#Mr_Arrogant_2 ?
#The_Gangster_Lover,12,13
#Writer_Sanjana_Shabnam_Fahmida
#Part_12
.
.
.
.
মলের সবাইকে নিচে হলে জোট বেঁধে বসিয়ে রাখা হয়েছে। সুবহা আর ওহি একে অপরের পাশে ভীতু হয়ে বসে আছে।
অনেক গুলো কালো মুখোশ পরা লোক চারোদিক ঘিরে আছে।
প্রথম লোকঃ ইতি মধ্যে সবাই বুঝে গিয়েছেন যে এই শপিং মলটা হাইজ্যাক করা হয়েছে।
“ হ হাইজ্যাক” সবাই ভীতু স্বরে বলল,,,
লোকটিঃ জি হাইজ্যাক। সবাই আমাদের কথা অনুযায়ী চলবেন তাহলে সুরক্ষিত থাকবেন, যদি বেশি চালাকি করার চেষ্টা করেন তাহলে অবস্থা এদের মতো হবে,,,( গার্ডদের দেখিয়ে)
আমাদের চাওয়া পুরন হলে সবাইকে সুরক্ষিত ছেড়ে দিব কিন্তু যদি চাওয়া পুরন না হয়!
সবাই একে অপরের দিকে তাকাচ্ছে ভীতু চোখে।
সুবহাঃ প পুরন না হলে কি?( ভয়ে ভয়ে)
লোকটিঃ তাহলে কেউ বাঁচবে না তোমাদের মধ্যে বুঝেছো?( ঝাঁঝালো কন্ঠে )
লোকটির কথায় সুবহা সহ সবাই ভয় পেয়ে গেল।
ওহিঃ রওশন ভাইয়ার কথা শুনে যদি না আসতাম তাহলে এই পরিস্থিতিতে পরতে হতো না। ( কাঁদো কাঁদো ভাবে)
ওহির কথায় সুবহার মুখ মলিন হয়ে গেল। রওশনের সাথে কন্টেক্ট করতে হবে যে ভাবেই হোক।
সুবহা সবার আড়াল করে নিজের ফোন বের করে ব্যাগ থেকে। ভয় করছে ওর যদি ধরা পরে যায়।
সুবহাঃ ওহি আমাকে আড়াল করে বসো আমি ফোন বের করে রওশনকে ম্যাসেজ দিয়ে দেই
উনি অবশ্য জানলে দ্রুত আমাদের বাঁচাতে আসবেন। ( ফিসফিসিয়ে)
ওহি সুবহাকে আড়াল করে ওর সাথে চেপে বসে।
সুবহা ধীর গতিতে নিজের ফোন বের করলো। কল লিস্টে রওশনের নাম্বার বের করলো ও। #Mr_Arrogant দিয়ে সেভ করেছে ও রওশনের নাম্বার।
সুবহা ম্যাসেজ করার জন্য টাইপ করতে নিলেই একটা লোক চেঁচিয়ে উঠে,,,
লোকঃ বসস মেয়েটির হাতে ফোন,,,
ভয়ে সুবহার হাত থেকে ফোন টা পরে গেল। লোক গুলোর মধ্যে একজন রেগে এসে সুবহার হাত ধরে টেনে উঠায়,,,
লোকটিঃ বলেছিলাম না চালাকি করতে না এখন মররর,,,( সুবহার মাথায় বন্দুক তাক করে)
ওহিঃ ওকে ছেড়ে দিন আর এমন,,,
লোকটিঃ চুপপপ,,,
ওহির কথা শেষ হওয়ার আগেই লোকটি ওহিকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়।
ওহি চুপটি মেরে যায় সুবহা অসহায় ভাবে তাকায় ওহির দিকে।
লোকটি সুবহার মাথায় গান ঠেকিয়ে আরো কিছু বলতে নিলেই দলের আরেকটা লোক চেঁচিয়ে বলতে শুরু করে।
>>> বসস কমিশনারের ফোন এসেছে,,,
লোকটি সুবহাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে,,
>>> এবার ক্ষমা করলাম এর পরে যদি আবার কোন ধরনের চালাকি করিস তাহলে সোজা উপরে,,, হাত বেঁধে দে এর,,,
সুবহার হাত বেঁধে দিল ওরা।
লোকটি ফোন হাতে কর্নারে চলে যায়। বাইরে ইতিমধ্যে পুলিশ আর প্রেস ভরে গিয়েছে। নানা ধরনের নিউজ ছড়াচ্ছে তারা।
হাইজ্যাকারদের চাওয়া হচ্ছে ওদের দলের যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদের যেন ছেড়ে দেওয়া হয়। হাইজ্যাকার গুলো আদনানের লোক। যাদের রওশন পুলিশে ধরিয়েছে তাদের রিলিজ দেওয়ার জন্য শপিং মল হাইজ্যাক করেছে তারা।
ওহিঃ সুবহা তুমি ঠিক আছো?
সুবহাঃ হুম আমি ঠিক আছি। ( জড়োসড়ো হয়ে বসে ) আমার ভয় করছে ওহি।
ওহিঃ ডোন্ট ওয়ারি সুবহা কিছু হবে না রওশন ভাইয়া আভি আর আমার পাপা আছে তো। তারা সবাইকে সেফ করে নিবে দেখো তারপর এদের যোগ্য শাস্তি দিবে।
দলের একটা লোক দোতলার জানালার সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। পেছন থেকে কেউ যেন দেয়াল টপকে উঠে পেছন থেকে লোকটির মুখ চেপে ধরে তারপর ঘাড় বেঁকিয়ে দেয়। লোকটি নিচে পরে যায়।
নিজের হাত ঝেড়ে নিল আভি। নিজের সিবিআই রুপে রেডি হয়েছে ও। কোমড়ে রোপ বেঁধে নিচ থেকে বেঁয়ে উপরে এসেছে ও।
আভিঃ তোদের হাইজ্যাক করার স্বাদ যদি না মিটিয়েছি তবে আমার নামও আভি রায়জাদা না।
আভি কোমড়ের বেল্টে থাকা গানটা হাতে নিয়ে সাবধানে সামনে এগিয়ে আসলো।
ওহি আশেপাশে তাকাচ্ছে বিরক্ত হয়ে হঠাৎ দোতলার উপরে ওর চোখ যেতেই আভিকে দেখতে পায় ও। আভিকে দেখেই এক লাফে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠে ও,,,
ওহিঃ মেরা হিরোওওও,,, ( বলেই জীভ কাটে ও) ও শীটটট মনে মনে।
লোক গুলো চমকে ওহির দিকে তাকায় তারপর উপরে তাকায় কিন্তু উপরে কাউকে দেখতে পেলো না।
লোকটিঃ এই মেয়ে কি বলছো কে ওখানে?( ধমক দিয়ে )
ওহিঃ আভ না মানে বারুন ধাওয়ান,,,
কিহহহহহ,,,সবাই একসাথে।
ওহিঃ ম্যায় তেরা হিরো মুভির পোস্টার কত কিউট লাগছে বারুনকে।ওও মেরা হিরো বেবি,,,( কথা ঘুরিয়)
লোক গুলো উপরে তাকিয়ে দেখে আসলেই মুভির পোস্টার লাগানো।
লোকটিঃ চুপচাপ বসো ফালতু মেয়ে।( ধমক দিয়ে)
লোকটির ধমকে ওহি ভেংচি কেটে বসে পরে।
আভি রেলিং এর নিচে বসে পরেছিল তাই কেউ দেখতে পাইনি ওকে।
আভিঃ স্টুপিড মেয়ে ইচ্ছে করছে কয়টা থাপ্পড় দিতে এখনি ধরা খেয়ে যেতাম। ( মনে মনে )
সুবহাঃ ওখানে কি কেউ ছিল ওহি? ( ফিসফিসিয়ে)
ওহিঃ হুম আমার হিরো ছিল এখন সব ঠিক হয়ে যাবে। ঢিশুম ঢিশুম হবে সুবহা।
সুবহাঃ ইউ মিন আভি?( অবাক হয়ে )
ওহিঃ ইয়াপপ,,
সিঁড়ির উপর একটা লোক ছিল আভি পেছন থেকে তার মুখ চেপে ধরে তাকেও সরিয়ে নেয়। এমন করে একজন একজন করে লোকদের রাস্তা থেকে সরিয়ে ও নিচে নেমে আসে। কিন্তু নিচে লোক অনেক বেশি বিশ জনের মতো। এদের সাথে একা ফাইট করা বোকামি হবে।
আভি একটা দেয়ালের আড়ালে লুকিয়ে পরে। ভাবছে ও কিভাবে এদের ধরাসাই করা যায়। হঠাৎ সব গুলো লোক এক সাথে জড়ো হয়ে কিছু বলতে শুরু করে হয়তো কোন বুদ্ধি করছে।
সব গুলো লোক একেক করে সরে যায় হল থেকে। আভি বুঝতে পারছি না এরা কোথায় যাচ্ছে।
আভিঃ এরা কোথায় গেল?আর কি প্লান করলো এক সাথে মিলে? ধূরর আমার কি আমি গিয়ে সবাইকে মল থেকে বের করে ফেলি এদের পরে দেখে নিব।
আভি কোন কিছু না ভেবেই সবার সামনে চলে আসে।
আভিঃ প্লিজ কেউ শব্দ করবেন না আমি সবাইকে রিলিজ করে দিচ্ছি।
ওহিঃ আভি বেবিইইই,,,( আহ্লাদি ভাবে )
আভিঃ শাট আপ একটুর জন্য ধরা পরিনি তোমার কারনে।
ওহিঃ তুমি আমাকে এভাবে বলতে পারলে?( কাঁদো কাঁদো ভাবে) পাপাআআআ আমি পাপাকে বিচার দিব।
আভিঃ তোমার পাপাকে পেঁপের মতো ব্লান্ডার করে জুস করবো আমি কি ভয় পাই নাকি ( ডোন্ট কেয়ার ভাব নিয়ে)
ওহিঃ এতো বড় কথা,,,( রেগে )
আভি সবার বাঁধন খুলছে আর ওহির সাথে ঝগড়া করছে।
আভিঃ সুবহা ঠিক আছো তুমি?( সুবহাকে তুলতে তুলতে)
সুবহাঃ হুম।
ওহিঃ আমাকে তুলো,,,( হাত বাড়িয়ে)
আভিঃ ঠ্যাকা পরে নি তোমার পাপাকে কল করে বলো তোমাকে এসে তুলতে,,,
ওহিঃ তোমাকে আমি,,,
ওহি আভির পেছনে দেখে চুপসে যায়। লোক গুলো আবার চলে এসেছে
লোক গুলোর বসঃ ওয়েলকাম অফিসার,,,( শয়তানি হেসে)
আভি চমকে যায় তাদের কন্ঠ শুনে।
>>> আমরা জানতাম তুমি মলে ঢুকে পরেছো তাই প্লান করে সরে গিয়েছিলাম যেন তুমি বেড়িয়ে আসো।
আভিঃ ড্যামম ইটট,,,
ওহিঃ মেরা হিরো বান গায়া জিরো,,,( বিরবির করে)
আভি নিজের গান বের করে পিছনে ফিরতেই লোক গুলোর একজন ওর মাথায় বারি দেয় আর ও নিচে পরে যায়।
ওহিঃ আভিইইইইই,,
সুবহাঃ আভি স্যারররর
সবাই ভয় পেয়ে যায়।
? After Some Time ?
মিটমিট করে চোখ খুলল আভি। চোখ খুলতেই নিজের হাত পেছন থেকে বাঁধা অনুভব করলো ও। কপাল বেঁয়ে রক্ত পরে শুকিয়ে গিয়েছে।
পাশে তাকাতেই দেখলো সবাই আগের মতো বসে আছে। ওহি আভির কাঁধে মাথা রেখে আছে।আভি রেগে নিজের কাঁধ ঝাড়া দিয়ে ওহিকে সরিয়ে দিল।
ওহিঃ নড়াচড়া করছো কেন বসে বোর হচ্ছিলাম তাই একটু কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছি এমন করা লাগে?( রেগে )
আভিঃ বেশ করেছি তোমার জন্য আমার এই অবস্থা। মেরা হিরোওও,,,( মুখ বানিয়ে) তুমি যদি চিল্লিয়ে না বলতে এরা সন্দেহ করতো না। স্টুপিড গার্ল,,,
দলের লিডার আভিকে পর্যবেক্ষণ করে আদনানের নাম্বারে কল দেয়।
লোকটিঃ হ্যালো বস আভি স্যার এখানে পৌঁছে গিয়েছে আমরা ওনাকে বেঁধে রেখেছি।
আদনানঃ আমি জানতাম ও নাক গলাবেই পুলিশ বলে কথা।
লোকটিঃ আমরা কি করব এখন।
আদনানঃ যেমনটা প্লান করেছিলাম তেমনি করবে। আভি যদি মাঝখানে আসার চেষ্টা করে তাহলে বাকিদের মতো ওকেও……
লোকটিঃ কিন্তু বস উনিতো আপনার ছেলে?
আদনানঃ ও শুধু আমার গেমের একটা পেয়াদা নাথিং ইল্স বেশি না ভেবে কাজে কনসন্ট্রেট করো।
কথাটা বলেই আদনান কল কেটে দিল। লোকটা আভির দিকে এক দৃষ্টি তাকিয়ে দলের কাছে খবর দিতে চলে গেল।
আভিঃ বিগবি কই তুই,,, ( মনে মনে)
কিছু একটার শব্দ শুনে সবাই চমকে তাকায় সে দিকে।
আভিঃ টাইসুউউ!( অবাক হয়ে)
সুবহাঃ টাইসেল এখানে কেন??
টাইসেল দৌড়ে আভির কাছে চলে যায় তারপর ওর কোলে বসে পরে,,,,
দলের লোক গুলো ওকে দেখে কিছুটা টাস্কি খায়। তাদের মধ্যে একজন বলে উঠে।
>>> এই কুকুর আসলো কোথা থেকে?
কুকুর শব্দ টা শুনে আভি রেগে যায়।
আভিঃ তোর সাহস কি করে হয় আমার টাইসুকে কুকুর বলার। ও কুকুর না তোরা কুকুর। ( মনে মনে)
>>> মনে হয় আশেপাশে লুকিয়ে ছিল এখন বেড়িয়ে এসেছে। বাদ দেন সামান্য কুকুর কি করতে পারবে,,,
আভিঃ টাইসু ভাই তোকে পাঠিয়েছে?( ফিসফিসিয়ে)
টাইসেল হাঁসি দিয়ে দাঁড়িয়ে নিজের লেজ নাড়াতে শুরু করে।
আভি বুঝতে পারছে যে রওশন কিছু একটা প্লান করেছে।
আভিঃ টাইসু আমার হাতের রোপটা খুলে দে বেবি।
টাইসেল আভির পিছনে গিয়ে ওর বাঁধা হাতের দড়ি কামড়ে খোলার চেষ্টা করতে শুরু করে। ফাইনালি দড়ি খুলতে সক্ষম হয় ও।
আভিঃ বাহ্ মেরে শের। কত ভালো করে ট্রেইন করেছি আমি তোকে। আভি ইউ আর গ্ৰেটটট,,,( নিজেই নিজেকে বলছে) এখন গিয়ে সুবহার রোপ খুলে দে গোও,,,
টাইসেল সুবহার পিছনে গিয়ে ওর দড়ি খুলতে শুরু করে। সুবহা অবাক হয়ে দেখছে টাইহেলের কান্ড। এতো টুকু ডগি নাকি এমন কাজও করতে হবে। মানতে হবে অনেক ভালো করে ট্রেইন করেছে একে।
To be continued…………?