?#The_Hate_Story?
?#Madness_Love?,12,13
#Writer_Sanjana_Shabnam_Fahmida
#Part_12
আধারের এভাবে জড়িয়ে ধরায় শবনম হচকিয়ে যায়। ও আশা করে নি যে আধার ওকে থাপ্পড়ের বদলে জড়িয়ে ধরবে।
শবনমের ঘারে দুই তিন ফোঁটা গরম পানি পরতেই ওর ঘোর কেটে যায়।
শবনম আধারের প্রত্যেকটা হার্ট বিট ফিল করতে পারছে। আধারের হার্ট অনেক জোরে জোরে বিট করছে। এমন লাগছে যেন অনেক ভয় পেয়ে গিয়েছিলো। কিছু হারানোর ভয় যা ওর কাছে অনেক মূল্যবান। আধারের শরীর কাঁপছে শবনম তা অনুভব করছে।
শবনমের হাত আধারের পিঠে যেতেই আধার ওকে ধাক্কা মেরে দুরে সরিয়ে দেয়।
শবনম টাল সামলাতে না পেরে কিছু টা দুরে সরে যায়।
শবনম অবাক চোখে আধারের দিকে তাকিয়ে আছে। ও এক্সেপ্ট করে নি যে আধার এভাবে ওকে দুরে ঠেলে দিবে।
আধার শবনমের দিকে এক পলক তাকিয়ে ওর দিকে পিঠ করে দাঁড়িয়ে বলতে শুরু করে,,,,
আধারঃ আপনার মতো ইরিস্পনসিবল মেয়ে আমি কোথাও দেখি নি। এখন যদি আমি সময় মতো না আসতাম তাহলে কি হতো ডু ইউ হেভ এনি আইডিয়া। (কড়া গলায়)
শবনমঃ আমি আপনাকে বলি নি আমাকে বাঁচাতে। আই কেন প্রটেক্ট মাই সেল্ফ মি. আধার রেজওয়ান (অভিমানী স্বরে)
আর আপনি না আসলে কিই বা হতো,,, মরে যেতাম তাই তো এর থেকে বেশী খারাপ কিছু হতো না । আর আমি মরে গেলে কার কি আসে যায় নো ওয়ান নিড্স মি।আমি মরি বাঁচি কার কি আসে যায়। ( কান্না জড়িত কন্ঠে )
বলে মুখ ঘুরিয়ে নিলো।
শেষের কথাটা আধারের বুকে গিয়ে বিধলো। ও অবাক চোখে শবনমের দিকে তাকালো। শবনম মুখ ঘুরিয়ে নীরবে কান্না করছে।
আধারঃ এটা তুমি বলতে পারলে শবনম !! নো ওয়ান নিড্স ইউ !!! তুমি জানো দুনিয়ায় সবচেয়ে বেশি আমি তোমাকে চাই প্রয়োজনের বেশি চাই। তুমি আসলেই আমাকে কখনো চিনতে পারলে না।চিনবেই বা কিভাবে তুমি তো কখনো আমাকে ভালোই বাসো নি। সব তো তোমার সাজানো নাটক ছিলো।
কিন্তু আমার ভালোবাসা নাটক ছিলো না। ইট্স এ পিওর লাভ শবনম যেটাতে কোন খাদ নেই। এজন্য আজও তোমার উপর কোন বিপদ আসলে আমি তার থেকে তোমাকে প্রটেক্ট করতে অলওয়েজ প্রিপের থাকি। আমার ঘৃণা কখনো আমার ভালোবাসায় কাবু করতে পারে না। তাইতো আজও তোমার থেকে প্রতিশোধ নিতে আমি ব্যর্থ। ( মনে মনে )
আধার শবনমের দিকে তাকিয়ে কথা গুলো ভাবছিলো।ওর অজান্তেই ওর চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে যা ও শবনমের আড়ালে মুছেও ফেলে।
আধারঃ গাড়িতে বসেন আপনাকে ড্রপ করে দেয়। ( শবনমকে উদ্দ্যেশ্য করে বলল)
শবনমঃ দরকার নেই আপনার সিমপেথির। চলে যান আপনি,,, আমি নিজে নিজেই চলে যেতে পারবো। ( মুখ ঘুরিয়ে কথা গুলো বলল)
আধারঃ সোজা আঙ্গুলে কখনো ঘি উঠে না আঙ্গুল বাকা করতেই হয়। আর যদি সামনের মানুষ আপনার মতো ঘাড় তেড়া আর জিদ্দি হয় তাহলে তো কথাই আলাদা।
বলে শবনমের সামনে গিয়ে ওকে কোলে তুলে নিলো। শবনম চোখ বড় বড় করে আধারের দিকে তাকিয়ে আছে।
শবনম হাত পা ছুড়াছড়ি করছে।
শবনমঃ নামান আমাকে।
আধারঃ আর একটু চেঁচামেচি আর হাত পা ছুটাছুটি করলে এখানেই আছাড় মেরে ফেলে দিবো বলে দিলাম। ( রেগে ধমক দিয়ে বলল)
আধারের ধমকে শবনম চুপ হয়ে গেলো। কারন আধারের কোন বিশ্বাস নেই কখন কি করে বসে তার চেয়ে ভালো চুপ থাকা।
আধার শবনমকে সিটে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে শুরু করে।
গাড়ি চলছে আপন গতিতে। কেউ কোন কথা বলছে না। আধার শুধু ড্রাইভিংয়ে ফোকাস করছে। আর শবনম ভয়ে কোন কথা বলছে না।
শবনমঃ উফফ এমন মূর্তির মতো বসিয়ে রেখে কোন লাভ আছে। আমার বোরিং লাগছে এই স্টুপিড টা কি বুঝতে পারছে না। ( মনে মনে )
এক কাজ করি একটা গান প্লে করি এতে আর বোর ফিল হবে না ,,,,
শবনম তো শবনমই আধারকে না জিজ্ঞেস করেই গান প্লে করে দেয়।
Pehle tu nili akhiya laray gayi,,,,
Raato ki meri nind uray gayi,,,
Nashe main teri mujhko dubayi gayi,,,
Aise mujhe ghure tu kaiko kaiko,,,
Ke jhute vade karke falaye gayi,,,
Najane kitno ko rulaye gayi,,,
Ke dhumko se dilko churaye gayi,,,
Aaja tujhe leke chalu chaiko chaiko,,,,
O saiyan saiyan ve…
Possessive saiyan ve….
Na chore kalaiya,,, Morke baiya…
Jaldhi se side ho side ho…
Aaya mora saiyan psycho…
শবনম গান শুনছে আর আড়চোখে আধারকে দেখছে,
আধার বুঝতে পারছে যে শবনম ওকেই মিন করে গানটি শুনছে তাই ও প্লেয়ার অফ করে দেয়।
শবনম এতে রেগে গিয়ে ওকে বলে।
শবনমঃ এখনকি গান ও শুনতে পারবো না (রেগে প্লাস চিল্লিয়ে)
আধারঃ লো ইউর ভয়েস মিস শবনম। আর আমি বলি নি যে গান শুনতে পারবেন না। পারবেন বাট এই ফালতু গান না।
শবনম নাক ফুলিয়ে রেগে অন্য পাশে ফিরে যায়।
আধার আড় চোখে বারবার শবনমকে দেখছে ওর চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট বুঝা যাচ্ছে।
আর রাগতো ওর নাকের ডগায় এসে রয়েছে।
আধার জানে শবনমের মনের মতো কিছু না হলে ওর মন খারাপ হয়ে যায় আর আধার কখনো ওর কষ্টের কারণ হতে পারে না।
আধার শবনমের রাগ দুর করার জন্য গান প্লে করে দেয়।
Sun mere humsafar…
kya tujhe itni si bhi khabar….
To be continued…..
?#The_Hate_Story?
?#Madness_Love?
#Writer_Sanjana_Shabnam_Fahmida
#Part_13
Sun mere humsafar…
Kya tujhe itni si bhi khabar…..
??????
Sun mere humsafar…..
Kya tujhe itni si bhi khabar….
Ke teri sansein chalti jidhar….
Rahunga bass wahi umrabhar….
Rahunga bass wahi umrabhar Hayyy….
আধার বারবার আড়চোখে শবনমের দিকে তাকাচ্ছে।
শবনম গাড়ির গ্লাস খুলে জানালায় দু হাতে থুতনি ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। বাইরের বাতাসে ওর খোলা চুল গুলো এলো মেলো ভাবে উড়ছে। আধার না চাইতেও ওর চোখ বারবার শবনমের দিকেই যাচ্ছে।
শবনম চোখ বন্ধ করে আযানের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে করছে। আর আধার শবনমের সাথে কাটানো মুহুর্ত গুলো।
দুজনে এক সাথে থেকেও অচেনা হয়ে আছে। কিন্তু আলাদা হয়েও ওরা একে অপরের সৃতিতে ডুবে আছে।
Kitni hasi ye mula Kate hain…
Unh se bhi pyaari teri baatein hain….
Baton main teri jo kho jate hain….
Aayu na hosh main main kabhi…
Bahon main hain teri Zindegi hayy…..
আধার গাড়ি ব্রেক করে শবনমের দিকে ফিরে দেখে ও ঘুমিয়ে পরেছে।
শবনমের ঘুমন্ত চেহারা অনেক নিষ্পাপ লাগছে আধারের কাছে। এলো মেলো চুল গুলো ওর মুখে পরে আছে এতে ওকে আরো অমায়িক লাগছে। শবনমের এই নিষ্পাপ মুখ ওর বাচ্চামো আধারকে প্রতিনিয়ত ওর কাছে টানে।
আধারের মাঝে এক অদ্ভুত ঘোর লাগা কাজ করছে। না চাইতেও শবনমের প্রতি ও বারবার দূর্বল হয়ে পরে।
নিজের অজান্তেই আধার শবনমের অনেক কাছে চলে আসে। শবনমের মুখে পরে থাকা চুল গুলো আলতো করে সরিয়ে দিয়ে ওর কপালে গভীর ভাবে ঠোঁট ছোয়ালো আধার।
এক অদ্ভুত অনুভূতি কাজ করছে আধারের মাঝে। দীর্ঘ সময় পর ও আবার শবনমের এতো কাছে এসেছে। আধার এক ধ্যানে শবনমের চেহারার দিকে তাকিয়ে আছে।
আধারঃ কি আছে তোমার মাঝে শবনম। কেন বারবার তোমার প্রতি এতো দূর্বল হয়ে পরি আমি। তুমি কাছে থাকলে কেন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি না। কেন তোমার চেহারা দেখলে সব কষ্ট সব ব্যথা ভুলে যাই, কেন তোমাকে হারানোর ভয় আমাকে কুড়ে কূড়ে খায়। চাইলেও তোমাকে ঘৃণা করতে পারি না কেন। কেন বারবার এমন লাগে তুমি নির্দোষ। তোমার মনে প্রাণে হৃদয়ে শুধু আমার বসবাস।
হৃদয় বলে তোমাকে বিশ্বাস করতে, তোমাকে নিজের কাছে টেনে নিতে, নিজের পাগলামো ভালোবাসা দিয়ে রাঙিয়ে দিতে।
কিন্তু মস্তিষ্ক !! মস্তিষ্ক বলে তুমি বিশ্বাসঘাতক, তোমাকে ঘৃনা করতে, কষ্ট দিতে।
You know what!! প্রত্যেকবার আমার ব্রেইন আমার হৃদয়ের কাছে হেরে যায়। পারি না তোমাকে কষ্ট দিতে, তোমার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে, তোমাকে ঘৃণা করতে।
কি করবো আমি?? কি ভূল কি সঠিক আমি কিচ্ছু বুঝতে পারছি না। ( মনে মনে)
শবনমের ঘুম ভাঙতেই ও দেখে আধার ওর অনেক কাছে চলে এসেছে। আধারের প্রত্যেকটা নিশ্বাস শবনমের মুখে বারি খাচ্ছে।
আধার শবনমের চোখের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। আধারকে এতো কাছে দেখে শবনমের গলা শুকিয়ে গেছে।
আধারে শবনমের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত ঘোরে হারিয়ে যাচ্ছে। আধার একটু একটু করে শবনমের আরো কাছে চলে আসছে। আধারকে কাছে আসতে দেখে শবনম ভয়ে চোখ খিঁচে বন্ধ করে ফেলে।
আধার শবনমের গালে নিজের ঠোঁট রাখলো। শবনম কেপে কেপে উঠছে আধারের প্রত্যেক ছোয়ায়। শবনম আধারের কলার খামছে ধরে। শবনমের এই কাঁপুনি আধারকে আরো ঘোরে নিয়ে যাচ্ছে।
আধার শবনমের ঘাড়ে নিজের ঠোঁট ছোঁয়ায়। হঠাৎ পিছন থেকে কেউ গাড়ির হর্ন দেয় এতে আধারের ঘোর ভেঙ্গে যায় আর ও ধরফরিয়ে শবনমের কাছ থেকে সরে যায়।
শবনম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আধার জানালার বাইরে তাকিয়ে আছে। শবনমকে ফেস করার সাহস হচ্ছে না ওর। শবনম নিচের দিকে তাকিয়ে আছে লজ্জায় ওর গাল লাল হয়ে গেছে।
নীরবতা ভেঙে আধারই বলল,,,
আধারঃ আপনার বাড়ি চলে এসেছে ….
শবনম জানালার বাইরে তাকিয়ে দেখে ওর বাড়ির সামনে গাড়ি থামানো। শবনম কিছু না বলেই গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে যায়।
আধার শবনমের যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে থাকে,,,,,
আধারঃ এটা কি করছিলাম আমি!!! কেন করছিলাম??? I have to control my self. আমাকে দূর্বল হলে চলবে না।
কথা গুলো ভেবে আধার গাড়ি স্টার্ট দিয়ে বেড়িয়ে যায়।
শবনম নিজের রুমে এসে ওর বড় টেডিবিয়ারকে জড়িয়ে শুয়ে পরে। আধারের সাথে কাটানো মুহুর্ত গুলো মনে করে ব্লাশিং হচ্ছে ও।
শবনম উঠে আয়নার সামনে চলে আসে। নিজের গালে হাত ছুইয়ে বারবার আধারের স্পর্শ অনুভব করছে ও।
শবনমঃ চাইলেও আমার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে না আধার। তুমি যে আমার আযান এটা আমি ভালো করেই জানি। আমার ভালোবাসা তোমাকে আমার কাছ থেকে হারাতে দিবে না। সেই দিন দূরে নেই যখন তুমি নিজেই তোমার ভালোবাসার কথা আমাকে জানাবে।
শবনমঃ
Main to yuu khari kis soch me pari thi…
Kese ji rahiti main dewani…
Chupke se aakein tune…
Dil me samake tune….
Cher di hain kesi ye kahani….
শবনম আধারের কথা ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে হারিয়ে যায়।
এইদিকে,,,,,
আধার বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে আর ভাবছে।
আধারঃ কত স্বপ্ন দেখেছিলাম এক সাথে শবনম। এই চাঁদকে স্বাক্ষী রেখে আমাদের ভালোবাসার মুহূর্ত কাটিয়ে ছিলাম। আজ তুমি ও আছো আমি ও আছি এই চাঁদও আছে কিন্তু আমাদের মাঝে ওই ভালোবাসা নেই।
কেন হলো এমন আমি তো এটা চাইনি। আমি তো শুধু তোমাকে চেয়েছিলাম।
আধার ফোনে শবনমের ছবি বের করে ওটাকে বুকে জড়িয়ে ধরে।
আধারঃ
Muskurana bhi Tujhi se sikha hain….
Dil lagane ka tuhi tarika hain….
Atbar bhi tujhi se hota hain…
Aayu na hosh main main kabhi….
Bahon main hain teri zindegi hayyy….
Hain nehi tha pata…
Ke tujhe man lunga khuda…
Ki teri galiyo main Iss kadar….
Aayunga haar Peher….
Sun mere humsafar…
Kya tujhe itni si bhi khabar……
সকালে,,,
To be continued……