The_Boss
Part : 11 ( with extra part)
Aarizona Ella
ইলমাজকে মায়ার দিকে এভাবে দৃড় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে হাত কাঁপছে মায়ার।।
সেটা লক্ষ করতেই সরে দাঁড়ালো ইলমাজ।।
খেতে বের হবো সো ১০ মিনিট এর মধ্যে রেডি হয়ে নাও।।(ইলমাজ)
জ, জ্বী স্যার।।(মায়া)
মায়া তাৎক্ষনাক ইলমাজ এর রুম থেকে বের হয়ে নিজের রুমে গেলো।।
ইলমাজ কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার যাওয়ার দিকে।।
মায়া রুমে গিয়ে দুহাত দিয়ে মুখে হাত বুলাতেই হাত গিয়ে চোখে পড়লো তার।চেঁচাচ্ছে মায়া।।চেঁচাতে চেঁচাতে নাগিন ড্যান্স দিতে শুরু করলো মায়া।।
এভাবে বিদঘুটে আওয়াজ শুনে ইলমাজ আতংকিত হয়ে মায়ার রুমে গিয়ে আরও বেশি আতংকে পড়ে যায়।।মায়াকে এভাবে ব্যাঙ এর মতো লাফাতে দেখে দৌড়ে তার দিকে এগিয়ে গেলো ইলমাজ।।চোখ কচলাতে কচলাতে কান্না করা শুরু করেছে মায়া।।
আরেহ আরেহ আরেহ!!!এমন করছো কেন?হয়েছে টা কি?এভাবে লাফাচ্ছো কেন?অস্থির হয়ে জিজ্ঞেস করলো ইলমাজ।।।
স্যার আমার চোখ খুব বেশি জ্বলছে, আহহহহহহহ?স্যার স্যার স্যার,,আমি মরে যাচ্ছি স্যাাাাররররররর!!!!!!!জোরে জোরে চল্লাচ্চগে আর কান্না করছে মায়া।।
কিন্তু কিভাবে??দেখি আমি।।চিন্তিত হয়ে বললো ইলমাজ।।
আ,,আমি জানি না স্যার?অন্নেক জ্বলছে স্যার আহহহহহহহহহহহহ।।।(মায়া)
তুমি চোখ কচলাচ্ছো কেন এভাবে?তাহলে তো আরো বেশি জ্বলবে।।হাত সড়াও।।ধমক এর স্বরে বললো ইলমাজ।।
মায়া এখনো লাফাচ্ছে মায়া।।ইলমাজ টান দিয়ে মায়ার চোখ থেকে হাত সড়িয়ে ধমক দিলো।।
সোজা হয়ে দাঁড়াও ইউ ফুল!!!ধমক দিয়ে বললো ইলমাজ।।
ধমক শুনে চোখ থেকে হাত নামিয়ে দাঁড়িয়ে গিয়ে ফুপাচ্ছে মায়া।।
ইলমাজ মায়ার চোখে দুহাত দিয়ে হাল্কা খুলে চেক করতে লাগলো।। এক চোখ খুব লাল হয়েছে দেখে রাগান্বিত চোখে তাকালো মায়ার দিকে।।চোখে ফু দিচ্ছে আর রাগে ফুসছে ইলমাজ।ওয়াশ্রুম থেকে রুমাল ভিজিয়ে এনে আলতো ভাবে চোখ মুছে দিচ্ছে মায়ার আর পর পর ফু দিচ্ছে।।
এখন ঠিক লাগছে?(ইলমাজ)
চোখ খুলে ইলমাজ এর দিকে তাকিয়ে মাথা ঝাকালো মায়া।।জ্বলা পোড়া কমলেও চোখ এর লাগছে ভাব টা এখনো কমে নি মায়ার।।
বাম লাগিয়ে দেয়ার পর হাত না ধুয়েই চোখে হাত দিয়েছিলে তাই না?(ইলমাজ)
মায়া চুপচাপ দাঁড়িয়ে আছে।।।?
কথা কি শুনতে পাও না?ধমক দিলো ইলমাজ।।
আম,,আমার খেয়াল ছিলো না স্যার।।আমতা আমতা করে বললো মায়া।
রাগে মাথা ফাটছে ইলমাজের।।নাক ফুলিয়ে দাঁতে দাঁত চেপে মায়ার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে।।তা দেখে মায়া ভয়ে ঢোক গিলছে।।
আমি আগেও বলেছিলাম খামখেয়ালি মানুষ গুলা আমার একদম অপছন্দের,আর বার বার তাই রিপিট করো।। সমস্যা কি তোমার আমি এটাই বুঝি না।।ধমকের স্বরে বললো ইলমাজ।
মায়া গোমরা মুখে চুপচাপ দাঁড়িয়ে আছে।।
এক্ষুনি গিয়ে হাত ধুয়ে এসো।।উচ্চকণ্ঠে বললো ইলমাজ।
মায়া দৌড় দিয়ে ওয়াশ্রুমে চলে গেলো। ইলমান এখনো রাগে প্রায় হাঁপানোর উপক্রম।।
ইলমাজের এমন ব্যাবহারে যতটা না কষ্ট পেয়েছে তার দ্বিগুন আনন্দবোধ করছে মায়া।।কেন জানি এক অজানা অনুভুতি কাজ করছে মায়ার মনে।।মায়া হাত ধুতে ধুতে ইলমাজের তার প্রতি এতটা কনশাস হওয়ার কথা ভাবছে আর মুচকি হাসছে।হঠাৎ ইলমাজের ডাকে হুশ ফিরলো মায়ার।।এক দৌড়ে ওয়াস্রুমের বাইরে গিয়ে পৌছালো সে।।
Extra part
★★★★★★
তারা রাতের খাবারের উদ্দেশ্যে বের হলো।
রেস্টুরেন্টে বসে এদিক সেদিক খুটিয়ে খুটিয়ে দেখছে মায়া।।
what would u like to have?(ইলমাজ)
স্যার আগে একটু চা খেতে পারলে বেটার ফিল করতাম।?(মায়া)
ইলমাজ বিরক্তিভাব নিয়ে মায়ার দিকে তাকালো।
এটা রাতের খাবারের সময়।।চা খেতে আসি নি এই মুহুর্তে।। (ইলমাজ)
ওহ,এক কাপ ও হবে না?(মায়া)
এটা চাইনিজ রেস্টুরেন্ট দেখছো না?দেখছি আমার মান সম্মান সব ডুবাবে।।(ইলমাজ)
মায়া নিচের দিকে তাকিয়ে জ্বিব্বাহ তে কামড় দিয়ে রেখেছে।।
কি খাবে?ওয়েইটার দাঁড়িয়ে আছে।।চোখ রাঙ্গিয়ে বললো ইলমাজ।
থাই স্যুপ,ফ্রাইড চিকেন,পাস্তা?(মায়া)
ক ‘টা বাজে?প্রায় ১১ টা এটা ডিনার টাইম এই সময়ে তুমি স্ন্যাকস্ অর্ডার করছো?বাহ বেশ!!!আগে ভাবতাম তোমার স্ক্রু সামান্য লুজ,,কিন্তুএখন দেখছি তোমার মাথায় স্ক্রু ই নেই ।।(ইলমাজ)
তাহলে আমাকে জিজ্ঞেস করছেন কেন?নিজে অর্ডার করলেই তো পারেন।মুখ ভেংচি দিয়ে বললো মায়া।
ইলমাজ নিজের ইচ্ছা মতো অর্ডার করে মায়া যা যা বলেছে তাও অর্ডার করলো।
ইলমাজের জন্য অনেক গুলো খাবার এসেছে আর মায়ার জন্য যা বলেছে কেবল তাই।।
ইলামাজের খাবার দেখে চোখ উল্টালো মায়া।।
মায়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইলামাজ ভ্রু নেড়ে কি হয়েছে তা ইশারায় জিজ্ঞেস করলো।
চাপা হাসি দিয়ে না সূচক মাথা ঝাকালো মায়া তাও নাপারতে।।
মায়ার অবস্থা দেখে ইলমাজ পারছে না অট্টহাসি দিতে।।
মায়া খাবার সামনে রেখে ইলমাজের খাবারের দিকে তাকিয়ে ন্যাকা কান্না করার মতো মুখ বানিয়ে রেখেছে।
মায়ার জন্য অনলি ১ বাটি ফর ১ পারসন স্যুপ,পাস্তা ও সেইম,আর চিকেন মাত্র ২ পিস তাও ছোট।। এগুলো খেয়ে কি কার পেট ভরবে?বিশেষ করে ৪-৫ ঘন্টা না খেয়ে থাকা তার উপর কাউকে মেরে কাকতাড়ুয়া বনানোর পর??(আমার তো ভরবে না ভাই)
এগুলো খাওয়ার পর ও মায়ার আরো খেতে ইচ্ছে করছে,,
এই লোক ২ প্লেট কাশ্মিরি পোলাও উইথ চিকেন রেজালা এন্ড প্রোউন চিজ সব একাই খাবে?কেমন লোক?? একটু বলছে ও না খেতে।।?হনুমান হনুমানই থাকে মানুষ হয় না।।মনে মনে বলছে মায়া।।
আমাকে গালি দেয়া শেষ হলে বাকি প্লেটের গুলো আপনিও ভক্ষণ করিতে পারেন।।বাকা হেসে বাকী প্লেটের খাবারগুলো মায়ার দিকে ঠেলে দিয়ে বললো ইলমাজ।।
সত্যি এগুলো সব আমার জন্য? খুশি হয়ে জিজ্ঞেস করলো মায়া।।
জ্বী আপনি ব্যাতিত এখানে আর কেউ আছে?আমি তো দেখছি না!আর যদি থাকে তাহলে আপনি তাহাকে ডোনেট করিতে পারেন এই খাবার গুলো।। (ইলমাজ)
না,না,না,,আমি একাই এই মেহেরবানি সহ্য করে নিবো।।খাবার গুলো গপগপিয়ে খেতে শুরু করলো মায়া।।
ইলমাজ মুখে হাত দিয়ে তার হাসি লুকানোর প্রয়াস করছে।।
খাওয়া শেষে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ইলমাজ এর দিকে তাকালো মায়া।।
থ্যাংক ইউ স্যার।।(মায়া)
এই ধন্যবাদান্তের কারন যদি আমারে একটু জ্ঞাত করিতেন তাহলে আপনার সহিত বেশ উপকৃত হইতাম জনাবা।(ইলমাজ)
আমার কেয়ার করার জন্য।। (মায়া)
খাবারগুলো শেয়ার করাকে যদি তুমি কেয়ার মনে করো তবে তা একান্তই তোমার ভুল ধারনা।।(ইলমাজ)
,,,,,,,,মায়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ইলমাজের দিকে।।
এতো সেন্টি হওয়ার দরকার নেই।।আমি খাওয়ার সময় যেভাবে তাকিয়ে ছিলো যদি নজর পড়ে তাহলে চার দিন আমাকে হসপিটালের চক্কর কাটাতে হতো ।। তাই শেয়ার করেছি।।(ইলমাজ)
মায়া ইলমাজের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এক্ষুনি কাঁচা গিলবে ইলমাজকে।।
মন তো চাচ্ছে আপনাকেও চিবিয়ে খেতে।।রাগে ফুসতে ফুসতে বীড় বীড় করে নিজেই নিজেকে বলছে মায়া।।
চলবে।।
সকালে যেই পর্বটা পোষ্ট করা হয়েছিল তা ভুলবশত যা পরিপূর্ণ ছিলো না।।সরি ফর দ্যাট।।