য করে)
**
কাব্যঃ এভাবে এসএমএস না করে কথা বলতে পারবে না??
তানিশাঃ না।
কাব্যঃ কেন?
তানিশাঃ পাশে আপু আছে আর তাছাড়া আমার কথা বলার কোন অভ্যাস নেই।
কাব্যঃ ohhh. তুমি ফেসবুক ব্যাবহার করো??
তানিশাঃ ওটা আবার কী করে??
কাব্যঃ জানোনা??
তানিশাঃ জানি কিন্ত পারিনা।
কাব্যঃ এখানেই দুষ্টুমি?? এই মেয়ের মনে হয় এটাই সবকিছু।
তানিশাঃ আচ্ছা আপু আমাই একটা জিনিস শিখিয়ে দিবি??
তাহিয়াঃ তুই শিখবি???(অবাক হয়ে উঠে বসে)
তানিশাঃ হুম।
তাহিয়াঃচিমটি কেটে দে একটা।
তানিশাঃ আচ্ছা।
তাহিয়াঃ উরি মা তারমানে এটা সত্যিই? আমার বোন আজ আমার কাছে থেকে কিছু শিখবে??? বল কী শিখবি??
তানিশাঃ ওতো গর্বিত হওয়ার কিছু নেই। শুধু মাত্র ফেসবুক সম্পর্কে কিছু জানতে চাই।
তাহিয়াঃ ওহ। এইতো আমি ব্যাবহার করছি। তোর ভাইয়ার সাথে ফেসবুক থেকে কথা বলছি।
তানিশাঃ তাই??আমাকে সব কিছু শিখয়ে দাও প্লিজ আমি তো এসবের কিছু জানিনা।
তাহিয়াঃ আচ্ছা ঠিক আছে। তাহলে ভাইয়ার সাথে থেকে বিদাই নে।
তানিশাঃ আচ্ছা।
*****
তানিশাঃ এই শুনছেন আমি আপুর সাথে একটু আড্ডা দেবো তাই এখন আসি??
কাব্যঃ আচ্ছা ঠিক আছে।
তানিশাঃ হুম।
*****
কাব্যঃ আচ্ছা আবির তাহিয়া কেমন রে??
আবিরঃ কেন ভাই তুই আবার জেনে কী করবি??
কাব্যঃ বেশি কিছুনা জানতে চাইছি ও কী দুষ্টুমি করে?
আবিরঃ হ্যা মাঝেমাঝে।
কাব্যঃ উফফফ পুরা শেষ।
আবিরঃ মানে??
কাব্যঃ দুই বোন যদি এই বাড়িতে আসে তাহলে কী হবে ভেবে দেখেছিস?? সারাক্ষণ দুষ্টুমি করে মাথা খারাপ করে দেবে।
আবিরঃ হা হা হা আমার তো ভালোই লাগবে বাড়ি টা সবসময় হাসি-আনন্দে ভরে থাকবে। আর তাছাড়া মা-বাবা এরা দুজনে তো সবসময় নিরামিষ তাই ওরাও আনন্দে থাকবে।
কাব্যঃ হুম মন্দ বলিসনি। কিন্ত তাও মনে হচ্ছে আমাদের তেজপাতা বানাবে।
আবিরঃ সেটা আর বলিস না আমার ভাবনা তোর কাছে চলে গেলো।
কাব্যঃ মানে??
আবিরঃ আমিও সেটা ভাবি, আমাদের তেজপাতা বানিয়ে ছাড়বে।
কাব্যঃ কী আর করার দেখা যাক কী হয়।
আবিরঃ হুম। আচ্ছা আজ কী কী করলি তানিশার সাথে??
কাব্যঃ মানে??
আবিরঃ না মানে আজ তো তোরা পারসোনাল কথা কথা বলছিলি তাই কীসব হলো? এতো তাড়াতাড়ি সব ঠিক হয়ে গেলো কীভাবে??
কাব্যঃ পারসোনাল কথা শুনতে হয়??
আবিরঃ না কিন্ত ভাই-বন্ধুদের কাছে শেয়ার করতে হয়।
কাব্যঃ অনেক কাহিনি এখন এসব বলা যাবেনা।
আবিরঃ ওহ আচ্ছা।
কাব্যঃ হুম। এখন ঘুমা good night…….
আবিরঃ হুম আমারও ঘুম পাচ্ছে আজ একসাথেই ঘুমাই?
কাব্যঃ ok…..
**দুজনেই একসাথে ঘুমিয়ে পড়লো আর ওদিকে তানিশা আর তাহিয়া**
তাহিয়া বকবক করে সব কিছু বুঝিয়ে শিখিয়ে দিচ্ছে আর তানিশা সব দেখছে -একসময় তাহিয়া তানিশার দিকে খেয়াল করতেই দেখে ঘুমিয়ে গেছে।
তাহিয়াঃ দুষ্টু বোন আমার সারাদিন দুষ্টুমি করে ক্লান্ত। এখন ঘুমানো হচ্ছে। ঘুমা মন ভরে আল্লাহ্ যেনো তোকে অনেক সুখে রাখে এই দোয়া করি।
*শরীরে একটা চাদর দিয়ে লাইট বন্ধ করে দিয়ে তাহিয়া রুম থেকে চলে যেয়ে ওর রুমে চলে যাই।
.
#_____________চলবে________________
।
।
#কোনো গল্পের পর্ব খুজে না পেলে সর্বশেষ পোস্ট কমেন্ট করে জানাবেন।
।
।
।
#আপনাদের উৎসাহ পেলে পরবর্তী পার্ট দিবো। আসা করি সবাই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন।