The_boss Part: 5

0
4597

The_boss

Part: 5

Aarizona ella

এনির ক্যাবিনের এক্সট্রা চেয়ারে দৌড়ে গিয়ে বসলো মায়া।।হপাচ্ছে আর ভয়ে ঢোক গিলছে সে।বুকের ধুক ধুক শব্দ টা যেন ক্রমশ বেড়েই চলছে তার।।
যখন খুব বেশি টেনশনে থাকে তখন চা খাওয়ার পরিমান তার আরও বেড়ে যায়।।চা এর কথা চিন্তা করতেই মনে পড়লো
মায়া যাওয়ার সময় ইলমাজ এর ক্যাবিন থেকে চায়ের ফ্লাস্ক আর ব্যাগ আনতে ভুলে গেছিলো।।

আল্লাহ আমি তো ওই শয়তান এর ক্যাবিনে আমার ব্যাগ আর ফ্লাস্ক ফেলে এসেছিলাম?এখন কিভাবে আনবো??ওই শয়তান এর কাউন্সিলর কে ফেইস করার মতো সাহস পাচ্ছি না,,না পারছি চা খাওয়া ছাড়া থাকতে।?(মায়া)

একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে ইলমাজের ক্যাবিনের দিকে যেতে লাগলো মায়া।।দরজার সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতে নক করলো সে।।

come in…(ভিতর থেকে আসতে বললো ইলমাজ)

মায়া দরজা খুলে একবার উকি দিয়ে ভিতরে ঢুকে হাল্কা গলা ঝাড়তেই ইলমাজ মায়ার দিকে তাকালো।।

জ্বী বলুন,কোন প্রয়োজন? (ভ্রু একটা উপরে তুলে বললো ইলমাজ।)

স,,,,স,,,,,স্যার আমার চা।।।(মায়া)

আপনার চা মানে??(ইলমাজ)

মানে চায়ের ফ্লাস্ক এখানে ফেলে গিয়েছিলাম ব্যাগ আর ফোন সহ?(মায়া)

আচ্ছা তাই?আমি তো ভেবেছি চা শেষ করে দিয়েছেন সব তাই ওটা নিচে পাঠিয়ে দিয়েছি।।?(ইলমাজ)

নিচে কোথায় স্যার?(মায়া)

অফিস ক্যানটিন এর কিচেনে।।(ইলমাজ)

উফফফফ,,,,আমার ব্যাগ আর ফোন?? (মায়া)

আপনার ফোন আমি দেখি নি,আর ব্যাগ টা এনির দিয়ে পাঠিয়েছিলাম।।কেন দেয় নি আপনাকে?(ইলমাজ)

না স্যার?।।আমার চা?(মায়া)

যান গ্রাউন্ড ফ্লোরে গিয়ে খুজে আসুন।।?(ইলমাজ)

নাক ফুলিয়ে ইলমাজ এর ক্যাবিন থেকে বেরিয়ে গেলো মায়া।।গ্রাউন্ড ফ্লোরে এদিক থেকে ওদিক খুজতে খুজতে বেশ আধা ঘন্টা খোজার পর হাঁপিয়ে সিড়িতে বসে পড়লো সে।।

আমার চায়ায়ায়ায়া?।।লাল হনুমান।।আমার জীবন কে ত্যনা ত্যানা বানিয়ে ফেলেছে।।(মায়া)

উঠে আবারও চার তলায় গিয়ে ইলমাজ এর ক্যাবিনের দরজা নক করলো।।

জ্বী আসুন।।(ভিতর থেকে ইলমাজ)

স্যার শুধু ক্যান্টিনের কিচেন না পুরা ক্যান্টিন খুজেছি কিন্তু পায় নি?।(মায়া)

আচ্ছা সত্যিই পান নি?কি বলেন??ভ্রু কুচকে বাকা হাসলো ইলমাজ।।

সত্যি স্যার পায় নি,,বলেই ইলমাজ এর টেবিল এর দিকে তাকাতেই চোখ কপালে উঠলো মায়ার।।?
মায়ার দিকে তাকিয়ে বাঁকা হাসছে ইলমাজ।।

স্যার,,আপনি তো বলেছিলেন ফ্লাস্ক নিচে ক্যান্টিনের কিচেনে।।আর এখন তো দেখছি এটা আপনার টেবিলে আগে থেকে রাখা।।?(মায়া)

আগে থেকে রাখা ছিলো যেহেতু আগে দেখেন নি আপনি??(মায়া)

না স্যার সত্যি এটা তখন ছিলো না।।কিন্তু এখন কোত্থেকে আসলো।আর ছিলো যেহেতু আপনি আমায় আগে বললেন না কেন?এদিক থেকে ওদিক দৌড়াতে দৌড়াতে হুদায় পায়ের চামড়া উঠিয়ে এসেছি।।?(মায়া)

কারো চোখের সামনে স্পষ্ট থাকার সত্বেও যদি সে না দেখে আমি তাকে বিস্তারিত কিছু জানায় না।আমি আপনাকে আগেও বলেছি খামখেয়ালি মানুষগুলো আমার একদম অপছন্দ।? আপনি চা খেতে না পারার শোকে এতটাই বিভোর ছিলেন যে আপনার চোখের সামনে স্পষ্ট থাকার পর ও আপনি দেখলেন না,,,
তাতে সমস্যা কার?বাকা হাসলো ইলমাজ।

দাঁতে দাঁত খিলিয়ে আছে মায়া?।।।লাগছে রাগে এখনই হার্ট এট্যাক করবে সে।।

সত্যি স্যার ছিলো না।।আমি দেখি নি।।(মায়া)

আপনি না দেখলে সেই সমস্যা টা আপনার।।আমার না মিস মায়া আজহারি।।?(ইলমাজ)

মায়া দাঁত খিলিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে।।

এবার চাইলে নিয়ে যেতে পারেন আ প না র—- স্বা দে র —– চা য়ে র—– ফ্লা স্ক?(ইলমাজ)

আর আমার ফোন?(মায়া)

আমি তো ভুলে গিয়েছিলাম পুর্ববর্তী জন্মে আপনার বাড়ির পাহাড়াদ্বার ছিলাম আমি।।।?(ইলমাজ)

না স্যার আমি তা বুঝায় নি?(মায়া)

আমি আপনার বস,, আপনার ফোনের পাহাড়াদ্বার নয়।।?(ইলমাজ)

ইলমাজ উঠে মায়ার দিকে এগিয়ে আসতেই মায়া ফ্লাস্ক হাতে সোজা ক্যাবিনের বাহিরে ভৌ দৌড়।।

এবার বুঝুন মিস মায়া আজহারি কারো গায়ে গরম চা ছুড়ে মারার কষ্ট কত তীব্রতর।?
এবার ফোন টাও খুজুন।।মুচকি হাসছে ইলমাজ।।?।

এনির রুমে গিয়ে মুখ ফুলিয়ে বসে আছে মায়া।।ফোন খুজে পাচ্ছে না তার দু:খে মাথা ফেটে যাচ্ছে মায়ার।।

গোটা অফিসে তন্ন তন্ন করে ফোন খুজেছে সে।কিন্তু কোথাও তার ফোনের নাম নিশানা পর্যন্ত পাওয়া যায় নি।।রাগে ফুসতে ফুসতে এনির ক্যাবিনে এসে বসলো মায়া।।

আমার ফোন এখন আমি কোথায় পাবো।(মায়া)
?
হঠাৎ ফোনের আওয়াজ শুনে চমকে উঠলো মায়া।।

টোন টা তো চেনা চেনা লাগছে।?।(মায়া)
ক্যাবিনের এদিক ওদিক তাকিয়ে লক্ষ করার চেষ্টা করছে যে টোনের আওয়াজ টা কোন দিক থেকে আসছে।।এদিক ওদিক তাকাতেই টেবিলের দিকে চোখ গেলো মায়ার।।।তার ব্যাগ দেখে চমকে দৌড়ে টেবিলের দিকে গিয়ে ব্যাগ হাতে নিতেই বুঝতে পারলো ফোনের আওয়াজ টা এতক্ষন যাবৎ তার ব্যাগ থেকেই আসছিলো।।

হ্যালো!!!(মায়া)

ফোন পেয়েছেন মিস মায়া আজহারি?ফোনের ওপাশ থেকে ইলমাজ।।

?দরজার দিকে তাকাতেই দেখলো ইলমাজ ফোন কানে দাঁত বের করে হাসছে।।

Have a good day..?বলা মাত্রই হাসতে হাসতে সেখান থেকে সোজা কেটে পড়লো ইলমাজ।।

??মায়া শক্ডে আছে।।।হা করে ইলমাজের যাওয়ার দিকে এখনো তাকিয়ে আছে মায়া।।

চলবে৷

লাভ স্টোরি যেহেতু রোম্যান্সটা অবশ্যক।।রোম্যান্স ছাড়া গল্প পড়তে ভালো লাগে না সো যারা বলছেন রোম্যান্স দিতে আগে বুঝতে হবে আগা মাথা ছাড়া আন্তাইজ্জা রোম্যান্স কিভাবে দিবো?রোম্যান্স দেয়ার জন্য ও তো তেমন পরিস্থিতি আর কারন লাগবে।।?।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here