The_Boss Part: 3

0
4688

The_Boss

Part: 3

Aarizona Ella

অফিসে ঢুকতেই বেশ অদ্ভুত লাগছে মায়ার।।সব কিছু যেনো নতুন আর সবাই যেনো তার দিকে খুটিয়ে খুটিয়ে দেখছে।।
দেখারই কথা কারন গোটা শরীরে কাঁদার আস্তরন পড়ে আছে মায়ার?।

অফিসের এসিস্ট্যান্ট এর কেবিনে গিয়ে দাঁড়ালো সে।।।

হ্যালো মিস।।।?(মায়া)

হু ইজ দিজ ফাকিরা??(এসিস্ট্যান্ট)

i m Maya Ajhari..(মায়া)

এটা কি ভিক্ষা করার জায়গা লাগছে আপনার?(এসিস্ট্যান্ট)

মানে কি??(মায়া)

মানে হচ্ছে গায়ে এতোগুলো ময়লা কেন?ভিক্ষা করো ভালো কথা কিন্তু গোসল টোসল করো না??(এসিস্ট্যান্ট)

ওহ হ্যালো!!অনেক্ষন যাবৎ বাখওয়াস করেই যাচ্ছেন।?আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি।।আর প্রশ্ন যদি আমার ড্রেসাপের হয় তাহলে রাস্তায় রিকশার জন্য দাঁড়িয়ে ছিলাম এক বাদর ছেলে গাড়ি হাই স্পিডে চালানোর কারনে ময়লা পানির ছিটা এসে আমার কাপড় পুরো নোংরা করে দিয়েছে।।?এবার বুঝেছেন??(মায়া)

ওহ,,স্যরি।।আপনার ফাইল দিন প্লিজ?(এসিস্ট্যান্ট)

হুম,,ফাইল এগিয়ে দিলো মায়া।

আপনার ফাইল স্যারের কাছে পাঠনো হলে আপনাকে ডাকা পাঠাবো।।ততক্ষণ ওয়েইটিং রুমে অপেক্ষা করুন।(এসিস্ট্যান্ট)

কিন্তু অপেক্ষা কেন??(মায়া)

স্যার এখনো আসেন নি।।(এসিস্ট্যান্ট)

কখন আসবে?(মায়া)

আই ডোন্ট নো বেবি।। এখন যান ওয়েইটিং রুমে গিয়ে অপেক্ষা করুন।।(এসিস্ট্যান্ট)

মুখ গম্ভীর করে কেবিন থেকে বের হয়ে পড়লো মায়া।।

একঘন্টা যাবৎ অপেক্ষা করছে মায়া,কিন্তু এখনো তাকে ডাকার কোন নাম,সারা নেই।।

উফফফফফ,বিরক্ত লাগছে,,এটা কেমন বস,আসতে এতো লেট আর কোম্পানি কিভাবে চালায় আল্লাহ জানেন?(মায়া)

মিস মায়া আজহারি(এসিস্ট্যান্ট)

জ্বী।আতংকিত হয়ে জবাব দিলো মায়া।

আপনার নাম্বার লেগেছে।।স্যার এসেছে।।স্যারের ক্যাবিনে যান।(এসিস্ট্যান্ট)

ব্যাগ নিয়ে তারাতাড়ি উঠে স্যারের ক্যাবিনের দিকে পা বাড়ালো মায়া।।

জানালার দিকে মুখ ঘুরিয়ে ফাইল চেক করছিলো অফিসের বস।।

may i come in sir?(মায়া)

yes,, come in..(ইলমাজ)

ভিতরে এসে দাড়ালো মায়া।।

মিস মায়া আজহারি???জানালার দিকেই তাকিয়ে বললো ইলমাজ।।

জ্বী স্যার??(মায়া)

আপনার গ্রেজুয়েশন তো এখনো কমপ্লিটেড না,।।(ইলমাজ)

মাসখানেক এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে স্যার।।?(মায়া)

মাসখানেক পর আবার আসিয়েন,better luck next time,,,after complete your graduation… (ইলমাজ)

স্যার জব টা খুবি ইম্পরট্যান্ট আমার জন্য।। আর তা নাহলে আমাকে মাত্র একমাসের জন্য জব টা প্রদান করুন।।একটা হনুমানের গাড়ির গ্লাস ভেংগেছি তার গ্লাসের জরিমানা শোধ করার কথা ও দিয়েছি,যদি জরিমানা না দি তবে আমি তার চোখে বেইমান হয়ে যাবো।। স্যার প্লিজ একমাসের জন্য আমাকে জব টা দিন স্যার প্লিজ।।?(মায়া)

?,,তাই?আপনি এতটা সৎ?(ইলমাজ)

জ্বী স্যার সত্যি,আপনি আমাকে ১০ হাজার টাকা এক মাসের জন্য দিলেও চলবে।।ওই হনুমানের টাকা তার মুখে ছুড়ে মারবো।।?(মায়া)

?রিল্যাক্স ইলমাজ।।মনে মনে বলছে।।

ঠিক আছে আপনি যেহেতু এতই মিনতি করছেন তাহলে রাখলাম আপনাকে জবে।।মায়ার দিকে ফিরতে ফিরতে বললো ইলমাজ।।

থ্যাংক ইউ সো মাচ স্যার?(মায়া)

ইলমাজ মায়ার দিকে ফিরতেই

?হনুমান,,,, মানে আপনি স্যার??(মায়া)

জ্বী আমিই সেই হনুমান,আর কি কি যেনো বলছিলেন আপনি?(ইলমাজ)

না,,মানে স্যার বলছিলাম কি আপনি অনেক জেন্টেল ?(মায়া)

আচ্ছা তাই?মুখের উপর কথা বেশি বলা মানুষগুলো আমার একদম অপছন্দ।।তাই চুপচাপ ফাইলে সাইন করুন।।(ইলমাজ)

নাক ফুলিয়ে কলম হাতে নিয়ে সাইন করে সোজা দাঁড়ালো মায়া।।
ল্যাপটপে কাজ করছে ইলমাজ।।

স্যার সাইন করেছি।।(মায়া)

আচ্ছা,আমি তো কম দেখি চোখে।। ?(ইলমাজ)

না মানে স্যার আমি তা বোঝায় নি,আমার কাজ কি?।।(মায়া)

যেহেতু আপনি আন্ডার গ্র্যাজুয়েটেড নির্ধারিত কোন পদ আপনাকে দিতে পারছি না,,তার মানে যে কোন মুহুর্তে, অফিসের যে কোন কাজ আপনাকে করার জন্য বলা যেতে পারে।এবার আপনি যেতে পারেন?।বসা থেকে উঠে জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে বললো ইলমাজ।।

?টেবিল থেকে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মায়া।।
ইচ্ছা তো করছে এই হনুমানের মুখে পানিগুলো সব মেরে দি।।

ইলমাজ মায়ার দিকে ফিরতেই চমকে উঠলো মায়া।।?

হাতে এটা নিয়ে কি করছিলেন মহাশয়া?(ইলমাজ)

পানি স্যার পানি এটা?(মায়া)

আচ্ছা,,সিরিয়াসলি এটাকে পানি বলে??ধন্যবাদ জানানোর জন্য,, আজকে অনেক বছর ধরে খুব চিন্তিত ছিলাম যে আসলে এই জিনিস টা কে বলে কি??(ইলমাজ)

না মানে স্যার পানি টা হাতে নিয়েছিলাম আপনাকে দিবো বলে?(মায়া)

আচ্ছা,এটা দিয়ে কি করে?(ইলমাজ)

আসলে স্যার আমার ফ্যামিলির শিক্ষা বসদের সবসময় পানি মেরে আই মিন পানি দিয়ে সম্মান করতে হয়,আর আমি সম্মান করছিলাম?(মায়া)

তাই,,তাহলে দিন।।(ইলমাজ)

জ্বী স্যার নিন।।(মায়া)

সম্মান করা শেষ হলে এবার আপনি যেতে পারেন।।(ইলমাজ)

কই যাবো স্যার??(মায়া)

বাসায় যান,কাল থেকে জয়েন করবেন আজকে আপনাকে আমার অফিসের স্টাফ রা এভাবে দেখলে তাদের কপালে শনির দশা থাকবে।।(ইলমাজ)

মানে কি স্যার?(মায়া)

সোজা কথা মনে হয় কম বুঝেন আপনি।।যেতে বললাম।।ধমক এর স্বরে বললো ইলমাজ।।

নাক মুখ ফুলিয়ে রাগে হন হন করতে করতে স্যারের ক্যাবিন থেকে বের হয়ে গেলো মায়া।।

চলবে।।

nice,next,wow,joss,f,nএগুলো ছাড়া যদি ভালো কমেন্ট করতে পারেন তবে কইরেন।না পারলে কমেন্ট করার দরকার নাই ভাই।।আর একটা কথা আবারো বলছি যাদের ভাল্লাগবে না তারা চুল্কাইতে না এসে প্লিজ দয়া করে ইগ্নোর করুন।ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here